‘মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক।’ – উদাহরণসহ কারণ ব্যাখ্যা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক। – উদাহরণসহ কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক
মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক
Contents Show

মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক। – উদাহরণসহ কারণ ব্যাখ্যা করো।

মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মৃত্তিকার গঠন, গ্রথন, উর্বরতা, আর্দ্রতা, ভৌত ও রাসায়নিক ধর্মের ওপর স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধি নির্ভর করে। যেমন –

শুষ্ক মাটি –

ভারতের মরু অঞ্চলের শুষ্ক মরু মাটিতে জলের অভাবের জন্য কাঁটাজাতীয় ঝোপ বা গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়। যেমন –  ফণিমনসা, বাবলা প্রভৃতি। এই উদ্ভিদের মূলগুলি জলসংগ্রহের জন্য মাটির অনেক গভীরে প্রবেশ করে।

আর্দ্র মাটি –

অধিক আর্দ্র মৃত্তিকায় চিরহরিৎ বৃক্ষ, লতাগুল্ম জন্মায়। সারাবছর মাটিতে আর্দ্রতা বেশি থাকায় উদ্ভিদগুলি চিরসবুজ প্রকৃতির হয়। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর পূর্ব ভারত, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, মেঘালয় মালভূমি প্রভৃতি অঞ্চলে চিরহরিৎ বৃক্ষ জন্মায়।

লবণাক্ত মাটি –

ভারতের উপকূল অঞ্চলের লবণাক্ত মাটিতে মূলত ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়। এই মাটিতে অক্সিজেনের অভাব থাকায় গাছগুলি বাতাস থেকে অক্সিজেন গ্রহণের জন্য মূলগুলি নরম কাদামাটিতে বেরিয়ে থাকে, এদের শ্বাসমূল বলে। নরম কাদামাটিতে সোজা দাঁড়িয়ে থাকার জন্য এদের ঠেসমূল দেখা যায়।

লোহিত মাটি –

দক্ষিণ ও মধ্য ভারতের মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে লালমাটি দেখা যায়, যা গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মানোর উপযোগী।

ল্যাটেরাইট মাটি –

পূর্বভারত ও ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে শুষ্ক পর্ণমোচী বা ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ জন্মায়। যেমন – শাল, সেগুন, পলাশ প্রভৃতি।

পার্বত্য মাটি –

হিমালয় পাবর্ত্য অঞ্চলের পাবর্ত্য পডজল মাটিতে সরলবর্গীয় বৃক্ষ জন্মায়। যেমন – পাইন, ফার, ওক, বার্চ প্রভৃতি।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

মৃত্তিকা কীভাবে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে?

মৃত্তিকার গঠন, গ্রথন, উর্বরতা, আর্দ্রতা, pH মান, খনিজ পদার্থের উপস্থিতি ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধি, প্রকার ও বণ্টন নির্ধারণ করে।

শুষ্ক মৃত্তিকায় কী ধরনের উদ্ভিদ জন্মায়? উদাহরণ দাও।

শুষ্ক মাটিতে জলসংগ্রহের জন্য গভীর মূলযুক্ত কাঁটাযুক্ত গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়।
উদাহরণ – বাবলা, ফণিমনসা, থোর (মরু অঞ্চলের উদ্ভিদ)।

আর্দ্র মৃত্তিকায় কোন ধরনের উদ্ভিদ দেখা যায়?

অত্যধিক আর্দ্র মাটিতে চিরহরিৎ বৃক্ষ ও লতাগুল্ম জন্মে, কারণ মাটিতে সারাবছর জল থাকে।
উদাহরণ – রাবার, মহোগনি, চাপলাশ (আন্দামান, পশ্চিমঘাট, মেঘালয়ে)।

লবণাক্ত মাটিতে উদ্ভিদ কীভাবে অভিযোজিত হয়?

লবণাক্ত মাটিতে অক্সিজেনের অভাব থাকে, তাই ম্যানগ্রোভ উদ্ভিদ শ্বাসমূল (যেমন, pneumatophores) ও ঠেসমূল (prop roots) তৈরি করে।
উদাহরণ – সুন্দরী, গরান, কেওড়া (সুন্দরবন অঞ্চলে)।

লোহিত মৃত্তিকায় কোন উদ্ভিদ জন্মে?

লাল মাটি (লোহিত মৃত্তিকা) গুল্ম ও শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের জন্য উপযোগী।
উদাহরণ – আকাশমনি, নিম, বেল (দক্ষিণ ও মধ্য ভারতে)।

ল্যাটেরাইট মাটিতে কী ধরনের গাছ জন্মায়?

ল্যাটেরাইট মাটি অম্লীয় ও কম উর্বর হওয়ায় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ জন্মায়।
উদাহরণ – শাল, সেগুন, পলাশ (ছোটোনাগপুর, পূর্ব ভারতে)।

পার্বত্য মৃত্তিকায় কোন উদ্ভিদ দেখা যায়?

হিমালয়ের পডজল মাটিতে সরলবর্গীয় (কোণধারী) বৃক্ষ জন্মায়।
উদাহরণ – পাইন, ফার, দেবদারু, ওক (কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে)।

মৃত্তিকার pH মান উদ্ভিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

অম্লীয় মাটি (ল্যাটেরাইট) চা ও রবার চাষের জন্য উপযুক্ত, ক্ষারীয় মাটি (লবণাক্ত) ম্যানগ্রোভের জন্য উপযোগী।

মৃত্তিকার জৈব পদার্থ কীভাবে উদ্ভিদকে প্রভাবিত করে?

জৈব পদার্থ সমৃদ্ধ কালো মাটি (কৃষ্ণ মৃত্তিকা) তুলা, সয়াবিন চাষের জন্য আদর্শ।

ভারতের কোথায় সবচেয়ে উর্বর মাটি পাওয়া যায়?

কৃষ্ণ মৃত্তিকা (লাভা মাটি) মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে পাওয়া যায়, যা গম ও তুলা চাষের জন্য উপযুক্ত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক। – উদাহরণসহ কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Life Science Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science MCQ Suggestion 2026