Class 9 – English – His First Flight – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণীর ইংরেজির পঞ্চম অধ্যায় His First Flight – এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করবো। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের His First Flight গল্পটি সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। এই অধ্যায় নবম শ্রেণীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়ের প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

His First Flight - Question and Answer

His First Flight এর ইংরেজি উচ্চারণ

দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। হি হ্যাড বিন আফ্রেইড টু ফ্লাই উইথ দেম। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিংক অফ দ্য লেজ হি বিকেম আফ্রেইড। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ, অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। হি ফেল্ট সারটেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ।

দ্যাট ওয়াজ টোয়েন্টি-ফোর আওয়ার্স অ্যাগো। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। দ্য ডে বিফোর, হি হ্যাড ওয়াচড হিজ পেরেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। দে ওয়্যার টিচিং দেম দি আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, হোয়াইল হিজ পেরেন্টস সার্কলড অ্যারাউন্ড প্রাউডলি।

দ্য সান ওয়াজ নাউ অ্যাসেন্ডিং দ্য স্কাই, ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। নাউ দেয়ার ওয়াজ নট আ সিংগল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিন্স অফ রিচিং হিজ পেরেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এনডেড ইন আ শিয়ার ফল, উইথ দ্য সি বিনিথ। হি কুড শিউরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড ওনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক? দেয়ার ওয়াজ নো লেজ, অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই।

হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিংক অফ দ্য লেজ। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দি আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দি আদার, হি প্রিটেন্ডেড টু বি ফলিং আস্লিপ। স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম। হি স্য হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাটু। দে হোয়্যার ডোজিং, উইথ দেয়ার হেডস সাংক ইন্টু দেয়ার উইংস। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদারস অন হিজ হোয়াইট ব্যাক। ওনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটু, ইটিং আ পিস অফ ফিশ। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম।

গি, গা, গা, হি ক্রাইড, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। “গও-উল-আহ,”শি স্ক্রিমড ব্যাক। হি কেপ্ট কলিং, অ্যান্ড আফটার আ মিনিট অর সো, হি আটারড আ জয়ফুল স্ক্রিম। হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, শি হল্টেড, হার উইংস মোশনলেস। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, ওয়ান্ডারিং হোয়াই শি ডিড নট কাম নিয়ারর। অ্যান্ড দেন, ম্যাডেনড বাই হাঙ্গার, হি ডাইভড অ্যাট দ্য ফিশ।

উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। দেন টেরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। বাট ইট ওনলি লাস্টেড আ মোমেন্ট। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। দ্য উইন্ড রাশড অ্যাগেইনস্ট হিজ ব্রেস্ট ফেদারস, দেন আন্ডার দ্য স্টোমাক অ্যান্ড অ্যাগেইনস্ট হিজ উইংস। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দি এয়ার। হি ওয়াজ নট ফলিং হেডলং নাউ। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। হি ওয়াজ নো লংগার আফ্রেইড। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ানস অ্যান্ড হি সোরড আপওয়ার্ডস। হি আনসারড আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম অ্যাগেইন। হি সোরড হায়ার। হিজ মাদার ফ্লু পাস্ট হিম, হার উইংস মেকিং আ লাউড নয়েজ। হি আনসারড হার উইথ অ্যানাদার স্ক্রিম। দেন হিজ ফাদার ফ্লু ওভার হিম, স্ক্রিমিং। দেন হি স্য হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম।

হি স্য আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, অ্যান্ড হি টার্নড হিজ বিক সাইডওয়েজ অ্যান্ড ক্রোউড অ্যামিউজডলি। হিজ পেরেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম। দে ওয়্যার বেকনিং টু হিম, কলিং শ্রিলি। হি ড্রপড ব্রিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি।

হিজ ফিট স্যাংক ইনটু দ্য সি, অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাংক নো ফার্দার। হি ওয়াজ ফ্লোটিং অন ইট। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ট্রিমিং, প্রেইজিং হিম। হি হ্যাড মেড হিজ ফাস্ট ফ্লাইট।

His First Flight এর বঙ্গানুবাদ

ছোট্ট গাঙচিল তার শৈলস্তবকে একা ছিল। তার দুই ভাই আর বোন ইতিমধ্যেই আগের দিন উড়ে চলে গিয়েছিল। সে তাদের সাথে উড়তে ভয় পাচ্ছিল। যখন সে ছুটে শৈলস্তবকের কিনারায় পৌঁছাল তখন সে শঙ্কিত হয়ে পড়ল। নীচে বিস্তৃত সমুদ্র, যা অনেক মাইল নীচে। সে নিশ্চিত ছিল যে তার ডানাগুলি কখনোই তার ওজন বহন করতে পারবে না। তাই সে মাথা নীচু করে ছুটে পালাল সেই ছোট্ট গর্তটার দিকে যেখানে সে রাতে ঘুমাত। তার বাবা আর মা এসে তাকে তীক্ষ্ণস্বরে ডাকছিল। কিন্তু প্রাণের ভয়ে সে নড়তে পারল না।

সেটা ছিল চব্বিশ ঘন্টা আগে। সেই থেকে তার কাছে কেউ আসেনি। আগের দিন, সে দেখেছিল তার বাবা-মা উড়ে বেড়াচ্ছে তার ভাই-বোনদের সঙ্গে। তারা ওদের ওড়ার কৌশল আর মাছ ধরার জন্য জলে কীভাবে ঝাঁপ দিতে হয় তা শেখাচ্ছিল। সে তার বড় ভাইকে তার প্রথম হেরিং মাছ ধরতে দেখেছিল, তখন তার বাবা-মা গর্বে চক্রাকারে উড়ছিল।

সূর্য তখন আকাশে উঠছিল, তার দক্ষিণমুখী শৈলস্তবকের ওপর ঝলমল করছিল। সে তাপ অনুভব করছিল কারণ সে আগের রাত থেকে কিছু খায়নি। এখন খড়ের বাসায় খাবারের একটি টুকরোও অবশিষ্ট ছিল না। তার ছোট ধূসর শরীরটি শৈলস্তবকে দুলকি চালে আগুপিছু করছিল। সে না উড়ে তার বাবা-মায়ের কাছে পৌঁছানোর উপায় খুঁজছিল। কিন্তু তার দুপাশেই শৈলস্তবকটি শেষ হয়েছে খাড়া পতনে, যার নীচে সমুদ্র। সে অবশ্যই তাদের কাছে পৌঁছতে পারত যদি সে পাহাড়ের খাড়া গা ধরে উত্তর দিকে যেতে পারত। কিন্তু সে কীসের ওপর হাঁটত? ওখানে কোনো পথ ছিল না, আর সে কোনো মাছিও নয়।

সে আস্তে আস্তে শৈলস্তবকের কিনারায় এল। সে একপায়ে দাঁড়াল, অন্য পাটা তার ডানার নীচে লুকিয়ে। একটি চোখ বন্ধ করে আর তারপর অন্যটি, সে ঘুমানোর ভান করল। তাও তার বাবা-মা তার দিকে লক্ষ করল না। সে দেখল তার দুই ভাই আর বোন মালভূমিতে শুয়ে আছে। তারা ঘুমাচ্ছিল, তাদের মাথা ডানায় লুকানো। তার বাবা তার সাদা পিঠের পালক গোছাচ্ছিল। শুধু তার মা তার দিকে তাকিয়ে ছিল। সে মালভূমির ওপর একটি ছোট উঁচু ঢিবির ওপর দাঁড়িয়ে মাছের একটি টুকরো খাচ্ছিল। খাবার দেখে তার মাথা খারাপ হয়ে গেল।

গি, গা, গা, সে চিৎকার করে তার মাকে অনুনয় করল তাকে কিছু খাবার এনে দিতে। “গও-উল-আহ,” তার মা পাল্টা চিৎকার করল। সে ডাকতেই থাকল, আর মিনিট খানেক পরে, সে আহ্লাদের চিৎকার করল। তার মা মাছের একটি টুকরো তুলে নিয়ে তার দিকে উড়ে আসছিল। কিন্তু মা যখন ঠিক তার মুখোমুখি, তখন থামল, তার ডানাগুলো স্থির। তার ঠোঁটে মাছের টুকরোটি প্রায় তার নাগালের মধ্যে ছিল। বিস্ময়ে এক মুহূর্ত অপেক্ষা করল, ভাবল কেন মা আরও কাছে এল না। তারপর, খিদেতে পাগল হয়ে, সে মাছটির দিকে ঝাঁপ দিল।

একটি জোর চিৎকার দিয়ে সে শূন্যে বাইরের দিকে আর নীচের দিকে পড়তে লাগল। তারপর আতঙ্কে সে জড়িয়ে গেল আর তার হৃদয় যেন থেমে গেল। কিন্তু সেটা শুধু এক মুহূর্তের জন্য। পরের মুহূর্তে সে অনুভব করল তার ডানাগুলো প্রসারিত হচ্ছে। বাতাস জোরে তার বুকের পালকগুলোতে আঘাত করল, তারপর পেটের তলায় আর তার ডানাগুলোতে। সে অনুভব করল তার ডানার ডগাগুলো বাতাস চিরে চলেছে। সে এখন আর সোজা নীচের দিকে পড়ছে না। ধীরে ধীরে সে নীচের দিকে আর বাইরের দিকে উড়ছিল। সে আর ভয় পাচ্ছিল না। তারপর সে তার ডানাগুলো একবার ঝাপটাল আর উপর দিকে উঠল। একটা আনন্দিত চিৎকার ছেড়ে আবার ডানা ঝাপটাল। সে আরও উপরে উঠল। তার মা তার পাশ দিয়ে উড়ে গেল, তার ডানাগুলো জোরে শব্দ করছিল। সে মাকে সাড়া দিল আরেকটি চিৎকার দিয়ে। তারপর তার বাবা তার ওপর দিয়ে উড়ে গেল, চিৎকার করতে করতে। তারপর সে তার দুই ভাই আর বোনকে তার চারপাশে উড়তে দেখল।

সে দেখল তার নীচে একটি বিশাল সবুজ সমুদ্র, আর সে তার ঠোঁট পাশে ঘুরিয়ে আনন্দে কা করল। তার বাবা-মা আর ভাই-বোন এই সবুজ মেঝেতে নামল। তারা তীক্ষ্ণস্বরে চিৎকার করে তাকে ডাকছিল। সে তার পা গুলো সবুজ সমুদ্রের ওপর ফেলল। তার পা গুলো সমুদ্রে ডুবে গেল, আর তারপর তার পেট সেটিকে স্পর্শ করল আর সে আর ডুবল না। সে জলে ভাসছিল। আর তার চারপাশে তার পরিবার চিৎকার করছিল, তাকে বাহবা দিচ্ছিল।

সে তার প্রথম উড়ান সম্পন্ন করল।

আজকে আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণীর ইংরেজির দশম অধ্যায় ‘His First Flight’ এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় নবম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই আসে। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের ‘His First Flight’ গল্পটি সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের পোস্টটি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, যার এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী ইতিহাস - প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস – প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ,নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ওহমের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো।

বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহারের ক্ষেত্রে তামা ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটি শ্রেষ্ঠতর ও কেন?

ওহমীয় পরিবাহী ও অ-ওহমীয় পরিবাহী বলতে কী বোঝো? উদাহরণ দাও।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – চলতড়িৎ – রোধ

শ্রেণি ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধের তুলনামূলক বিশ্লেষণ