আজকে আমরা এই আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়, “জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সঠিক উত্তর নির্বাচন করো।
জাতিসংঘ গড়ে উঠেছিল –
- প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে
- প্রথম বিশ্বযুদ্ধের পরে
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
- ঠান্ডা লড়াই -এর পরে
উত্তর – 2. প্রথম বিশ্বযুদ্ধের পরে
জাতিসংঘ গঠনের প্রথম প্রস্তাব উত্থাপন করেন –
- উড্রো উইলসন
- হিটলার
- ম্যাৎসিনি
- মুসোলিনি
উত্তর – 1. উড্রো উইলসন
উড্রো উইলসন ছিলেন –
- মার্কিন রাষ্ট্রপতি
- ব্রিটিশ প্রধানমন্ত্রী
- ফরাসি প্রধানমন্ত্রী
- জার্মানির প্রধানমন্ত্রী
উত্তর – 1. মার্কিন রাষ্ট্রপতি
চোদ্দো দফা নীতির প্রবক্তা হলেন –
- চার্চিল
- হিটলার
- উড্রো উইলসন
- বিসমার্ক
উত্তর – 3. উড্রো উইলসন
জাতিসংঘ গঠনের জন্য যে কমিটি গঠিত হয় তার সভাপতি ছিলেন –
- চার্চিল
- নেলসন
- উড্রো উইলসন
- স্ট্যালিন
উত্তর – 3. উড্রো উইলসন
জাতিসংঘ গঠনের খসড়া সংবিধানকে বলা হয় –
- সংবিধান
- কভেন্যান্ট
- ক্যাভেট
- ম্যান্ডেট
উত্তর – 2. কভেন্যান্ট
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল –
- 1918 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
- 1938 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1920 খ্রিস্টাব্দে
জাতিসংঘের প্রথম অধিবেশন বসে –
- 1918 খ্রিস্টাব্দে
- 1919 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
- 1938 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1920 খ্রিস্টাব্দে
জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্যসংখ্যা ছিল –
- 42
- 54
- 193
- 100
উত্তর – 1. 42
জাতিসংঘের সদর দপ্তর ছিল –
- নিউ ইয়র্কে
- ওয়াশিংটনে
- জেনেভায়
- প্যারিসে
উত্তর – 3. জেনেভায়
জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল –
- বিরোধী জোট গঠন করা
- পারস্পরিক সহযোগিতা দ্বারা আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করা
- যুদ্ধের পরিস্থিতি তৈরি করা
- জার্মানিকে যুদ্ধে সাহায্য করা
উত্তর – 2. পারস্পরিক সহযোগিতা দ্বারা আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করা
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির ভোট দেওয়ার অধিকার –
- 1টি
- 3টি
- 5টি
- 8টি
উত্তর – 1. 1টি
লিগ কাউন্সিল বা লিগ পরিষদ প্রথমবার গঠিত হয়েছিল –
- 4 জন সদস্যকে নিয়ে
- 6 জন সদস্যকে নিয়ে
- 9 জন সদস্যকে নিয়ে
- 5 জন সদস্যকে নিয়ে
উত্তর – 3. 9 জন সদস্যকে নিয়ে
লিগ কাউন্সিলে যোগদান করেনি –
- ব্রিটেন
- ইটালি
- আমেরিকা
- ফ্রান্স
উত্তর – 3. আমেরিকা
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন –
- এরিক ড্রুমন্ড
- উড্রো উইলসন
- রুজভেল্ট
- ট্রিগভিলি
উত্তর – 1. এরিক ড্রুমন্ড
জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয় –
- 1924 খ্রিস্টাব্দে
- 1935 খ্রিস্টাব্দে
- 1940 খ্রিস্টাব্দে
- 1941 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1924 খ্রিস্টাব্দে
লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয় –
- 1924 খ্রিস্টাব্দে
- 1925 খ্রিস্টাব্দে
- 1926 খ্রিস্টাব্দে
- 1927 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1925 খ্রিস্টাব্দে
কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে –
- 50টি দেশ
- 60টি দেশ
- 62টি দেশ
- 70টি দেশ
উত্তর – 3. 62টি দেশ
জাতিসংঘের বিলুপ্তি ঘটে –
- 1929 খ্রিস্টাব্দে
- 1939 খ্রিস্টাব্দে
- 1946 খ্রিস্টাব্দে
- 1920 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1946 খ্রিস্টাব্দে
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন –
- রুজভেল্ট
- বান-কি-মুন
- জওহরলাল নেহরু
- কোফি আন্নান
উত্তর – 1. রুজভেল্ট
লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয় –
- 1940 খ্রিস্টাব্দে
- 1941 খ্রিস্টাব্দে
- 1942 খ্রিস্টাব্দে
- 1943 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1941 খ্রিস্টাব্দে
আটল্যান্টিক সনদ স্বাক্ষরিত হয় 9 আগস্ট –
- 1939 খ্রিস্টাব্দে
- 1940 খ্রিস্টাব্দে
- 1941 খ্রিস্টাব্দে
- 1943 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1941 খ্রিস্টাব্দে
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল –
- সানফ্রান্সিসকো শহরে
- নিউ ইয়র্ক শহরে
- হেগ শহরে
- জেনেভা শহরে
উত্তর – 1. সানফ্রান্সিসকো শহরে
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দের –
- 14 ফেব্রুয়ারি
- 23 মার্চ
- 24 অক্টোবর
- 23 নভেম্বর
উত্তর – 3. 24 অক্টোবর
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল –
- 50টি রাষ্ট্র
- 51টি রাষ্ট্র
- 193টি রাষ্ট্র
- 100টি রাষ্ট্র
উত্তর – 2. 51টি রাষ্ট্র
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারা আছে –
- 51টি
- 110টি
- 111টি
- 109টি
উত্তর – 3. 111টি
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে গঠনতন্ত্র আলোচনা করা হয়েছে –
- 3নং ধারায়
- 5নং ধারায়
- 7নং ধারায়
- 8নং ধারায়
উত্তর – 3. 7নং ধারায়
‘বিশ্ব বিবেকের কণ্ঠস্বর’ বলা হয় –
- নিরাপত্তা পরিষদকে
- সাধারণ সভাকে
- সম্মিলিত জাতিপুঞ্জকে
- অছি পরিষদকে
উত্তর – 2. সাধারণ সভাকে
‘বিশ্বের বৃহত্তম বিতর্কসভা’ হল –
- সম্মিলিত জাতিপুঞ্জ
- নিরাপত্তা পরিষদ
- সাধারণ সভা
- লোকসভা
উত্তর – 3. সাধারণ সভা
সাধারণ সভার বর্তমান সদস্যসংখ্যা –
- 192 জন
- 193 জন
- 194 জন
- 100 জন
উত্তর – 2. 193 জন
সাধারণ সভায় সভাপতি থাকে –
- 1 জন
- 21 জন
- 22 জন
- 25 জন
উত্তর – 1. 1 জন
সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর –
- মার্চ মাসে
- মে মাসে
- সেপ্টেম্বর মাসে
- জুন মাসে
উত্তর – 3. সেপ্টেম্বর মাসে
‘জাতিপুঞ্জের চালিকাশক্তি’ বলা হয় –
- নিরাপত্তা পরিষদকে
- সাধারণ সভাকে
- আর্থসামাজিক পরিষদকে
- অছি পরিষদকে
উত্তর – 1. নিরাপত্তা পরিষদকে
নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্যসংখ্যা –
- 10 জন
- 15 জন
- 20 জন
- 25 জন
উত্তর – 2. 15 জন
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা –
- 5 জন
- 7 জন
- 10 জন
- 4 জন
উত্তর – 1. 5 জন
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা –
- 3 জন
- 7 জন
- 10 জন
- 4 জন
উত্তর – 3. 10 জন
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব বহন করে –
- নিরাপত্তা পরিষদ
- সাধারণ সভা
- অছি পরিষদ
- বিধান পরিষদ
উত্তর – 1. নিরাপত্তা পরিষদ
একমাত্র ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে –
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের
- অছি পরিষদের স্থায়ী সদস্যদের
- সাধারণ সভার স্থায়ী সদস্যদের
- মহাসচিবের
উত্তর – 1. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের
নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী –
- জাপান
- ভারত
- চিন
- পাকিস্তান
উত্তর – 3. চিন
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা –
- 15 জন
- 54 জন
- 193 জন
- 100 জন
উত্তর – 2. 54 জন
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ –
- 5 বছর
- 6 বছর
- 3 বছর
- 8 বছর
উত্তর – 3. 3 বছর
সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি পরিষদ হল –
- ILO
- FAQ
- UNESCO
- WHO
উত্তর – 2. FAQ
সম্মিলিত জাতিপুঞ্জের শ্রমিক সংস্থা হল –
- ILO
- IMF
- WHO
- FAO
উত্তর – 1. ILO
জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা হল –
- IMF
- WHO
- UNESCO
- ILO
উত্তর – 3. UNESCO
আন্তর্জাতিক বিচারালয়টি অবস্থিত –
- নেদারল্যান্ডে
- নিউ ইয়র্কে
- আমেরিকায়
- অস্ট্রেলিয়ায়
উত্তর – 1. নেদারল্যান্ডে
আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা –
- 6 জন
- 9 জন
- 15 জন
- 10 জন
উত্তর – 3. 15 জন
জাতিপুঞ্জের সদর বা প্রধান দপ্তর অবস্থিত –
- পাকিস্তানে
- ব্রিটেনে
- নিউ ইয়র্কে
- জেনেভায়
উত্তর – 3. নিউ ইয়র্কে
মহাসচিব হলেন –
- নিরাপত্তা পরিষদের প্রধান
- সাধারণ সভার প্রধান
- কর্মদপ্তরের প্রধান
- অছি পরিষদের প্রধান
উত্তর – 3. কর্মদপ্তরের প্রধান
মহাসচিব নিযুক্ত হন –
- নিরাপত্তা পরিষদ কর্তৃক
- সাধারণ সভা কর্তৃক
- কর্মদপ্তর কর্তৃক
- অছি পরিষদ কর্তৃক
উত্তর – 2. সাধারণ সভা কর্তৃক
সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন –
- ট্রিগভি লি
- বান-কি-মুন
- রুজভেল্ট
- কোফি আন্নান
উত্তর – 1. ট্রিগভি লি
জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন –
- ট্রিগভি লি
- বান-কি-মুন
- অ্যান্টোনিও গুটারেস
- এরিক ড্রুমন্ড
উত্তর – 3. অ্যান্টোনিও গুটারেস
‘বিশ্ব বিবেকের প্রতিনিধি’ বলা হয় –
- নিরাপত্তা পরিষদকে
- সাধারণ সভাকে
- জাতিপুঞ্জকে
- জাতিসংঘকে
উত্তর – 3. জাতিপুঞ্জকে
বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা-
- 193
- 192
- 191
- 190
উত্তর – 1. 193
সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিটি সদস্যরাষ্ট্রের প্রতিনিধির সংখ্যা –
- 5টি
- 6টি
- 8টি
- 10টি
উত্তর – 1. 5টি
পূর্ণবাক্যে উত্তর দাও।
প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম কী?
প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বশান্তি রক্ষা করার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম হল জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ (The League of nations)।
আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি?
আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হল জাতিসংঘ।
কোন্ সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
প্যারিসের শান্তি সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
জাতিসংঘ 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
‘জাতিসংঘের জনক’ কাকে বলা হয়?
‘জাতিসংঘের জনক’ বলা হয় উড্রো উইলসনকে (Woodrow Wilson)।
উড্রো উইলসন কে ছিলেন?
উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
উড্রো উইলসন কবে ‘চোদ্দো দফা শর্ত’ ঘোষণা করেছিলেন?
উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি ‘চোদ্দো দফা শর্ত’ ঘোষণা করেছিলেন।
উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের কত নম্বর শর্তে জাতিসংঘ গঠনের কথা উল্লেখ করা হয়?
উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দো নম্বর শর্তে জাতিসংঘ গঠনের কথা উল্লেখ করা হয়।
উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দোতম শর্তে কী বলা হয়েছিল?
উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দোতম শর্তে বলা হয়েছিল যে, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হবে।
‘লিগ কভেনান্ট’ কী?
‘লিগ কভেনান্ট’ হল জাতিসংঘের খসড়া সংবিধান।
কত খ্রিস্টাব্দে লিগ কভেনান্ট প্রস্তুত করা হয়?
1919 খ্রিস্টাব্দে লিগ কভেনান্ট প্রস্তুত করা হয়।
লিগ কভেনান্ট বা লিগের সনদে ক-টি ধারা ছিল?
লিগ কভেনান্ট বা লিগের সনদে 26টি ধারা ছিল।
কত খ্রিস্টাব্দে জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হয়?
1919 খ্রিস্টাব্দের 28 জুন জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হয়।
কোন্ দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত?
1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত।
কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন বসে?
1920 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি লিগের প্রথম অধিবেশন বসে।
জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল?
জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় ছিল সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।
জাতিসংঘের প্রথম অধিবেশনে ক-টি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল?
জাতিসংঘের প্রথম অধিবেশনে 42টি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল 46।
জাতিসংঘের সনদ অনুযায়ী ক-টি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল?
জাতিসংঘের সনদ অনুযায়ী তিনটি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল।
জাতিসংঘের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হত?
জাতিসংঘের সাধারণ সভা লিগের চুক্তিপত্রে স্বাক্ষরকারী প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে গঠিত হত।
জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কতজন করে প্রতিনিধি থাকে?
জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের তিনজন করে প্রতিনিধি থাকে।
জাতিসংঘের সাধারণ সভার কাজ কী ছিল?
জাতিসংঘের সাধারণ সভার কাজ ছিল – বিশ্বশান্তি, নিরাপত্তা, সংখ্যালঘু, রাজনৈতিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
বছরে কমপক্ষে কতবার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত?
বছরে কমপক্ষে 1 বার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত।
জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল কার উপর?
জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল লিগ পরিষদের উপর।
জাতিসংঘের লিগ পরিষদে প্রথমে কত জন স্থায়ী সদস্য ছিল?
জাতিসংঘের লিগ পরিষদে প্রথমে 5 জন স্থায়ী সদস্য ছিল।
লিগ পরিষদের স্থায়ী সদস্য কারা?
লিগ পরিষদের স্থায়ী সদস্যরা হল – ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান ও আমেরিকা।
আমেরিকা কেন লিগ পরিষদে যোগদান করেনি?
আমেরিকার সরকার জাতিসংঘে যোগদানের চুক্তি অনুমোদন না করায় আমেরিকা লিগ পরিষদে যোগদান করেনি।
কারা নতুন সদস্য হিসেবে লিগ পরিষদে যোগদান করে?
জার্মানি ও সোভিয়েত রাশিয়া নতুন সদস্য হিসেবে লিগ পরিষদে যোগদান করে।
বছরে কমপক্ষে কতবার লিগ পরিষদের অধিবেশন বসত?
বছরে কমপক্ষে 3 বার লিগ পরিষদের অধিবেশন বসত।
জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে ছিলেন?
জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব ছিলেন স্যার জেমস এরিক ড্রুমন্ড।
জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলি ক-টি ভোট দিতে পারত?
জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলি 1টি করে ভোট দিতে পারত।
PCIJ -এর পুরো নাম কী?
PCIJ -এর পুরো নাম হল Permanent Court of International Justice.
আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল?
আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় ছিল নেদারল্যান্ডের হেগ শহরে।
ILO -এর পুরো নাম কী?
ILO -এর পুরো নাম হল International Labour Organisation.
আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল?
আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় ছিল সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।
জাতিসংঘের চূড়ান্ত গৌরবের যুগ কোন্ সময়কালকে বলা হয়?
জাতিসংঘের চূড়ান্ত গৌরবের যুগ 1924 থেকে 1930 খ্রিস্টাব্দ সময়কালকে বলা হয়।
‘জেনেভা প্রোটোকল’ কী?
জেনেভা প্রোটোকল হল 1924 খ্রিস্টাব্দে গ্রিস ও চেকোশ্লোভাকিয়ার প্রতিনিধিদ্বয় রচিত একটি দলিল।
কত খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়?
1924 খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়।
জেনেভা প্রোটোকলে কোন্ বিষয়টিকে ‘আন্তর্জাতিক অপরাধ’ বলা হয়েছে?
জেনেভা প্রোটোকলে আক্রমণাত্মক যুদ্ধকে ‘আন্তর্জাতিক অপরাধ’ বলা হয়েছে।
বিজয়ী ও বিজিত শক্তিবর্গের মধ্যে প্রথম কোথায় মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়?
বিজয়ী ও বিজিত শক্তিবর্গের মধ্যে প্রথম সুইটজারল্যান্ডের লোকার্নো শহরে মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়।
কত খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়?
1925 খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়।
লোকার্নো চুক্তি কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
লোকার্নো চুক্তি ফ্রান্স ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়।
কত খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘে যোগদান করে?
1926 খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘে যোগদান করে।
কত খ্রিস্টাব্দে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়?
1928 খ্রিস্টাব্দে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়।
কতগুলি দেশ কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে?
62টি দেশ কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে।
কেলগ-ব্রিয়াঁ চুক্তি অপর কী নামে পরিচিত?
কেলগ-ব্রিয়াঁ চুক্তি 1928 খ্রিস্টাব্দের প্যারিসের চুক্তি নামেও পরিচিত।
কত খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া দখল করে?
1931 খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া দখল করে।
জাপান ও ইটালি কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
জাপান 1931 খ্রিস্টাব্দে এবং ইটালি 1935 খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।
জাতিসংঘের অবসানের সূত্রপাত হয় কখন?
1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে জাতিসংঘের অবসানের সূত্রপাত হয়।
আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবসান কবে হয়?
1946 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবসান হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত কতগুলি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহত হয়?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত ৩টি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয়।
জাতিসংঘ প্রতিষ্ঠার কত বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
জাতিসংঘ প্রতিষ্ঠার 20 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ সংঘটিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার নাম কী?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, তার নাম হল সম্মিলিত জাতিপুঞ্জ বা UNO।
UNO -এর পুরো নাম কী?
UNO -এর পুরো নাম হল United Nations Organisation.
সম্মিলিত জাতিপুঞ্জ কোন আন্তর্জাতিক সংগঠনের উত্তরসূরি?
সম্মিলিত জাতিপুঞ্জ জাতিসংঘ -এর উত্তরসূরি।
সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
সম্মিলিত জাতিপুঞ্জ 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত ছিল?
প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা ছিল 51।
কোন্ দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়?
24 অক্টোবর দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়।
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা কে পালন করেছিলেন?
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
রুজভেল্ট কে ছিলেন?
রুজভেল্ট ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
‘ইউনাইটেড নেশনস’ শব্দটি চয়ন করেন রুজভেল্ট।
‘ইউনাইটেড নেশনস’ শব্দটি কে চয়ন করেন?
কত খ্রিস্টাব্দে ‘লন্ডন ঘোষণাপত্র’ গৃহীত হয়?
1941 খ্রিস্টাব্দে ‘লন্ডন ঘোষণাপত্র’ গৃহীত হয়।
কোন্ ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয়?
আটল্যান্টিক সনদ (1941, আগস্ট) ঘোষণার ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয়।
আটল্যান্টিক সনদ কবে ঘোষিত হয়?
আটল্যান্টিক সনদ 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট ঘোষিত হয়।
আটল্যান্টিক সনদ কারা ঘোষণা করেন?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল আটল্যান্টিক সনদ ঘোষণা করেন।
আটল্যান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
আটল্যান্টিক সনদ আটল্যান্টিক মহাসাগরের উপর ‘প্রিন্স অফ ওয়েলস’ নামক যুদ্ধজাহাজে স্বাক্ষরিত হয়।
ওয়াশিংটন সম্মেলন কবে আহৃত হয়?
ওয়াশিংটন সম্মেলন 1942 খ্রিস্টাব্দে আহত হয়।
ওয়াশিংটন সম্মেলনে ক-টি দেশের প্রতিনিধিবর্গ যোগ দেয়?
ওয়াশিংটন সম্মেলনে 26টি দেশের প্রতিনিধিবর্গ যোগ দেয়।
মস্কো ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
মস্কো ঘোষণাপত্র 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়?
1943 খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়।
তেহরান সম্মেলনে কোন্ কোন্ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগদান করেন?
তেহরান সম্মেলনে জোসেফ স্ট্যালিন (রাশিয়া), চার্চিল (ইংল্যান্ড) এবং রুজভেল্ট (আমেরিকা যুক্তরাষ্ট্র) যোগদান করেন।
কত খ্রিস্টাব্দে ডাম্বারটন ও সম্মেলন অনুষ্ঠিত হয়?
1944 খ্রিস্টাব্দে ডাম্বারটন ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইয়াল্টা সম্মেলন কত খ্রিস্টাব্দে আহত হয়?
ইয়াল্টা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে আহূত হয়।
ইয়াল্টা সম্মেলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন?
ইয়াল্টা সম্মেলনে স্ট্যালিন, চার্চিল ও রুজভেল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত সময়ে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়।
কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয়?
1945 খ্রিস্টাব্দের সানফ্রান্সিসকো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয়।
কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়?
সানফ্রান্সিসকো সম্মেলনে (1945 খ্রিস্টাব্দ) সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়।
সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানটি কী নামে পরিচিত?
সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানটি সনদ (Charter) নামে পরিচিত।
কবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়?
1945 খ্রিস্টাব্দের 26 জুন সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়।
‘জাতিপুঞ্জের মূল আধার’ কাকে বলা হয়?
‘জাতিপুঞ্জের মূল আধার’ বলা হয় জাতিপুঞ্জের সনদকে।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য কতজন ছিলেন?
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য ছিলেন 50 জন (পরে পোল্যান্ড এতে স্বাক্ষর করলে 51 জন হয়)।
‘সনদ সদস্য’ (Charter Member) কাদের বলা হয়?
1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে 51টি দেশ প্রথম স্বাক্ষর করেছিল, তাদের ‘সনদ সদস্য’ বলা হয়।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়?
সম্মিলিত জাতিপুঞ্জের সনদ 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে?
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 19টি অধ্যায় আছে।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে?
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা আছে।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোন রাষ্ট্রের সংবিধানের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল?
আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল।
সম্মিলিত জাতিপুঞ্জ কয়টি প্রধান সংস্থা নিয়ে গঠিত?
সম্মিলিত জাতিপুঞ্জ 6টি প্রধান সংস্থা নিয়ে গঠিত।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় 6টি সংস্থার কথা বলা হয়েছে?
সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 7নং ধারায় 6টি সংস্থার কথা বলা হয়েছে।
সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা কোনটি?
সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা হল সাধারণ সভা।
সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থাকে ‘বিশ্ব নাগরিক সভা’ বলা হয়?
সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভাকে ‘বিশ্ব নাগরিক সভা’ বলা হয়।
জাতিপুঞ্জের কোন সভাকে ‘সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ’ বলা হয়?
জাতিপুঞ্জের সাধারণ সভাকে ‘সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ’ বলা হয়।
কবে সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়?
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়।
সাধারণ সভার অধিবেশনে কতজন সহ-সভাপতি নির্বাচিত হন?
সাধারণ সভার অধিবেশনে 21 জন সহ-সভাপতি নির্বাচিত হন।
বর্তমানে সাধারণ সভার সদস্যসংখ্যা কত?
বর্তমানে সাধারণ সভার সদস্যসংখ্যা 193 (2016 পর্যন্ত)।
সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র ক-টি ভোট দিতে পারে?
সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র 1টি ভোট দিতে পারে।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতির কথা আলোচিত হয়েছে?
সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 18নং ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতির কথা আলোচিত হয়েছে।
কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভার কতজনের সমর্থন প্রয়োজন?
কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন।
সাধারণ সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম কী?
সাধারণ সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম হল দক্ষিণ সুদান (2011 খ্রিস্টাব্দ)।
কোন্ সংস্থাকে জাতিসংঘের ‘হৃৎপিণ্ড’ বলা হয়?
নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের ‘হৃৎপিণ্ড’ বলা হয়।
‘সম্মিলিত জাতিসংঘের চালিকাশক্তি’ কাকে বলা হয়?
‘সম্মিলিত জাতিসংঘের চালিকাশক্তি’ বলা হয় নিরাপত্তা পরিষদকে।
সম্মিলিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথমে কত সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল?
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথমে 11টি (5টি স্থায়ী ও 6টি অস্থায়ী) সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল।
কত খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা বৃদ্ধি করে 10 করা হয়?
1965 খ্রিস্টাব্দে 23(ক) ধারা অনুযায়ী নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা 6 থেকে বৃদ্ধি করে 10 করা হয়।
বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত?
বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা হল 15।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল 5।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা?
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ হল- আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চিন (1971 খ্রিস্টাব্দ থেকে) এবং রাশিয়া (1992 খ্রিস্টাব্দ থেকে)।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হয়? অথবা, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ 2 বছরের জন্য নির্বাচিত হয়।
সম্মিলিত জাতিপুঞ্জে কারা ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করতে পারে?
সম্মিলিত জাতিপুঞ্জে নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করতে পারে।
‘ভেটো’ কী?
যে বিশেষ অধিকারবলে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে-কোনো স্থায়ী সদস্য কোনো প্রস্তাবকে নাকচ করে দিতে পারে, তাকে ‘ভেটো’ বলে।
‘ভেটো’ শব্দের অর্থ কী?
‘ভেটো’ শব্দের অর্থ হল ‘নিষেধাজ্ঞা’।
কত জন সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল?
18 জন সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল।
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হন।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন?
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যগণ সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন।
বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা কত?
বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা হল 54।
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে প্রতি ৩ বছর অন্তর কতজন সদস্যকে পদত্যাগ করতে হয়?
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে প্রতি 3 বছর অন্তর 18 জন (এক-তৃতীয়াংশ) সদস্যকে পদত্যাগ করতে হয়।
FAO -এর পুরো নাম কী?
FAO -এর পুরো নাম হল Food and Agricultural Organisation.
IMF -এর পুরো নাম কী?
IMF -এর পুরো নাম হল International Monetary Fund.
ILO -এর পুরো নাম কী?
ILO -এর পুরো নাম হল International Labour Organisation.
আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (ILO) প্রথম পরিচালক কে ছিলেন?
আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (ILO) প্রথম পরিচালক ছিলেন অ্যালবার্ট টমাস।
WHO -এর পুরো নাম কী?
WHO -এর পুরো নাম হল World Health Organisation.
UNESCO -এর পুরো নাম কী?
UNESCO -এর পুরো নাম হল United Nations Educational Scientific Cultural and Organisation.
UNICEF -এর পুরো নাম কী?
UNICEF -এর পুরো নাম হল United Nations Children’s Emergency Fund.
WTO -এর পুরো নাম কী?
WTO -এর পুরো নাম হল World Trade Organisation.
UNRRA -এর পুরো নাম কী?
UNRRA -এর পুরো নাম হল United Nations Relief and Rehabilitation Administration.
জাতিপুঞ্জের অছি পরিষদের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশই কোন্ মহাদেশে অবস্থিত?
জাতিপুঞ্জের অছি পরিষদের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশই আফ্রিকা মহাদেশে অবস্থিত।
সম্মিলিত জাতিপুঞ্জের অছি পরিষদের অধীনে থাকা সর্বশেষ দেশটির নাম কী?
সম্মিলিত জাতিপুঞ্জের অছি পরিষদের অধীনে থাকা সর্বশেষ দেশটির নাম হল পালাউ।
সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কত জন বিচারপতি নিয়ে গঠিত?
সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় 15 জন বিচারপতি নিয়ে গঠিত।
সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর?
সম্মিলিত জাতিপুঞ্জের ‘আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 9 বছর।
সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে কী বলে?
সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে বলা হয় মহাসচিব।
সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব।
সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?
সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর।
সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি হালভডান লি।
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম হল অ্যান্টোনিও গুটারেস।
সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত?
সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত।
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত?
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা হল 193(2016 খ্রিস্টাব্দ)।
কোন্ বছর সম্মিলিত জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
2001 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন কত খ্রিস্টাব্দে চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন।
জাতিসংঘের সনদ কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়?
জাতিসংঘের সনদ 1919 খ্রিস্টাব্দে 28 জুন আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
কত খ্রিস্টাব্দে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?
1920 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে।
জাতিসংঘের অধীনে নেদারল্যান্ডের হেগ শহরে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক স্থায়ী বিচারালয় প্রতিষ্ঠা হয়?
জাতিসংঘের অধীনে নেদারল্যান্ডের হেগ শহরে 1922 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক স্থায়ী বিচারালয় প্রতিষ্ঠা হয়।
কত খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল রচিত হয়?
1924 খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল রচিত হয়।
লোকার্নো চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
লোকার্নো চুক্তি 1925 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
জার্মানি কত খ্রিস্টাব্দে জাতিসংঘে যোগদান করে?
জার্মানি 1926 খ্রিস্টাব্দে জাতিসংঘে যোগদান করে।
কেলগ-ব্রিয়াঁ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
কেলগ-ব্রিয়াঁ চুক্তি 1928 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়?
1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
কত খ্রিস্টাব্দে ‘লন্ডন ঘোষণাপত্র’ প্রকাশিত হয়?
1941 খ্রিস্টাব্দে জুন মাসে ‘লন্ডন ঘোষণাপত্র’ প্রকাশিত হয়।
‘আটল্যান্টিক সনদ’ কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়?
‘আটল্যান্টিক সনদ’ 1941 খ্রিস্টাব্দে 14 আগস্ট ঘোষণা করা হয়।
ওয়াশিংটন সম্মেলনে কত খ্রিস্টাব্দে ‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র’ স্বাক্ষর হয়?
ওয়াশিংটন সম্মেলনে 1942 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র’ স্বাক্ষর হয়।
কত খ্রিস্টাব্দে মস্কো ঘোষণা প্রকাশ হয়?
1943 খ্রিস্টাব্দে 30 অক্টোবর মস্কো ঘোষণা প্রকাশ হয়।
কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন, তেহরান ঘোষণা প্রকাশ হয়?
1943 খ্রিস্টাব্দে 1 ডিসেম্বর তেহরান সম্মেলন, তেহরান ঘোষণা প্রকাশ হয়।
কত খ্রিস্টাব্দে ওয়াশিংটনের কাছে ডাম্বারটন ও ওকস সম্মেলন হয়?
1944 খ্রিস্টাব্দে আগস্ট-অক্টোবর মাসে ওয়াশিংটনের কাছে ডাম্বারটন ও ওকস সম্মেলন হয়।
ক্রিমিয়ার ইয়াল্টা নামক স্থানে কত খ্রিস্টাব্দে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন একটি সম্মেলনে সমবেত হন?
ক্রিমিয়ার ইয়াল্টা নামক স্থানে 1945 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন একটি সম্মেলনে সমবেত হন।
বিশ্বের 50টি দেশের প্রতিনিধি কত খ্রিস্টাব্দে সানফ্রান্সিসকো সম্মেলনে সমবেত হয়?
বিশ্বের 50টি দেশের প্রতিনিধি 1945 খ্রিস্টাব্দে 25 এপ্রিল-26 জুন সানফ্রান্সিসকো সম্মেলনে সমবেত হয়।
কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর হয়?
1945 খ্রিস্টাব্দে 26 জুন জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর হয়।
কত খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়?
1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়।
কত খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হয়?
1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হয়।
কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবলুপ্তি ঘটে?
1946 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবলুপ্তি ঘটে।
সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ___ (প্রথম/দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ) বিশ্বযুদ্ধের পরে।
উত্তর – জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে।
জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ___ (নেপোলিয়ন/বিসমার্ক/মহাত্মা গান্ধি/উড্রো উইলসন)।
উত্তর – জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন উড্রো উইলসন।
চোদ্দো দফা শর্ত পেশ করেন মার্কিন রাষ্ট্রপতি ___ (জর্জ ওয়াশিংটন/আব্রাহাম লিংকন/উড্রো উইলসন/রুজভেল্ট)।
উত্তর – চোদ্দো দফা শর্ত পেশ করেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।
উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের (1918 খ্রিস্টাব্দ) ___ (প্রথম/সপ্তম/চতুর্দশতম/পঞ্চদশতম) শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল।
উত্তর – উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের (1918 খ্রিস্টাব্দ) চতুর্দশতম শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল।
জাতিসংঘের জনক বলা হয় ___ (হিটলারকে/মহাত্মা গান্ধিকে/জর্জ ওয়াশিংটনকে/উড্রো উইলসনকে)।
উত্তর – জাতিসংঘের জনক বলা হয় উড্রো উইলসনকে।
জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল ___ (1919/1920/1921/1922) খ্রিস্টাব্দে।
উত্তর – জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে।
জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল 1920 খ্রিস্টাব্দের ___ (10 জানুয়ারি/20 ফেব্রুয়ারি/30 মার্চ/28 এপ্রিল)।
উত্তর – জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি।
প্যারিস শান্তি সম্মেলনে জাতিসংঘের সনদ গৃহীত হয়েছিল ___ (1919 খ্রিস্টাব্দের 28 জুন/1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর/1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি/1956 খ্রিস্টাব্দের 2 মে)।
উত্তর – প্যারিস শান্তি সম্মেলনে জাতিসংঘের সনদ গৃহীত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 28 জুন।
লিগ অফ নেশনস -এর প্রথম মহাসচিব ছিলেন ___ (উড্রো উইলসন/ট্রিগভি লি/স্যার জেমস এরিক ড্রুমন্ড/নেলসন ম্যান্ডেলা)।
উত্তর – লিগ অফ নেশনস -এর প্রথম মহাসচিব ছিলেন স্যার জেমস এরিক ড্রুমন্ড।
জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল না ___ (ইংল্যান্ড/ফ্রান্স/আমেরিকা/জার্মানি)।
উত্তর – জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল না আমেরিকা।
জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় ছিল ___ (হেগ/ওয়াশিংটন/জেনেভা/রেঙ্গুন) শহরে।
উত্তর – জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় ছিল জেনেভা শহরে।
জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় ছিল ___ (হেগ/দিল্লি/ঢাকা/নেপলস) শহরে।
উত্তর – জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় ছিল হেগ শহরে।
জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থাকে সংক্ষেপে ___ (OLL/ILO/LICO/OIL) বলা হয়।
উত্তর – জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থাকে সংক্ষেপে ILO বলা হয়।
জার্মানি জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে যোগদান করে ___ (1919/1926/1934/1948) খ্রিস্টাব্দে।
উত্তর – জার্মানি জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে যোগদান করে 1926 খ্রিস্টাব্দে।
লোকার্নোতে ___ (3/4/9/7)টি চুক্তি স্বাক্ষরিত হয়।
উত্তর – লোকার্নোতে 7টি চুক্তি স্বাক্ষরিত হয়।
জেনেভা প্রোটোকল ___ (1920/1924/1925/1926) খ্রিস্টাব্দে রচিত হয়।
উত্তর – জেনেভা প্রোটোকল 1924 খ্রিস্টাব্দে রচিত হয়।
প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয় ___ (1932/1926/1924/1928) খ্রিস্টাব্দে।
উত্তর – প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয় 1932 খ্রিস্টাব্দে।
প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয় ___ (ওয়াশিংটন/অস্ট্রিয়া/নিউ ইয়র্ক/জেনেভা) শহরে।
উত্তর – প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয় জেনেভা শহরে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত মোট নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল ___ (3/2/5/7)টি।
উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত মোট নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল 3টি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য গড়ে উঠেছিল ___ (লিগ অফ নেশনস/ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন/কনসার্ট অফ ইউরোপ/ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন)।
উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য গড়ে উঠেছিল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন।
‘ইউনাইটেড নেশনস’ কথাটি প্রথম ব্যবহার করেন ___ (চার্চিল/রুজভেল্ট/লেনিন/উড্রো উইলসন)।
উত্তর – ‘ইউনাইটেড নেশনস’ কথাটি প্রথম ব্যবহার করেন রুজভেল্ট।
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ___ (রুজভেল্ট/উড্রো উইলসন/মেটারনিখ/চার্চিল)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন রুজভেল্ট।
‘আটল্যান্টিক সনদ’ ঘোষিত হয় 1941 খ্রিস্টাব্দের ___ (9/14/15/17) আগস্ট।
উত্তর – ‘আটল্যান্টিক সনদ’ ঘোষিত হয় 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট।
‘আটল্যান্টিক সনদ’ স্বাক্ষরিত হয় ___ (অ্যান্ডো/টাইটানিক/প্রিন্স অফ ওয়েলস/দ্য প্রিন্স) নামক যুদ্ধজাহাজে।
উত্তর – ‘আটল্যান্টিক সনদ’ স্বাক্ষরিত হয় প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে।
মার্কিন রাষ্ট্রপতি ___ (রুজভেল্ট/উড্রো উইলসন/ওয়াশিংটন/নেলসন) ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ___ (ক্যামেরন/চার্চিল/এটলি/চেম্বারলেন) আটল্যান্টিক সনদ স্বাক্ষর করেন।
উত্তর – মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আটল্যান্টিক সনদ স্বাক্ষর করেন।
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ___ (1940/1942/1945/1947) খ্রিস্টাব্দে।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে।
সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হল ___ (1 জানুয়ারি/23 মার্চ/15 আগস্ট/24 অক্টোবর)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হল 24 অক্টোবর।
সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় ___ (25/24/28/30) অক্টোবর।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় 24 অক্টোবর।
জাতিপুঞ্জের সনদ সদস্যসংখ্যা ___ (15/51/101/201)।
উত্তর – জাতিপুঞ্জের সনদ সদস্যসংখ্যা 51।
1945 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে ___ (49/50/51/51)টি দেশ।
উত্তর – 1945 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে 51টি দেশ।
জাতিপুঞ্জের সনদে প্রস্তাবনা আছে ___ (1/2/3/4)টি।
উত্তর – জাতিপুঞ্জের সনদে প্রস্তাবনা আছে 1টি।
জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও কার্যপদ্ধতি আলোচিত হয়েছে ___ (সনদে/আইন গ্রন্থে/বাইবেলে/ভারতীয় সংবিধানে)।
উত্তর – জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও কার্যপদ্ধতি আলোচিত হয়েছে সনদে।
সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা হল ___ (4টি/6টি/12টি/20টি)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা হল 6টি।
জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ___ (1/2/3/5)টি করে ভোট দেয়।
উত্তর – জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র 1টি করে ভোট দেয়।
সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয় ___ (সাধারণ সভা/নিরাপত্তা পরিষদ/আন্তর্জাতিক বিচারালয়/সচিবালয়)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয় সাধারণ সভা।
জাতিপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে ___ (জানুয়ারি/সেপ্টেম্বর/নভেম্বর/ডিসেম্বর) মাসে।
উত্তর – জাতিপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে সেপ্টেম্বর মাসে।
সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্যসংখ্যা ___ (101/151/170/193)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্যসংখ্যা 193।
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা ___ (51/151/171/193)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা 193।
সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র ___ (5/6/7/15)টি।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি।
‘বিশ্ব নাগরিক সভা’ বলা হয় ___ (সচিবালয়কে/অছি পরিষদকে/নিরাপত্তা পরিষদকে/সাধারণ সভাকে)।
উত্তর – ‘বিশ্ব নাগরিক সভা’ বলা হয় সাধারণ সভাকে।
সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রই ___ (অছি পরিষদের/নিরাপত্তা পরিষদের/সাধারণ সভার/আন্তর্জাতিক বিচারালয়ের) সদস্য।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রই সাধারণ সভার সদস্য।
সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা ___ (3/5/15/25)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা 5।
বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা ___ (5/10/15/20)।
উত্তর – বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা 10।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ___ (2/5/4/6) বছরের জন্য নির্বাচিত হন।
উত্তর – নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হন।
সম্মিলিত জাতিপুঞ্জের সামাজিক ও অর্থনৈতিক পরিষদের বর্তমান সদস্যসংখ্যা ___ (18/45/54/58)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের সামাজিক ও অর্থনৈতিক পরিষদের বর্তমান সদস্যসংখ্যা 54।
সামাজিক ও অর্থনৈতিক পরিষদের সদস্যরা ___ (1/3/5/8) বছরের জন্য নির্বাচিত হন।
উত্তর – সামাজিক ও অর্থনৈতিক পরিষদের সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হন।
সম্মিলিত জাতিপুঞ্জের অধীন খাদ্য ও কৃষি পরিষদের সংক্ষিপ্ত রূপ হল ___ (UNO/FAO/ENO/ILO)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের অধীন খাদ্য ও কৃষি পরিষদের সংক্ষিপ্ত রূপ হল FAO।
সম্মিলিত জাতিপুঞ্জের অধীন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ সংক্ষেপে ___ (WTO/HOW/WHAT/WHO) নামে পরিচিত।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের অধীন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ সংক্ষেপে WHO নামে পরিচিত।
সম্মিলিত জাতিপুঞ্জের অধীন আন্তর্জাতিক শ্রমিক সংস্থাকে সংক্ষেপে বলা হয় ___ (IMF/OIL/ILO/WTO)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের অধীন আন্তর্জাতিক শ্রমিক সংস্থাকে সংক্ষেপে বলা হয় ILO।
আন্তর্জাতিক অর্থভান্ডারের সদর কার্যালয় অবস্থিত ___ (লন্ডন/দিল্লি/ওয়াশিংটন/জেনেভা) শহরে।
উত্তর – আন্তর্জাতিক অর্থভান্ডারের সদর কার্যালয় অবস্থিত ওয়াশিংটন শহরে।
আন্তর্জাতিক বিচারালয় ___ (ওয়াশিংটন/হেগ/সানফ্রান্সিসকো/ভিয়েনা) শহরে অবস্থিত।
উত্তর – আন্তর্জাতিক বিচারালয় হেগ শহরে অবস্থিত।
সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় ___ (5/10/15/25) জন বিচারপতি নিয়ে গঠিত।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় 15 জন বিচারপতি নিয়ে গঠিত।
আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ___ (5/9/10/15) বছরের জন্য নির্বাচিত হন।
উত্তর – আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা 9 বছরের জন্য নির্বাচিত হন।
আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানটি ___ (পেপার/সনদ/সংবিধান/সংবিধি) নামে পরিচিত।
উত্তর – আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানটি সংবিধি নামে পরিচিত।
সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী ___ (সদস্য/সেনাবাহিনী/বিচারালয়/পরিষদ) নেই।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সেনাবাহিনী নেই।
সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যালয় ___ (লন্ডন/হেগ/বার্লিন/নিউ ইয়র্ক) শহরে অবস্থিত।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যালয় নিউ ইয়র্ক শহরে অবস্থিত।
সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ___ (উড্রো উইলসন/ট্রিগভি লি/বান-কি-মুন/রুজভেল্ট)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি।
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন ___ (উইলসন/ট্রিগভি লি/বান-কি-মুন/অ্যান্টোনিও গুটারেস)।
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিও গুটারেস।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. ওয়াশিংটন সম্মেলন | A. 1941 খ্রিস্টাব্দ | 1. → D. |
2. তেহরান সম্মেলন | B. 1945 খ্রিস্টাব্দ | 2. → C. |
3. ইয়াল্টা সম্মেলন | C. 1943 খ্রিস্টাব্দ | 3. → B. |
4. আটল্যান্টিক সনদ | D. 1942 খ্রিস্টাব্দ | 4. → E. |
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. জেনেভা | A. আন্তর্জাতিক বিচারালয় | 1. → B. |
2. ওয়াশিংটন | B. জাতিসংঘ | 2. → D. |
3. নিউ ইয়র্ক | C. সম্মিলিত জাতিপুঞ্জ | 3. → C. |
4. নেদারল্যান্ড | D. আন্তর্জাতিক অর্থভাণ্ডার | 4. → A. |
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে পৃথিবীকে রক্ষা করে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ স্থাপিত হয়।
উত্তর – ঠিক।
1919 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি চোদ্দো দফা শর্ত পেশ করেন।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – 1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন চোদ্দো দফা শর্ত পেশ করেন।
জাতিসংঘের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
উত্তর – ঠিক।
মার্কিন যুক্তরাষ্ট্র ছিল জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – মার্কিন উচ্চকক্ষ বা সিনেটের সম্মতি না থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে অংশ নিতে পারেনি।
শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধের মীমাংসার জন্য জাতিসংঘের উদ্যোগে জেনেভা প্রোটোকল রচিত হয়।
উত্তর – ঠিক।
ফ্রান্স ও জার্মানির মধ্যে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়।
উত্তর – ঠিক।
কেলগ-ব্রিয়াঁ চুক্তি জেনেভাতে স্বাক্ষরিত হয়।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – কেলগ-ব্রিয়াঁ চুক্তি 1928 খ্রিস্টাব্দে প্যারিসে স্বাক্ষরিত হয়।
1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়।
উত্তর – ঠিক।
সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভি লি দক্ষিণ কোরিয়ার মানুষ ছিলেন।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভি লি নরওয়ের মানুষ ছিলেন।
আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
উত্তর – ঠিক।
সোভিয়েত রাশিয়া জাতিসংঘের স্থায়ী সদস্যপদ গ্রহণ করে 1934 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক।
বেমানান শব্দটি খুঁজে বার করো
ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইটালি।
উত্তর – আমেরিকা।
ব্যাখ্যা – আমেরিকা ছাড়া বাকি তিনটি দেশ জাতিসংঘের পরিষদের স্থায়ী সদস্য ছিল। একমাত্র আমেরিকাই লিগে যোগদান করেনি।
জেনেভা প্রোটোকল, লোকার্নো চুক্তি, কেলগ-ব্রিয়াঁ চুক্তি, আটল্যান্টিক সনদ।
উত্তর – আটল্যান্টিক সনদ।
ব্যাখ্যা – জেনেভা প্রোটোকল, লোকার্নো চুক্তি এবং কেলগ-ব্রিয়াঁ চুক্তি জাতিসংঘের উদ্যোগে সম্পাদিত হয়। আটল্যান্টিক সনদের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়।
আটল্যান্টিক সনদ, ওয়াশিংটন সম্মেলন, মস্কো ঘোষণা, ভার্সাই সম্মেলন।
উত্তর – ভার্সাই সম্মেলন।
ব্যাখ্যা – ভার্সাই সম্মেলন প্রথম বিশ্বযুদ্ধের পরে আহ্বান করা হয়। আর আটল্যান্টিক সনদ, ওয়াশিংটন সম্মেলন, মস্কো ঘোষণা ইত্যাদি বিভিন্ন ধাপ পেরিয়ে জন্ম নিয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ।
চিন, রাশিয়া, আমেরিকা, ভারত।
উত্তর – ভারত।
ব্যাখ্যা – ভারত ছাড়া বাকি রাষ্ট্রগুলি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
FAQ, UNESCO, FIFA, ILO
উত্তর – FIFA
ব্যাখ্যা – FIFA ছাড়া বাকি তিনটি সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা। FIFA হল Federation Internationale de Football Association।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি – আমেরিকা জাতিসংঘে স্থায়ী সদস্যরূপে যোগদান করেনি।
ব্যাখ্যা-1: আমেরিকার আইনসভার উচ্চকক্ষ বা সিনেটের সম্মতি না থাকার কারণে।
ব্যাখ্যা-2: আমেরিকা জাতিসংঘকে পছন্দ করত না।
ব্যাখ্যা-3: আমেরিকা নিজে পৃথক একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলেছিল।
উত্তর – ব্যাখ্যা-1: আমেরিকার আইনসভার উচ্চকক্ষ বা সিনেটের সম্মতি না থাকার কারণে।
বিবৃতি – জাতিসংঘ ব্যর্থ হয়েছিল।
ব্যাখ্যা-1: প্রাকৃতিক দুর্যোগে জাতিসংঘের সদর দপ্তর ভেঙে পড়েছিল।
ব্যাখ্যা-2: জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না।
ব্যাখ্যা-3: ভারত জাতিসংঘে যোগদান না করায় শুরু থেকেই লিগ দুর্বল ছিল।
উত্তর – ব্যাখ্যা-2: জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না।
বিবৃতি – সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য যে-কোনো প্রস্তাব নাকচ করে দিতে পারে।
ব্যাখ্যা-1: কারণ ওই পাঁচটি রাষ্ট্র খুব শক্তিশালী।
ব্যাখ্যা-2: ওই পাঁচটি রাষ্ট্রই জাতিপুঞ্জকে নিয়ন্ত্রণ করে।
ব্যাখ্যা-3: ওই পাঁচটি সদস্য রাষ্ট্রের ‘ভেটো’ প্রয়োগের ক্ষমতা রয়েছে।
উত্তর – ব্যাখ্যা-3: ওই পাঁচটি সদস্য রাষ্ট্রের ‘ভেটো’ প্রয়োগের ক্ষমতা রয়েছে।
আজকে এই আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়, “জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন