এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী – ভূগোল – পৃথিবীর গতিসমূহ – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আমরা আমাদের এই আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘পৃথিবীর গতিসমূহ’-এর গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে স্পষ্ট ও গঠনমূলক আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, বিভিন্ন বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং চাকরির প্রস্তুতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এই অধ্যায়ের মূল ধারণাগুলো থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে।

পৃথিবীর গতিসমূহ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পৃথিবীর গতিসমূহ – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

বসন্তকালীন বিষুব বলা হয় –

  1. 21 মার্চ
  2. 21 জুন
  3. 23 সেপ্টেম্বর
  4. 22 ডিসেম্বর।

উত্তর – 1. 21 মার্চ

পৃথিবী থেকে সূর্যকে ছোটো দেখায় –

  1. অপসূর
  2. অনুসূর
  3. বিষুবের দিন
  4. কর্কটসংক্রান্তির দিন

উত্তর – 1. অপসূর

পৃথিবীর অক্ষটি তার নিজের কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে তা হল –

  1. 23½° কোণে
  2. 66½° কোণে
  3. 70° কোণে
  4. 90° কোণে

উত্তর – 2. 66½° কোণে

পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে –

  1. 10 কিমি
  2. 20 কিমি
  3. 30 কিমি
  4. 60 কিমি

উত্তর – 3. 30 কিমি

দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধির কারণ হল –

  1. আবর্তন গতি
  2. ঋতুপরিবর্তন
  3. কক্ষতলের সঙ্গে 66½° কোণে অবস্থান
  4. অপসূর ও অনুসূর অবস্থান।

উত্তর – 3. কক্ষতলের সঙ্গে 66½° কোণে অবস্থান

উত্তর অয়নান্ত দিবসটি হল –

  1. 22 ডিসেম্বর
  2. 4 এপ্রিল
  3. 21 জুন
  4. 23 সেপ্টেম্বর

উত্তর – 3. 21 জুন

পৃথিবীর অনুসূর অবস্থান ঘটে –

  1. 4 জুলাই
  2. 3 জানুয়ারি
  3. 21 মার্চ
  4. 23 সেপ্টেম্বর

উত্তর – 2. 3 জানুয়ারি

সূর্যের বার্ষিক আপাতগতির পথকে বলে –

  1. ছায়াপথ
  2. রবিমার্গ
  3. কক্ষপথ
  4. অরোরা

উত্তর – 2. রবিমার্গ

প্রদত্ত কোন্ অক্ষরেখায় জুন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হবে? –

  1. 80°N
  2. 60°N
  3. 50°N
  4. 40°N

উত্তর – 1. 80°N

অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে দেখা যায় –

  1. গ্রীষ্মকাল
  2. শরৎকাল
  3. শীতকাল
  4. বসন্তকাল

উত্তর – 3. শীতকাল

শীত ও গ্রীষ্মের মধ্যবর্তী সমভাবাপন্ন আরামদায়ক অবস্থাকে কী ঋতু বলে? –

  1. শরৎকাল
  2. বসন্তকাল
  3. শীতকাল
  4. গ্রীষ্মকাল

উত্তর – 2. বসন্তকাল

অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে দেখা যায় –

  1. গ্রীষ্মকাল
  2. বর্ষাকাল
  3. শরৎকাল
  4. শীতকাল

উত্তর – 1. গ্রীষ্মকাল

চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়াকে দেখি –

  1. সরল
  2. বৃত্তাকার
  3. লম্বাকার
  4. শাঙ্কবাকার

উত্তর – 2. বৃত্তাকার

পৃথিবীর কেন্দ্রবহির্মুখী শক্তি সর্বাধিক হয় –

  1. নিরক্ষীয় অঞ্চলে
  2. ক্রান্তীয় অঞ্চলে
  3. মেরু অঞ্চলে
  4. মেরুবৃত্তীয় অঞ্চলে

উত্তর – 1. নিরক্ষীয় অঞ্চলে

কোন্ গ্রহটির আবর্তনের সময় পৃথিবীর মতোই? –

  1. বুধ
  2. শুক্র
  3. মঙ্গল
  4. বৃহস্পতি

উত্তর – 3. মঙ্গল

কোন্ ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন সূর্য স্থির পৃথিবী ঘুরছে? –

  1. যদুভট্ট
  2. ভাস্করাচার্য
  3. আর্যভট্ট
  4. বরাহমিহির

উত্তর – 3. আর্যভট্ট

যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন, তা হল –

  1. নিরক্ষরেখা
  2. সুমেরুবৃত্ত রেখা
  3. কর্কটক্রান্তি রেখা
  4. মকরক্রান্তি রেখা

উত্তর – 1. নিরক্ষরেখা

বায়ু ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে –

  1. পরিক্রমণ গতি
  2. ঋতুপরিবর্তন
  3. আবর্তন গতি
  4. কোরিওলিস বলের জন্য

উত্তর – 4. কোরিওলিস বলের জন্য

পৃথিবী –

  1. উত্তর থেকে দক্ষিণে আবর্তন করছে
  2. পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে
  3. পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে
  4. দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তন করছে

উত্তর – 3. পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে

পৃথিবীর দুই মেরুতে আবর্তনের গতিবেগ হল –

  1. 1600 কিমি প্রতি ঘণ্টা
  2. 1100 কিমি প্রতি ঘণ্টা
  3. প্রায় 0 কিমি প্রতি ঘণ্টা
  4. 1200 কিমি প্রতি ঘণ্টা

উত্তর – 3. প্রায় 0 কিমি প্রতি ঘণ্টা

নীচের যে ক্রমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হল –

  1. কর্কটক্রান্তি রেখা-সুমেরুবৃত্ত রেখা-নিরক্ষরেখা-সুমেরু
  2. নিরক্ষরেখা-কর্কটক্রান্তি রেখা-সুমেরুবৃত্ত রেখা-সুমেরু
  3. সুমেরুবৃত্ত রেখা-কর্কটক্রান্তি রেখা-নিরক্ষরেখা-সুমেরু
  4. সুমেরু-সুমেরুবৃত্ত রেখা-কর্কটক্রান্তি রেখা-নিরক্ষরেখা

উত্তর – 2. নিরক্ষরেখা-কর্কটক্রান্তি রেখা-সুমেরুবৃত্ত রেখা-সুমেরু

পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে বলে –

  1. কক্ষ
  2. কক্ষপথ
  3. ছায়াপথ
  4. রবিমার্গ

উত্তর – 2. কক্ষপথ

পৃথিবীর কক্ষপথের আকৃতি –

  1. বৃত্তাকার
  2. আয়তাকার
  3. উপবৃত্তাকার
  4. অর্ধবৃত্তাকার

উত্তর – 3. উপবৃত্তাকার

কোন দুটি গ্রহ বাদে সকল গ্রহই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে।

  1. বুধ ও শুক্র
  2. পৃথিবী ও মঙ্গল
  3. নেপচুন ও শনি
  4. শুক্র ও ইউরেনাস

উত্তর – 4. শুক্র ও ইউরেনাস

বুধ সূর্যকে পরিক্রমণ করে –

  1. 88 দিনে
  2. 105 দিনে
  3. 205 দিনে
  4. 365 দিনে

উত্তর – 1. 88 দিনে

সূর্যকে একবার ঘুরতে বৃহস্পতির সময় লাগে –

  1. 10 বছর
  2. 12 বছর
  3. 14 বছর
  4. 16 বছর

উত্তর – 2. 12 বছর

সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় লাগে –

  1. পৃথিবী
  2. বৃহস্পতি
  3. ইউরেনাস
  4. নেপচুন গ্রহের

উত্তর – 4. নেপচুন

কোন গ্রহের একদিন এক বছরের থেকে বড়ো।

  1. শুক্র
  2. শনি
  3. বৃহস্পতি
  4. নেপচুন

উত্তর – 1. শুক্র

সৌরদিন ও নাক্ষত্রদিনের মধ্যে সময়ের পার্থক্য –

  1. 2 মিনিট
  2. 3 মিনিট 30 সেকেন্ড
  3. 3 মিনিট 56 সেকেন্ড
  4. 4 মিনিট 12 সেকেন্ড

উত্তর – 3. 3 মিনিট 56 সেকেন্ড

কোন দোলক পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন পৃথিবীর আবর্তন গতি আছে।

  1. কোপারনিকাস
  2. নিউটন
  3. আর্যভট্ট
  4. ফুকো

উত্তর – 4. ফুকো

পৃথিবীর –

  1. নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার উপর দেখা যায়
  2. সুমেরু বিন্দু থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার উপর দেখা যায়
  3. কুমেরু বিন্দু থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার উপর দেখা যায়
  4. কর্কটক্রান্তিরেখা থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার উপর দেখা যায়

উত্তর – 2. সুমেরু বিন্দু থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার উপর দেখা যায়

মহাকর্ষ সূত্রের আবিষ্কারক –

  1. কোপারনিকাস
  2. ফেরেল
  3. নিউটন
  4. অ্যারিস্টট্ল

উত্তর – 3. নিউটন

ঠিক জোড়াটি নির্বাচন করো –

  1. 21 মার্চ উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম রাত
  2. 22 ডিসেম্বর – নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে
  3. পৃথিবীর অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে শরৎকাল
  4. 21 জুন – উত্তর অয়ণান্ত দিবস।

উত্তর – 4. 21 জুন – উত্তর অয়ণান্ত দিবস।

ঠিক জোড়াটি নির্বাচন করো –

  1. 22 ডিসেম্বর থেকে 21 জুন – উত্তরায়ন
  2. কর্কটসংক্রান্তি – উভয় গোলার্ধে দিন-রাত সমান
  3. 22 ডিসেম্বর থেকে 21 জুন – দক্ষিণায়ন
  4. অপসূর অবস্থান প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি

উত্তর – 1. 22 ডিসেম্বর থেকে 21 জুন – উত্তরায়ন

সূর্যের আপাত বার্ষিক গতির সীমানা –

  1. 23½° উত্তর থেকে 23½° দক্ষিণ
  2. 23½° উত্তর থেকে 66½° দক্ষিণ
  3. 66½° উত্তর থেকে 66½° দক্ষিণ
  4. 30° উত্তর থেকে 30° দক্ষিণ

উত্তর – 1. 23½° উত্তর থেকে 23½° দক্ষিণ

সূর্যের উত্তরায়ণ শুরু হয় –

  1. 22 ডিসেম্বর
  2. 23 ডিসেম্বর
  3. 21 জুন
  4. 22 জুন তারিখে

উত্তর – 2. 23 ডিসেম্বর

মহাবিষুবের দিন হল –

  1. 21 মার্চ
  2. 21 জুন
  3. 23 সেপ্টেম্বর
  4. 22 ডিসেম্বর

উত্তর – 1. 21 মার্চ

অধিবর্ষ হল –

  1. 2100 খ্রিস্টাব্দ
  2. 2200 খ্রিস্টাব্দ
  3. 2300 খ্রিস্টাব্দ
  4. 2400 খ্রিস্টাব্দ

উত্তর – 4. 2400 খ্রিস্টাব্দ

পৃথিবীর পরিক্রমণ গতির ফলে –

  1. দিন-রাত্রি সংগঠন
  2. জোয়ারভাটা সৃষ্টি
  3. বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ
  4. ঋতুপরিবর্তন ঘটে

উত্তর – 4. ঋতুপরিবর্তন ঘটে

দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোটো রাত হয় –

  1. 21 জুন
  2. 23 সেপ্টেম্বর
  3. 22 ডিসেম্বর
  4. 21 মার্চ

উত্তর – 3. 22 ডিসেম্বর

জ্যোতির্বিদ্যায় ঊষা বলা হয় সূর্য দিগন্তরেখার নীচে –

  1. 6° কোণে পতিত হলে
  2. 12° কোণে পতিত হলে
  3. 18° কোণে পতিত হলে
  4. 16° কোণে পতিত হলে

উত্তর – 3. 18°

উত্তর গোলার্ধে যখন শরৎকাল তখন দক্ষিণ গোলার্ধে তখন –

  1. গ্রীষ্মকাল
  2. হেমন্তকাল
  3. শীতকাল
  4. বসন্তকাল

উত্তর – 4. বসন্তকাল

সূর্য পূর্ব আকাশে সবথেকে দক্ষিণ ঘেঁষে ওঠে।

  1. শীতকাল
  2. গ্রীষ্মকাল
  3. শরৎকাল
  4. বসন্তকাল

উত্তর – 1. শীতকাল

নিম্নলিখিতগুলির মধ্যে যে বছরটি অধিবর্ষ তা হল –

  1. 1900
  2. 2000
  3. 2100
  4. 2300

উত্তর – 2. 2000

23 সেপ্টেম্বর সূর্য –

  1. নিরক্ষরেখা -র উপর লম্বভাবে কিরণ দেয়
  2. কর্কটক্রান্তিরেখা -র উপর লম্বভাবে কিরণ দেয়
  3. মকরক্রান্তিরেখা -র উপর লম্বভাবে কিরণ দেয়
  4. মেরুরেখা -র উপর লম্বভাবে কিরণ দেয়

উত্তর – 1. নিরক্ষরেখা -র উপর লম্বভাবে কিরণ দেয়

বিজ্ঞানী কোরিওলিস ‘কোরিওলিস বল’ আবিষ্কার করেন –

  1. 1825 খ্রিস্টাব্দে
  2. 1830 খ্রিস্টাব্দে
  3. 1835 খ্রিস্টাব্দে
  4. 1840 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1835 খ্রিস্টাব্দে

তারকাদের সাপেক্ষে সৌরজগতের কেন্দ্র সূর্য প্রত্যহ গড়ে যতখানি পূর্বে সরে যায় (পৃথিবী থেকে দেখলে) তা হল –

উত্তর – 4. 1°

শূন্যস্থান পূরণ করো

পৃথিবীর সুমেরু ও কুমেরু বিন্দু যোগ করলে ___ পাওয়া যায়।

উত্তর – পৃথিবীর সুমেরু ও কুমেরু বিন্দু যোগ করলে মেরুরেখা পাওয়া যায়।

পৃথিবীর কক্ষপথের সমতল অংশটি ___ নামে পরিচিত।

উত্তর – পৃথিবীর কক্ষপথের সমতল অংশটি কক্ষতল নামে পরিচিত।

নিউটনের ___ সূত্রানুসারে অপেক্ষাকৃত হালকা ও ছোটো বস্তু ভারী বস্তুর চারদিকে ঘোরে।

উত্তর – নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে অপেক্ষাকৃত হালকা ও ছোটো বস্তু ভারী বস্তুর চারদিকে ঘোরে।

পরিক্রমণ কালে পৃথিবীর মেরুরেখাটি সর্বদা ___ -মুখী থাকে।

উত্তর – পরিক্রমণ কালে পৃথিবীর মেরুরেখাটি সর্বদা ধ্রুবতারা -মুখী থাকে।

___ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না।

উত্তর – মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না।

আবর্তন গতির জন্য পৃথিবীতে ___ ও ___ হয়।

উত্তর – আবর্তন গতির জন্য পৃথিবীতে দিন ও রাত্রি হয়।

অথবা, কোন্ গতির জন্য পৃথিবীতেদিন রাত্রি সংঘটিত হয়?

উত্তর – আবর্তন গতির জন্য পৃথিবীতেদিন রাত্রি সংঘটিত হয়?

পৃথিবীর ___ গতির ফলে ঋতুপরিবর্তন হয়।

উত্তর – পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতুপরিবর্তন হয়।

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ___ অবস্থানে।

উত্তর – পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় অপসূর অবস্থানে।

বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে ___ সূত্রানুসারে।

উত্তর – বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে ফেরেলের সূত্রানুসারে।

পৃথিবীর পরিক্রমণের বেগ প্রতি সেকেন্ডে প্রায় ___ কিমি।

উত্তর – পৃথিবীর পরিক্রমণের বেগ প্রতি সেকেন্ডে প্রায় 30 কিমি।

পৃথিবীতে গোধূলির স্থায়িত্বকাল ___ অঞ্চলে সবচেয়ে কম।

উত্তর – পৃথিবীতে গোধূলির স্থায়িত্বকাল নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম।

পৃথিবীর অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ___ হয়।

উত্তর – পৃথিবীর অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ছোটো হয়।

শতক বর্ষগুলি অধিবর্ষ কি না জানা যায় ওই বছরটিকে ___ দিয়ে ভাগ করা হলে।

উত্তর – শতক বর্ষগুলি অধিবর্ষ কি না জানা যায় ওই বছরটিকে 400 দিয়ে ভাগ করা হলে।

অধিবর্ষ গণনা করা হয় প্রতি ___ অন্তর।

উত্তর – অধিবর্ষ গণনা করা হয় প্রতি 4 বছর অন্তর।

21 জুন থেকে ___ পর্যন্ত সূর্যের দক্ষিণায়ন হয়।

উত্তর – 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণায়ন হয়।

‘আয়ন’ কথাটির অর্থ ___।

উত্তর – ‘আয়ন’ কথাটির অর্থ পথ।

‘সংক্রান্তি’ কথাটির অর্থ ___।

উত্তর – ‘সংক্রান্তি’ কথাটির অর্থ শেষ।

___ অঞ্চলে সারাবছর দিন-রাত্রি সমান হয়।

উত্তর – নিরক্ষীয় অঞ্চলে সারাবছর দিন-রাত্রি সমান হয়।

___ ও ___ তারিখে দুই গোলার্ধে দিন-রাত্রির দৈর্ঘ্য ও তাপের বণ্টন সমান হয়।

উত্তর – 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে দুই গোলার্ধে দিন-রাত্রির দৈর্ঘ্য ও তাপের বণ্টন সমান হয়।

___ তারিখে সুমেরু অঞ্চলে 24 ঘণ্টাই রাত থাকে।

উত্তর – 22 ডিসেম্বর তারিখে সুমেরু অঞ্চলে 24 ঘণ্টাই রাত থাকে।

অনুসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে ___ হয়।

উত্তর – অনুসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়।

21 জুন সূর্য ___ -য় লম্বভাবে কিরণ দেয়।

উত্তর – জুন সূর্য কর্কটক্রান্তিরেখা -য় লম্বভাবে কিরণ দেয়।

অথবা, সূর্যের উত্তরায়ণের শেষসীমা কোনটি?

উত্তর – কর্কটক্রান্তিরেখা সূর্যের উত্তরায়ণের শেষসীমা।

ভারতবর্ষ থেকে জুলাই মাসে সূর্যকে ___ দেখায়।

উত্তর – ভারতবর্ষ থেকে জুলাই মাসে সূর্যকে ছোটো দেখায়।

উত্তর গোলার্ধের মেরুজ্যোতি ___ এবং দক্ষিণ গোলার্ধের মেরুজ্যোতি ___ নামে পরিচিত।

উত্তর – উত্তর গোলার্ধের মেরুজ্যোতি সুমেরুপ্রভা এবং দক্ষিণ গোলার্ধের মেরুজ্যোতি কুমেরুপ্রভা নামে পরিচিত।

21 মার্চ মেরুবিন্দু থেকে সূর্যকে ___ রেখায় দেখা যায়।

উত্তর – 21 মার্চ মেরুবিন্দু থেকে সূর্যকে দিগন্ত রেখায় দেখা যায়।

কোরিওলিস বলের প্রভাব মেরু অঞ্চল অপেক্ষা ___ অঞ্চলে কম।

উত্তর – কোরিওলিস বলের প্রভাব মেরু অঞ্চল অপেক্ষা ক্রান্তীয়/নিরক্ষীয়

পৃথিবীতে চাঁদের আলো আসতে ___ সময় লাগে।

উত্তর – পৃথিবীতে চাঁদের আলো আসতে 1.2 সেকেন্ড সময় লাগে।

জ্যোতির্বিদ ___ প্রথম বলেন সকল গ্রহের কক্ষপথটি উপবৃত্তকার।

উত্তর – জ্যোতির্বিদ জোহানেস কেপলার প্রথম বলেন সকল গ্রহের কক্ষপথটি উপবৃত্তকার।

উত্তর মেরুতে বর্ণময় আলোর ছটাকে ___ বলে।

উত্তর – উত্তর মেরুতে বর্ণময় আলোর ছটাকে সুমেরুপ্রভা/অরোরা বোরিয়ালিস বলে।

পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য ___ গতি দায়ী।

উত্তর – পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য আবর্তন গতি দায়ী।

বায়ুপ্রবাহের দিক বিক্ষেপের নিয়মটি আবিষ্কার করেন বিজ্ঞানী ___

উত্তর – বায়ুপ্রবাহের দিক বিক্ষেপের নিয়মটি আবিষ্কার করেন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল।

___ তারিখকে দক্ষিণ অয়নান্ত দিবস বলা হয়।

উত্তর – 22 ডিসেম্বর তারিখকে দক্ষিণ অয়নান্ত দিবস বলা হয়।

এপ্রিল মাসে পৃথিবীর মেরু অক্ষটি রবিমার্গের সঙ্গে ___ কোণ করে অবস্থান করে।

উত্তর – এপ্রিল মাসে পৃথিবীর মেরু অক্ষটি রবিমার্গের সঙ্গে 66½° কোণ করে অবস্থান করে।

ঠিক-ভুল নির্বাচন করো

সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড।

উত্তর – ঠিক

পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার।

উত্তর – ভুল (সঠিক উত্তর – উপবৃত্তাকার)

নিরক্ষরেখা ও মেরুতে পৃথিবীর আবর্তনের বেগ একই থাকে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – একই থাকে না)

কর্কটক্রান্তিরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক।

উত্তর – ভুল (সঠিক উত্তর – নিরক্ষরেখায়)

পৃথিবী ঘণ্টায় প্রায় 1670 কিমি পথ এগিয়ে যায়।

উত্তর – ঠিক

সৌরদিন সংঘটিত হয় বার্ষিক গতির ফলে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – আবর্তন গতির ফলে)

পশ্চিম গোলার্ধের দেশগুলিতে প্রথম সূর্যোদয় ঘটে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – পূর্ব গোলার্ধের দেশগুলিতে)

2021 সালের ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 28 দিন)

পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ ঘটে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – আবর্তন গতির ফলে)

পৃথিবীর কোনো স্থানে যখন প্রভাত হয় তখন বিপরীত স্থানে গোধূলি হয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – সন্ধ্যা হয়)

অধিবর্ষে ফেব্রুয়ারি মাসটি 29 দিনে শেষ হয়।

উত্তর – ঠিক

1984 খ্রিস্টাব্দটি ছিল অধিবর্ষ।

উত্তর – ঠিক

2100 সালটি অধিবর্ষ হবে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – হবে না, 400 দ্বারা বিভাজ্য নয়)

নরওয়কে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়।

উত্তর – ঠিক

মেরুজ্যোতি আয়নোস্ফিয়ারে সৃষ্টি হয়।

উত্তর – ঠিক

পৃথিবীর উভয় মেরু অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – তির্যকভাবে কিরণ দেয়)

ছায়াবৃত্ত সর্বদা অক্ষরেখাগুলিকে সমান দুভাগে ভাগ করে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – কেবলমাত্র 21 মার্চ, 23 সেপ্টেম্বরে)

অপসূর অবস্থানের সময় পৃথিবীর গতিবেগ কম থাকে।

উত্তর – ঠিক

অরোরা অস্ট্রালিস দক্ষিণ মেরুতে দেখা যায়।

উত্তর – ঠিক

22 ডিসেম্বর তারিখটিকে কর্কটসংক্রান্তি বলে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – মকরসংক্রান্তি)

পৃথিবীর পরিক্রমণ গতির জন্য আমরা সূর্যকে পূর্বদিকে উঠতে দেখি।

উত্তর – ভুল (সঠিক উত্তর – আবর্তন গতির জন্য)

উত্তর মেরু থেকে শুধুমাত্র দক্ষিণ দিকেই যাওয়া সম্ভব।

উত্তর – ঠিক

ফরাসি গণিত শাস্ত্রবিদ W. Ferrel 1859 সালে ‘ফেরেলের সূত্র’ উদ্ভাবন করেন।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 1855 সালে)

পৃথিবীর পরিক্রমণ গতির বেগ 1 কোটি 4 হাজার কিমি/ঘণ্টা।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 1 লক্ষ 8 হাজার কিমি/ঘণ্টা)

কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বামদিকে বেঁকে যায়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – ডানদিকে)

দিন-রাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর পরিক্রমণ।

উত্তর – ভুল (সঠিক উত্তর – আবর্তন)

পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে ঘোরে।

উত্তর – ঠিক

পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে।

উত্তর – ঠিক

অনুসূর অবস্থানে বার্ষিক গতির বেগ কমে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – বাড়ে)

21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণাভিমুখী চলন লক্ষ করা যায়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 21 জুন – 22 ডিসেম্বর)

স্থির পৃথিবীতে কোরিওলিস প্রভাব বেশি হবে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – প্রভাব থাকবে না)

বোধমূলক প্রশ্নত্তর

আমি আছি বলেই পৃথিবী থেকে কোনও বস্তু ছিটকে মহাশূন্যে ছুটে যায় না। আমি কে?

উত্তর – মাধ্যাকর্ষণ শক্তি

সৌরজগতে আমিই পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমি কে?

উত্তর – চাঁদ

আমি পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে (focus) অবস্থান করি। আমি কে?

উত্তর – সূর্য

আমি এমনই এক বিশেষ অক্ষরেখা যেখানে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন সম্পন্ন হয়। আমি কে?

উত্তর – 23½° উঃ/দঃ অক্ষরেখা

আমার জন্যেই পৃথিবীতে সময় গণনা সম্ভব হয়েছে। আমি কে?

উত্তর – আবর্তন গতি

বারো মাসের মধ্যে অধিবর্ষের হিসাব মেলাতে তোমরা আমাকেই বেছে নিয়েছ। আমি কে?

উত্তর – ফেব্রুয়ারি মাস

এই বিশেষ দিন দুটিতে পৃথিবীতে দিন-রাত্রি সমান হয়। দিন দুটি কী কী?

উত্তর – 21 মার্চ ও 23 সেপ্টেম্বর

উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রিকালীন আমি এক মায়াবী মৃদু আলোর সৃষ্টি করি। আমি কে?

উত্তর – মেরুজ্যোতি

রাত্রিতে আকাশে সূর্য দেখতে গেলে এই জায়গায় আসতে হয়। জায়গাটি কোনটি?

উত্তর – নরওয়ের হ্যামারফেস্ট বন্দর

আমার চেয়ে তুমি 13 লক্ষ গুণ বড়ো। এখানে আমি ও তুমি কে কে?

উত্তর – পৃথিবী ও সূর্য

পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সমতলে থাকলে কী হত?

উত্তর – দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ও ঋতুপরিবর্তন হত না

আমার জন্ম 29 ফেব্রুয়ারি 2000 সালে। আমার আবার কবে জন্মদিন পালিত হবে?

উত্তর – 2004 সালে

সম্পর্ক নির্ধারণ করো

গ্রহদের গতিসংক্রান্ত সূত্র : কেপলার : : মহাকর্ষ সূত্র : ___।

উত্তর – নিউটন

সূর্যোদয়ের দেশ : জাপান : : ___ : নরওয়ে।

উত্তর – নিশীথ সূর্যের দেশ

আবর্তন গতি : দিন-রাত্রি : : পরিক্রমণ গতি : ___।

উত্তর – ঋতুপরিবর্তন

আবর্তন গতি : সৌরদিন : : পরিক্রমণ গতি : ___।

উত্তর – সৌরবছর

অহ্ন : দিন : : আয়ন : ___।

উত্তর – পথ

365 দিন : সৌরবছর : : 24 ঘণ্টা : ___।

উত্তর – সৌরদিন

মহাবিষুব : 21 মার্চ : : ___ : 21 জুন।

উত্তর – কর্কটসংক্রান্তি

গ্রীষ্মকাল : ___ : : শীতকাল : রাত বড়ো।

উত্তর – দিন বড়ো

নিরক্ষীয় অঞ্চল : লম্ব সূর্যরশ্মি : : মেরু অঞ্চল : ___।

উত্তর – তির্যক সূর্যরশ্মি

সূর্যোদয়ের পূর্বভাগ : ___ : : সূর্যাস্তের পরবর্তী ভাগ : গোধূলি।

উত্তর – ঊষা

অপসূর : 4 জুলাই : : অনুসুর : ___।

উত্তর – 3 জানুয়ারি

পৃথিবীর আবর্তন : সূর্যের আপাত দৈনিক গতি : : ___ : নক্ষত্রের আপাতগতি।

উত্তর – পৃথিবীর পরিক্রমণ

উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল : ___ : : দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল : 22 ডিসেম্বর।

উত্তর – 21 জুন

উত্তর মেরু : সুমেরুপ্রভা : : দক্ষিণ মেরু : ___।

উত্তর – কুমেরুপ্রভা

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিক
1. দিন-রাত্রির সীমানা(i) গোধূলি
2. উত্তরায়ণের শেষ সীমা(ii) অরোরা অস্ট্রালিস
3. ফুকো(iii) মেরু অঞ্চল
4. তির্যক সূর্যালোক(iv) বায়ুর দিক বিক্ষেপ
5. কোরিওলিস বল(v) পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা
6. কুমেরুপ্রভার অপর নাম(vi) ছায়াবৃত্ত
7. সূর্যাস্তের পরবর্তী সময়(vii) কর্কটক্রান্তিরেখা

উত্তর –

বামদিকডানদিক
1. দিন-রাত্রির সীমানা(vi) ছায়াবৃত্ত
2. উত্তরায়ণের শেষ সীমা(vii) কর্কটক্রান্তিরেখা
3. ফুকো(v) পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা
4. তির্যক সূর্যালোক(iii) মেরু অঞ্চল
5. কোরিওলিস বল(iv) বায়ুর দিক বিক্ষেপ
6. কুমেরুপ্রভার অপর নাম(ii) অরোরা অস্ট্রালিস
7. সূর্যাস্তের পরবর্তী সময়(i) গোধূলি

বামদিকডানদিক
1. অপসূর(i) 22 ডিসেম্বর
2. অনুসূর(ii) 23 সেপ্টেম্বর
3. মহাবিষুব(iii) 21 জুন
4. জলবিষুব(iv) 21 মার্চ
5. কর্কটসংক্রান্তি(v) 4 জুলাই
6. মকরসংক্রান্তি(vi) 3 জানুয়ারি

উত্তর –

বামদিকডানদিক
1. অপসূর(v) 4 জুলাই
2. অনুসূর(vi) 3 জানুয়ারি
3. মহাবিষুব(iv) 21 মার্চ
4. জলবিষুব(ii) 23 সেপ্টেম্বর
5. কর্কটসংক্রান্তি(iii) 21 জুন
6. মকরসংক্রান্তি(i) 22 ডিসেম্বর

দু-এক কথায় উত্তর দাও

সূর্য সকালে পূর্ব দিকে ওঠে এবং বিকালে পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যের এই চলাচলকে কী বলে?
অথবা, আমরা প্রতিদিন লক্ষ করি সূর্য পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়, একে বলা হয় সূর্যের ___ গতি।

সূর্যের দৈনিক আপাত গতি

1530 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে?

নিকোলাস কোপারনিকাস

পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে?

23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড

পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য?

উত্তর ও দক্ষিণ মেরুতে

পৃথিবীর আবর্তন বেগ কোন্ অক্ষরেখায় সবচেয়ে বেশি?

নিরক্ষরেখায়

কোন্ দেশকে ‘সূর্যোদয়ের দেশ’ বলা হয়?

জাপান

নরওয়ের হ্যামারফেস্ট -এ আবর্তন বেগ কত?

552 কিমি/ঘণ্টা

দুই মেরুবৃত্তে পৃথিবীর আবর্তন বেগ কত?

666 কিমি/ঘণ্টা

সূর্যের উত্তরমুখী আপাত গমনের গতিপথকে কী বলে?

উত্তরায়ন

1687 খ্রিস্টাব্দে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন?

স্যার আইজ্যাক নিউটন

পৃথিবীর কক্ষপথ ও কেন্দ্র যে তলে অবস্থান করে তাকে কী বলে?

কক্ষতল

এক নাক্ষত্র দিন কত সময়ে হয়?

23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড

এক সৌরদিন কত সময়ে হয়?

24 ঘণ্টা

ভূপৃষ্ঠের কোথায় বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়।

সুমেরু ও কুমেরুতে

ভারতের কোন্ রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়?

অরুনাচল প্রদেশ

পৃথিবীর আবর্তন গতির অপর নাম কী?

আহ্নিক গতি

পৃথিবীর কোন্ গতির জন্য আকাশে সূর্যের দৈনিক আপাত গতি দেখা যায়?

আবর্তন গতির জন্য

নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত?

1674 কিমি/ঘণ্টা

কলকাতায় পৃথিবীর আবর্তন গতিবেগ কত?

1,536 কিমি/ঘণ্টা

পৃথিবী তার মেরুরেখার চারদিকে কোন্ দিক থেকে কোন্ দিকে অনবরত ঘুরে চলেছে?

পশ্চিম থেকে পূর্ব দিকে

আমেরিকাতে যখন দিন, ভারতে তখন কী?

রাত্রি

‘সূর্য স্থির ও পৃথিবী গতিশীল’ -এ কথা কে প্রমাণ করেছিলেন?

গ্যালিলিয়ো গ্যালিলি

“আধুনিক জ্যোতির্বিদ্যার জনক” কাকে বলা হয়?

গ্যালিলিয়ো গ্যালিলি

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?

15 কোটি কিমি

পৃথিবীর কক্ষপথের পরিধি কত?

প্রায় 96 কোটি কিমি

অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত?

14 কোটি 70 লক্ষ কিমি

মেরুজ্যোতির অপর নাম কী?

অরোরা

অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়?

366 দিন

কোন্ তারিখে অপসূর হয়?
অথবা, পৃথিবীর অপসূর অবস্থানে আসে – 4 জুলাই/ 3 জানুয়ারি / 23 সেপ্টেম্বর / 22 ডিসেম্বর।

4 জুলাই

366 দিনের বছরকে বলে ___।

অধিবর্ষ

অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

15 কোটি 20 লক্ষ কিমি

‘বিষুব’ কথার অর্থ কী?

সমান দিন ও রাত্রি

কোন্ দিনটিকে কর্কটসংক্রান্তি বলে?
অথবা, সূর্য কর্কটকান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় – 21 মার্চ/22 ডিসেম্বর/23 সেপ্টেম্বর/21 জুন।

21 জুন

নিশীথ সূর্যের দেশ কাকে বলে?

নরওয়ের হ্যামারফেস্ট বন্দর

কোন্ দিনটিকে মকরসংক্রান্তি বলে?
অথবা, সূর্য কোন্ তারিখে মকরক্রান্তিরেখার উপর লম্বভাবে কিরণ দেয়?

22 ডিসেম্বর

উত্তর গোলার্ধে কোন্ ঋতুতে সবথেকে বড়ো দিন হয়?

গ্রীষ্ম ঋতু

কোন্ তারিখে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন?

22 ডিসেম্বর

কোন্ তারিখে দক্ষিণ মেরুবিন্দু থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত সমস্ত এলাকায় 24 ঘণ্টাই রাত্রি?

21 জুন

কোন্ গ্রহের অক্ষ কক্ষতলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে?

বৃহস্পতি

বৃহস্পতি গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?

9 ঘণ্টা 50 মিনিট

25 ডিসেম্বর ‘বড়োদিন’ -এ দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা?

গরম

কোন্ গ্রহের সূর্যকে একবার পরিক্রমণ করতে সবচেয়ে কম সময় লাগে?

বুধ (88 দিন)

কোন্ দিনটি জলবিষুব নামে পরিচিত?
অথবা, ___ সেপ্টেম্বরের বিষুব কে শরৎকালীন বিষুব বা জল বিষুব বলে।

23 সেপ্টেম্বর

উত্তর গোলার্ধে কোন্ তারিখে সবচেয়ে বড়ো দৈর্ঘ্যের দিন হয়?

21 জুন

পৃথিবীর নিরক্ষীয় তল, কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?

23½°

মকর সংক্রান্তি অবস্থানে কর্কটক্রান্তি ও মকরক্রান্তিরেখার ওপর সূর্যের পতন কোণের মান কত?

90°

কোরিওলিস বলের অন্য নাম কী?

দিকবিক্ষেপকারী বল

21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কী বলা হয়?

দক্ষিণায়ন

পৃথিবীর আবর্তনের ফলে কোন্ বল সৃষ্টি হয়?

কোরিওলিস বল

দিন ও রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ভূপৃষ্ঠে কী বলে?

ছায়াবৃত্ত

সূর্যের উত্তরায়নের শেষসীমা কোনটি?
অথবা, সূর্যের উত্তরায়নের শেষ সীমা হল – মকরক্রান্তিরেখা/ কর্কটক্রান্তিরেখা/কুমেরুবৃত্ত রেখা/সুমেরুবৃত্ত রেখা।

কর্কটক্রান্তিরেখা (23½° উঃ)


আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘পৃথিবীর গতিসমূহ’ এর কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন