নবম শ্রেণী – ভূগোল – ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ – বিষয়সংক্ষেপ

Rahul

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ‘ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ’ এর বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ - বিষয়সংক্ষেপ
ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ – বিষয়সংক্ষেপ10

ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ – ভূসংস্থানিক তথ্যাবলী

  1. পৃথিবীর সর্বোচ্চ ভঙ্গিল পর্বতমালা হল হিমালয় পর্বতমালা
  2. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট (উচ্চতা- 8,848 মিটার)।
  3. পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম আগ্নেয়গিরি হল মৌনালোয়া
  4. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা (8,586 মিটার)।
  5. ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হল সাতপুরা পর্বত
  6. ভারতের একটি ক্ষয়জাত পর্বত হল আরাবল্লি পর্বত
  7. ভারতের একটি সঞ্চয়জাত পর্বত হল ব্যারেন পর্বত
  8. পৃথিবীর উচ্চতম মালভূমি হল পামির মালভূমি (যাকে “পৃথিবীর ছাদ” বলা হয়)।
  9. পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বত মালভূমি
  10. পৃথিবীর বৃহত্তম সমভূমি হল সাইবেরিয়া সমভূমি
  11. ভারতের উচ্চতম মালভূমি হল লাদাখ মালভূমি
  12. ভারতের বৃহত্তম মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি
  13. ভারতের বৃহত্তম সমভূমি হল গঙ্গা-সিন্ধু-ব্রহ্মপুত্র নদী বিধৌত সমভূমি

ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ – পরিভাষা (Glossary)

  1. ভূসংস্থানিক শক্তি (Geotectonic Forces) – যে শক্তি দ্বারা মহাদেশ, মহাসাগর, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও পর্বত সৃষ্টি হয়।
  2. পর্যায়ন শক্তি (Gradational Forces) – সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদী ও হিমবাহের মাধ্যমে ভূমিরূপের গঠন ও পরিবর্তন ঘটায়।
  3. মহীভাবক আলোড়ন (Epeirogenic Movement) – মহাদেশ গঠনের জন্য দায়ী ভূ-আলোড়ন।
  4. গিরিজনি আলোড়ন (Orogenic Movement) – ভঙ্গিল পর্বত সৃষ্টিকারী ভূ-আলোড়ন।
  5. ম্যাগমা (Magma) – ভূগর্ভে তরল ও উত্তপ্ত খনিজ মিশ্রণ।
  6. লাভা (Lava) – অগ্ন্যুৎপাতের সময় ভূপৃষ্ঠে নির্গত ম্যাগমা।
  7. মহীখাত (Geosyncline) – সমুদ্রতলের দীর্ঘ, সংকীর্ণ ও ক্রমনিমজ্জমান অবনমিত অঞ্চল।
  8. অভিসারী পাত (Convergent Plate) – পরস্পরের দিকে অগ্রসরমান দুটি পাত।
  9. প্রতিসারী পাত (Divergent Plate) – পরস্পর থেকে দূরে সরে যাওয়া দুটি পাত।
  10. ভঙ্গিল পর্বত (Fold Mountain) – পলিস্তরের ভাঁজ দ্বারা গঠিত পর্বত (যেমন- হিমালয়)।
  11. স্তূপ পর্বত (Block Mountain) – দুটি চ্যুতির মধ্যে উত্থিত স্তূপাকার পর্বত (যেমন- সাতপুরা)।
  12. ক্ষয়জাত পর্বত (Relict Mountain) – প্রাকৃতিক ক্ষয়ের ফলে সৃষ্ট পর্বত (যেমন- আরাবল্লি)।
  13. গ্রস্ত উপত্যকা (Rift Valley) – দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী নিম্নভূমি।
  14. পাহাড় (Hill) – সমুদ্রপৃষ্ঠ থেকে 300-1,000 মিটার উচ্চতাবিশিষ্ট শিলাস্তূপ।
  15. মালভূমি (Plateau) – সমুদ্রপৃষ্ঠ থেকে 300-1,000 মিটার উচ্চতাবিশিষ্ট, চারপাশে খাড়া ঢালযুক্ত অসমতল ভূমি।
  16. সঞ্চয়জাত সমভূমি (Depositional Plain) – পলি, বালি বা লাভা সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি (যেমন- গাঙ্গেয় সমভূমি)।

Class 9 Geography All Chapter Notes

1. গ্রহরূপে পৃথিবীবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
রচনাধর্মী প্রশ্নোত্তর
2. পৃথিবী গতিসমূহবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
3. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
➼ দক্ষতামূলক প্রশ্নোত্তর
গাণিতিক প্রশ্নোত্তর
4. ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ➼ বিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
5. আবহবিকারঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
6. দুর্যোগ ও বিপর্যয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
7. ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
8. ভারতের সম্পদ (খনিজ সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
9. ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
10. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
11. পশ্চিমবঙ্গ (প্রাকৃতিক পরিবেশ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
12. পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
13. মানচিত্র ও স্কেলঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
মানচিত্র চিহ্নিতকরণ

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ‘ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ’ এর বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণি - বাংলা - আমরা - ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – আমরা – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণি - বাংলা - আমরা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণি বাংলা – আমরা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণি - বাংলা - আমরা - বিষয়সংক্ষেপ

নবম শ্রেণি বাংলা – আমরা – বিষয়সংক্ষেপ

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণি বাংলা – আমরা – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – আমরা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণি বাংলা – আমরা – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণি বাংলা – ভাঙার গান – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – ভাঙার গান – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর