আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় ‘গ্রহরূপে পৃথিবী’ এর কিছু পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।
আমাদের আজকের এই আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় “গ্রহরূপে পৃথিবী” থেকে বাছাইকৃত অতিগুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত ব্যাখ্যা ও পরীক্ষার কৌশল নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায়ের MCQ, সংক্ষিপ্ত ও বিশদ প্রশ্নোত্তরগুলি কেবল নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্যই নয়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)-এর সিলেবাস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন – CTET, TET, রাজ্য স্তরের চাকরির পরীক্ষা) প্রস্তুতির জন্য অপরিহার্য।
আমাদের সংগ্রহে থাকছে 100% সিলেবাস-ভিত্তিক, বিগত বছরের প্রশ্নপত্রের ট্রেন্ড অনুসারে তৈরি করা ব্যতিক্রমী প্রশ্নাবলি, যা শিক্ষার্থীদের কনসেপ্ট ক্লিয়ার করতে এবং হাই স্কোর পেতে সাহায্য করবে। বিশেষ করে “পৃথিবীর আকার”, “জলভাগ ও স্থলভাগের বন্টন”, “গ্রহের বৈশিষ্ট্য”-এর মতো টপিকগুলির উপর স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন এই আর্টিকেলে।

নক্ষত্র (Star) ও গ্রহ (Planets) -এর মধ্যে পার্থক্য লেখো।
বিষয় | নক্ষত্র (Star) | গ্রহ (Planets) |
আলো ও তাপ | নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ আছে। | গ্রহদের নিজস্ব আলো ও তাপ নেই। এরা নক্ষত্রদের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয়। |
আলোর জাজ্বল্যমানতা | নক্ষত্ররা আকাশে মিটমিট করে জ্বলে। | গ্রহদের আলো স্থির। |
পারস্পরিক দূরত্ব | নক্ষত্রদের পরস্পরের দূরত্ব সবসময় একই থাকে। | গ্রহগুলি নক্ষত্রদের পরিক্রমণ করে বলে এদের নিজেদের মধ্যে দূরত্বের হ্রাস-বৃদ্ধি ঘটে। |
গাঠনিক তারতম্য | নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিন্ড। | গ্রহ কঠিন ঘনবস্তু। |
ক্ষেত্রমান | নক্ষত্রগুলি ক্ষেত্রমানে অনেক বড়ো। | গ্রহগুলি ক্ষেত্রমানে নক্ষত্রদের তুলনায় ক্ষুদ্র। |
আকৃতি | দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে নক্ষত্রগুলিকে আলোর বিন্দুর মতো দেখায়। | দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহগুলিকে গোলাকার দেখায়। |
কক্ষপথ | নক্ষত্রদের নিজস্ব কক্ষপথের পরিধি অতি বিশাল। | গ্রহরা নিকটবর্তী নক্ষত্রদের পরিক্রমণ করে বলে এদের কক্ষপথের পরিধি অনেক ছোটো। |
গ্রহ (Planet) ও উপগ্রহ (Satellite) -এর মধ্যে পার্থক্য লেখো।
বিষয় | গ্রহ (Planet) | উপগ্রহ (Satellite) |
পরিক্রমণের প্রকৃতি | গ্রহরা এমন জ্যোতিষ্ক, যারা নক্ষত্রদের আকর্ষণে তার চারপাশে নির্দিষ্ট পথে ঘোরে। | উপগ্রহরা নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট সময় ও গতিতে কোনো গ্রহের চারপাশে ঘুরে বেড়ায়। |
কক্ষপথ | গ্রহদের কক্ষপথ অনেক বড়ো। | উপগ্রহের কক্ষপথ অনেক ছোটো। |
ক্ষেত্রমান | গ্রহের ক্ষেত্রমান তার উপগ্রহের থেকে বড়ো। | উপগ্রহের ক্ষেত্রমান গ্রহের থেকে ছোটো। |
সৃষ্টির কারণ | নক্ষত্রদের মহাবিস্ফোরণের ফলে বড়ো বড়ো গ্রহের সৃষ্টি হয়। | গ্রহের থেকে বিচ্ছিন্ন হয়ে উপগ্রহের সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়। |
সংখ্যা | সৌরজগতে মোট 13টি গ্রহ আছে, যার মধ্যে ৪টি কুলীন গ্রহ এবং 5টি বামন গ্রহ। | সৌরজগতে মোট 335টি উপগ্রহ আছে। |
উদাহরণ | বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল প্রভৃতি। | চাঁদ (পৃথিবীর), টাইটান (শনির), ডিমোস (মঙ্গলের) প্রভৃতি। |
অন্তঃস্থ গ্রহ ও বহিস্থ গ্রহ -এর মধ্যে পার্থক্য লেখো।
বিষয় | অন্তঃস্থ গ্রহ (Inner Planets) | বহিস্থ গ্রহ (Outer Planets) |
আকার ও ক্ষেত্রমান | অন্তঃস্থ গ্রহের আকার ও ক্ষেত্রমান ছোটো। | বহিস্থ গ্রহের আকার ও ক্ষেত্রমান বড়ো। |
পারস্পরিক দূরত্ব | এই গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কম। | এই গ্রহগুলির পারস্পরিক দূরত্ব বেশি। |
কক্ষপথের নৈকট্য | এই গ্রহগুলির কক্ষপথ সূর্যের কাছাকাছি। | এই গ্রহগুলির কক্ষপথ সূর্য থেকে দূরে। |
উষ্ণতা | এই গ্রহগুলির উষ্ণতা সূর্যের নৈকট্যহেতু বেশি। | এই গ্রহগুলি সূর্য থেকে দূরে অবস্থিত হওয়ার জন্য খুব শীতল। |
উপগ্রহের সংখ্যা | এদের উপগ্রহের সংখ্যা কম। | এদের উপগ্রহের সংখ্যা বেশি। |
উদাহরণ | বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। | বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। |
কুলীন গ্রহ ও বামন গ্রহ -এর মধ্যে পার্থক্য লেখো।
বিষয় | কুলীন গ্রহ (True Planets) | বামন গ্রহ (Dwarf Planets) |
অন্য বস্তুকণার উপস্থিতি | কুলীন গ্রহরা তাদের কক্ষপথের আশপাশের সব বস্তুকণা সরিয়ে দিতে পারে। | বামন গ্রহরা তাদের কক্ষপথের আশপাশের সব বস্তুকণাকে সরিয়ে দিতে পারে না। |
কক্ষপথ থেকে বিচ্যুতি | কুলীন গ্রহরা কখনোই নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না। | বামন গ্রহরা মাঝে মধ্যে কক্ষপথ থেকে বিচ্যুত হয়। এরা অন্য গ্রহের কক্ষপথে ঢুকে পড়তে পারে এবং এই অবস্থা টানা 20 বছর চলতে পারে। |
ক্ষেত্রমান ও ভর | কুলীন গ্রহদের ক্ষেত্রমান ও ভর অনেক বেশি। | বামন গ্রহদের ক্ষেত্রমান ও ভর তুলনায় কম। |
আকৃতি | কুলীন গ্রহদের আকৃতি প্রায় গোলকাকার। | বামন গ্রহদের আকৃতি অনেক ক্ষেত্রে চ্যাপটা হয়। |
ভরকেন্দ্র | কুলীন গ্রহের ভরকেন্দ্র সেই গ্রহের মধ্যেই থাকে। | বামন গ্রহের ভরকেন্দ্র সেই গ্রহের মধ্যে নাও থাকতে পারে। |
উদাহরণ | পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি প্রভৃতি। | প্লুটো, ইরিস, সেরেস প্রভৃতি। |
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় “গ্রহরূপে পৃথিবী” থেকে বাছাইকৃত পার্থক্যধর্মী প্রশ্নোত্তর (Differentiated Q&A) নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, চাকরির পরীক্ষা (বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ), এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই অধ্যায়ের ধারণাগুলো প্রায়শই পরীক্ষায় আসে।
কেন এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী?
- শর্ট টেকনিক ও ব্যাখ্যাসহ উত্তর আপনাকে দ্রুত প্রস্তুত হতে সাহায্য করবে।
- প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার সিলেবাস ও মার্কিং স্কিম অনুযায়ী প্রস্তুত।
- পার্থক্যধর্মী প্রশ্নগুলির মাধ্যমে বিষয়বস্তুর জটিল অংশ সহজে আয়ত্ত করতে পারবেন।
এই পোস্টটি আপনার প্রিয়জন, সহপাঠী বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাদের সহায়তা করুন। যাদের নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা বা চাকরির প্রস্তুতি চলছে, এই আর্টিকেলটি তাদের জন্য অপরিহার্য। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন (লিংক – Solution Wbbse Commulnity)। আমরা যতদ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। পোস্টটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান—আপনার ফিডব্যাক আমাদের কাজের গতি বাড়ায়!