নবম শ্রেণী – ভূগোল – মানচিত্র ও স্কেল – পার্থক্যধর্মী প্রশ্নোত্তর

Rahul

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় ‘মানচিত্র ও স্কেল’ এর পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মানচিত্র ও স্কেল - পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
মানচিত্র ও স্কেল – পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
Contents Show

ক্ষুদ্র স্কেল (Small scale) মানচিত্র ও বৃহৎ স্কেল (Large scale) মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো।

বিষয়ক্ষুদ্র স্কেল মানচিত্র (Small scale map)বৃহৎ স্কেল মানচিত্র (Large scale map)
সংজ্ঞাপৃথিবীর বৃহত্তম অঞ্চলকে ছোটো করে দেখানোর জন্য যে মানচিত্র অঙ্কন করা হয়, তাকে ক্ষুদ্র স্কেল মানচিত্র বলে।পৃথিবীপৃষ্ঠের স্বল্প পরিসর স্থানকে যে মানচিত্রে বড়ো করে দেখানো হয়, তাকে বৃহৎ স্কেল মানচিত্র বলে।
স্কেলএক্ষেত্রে মানচিত্র ছোটো এবং স্কেল বড়ো হয়। উদাহরণ – 1 সেমি = 250 কিমি।এক্ষেত্রে মানচিত্র বড়ো এবং স্কেল ছোটো হয়। (উদাহরণ – 1 সেমি = 2 কিমি।)
তথ্যভূপৃষ্ঠের বিশদ তথ্য পাওয়া সম্ভব হয় না।মানচিত্র বড়ো বলে ভূপৃষ্ঠের বিশদ তথ্য পাওয়া যায়।
উদাহরণদেয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র।মৌজা মানচিত্র (ক্যাডাস্ট্রাল মানচিত্র)।

মৌজা মানচিত্র (Cadastral Map) ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র (Topographical Map) -এর মধ্যে পার্থক্য লেখো।

বিষয়মৌজা মানচিত্র (Cadastral Map)ভূবৈচিত্র্যসূচক মানচিত্র (Topographical Map)
সংজ্ঞাসাধারণত ভূমির দাগ নম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বলে।কোনো একটি স্থানের সঠিক অবস্থান, আয়তন এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন দ্বারা চিত্রায়িত করে তৈরি মানচিত্রকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে।
স্কেলসাধারণত বৃহৎ স্কেল মানচিত্র। এর স্কেল 16 ইঞ্চিতে 1 মাইল বা, 1 : 3960।সাধারণত মাঝারি স্কেল মানচিত্র। এর স্কেল 1 : 25000, 1 : 50000 বা, 1 : 250000।
প্রস্তুতকারী সংস্থাভারতে BLRO (Block Land Revenue Office) এই মানচিত্র প্রস্তুত করে।SOI (Survey of India) এই মানচিত্র প্রস্তুত করে।
উপাদানএই মানচিত্রে বাড়ি, জমি, পুকুর, মন্দির, বিদ্যালয়, খেলার মাঠ, বাগান প্রভৃতি উপাদান বিশদভাবে দেখানো হয়।এই মানচিত্রে ভূপ্রকৃতি, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক উপাদান এবং পরিবহণ, যোগাযোগ, জনবসতি প্রভৃতি সাংস্কৃতিক উপাদান প্রতীক চিহ্নের মাধ্যমে দেখানো হয়।
ব্যবহারখাজনা বা রাজস্ব আদায়ে জমির পরিমাণ নির্ণয়ে এই মানচিত্রের ব্যবহার বেশি।সম্পদ সমীক্ষায়, বিভিন্ন পরিকল্পনার কাজে, সামরিক প্রয়োজনে এই মানচিত্রের ব্যবহার বেশি।

বিবৃতিমূলক স্কেল ও ভগ্নাংশসূচক স্কেলের পার্থক্য লেখো।

বিষয়বিবৃতিমূলক স্কেল (Statement scale)ভগ্নাংশসূচক স্কেল (Representative fraction scale)
সংজ্ঞামানচিত্রে স্কেলকে ভাষা বা লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হলে, তাকে বিবৃতিমূলক স্কেল বলে।মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হলে, তাকে ভগ্নাংশসূচক স্কেল বলে।
এককএই স্কেলের বামদিকের অংশ ও ডানদিকের অংশ ভিন্ন ভিন্ন একক দ্বারা প্রকাশ করা হয়। যেমন – 1 সেমিতে 2 কিমি।এই স্কেলের বামদিকের অংশ বা লব এবং ডানদিকের অংশ বা হর একই একক দ্বারা প্রকাশ করা হয়। যেমন – 1 সেমিতে 200000 সেমি।
মানচিত্রের দূরত্ববামদিকের মানচিত্রের দূরত্ব অংশটি ‘1’ অথবা তারও বেশি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়।বামদিকের মানচিত্রের দূরত্ব অংশ অর্থাৎ লবটি সর্বদা ‘1’ দ্বারা প্রকাশ করা হয়।
ব্যবহারএই স্কেলে বিভিন্ন একক ব্যবহৃত হওয়ায় এর ব্যবহার কম।এই স্কেল একই একক বা এককবিহীন হওয়ায় এটি সর্বাধিক জনপ্রিয়।

রৈখিক (Linear) স্কেল ও কর্ণিক (Diagonal) স্কেলের মধ্যে পার্থক্য লেখো।

বিষয়রৈখিক স্কেল (Linear scale)কর্ণিক স্কেল (Diagonal scale)
সংজ্ঞাদুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বকে যখন মানচিত্রে সরলরেখা দ্বারা অঙ্কন করে দেখানো হয়, তাকে রৈখিক স্কেল বলে।আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কতকগুলি কর্ণের সাহায্যে যে স্কেল অঙ্কন করা হয় তাকে কর্ণিক স্কেল বলে।
বিভাগএই স্কেলে দুটি ভাগ দেখানো হয়, মুখ্য ও গৌণ ভাগ।এই স্কেলে মুখ্য, গৌণ ও তৃতীয় এই তিনটি ভাগ দেখানে হয়।
কোণ পরিমাপএই স্কেলে কোণ পরিমাপ করা যায় না।এই স্কেলে কোণ পরিমাপ করা যায়।
পাঠএই স্কেলে দশমিকের পর এক ঘর পর্যন্ত সঠিকভাবে পাঠ নেওয়া যায়।এই স্কেলে দশমিকের পর দুই ঘর পর্যন্ত সঠিকভাবে পাঠ নেওয়া যায়।
ব্যবহারক্ষুদ্র স্কেলের মানচিত্র তৈরি করতে ব্যবহার করা হয়।বৃহৎ স্কেল বা মৌজা ম্যাপ তৈরিতে ব্যবহার করা হয়।

গ্লোব (Globe) ও মানচিত্র (Map) -এর মধ্যে পার্থক্য লেখো।

বিষয়গ্লোব (Globe)মানচিত্র (Map)
সংজ্ঞাপৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে গ্লোব বলে।সমতল কাগজের ওপর নির্দিষ্ট স্কেলে অঙ্কিত সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো অংশের চিত্রকে মানচিত্র বলে।
মাত্রাগ্লোব হল ত্রিমাত্রিক রূপ।মানচিত্র হল দ্বিমাত্রিক রূপ।
তথ্যগ্লোব থেকে কোনো মহাদেশ বা দেশ সম্বন্ধে খুব বেশি তথ্য জানা যায় না।মানচিত্র থেকে কোনো মহাদেশ বা দেশের বিভিন্ন বিষয়ের সঠিক তথ্য পাওয়া যায়।
দূরত্ব নির্ণয়গ্লোব থেকে দুটি স্থানের সঠিক দূরত্ব জানা খুবই কঠিন।দুটি স্থানের দূরত্ব সহজেই নির্ণয় করা যায়।
ব্যবহারগ্লোবের ব্যবহার তুলনামূলকভাবে কম।মানচিত্রের ব্যবহার বহুবিধ।

বিবৃতিমূলক স্কেল (Statement Scale) ও লৈখিক স্কেল (Graphical Scale) -এর মধ্যে পার্থক্য লেখো।

বিষয়বিবৃতিমূলক স্কেল (Statement Scale)লৈখিক স্কেল (Graphical Scale)
সংজ্ঞামানচিত্রে স্কেলকে ভাষা বা লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হলে তাকে বিবৃতিমূলক স্কেল বলে।মানচিত্রে যখন স্কেলকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে লৈখিক স্কেল বলে।
বিভাগবিবৃতিমূলক স্কেলের কোনো ভাগ নেই।রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল ও ভার্নিয়ার স্কেল এই তিন ভাগে বিভক্ত।
ব্যবহারব্যবহার সহজ হলেও একক লেখা থাকায় ব্যবহার তুলনামূলকভাবে কম।ব্যবহার তুলনামূলকভাবে বেশি এবং জটিল।
প্রকাশ1 সেমি = 2 কিমি।সাধারণত সরলরেখার ওপর অঙ্কন করে প্রকাশ করা হয়।

প্রাকৃতিক মানচিত্র (Physical Map) ও সাংস্কৃতিক মানচিত্র (Cultural Map) -এর মধ্যে পার্থক্য লেখো।

বিষয়প্রাকৃতিক মানচিত্র (Physical Map)সাংস্কৃতিক মানচিত্র (Cultural Map)
সংজ্ঞাকেবলমাত্র প্রাকৃতিক বিষয়গুলির ওপর ভিত্তি করে প্রস্তুত মানচিত্রকে প্রাকৃতিক মানচিত্র বলে।মানুষের সাংস্কৃতিক বিষয়গুলির ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে।
পৃথকীকরণপ্রতিটি প্রাকৃতিক বিষয়ের জন্য আলাদা আলাদা মানচিত্র তৈরি করা হয়।একটি মানচিত্রে একাধিক সাংস্কৃতিক বিষয় দেখানো যায়।
প্রকারভেদভূপ্রাকৃতিক মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, জলবায়ু মানচিত্র, উদ্ভিদ মানচিত্র, আবহাওয়া মানচিত্র, ভূতাত্ত্বিক মানচিত্রসামাজিক মানচিত্র, অর্থনৈতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, ভূমি ব্যবহার মানচিত্র প্রভৃতি।

গুণগত মানচিত্র (Qualitative Map) ও পরিমাণগত মানচিত্র (Quantitative Map) -এর মধ্যে পার্থক্য লেখো।

বিষয়গুণগত মানচিত্র (Qualitative Map)পরিমাণগত মানচিত্র (Quantitative Map)
সংজ্ঞাযে মানচিত্রের সাহায্যে বিভিন্ন ভৌগোলিক উপাদানের (মাটি, স্বাভাবিক উদ্ভিদ, ধর্ম ইত্যাদি) গুণগত বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় তাকে গুণগত মানচিত্র বলে।কোনো ভৌগোলিক উপাদানের (জনসংখ্যা, জনঘনত্ব) সংখ্যাগত পরিমাণকে যে মানচিত্রে প্রকাশ করা হয় তাকে পরিমাণগত মানচিত্র বলে।
পরিমাপ যোগ্যতাউপাদানগুলি পরিমাপযোগ্য নয়।উপাদানগুলি পরিমাপযোগ্য।
রাশি তথ্যএই মানচিত্র অঙ্কনে রাশি তথ্যের প্রয়োগ কম।এই মানচিত্র অঙ্কন রাশি তথ্য নির্ভর।
ব্যবহারব্যাবহারিক প্রয়োগ তুলনামূলকভাবে কম।ব্যাবহারিক প্রয়োগ তুলনামূলকভাবে বেশি।
উদাহরণমৃত্তিকা মানচিত্র, স্বাভাবিক উদ্ভিদ মানচিত্র প্রভৃতি।জনসংখ্যা মানচিত্র, জনঘনত্ব মানচিত্র প্রভৃতি।

লৈখিক স্কেল (Graphical Scale) ও ভগ্নাংশসূচক স্কেল (Representative Fraction) -এর মধ্যে পার্থক্য লেখো।

বিষয়লৈখিক স্কেল (Graphical Scale)ভগ্নাংশসূচক স্কেল (Representative Fraction)
সংজ্ঞামানচিত্রে যখন স্কেলকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে লৈখিক স্কেল বলে।মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হলে তাকে ভগ্নাংশসূচক স্কেল বলে।
এককএটি নির্দিষ্ট এককযুক্ত স্কেল।একটি এককবিহীন স্কেল।
ব্যবহারএককযুক্ত হওয়ায় এই স্কেলের ব্যবহার তুলনামূলকভাবে কম।এককবিহীন হওয়ায় এই স্কেল পৃথিবীর যে-কোনো দেশে ব্যবহার করা যায়। তাই একে সর্বজনীন স্কেল বলে।
প্রকাশ মাধ্যম1 : 50000।

Class 9 Geography All Chapter Notes

1. গ্রহরূপে পৃথিবীবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
রচনাধর্মী প্রশ্নোত্তর
2. পৃথিবী গতিসমূহবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
3. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
➼ দক্ষতামূলক প্রশ্নোত্তর
গাণিতিক প্রশ্নোত্তর
4. ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
5. আবহবিকারঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
6. দুর্যোগ ও বিপর্যয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
7. ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
8. ভারতের সম্পদ (খনিজ সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
9. ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
10. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
11. পশ্চিমবঙ্গ (প্রাকৃতিক পরিবেশ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
12. পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
13. মানচিত্র ও স্কেলঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
মানচিত্র চিহ্নিতকরণ

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় ‘মানচিত্র ও স্কেল’ এর পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কেন -

পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয় কেন?

নবম শ্রেণী - ভৌতবিজ্ঞান - শব্দ - শব্দদূষণ - প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী – ভৌতবিজ্ঞান – শব্দ – শব্দদূষণ – প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী - ভৌতবিজ্ঞান - শব্দ - মানুষের কান ও শব্দ শোনার কৌশল - প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী – ভৌতবিজ্ঞান – শব্দ – মানুষের কান ও শব্দ শোনার কৌশল – প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ ও সীমাবদ্ধতা লেখো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?

পরিবেশের ওপর বর্জ্য পদার্থের প্রভাব লেখো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে টীকা লেখো।