আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ‘ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ’ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়ের মূল ধারণাগুলো থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে।

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ –
- নদীর কাজ
- ভূমিকম্প
- সমুদ্রতরঙ্গের কাজ
- হিমবাহের কাজ
উত্তর – 1. ভূমিকম্প
ভূ-অভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন হলে তাকে –
- অন্তর্জাত প্রক্রিয়া বলে
- বহির্জাত প্রক্রিয়া বলে
- আরোহণ প্রক্রিয়া বলে
- অবরোহণ প্রক্রিয়া বলে
উত্তর – 1. অন্তর্জাত প্রক্রিয়া বলে
ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের মধ্যে ভারসাম্য রক্ষিত হয় যে আলোড়নের প্রভাবে তা হল –
- মহীভাবক আলোড়ন
- গিরিজনি আলোড়ন
- সমস্থিতিক আলোড়ন
- ইউস্ট্যাটিক আলোড়ন
উত্তর – 3. সমস্থিতিক আলোড়ন
বহির্জাত প্রক্রিয়াগুলির প্রয়োজনীয় শক্তির উৎস হল –
- নদী
- বায়ু
- সূর্য
- হিমবাহ
উত্তর – 3. সূর্য
ভূ-অভ্যন্তরের অন্তর্জাত শক্তির উৎস হল –
- ভূমিকম্প
- তাপের পরিচলন স্রোত
- পাত সঞ্চারণ
- ভূ-অভ্যন্তরের চাপ
উত্তর – 2. তাপের পরিচলন স্রোত
অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা –
- বাড়ে
- কমে
- একই থাকে
- কোনোটিই নয়
উত্তর – 2. কমে
বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট পর্বত হল –
- আগ্নেয় পর্বত
- ভঙ্গিল পর্বত
- স্তূপ পর্বত
- ক্ষয়জাত পর্বত
উত্তর – 4. ক্ষয়জাত পর্বত
বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হল –
- পাতসঞ্চারণ
- অগ্ন্যুৎপাত
- আবহবিকার
- ভূমিকম্প
উত্তর – 3. আবহবিকার
গিরিজনি আলোড়ন ভূপৃষ্ঠে ক্রিয়া করে –
- উল্লম্বভাবে
- অনুভূমিকভাবে
- তির্যকভাবে
- কোনোটিই নয়
উত্তর – 2. অনুভূমিক ভাবে
ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হল –
- দাক্ষিণাত্য
- ছোটোনাগপুর
- তিব্বত
- মালব মালভূমি
উত্তর – 2. ছোটোনাগপুর
ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে –
- পার্থিব প্রক্রিয়া
- মহাজাগতিক প্রক্রিয়া
- মানবিক প্রক্রিয়া
- প্রাকৃতিক প্রক্রিয়া
উত্তর – 1. পার্থিব প্রক্রিয়া
একটি আকস্মিক ভূ-বিপর্যয় হল –
- মহাদেশের উত্থান
- পর্বত গঠন
- ভূমিকম্প
- গ্রস্ত উপত্যকার সৃষ্টি
উত্তর – 3. ভূমিকম্প
গিরিজনি আলোড়নের প্রভাবে কোন্ পর্বত গঠিত হয়? –
- হিমালয়
- সাতপুরা
- বিন্ধ্য
- পশ্চিমঘাট
উত্তর – 1. হিমালয়
ইউস্ট্যাটিক আলোড়নের প্রভাব হল –
- ভঙ্গিল পর্বত সৃষ্টি
- ভূমিকম্প
- অগ্ন্যুৎপাত
- সমুদ্রপৃষ্ঠের উত্থান-পতন
উত্তর – 4. সমুদ্রপৃষ্ঠের উত্থান-পতন
গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয় –
- স্তূপ পর্বত
- ভঙ্গিল পর্বত
- গ্রস্ত উপত্যকা
- ভৃগুতট
উত্তর – 2. ভঙ্গিল পর্বত
পৃথিবীর স্পর্শক বরাবর ক্রিয়া করে –
- মহীভাবক আলোড়ন
- গিরিজনি আলোড়ন
- সমস্থিতিক আলোড়ন
- ইউস্ট্যাটিক আলোড়ন
উত্তর – 2. গিরিজনি আলোড়ন
পৃথিবীর প্রধান পাতের সংখ্যা –
- 7টি
- 12টি
- 20টি
- 10টি
উত্তর – 1. 7টি
প্রতিসারী পাত সীমান্তে গঠিত হয়েছে –
- বিন্ধ্য পর্বত
- হিমালয় পর্বত শ্রেণি
- মধ্য আটলান্টিক শৈলশিরা
- রকি পর্বত শ্রেণি
উত্তর – 3. মধ্য আটলান্টিক শৈলশিরা
শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তা হল –
- ভঙ্গিল পর্বত
- স্তূপ পর্বত
- আগ্নেয় পর্বত
- ক্ষয়জাত পর্বত
উত্তর – 1. ভঙ্গিল পর্বত
ভঙ্গিল পর্বত সাধারণত –
- পাললিক শিলা দ্বারা গঠিত
- আগ্নেয় শিলা দ্বারা গঠিত
- রূপান্তরিত শিলা দ্বারা গঠিত
- কোনোটিই নয়
উত্তর – 1. পাললিক শিলা দ্বারা গঠিত
অসংখ্য পর্বত যেখানে মিলিত হয় তা হল –
- পর্বতশৃঙ্গ
- পর্বতশ্রেণি
- পর্বতগ্রন্থি
- পর্বত উপত্যকা
উত্তর – 3. পর্বতগ্রন্থি
টেথিস মহীখাত থেকে সৃষ্ট পর্বতের নাম –
- সাতপুরা
- রকি
- আন্দিজ
- হিমালয়
উত্তর – 4. হিমালয়
হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে?
টেথিস মহীখাত
আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ মতবাদের ব্যাখ্যা দেন –
- 1914 খ্রিস্টাব্দে
- 1896 খ্রিস্টাব্দে
- 1912 খ্রিস্টাব্দে
- 1922 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1912 খ্রিস্টাব্দে
পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় –
- উইলসন
- ম্যাকেঞ্জি
- পিঁচো
- মরগান
উত্তর – 3. পিঁচো
যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হল –
- অগ্ন্যুদগম-অন্তর্জাত প্রক্রিয়া
- স্তূপ পর্বত-ভাঁজ
- গ্রস্ত উপত্যকা-গিরিজনি আলোড়ন
- ভঙ্গিল পর্বত-মহীভাবক আলোড়ন
উত্তর – 1. অগ্ন্যুদগম-অন্তর্জাত প্রক্রিয়া
হিমালয় ও কারাকোরামের মধ্যে আছে –
- তিব্বত মালভূমি
- লাদাখ মালভূমি
- পামির মালভূমি
- আরব মালভূমি
উত্তর – 2. লাদাখ মালভূমি
ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা ও অধোভঙ্গে উপত্যকা গঠিত হলে তাকে –
- জুরা
- ন্যাপ
- আয়াম
- খাত গঠন
উত্তর – 1. জুরা গঠন
চ্যুতির ফলে সৃষ্টি হয় –
- ভঙ্গিল পর্বত
- স্তূপ পর্বত
- আগ্নেয় পর্বত
- ক্ষয়জাত পর্বত
উত্তর – 2. স্তূপ পর্বত
ভারতের একটি গ্রস্ত উপত্যকা –
- মহানদী নদীর গতিপথে অবস্থিত
- গোদাবরী নদীর গতিপথে অবস্থিত
- নর্মদা নদীর গতিপথে অবস্থিত
- কাবেরী নদীর গতিপথে অবস্থিত
উত্তর – 3. নর্মদা নদীর গতিপথে অবস্থিত
ভারতের দুটি স্তূপ পর্বত হল –
- পশ্চিমঘাট, পূর্বঘাট
- ব্ল্যাকফরেস্ট, ভোজ
- সাতপুরা, বিন্ধ্য
- সল্ট রেঞ্জ, হিন্দুকুশ
উত্তর – 3. সাতপুরা, বিন্ধ্য
সাগরের দিকে প্রসারিত স্থলভাগের সরু অংশ হল –
- শিল
- ডাইক
- কেপ
- বিউট
উত্তর – 3. কেপ
স্তূপ পর্বতের একটি উদাহরণ হল –
- হিমালয়
- আরাবল্লি
- নীলগিরি
- ব্ল্যাকফরেস্ট
উত্তর – 4. ব্ল্যাকফরেস্ট
একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম হল –
- ফুজিয়ামা
- পোপো
- ভিসুভিয়াস
- নারকোনডাম
উত্তর – 3. ভিসুভিয়াস
ক্যালডেরা লক্ষ করা যায় –
- ভঙ্গিল পর্বতে
- স্তূপ পর্বতে
- আগ্নেয় পর্বতে
- ক্ষয়জাত পর্বতে
উত্তর – 3. আগ্নেয় পর্বতে
পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম –
- ফুজিয়ামা
- ভিসুভিয়াস
- মৌনালোয়া
- স্ট্রম্বলি
উত্তর – 3. মৌনালোয়া
মধ্য আটলান্টিক শৈলশিরা অবস্থিত –
- অভিসারী সীমান্তে
- প্রতিসারী সীমান্তে
- নিরপেক্ষ সীমান্তে
- কোনোটিই নয়
উত্তর – 2. প্রতিসারী সীমান্তে
উত্তর আমেরিকায় অ্যাপালেশিয়ান হল –
- স্তূপ পর্বত
- আগ্নেয় পর্বত
- ভঙ্গিল পর্বত
- কোনোটিই নয়
উত্তর – 3. ভঙ্গিল পর্বত
ভোজ ও ব্ল্যাক ফরেস্ট হল –
- হোর্স্ট
- গ্রাবেন
- মোনাডনক
- ইনসেলবার্জ
উত্তর – 1. হোর্স্ট
মেক্সিকোর পোপোকেটিপেটল একটি –
- ক্ষয়জাত পর্বত
- ভঙ্গিল পর্বত
- স্তূপ পর্বত
- আগ্নেয় পর্বত
উত্তর – 4. আগ্নেয় পর্বত
ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় –
- স্তূপ পর্বত
- ভঙ্গিল পর্বত
- গ্রস্ত উপত্যকা
- মহাদেশ
উত্তর – 2. ভঙ্গিল পর্বত
কোন আগ্নেয়গিরিকে ‘ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ’ বলা হয়?
- ফুজিয়ামা
- ভিসুভিয়াস
- স্ট্রম্বোলি
- কটোপ্যাক্সি
উত্তর – 3. স্ট্রম্বোলি
ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল –
- আরাবল্লি
- শুশুনিয়া
- ব্যারেন
- সাতপুরা
উত্তর – 3. ব্যারেন
‘টেবিলল্যান্ড’ নামে পরিচিত ভূমিরূপটি হল –
- পর্বত
- পাহাড়
- মালভূমি
- সমভূমি
উত্তর – 3. মালভূমি
মধ্য ভারতের মালব মালভূমি –
- পর্বতবেষ্টিত
- লাভা
- ব্যবচ্ছিন্ন
- মহাদেশীয় মালভূমির উদাহরণ
উত্তর – 2. লাভা মালভূমি
ভারতের মালনাদ মালভূমি হল –
- পর্বতবেষ্টিত
- মহাদেশীয়
- লাভা
- ব্যবচ্ছিন্ন মালভূমি
উত্তর – 4. ব্যবচ্ছিন্ন মালভূমি
বিদার অগ্ন্যুদগমের ফলে সৃষ্ট ভূমিরূপ হল –
- স্তূপ পর্বত
- লাভা মালভূমি
- পর্বতবেষ্টিত মালভূমি
- আগ্নেয়গিরি
উত্তর – 2. লাভা মালভূমি
পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি –
- পামির মালভূমি
- তিব্বত মালভূমি
- ছয়ডাম মালভূমি
- আনাতোলিয়া মালভূমি
উত্তর – 2. তিব্বত
সমপ্রায় ভূমির মাঝে যে শক্ত পাথরের টিলা থাকে তাকে বলে –
- ইনসেলবার্জ
- মোনাডনক
- পেডিমেন্ট
- ডেলটা
উত্তর – 2. মোনাডনক
লাভা মালভূমির উদাহরণ হল –
- তিব্বত
- ছোটোনাগপুর
- মহারাষ্ট্র
- আনাতোলিয়া মালভূমি
উত্তর – 3. মহারাষ্ট্র মালভূমি
পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম –
- পামির
- দাক্ষিণাত্য
- বলিভিয়ান
- তিব্বত মালভূমি
উত্তর – 4. তিব্বত মালভূমি
তিব্বত মালভূমি একটি –
- পর্বতবেষ্টিত
- লাভা গঠিত
- মহাদেশীয়
- ব্যবচ্ছিন্ন মালভূমি
উত্তর – 1. পর্বতবেষ্টিত
একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো।
তিব্বত মালভূমি
মহাদেশীয় মালভূমি সৃষ্টির জন্য দায়ী –
- পাত সঞ্চারণ
- মহীভাবক আলোড়ন
- বহির্জাত প্রক্রিয়া
- কোনোটিই নয়
উত্তর – 1. পাত সঞ্চারণ
ভারতের একটি অবশিষ্ট পাহাড়ের নাম হল –
- পিরপাঞ্জাল
- পাটকই
- আরাবল্লি
- সিঙ্গালিলা
উত্তর – 3. আরাবল্লি
একটি প্রাচীন মহাদেশীয় মালভূমি হল –
- কলম্বিয়া মালভূমি
- কানাডিয়ান শিল্ড
- লাদাখ মালভূমি
- তিব্বত মালভূমি
উত্তর – 2. কানাডিয়ান শিল্ড
একটি পর্বতবেষ্টিত মালভূমি হল –
- লাদাখ
- মালব
- বুন্দেলখণ্ড
- অযোধ্যা
উত্তর – 1. লাদাখ
বন্যার সময় পলি জমে যে সমভূমির সৃষ্টি হয় তার নাম –
- পলিগঠিত সমভূমি
- প্লাবন সমভূমি
- ব-দ্বীপ সমভূমি
- উপকূলীয় সমভূমি
উত্তর – 2. প্লাবন সমভূমি
ভারতের পূর্ব উপকূল হল একপ্রকার –
- উন্নত সমভূমি
- অবনত সমভূমি
- স্বাভাবিক সমভূমি
- প্লাবন সমভূমি
উত্তর – 1. উন্নত সমভূমি
তুরানের সমভূমি একধরনের –
- উন্নত সমভূমি
- অবনত সমভূমি
- তরঙ্গকর্তিত সমভূমি
- পলি সমভূমি
উত্তর – 2. অবনত সমভূমি
পৃথিবীর বৃহত্তম সমভূমি হল –
- গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ সমভূমি
- নীলনদ ব-দ্বীপ সমভূমি
- সাইবেরিয় সমভূমি
- গাঙ্গেয় সমভূমি
উত্তর – 3. সাইবেরিয় সমভূমি
একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হল –
- ভিসুভিয়াস
- স্ট্রম্বলি
- মাউন্ট ফুজি
- ব্যারেন
উত্তর – 3. মাউন্ট ফুজি
ভারতের মহারাষ্ট্র মালভূমিটি একটি –
- পর্বতবেষ্টিত মালভূমি
- লাভা মালভূমি
- ব্যবচ্ছিন্ন মালভূমি
- মরু মালভূমি
উত্তর – 2. লাভা মালভূমি
লোয়েস সমভূমি –
- নদী -এর সঞ্চয় কাজের দ্বারা গঠিত হয়
- বায়ু -এর সঞ্চয় কাজের দ্বারা গঠিত হয়
- সমুদ্রতরঙ্গ -এর সঞ্চয় কাজের দ্বারা গঠিত হয়
- হিমবাহ -এর সঞ্চয় কাজের দ্বারা গঠিত হয়
উত্তর – 2. বায়ু -এর সঞ্চয় কাজের দ্বারা গঠিত হয়
‘পৃথিবীর ছাদ’ বলা হয় –
- তিব্বত মালভূমিকে
- পামির মালভূমিকে
- ছোটোনাগপুর মালভূমিকে
- তিব্বত মালভূমিকে
উত্তর – 2. পামির মালভূমিকে
পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি –
- হাওয়াই দ্বীপের মৌনালোয়া
- ইতালির ভিসুভিয়াস
- জাপানের ফুজিয়ামা
- মায়ানমারের মাউন্ট পোপো
উত্তর – 1. হাওয়াই দ্বীপের মৌনালোয়া
পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি দেখা যায় –
- মরু অঞ্চলে
- মেরু অঞ্চলে
- আর্দ্র জলবায়ু অঞ্চলে
- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
উত্তর – 1. মরু অঞ্চলে
কোনটি মহাদেশীয় মালভূমি? –
- ভারতের মালনাদ
- মেক্সিকো
- উত্তর আমেরিকার কলম্বিয়া
- পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি
উত্তর – 4. পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি
একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল –
- দাক্ষিণাত্য
- মেঘালয়
- ছোটোনাগপুর
- লাদাখ মালভূমি
উত্তর – 3. ছোটোনাগপুর
স্বাভাবিক বাঁধ দেখা যায় –
- পর্বত উপত্যকায়
- প্লাবনভূমিতে
- সমপ্রায়ভূমিতে
- বহিঃবিধৌত সমভূমিতে
উত্তর – 2. প্লাবনভূমিতে
কাশ্মীর উপত্যকা এক প্রকারের –
- লোয়েস সমভূমি
- হ্রদ সমভূমি
- হিমবাহ সমভূমি
- ব-দ্বীপ সমভূমি
উত্তর – 2. হ্রদ সমভূমি
ঠিক জোড়াটি নির্বাচন করো –
- ভঙ্গিল পর্বত-ব্যারেন
- স্তূপ পর্বত-হিমালয়
- আগ্নেয় পর্বত-সাতপুরা
- ক্ষয়জাত পর্বত-আরাবল্লী
উত্তর – 4. ক্ষয়জাত পর্বত-আরাবল্লী
ভারতের নারকোনডাম দ্বীপ –
- স্তূপ পর্বতের একটি উদাহরণ
- ক্ষয়জাত পর্বতের একটি উদাহরণ
- ভঙ্গিল পর্বতের একটি উদাহরণ
- আগ্নেয় পর্বতের একটি উদাহরণ
উত্তর – 4. আগ্নেয় পর্বতের একটি উদাহরণ
মরু অঞ্চলের সমপ্রায় ভূমিকে ইংরেজিতে বলে –
- Panplain
- Peneplain
- Pediplain
- Pediment
উত্তর – 3. Pediplain
পৃথিবীর সবচেয়ে বড়ো পর্বতবেষ্টিত মালভূমিটি হল –
- পামির
- তিব্বত
- ইউনান
- ছোটোনাগপুর
উত্তর – 2. তিব্বত
হটস্পট গঠিত হয় –
- অভিসারী পাতসীমান্তে
- প্রতিসারী পাতসীমান্তে
- আন্তঃ পাতসীমান্তে
- নিরপেক্ষ পাতসীমান্তে
উত্তর – 1. অভিসারী পাতসীমান্তে
শূন্যস্থান পূরণ করো
___ প্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের অবরোহণ বা আরোহণ ঘটে।
উত্তর – বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের অবরোহণ বা আরোহণ ঘটে।
শিলায় ভাঁজ সৃষ্টি হয় ___ আলোড়নের প্রভাবে।
উত্তর – শিলায় ভাঁজ সৃষ্টি হয় গিরিজনি আলোড়নের প্রভাবে।
মহাদেশীয় অংশ জুড়ে ক্রিয়াশীল অন্তর্জাত প্রক্রিয়াকে ___ বলে।
উত্তর – মহাদেশীয় অংশ জুড়ে ক্রিয়াশীল অন্তর্জাত প্রক্রিয়াকে মহীভাবক আলোড়ন বলে।
ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ___ অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ।
উত্তর – ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ।
পলিগঠিত সমভূমি ___ সমভূমির উদাহরণ।
উত্তর – পলিগঠিত সমভূমি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ।
ইউরেশীয় পাত ও ভারতীয় উপদ্বীপীয় পাতের মাঝে ___ পর্বত সৃষ্টি হয়েছে।
উত্তর – ইউরেশীয় পাত ও ভারতীয় উপদ্বীপীয় পাতের মাঝে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে।
___ পাতসীমানা বরাবর ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়।
উত্তর – অভিসারী পাতসীমানা বরাবর ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়।
___ আলোড়নে শিলায় ভাঁজ পড়ে ও ভঙ্গিল পর্বত গঠিত হয়।
উত্তর – গিরিজনি আলোড়নে শিলায় ভাঁজ পড়ে ও ভঙ্গিল পর্বত গঠিত হয়।
মহীখাতে পলি জমে পাললিক শিলায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ___ বলে।
উত্তর – মহীখাতে পলি জমে পাললিক শিলায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে লিথোজেনেসিস/শিলায়ন বলে।
নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ___ সমভূমি গঠন করে।
উত্তর – নদীবাহিত পলি সঞ্চিত হয়ে পলিগঠিত সমভূমি গঠন করে।
যে ভাঁজের দু-দিকের বাহু দুই সমান কোণে হেলে থাকে, তাকে ___ ভাঁজ বলে।
উত্তর – যে ভাঁজের দু-দিকের বাহু দুই সমান কোণে হেলে থাকে, তাকে প্রতিসম ভাঁজ বলে।
টেথিস মহীখাতের উত্তরের ভূখণ্ডটির নাম ___।
উত্তর – টেথিস মহীখাতের উত্তরের ভূখণ্ডটির নাম আঙ্গারাল্যান্ড।
নবীন ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছে ___ যুগে।
উত্তর – নবীন ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছে টার্শিয়ারি যুগে যুগে।
দুটি স্তূপ পর্বতের মাঝে সৃষ্ট গ্রস্ত উপত্যকাকে ___ বলে।
উত্তর – দুটি স্তূপ পর্বতের মাঝে সৃষ্ট গ্রস্ত উপত্যকাকে গ্রাবেন বলে।
দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে সৃষ্টি হয় ___ উপত্যকা।
উত্তর – দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে সৃষ্টি হয় র্যাম্প উপত্যকা।
সাতপুরা একটি ___ পর্বত।
উত্তর – সাতপুরা একটি স্তূপ পর্বত।
পাকিস্তানের ___ একটি স্তূপ পর্বতের উদাহরণ।
উত্তর – পাকিস্তানের সল্টরেঞ্জ একটি স্তূপ পর্বতের উদাহরণ।
ভারতের নারকোনডাম একটি ___ আগ্নেয় পর্বতের উদাহরণ।
উত্তর – ভারতের নারকোনডাম একটি মৃত আগ্নেয় পর্বতের উদাহরণ।
বৃহৎ আকৃতির জ্বালামুখগুলিকে ___ বলে।
উত্তর – বৃহৎ আকৃতির জ্বালামুখগুলিকে ক্যালডেরা বলে।
শিলাস্তরের সমান্তরালে অবস্থানরত আগ্নেয়উদবেধকে ___ বলা হয়।
উত্তর – শিলাস্তরের সমান্তরালে অবস্থানরত আগ্নেয়উদবেধকে সিল বলা হয়।
ভঙ্গিল পর্বতের শিলাস্তরে ___ পাওয়া যায়।
উত্তর – ভঙ্গিল পর্বতের শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায়।
লাভা সঞ্চিত হয়ে তৈরি হয় ___ পর্বত।
উত্তর – লাভা সঞ্চিত হয়ে তৈরি হয় সঞ্চয়জাত পর্বত।
দুটি স্তূপ পর্বতের মাঝের নীচু স্থানকে ___ বলে।
উত্তর – দুটি স্তূপ পর্বতের মাঝের নীচু স্থানকে গ্রস্ত উপত্যকা বলে।
ভারতের মহাকাল একটি ___ শ্রেণির পর্বতের উদাহরণ।
উত্তর – ভারতের মহাকাল একটি ক্ষয়জাত শ্রেণির পর্বতের উদাহরণ।
শুশুনিয়া (440 মি) হল পশ্চিমবঙ্গের ___ জেলার একটি ক্ষয়জাত পর্বত।
উত্তর – শুশুনিয়া (440 মি) হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ক্ষয়জাত পর্বত।
হার্সিনিয়ান গিরিক্রমে সৃষ্ট একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম ___।
উত্তর – ইউরাল /অ্যাপেলেশিয়ান/তিয়েনশান হার্সিনিয়ান গিরিক্রমে সৃষ্ট একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম।
জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ___ এর উদাহরণ।
উত্তর – জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বত এর উদাহরণ।
কর্ণাটকের মালনাদ ___ প্রকৃতির মালভূমি।
উত্তর – কর্ণাটকের মালনাদ ব্যবচ্ছিন্ন প্রকৃতির মালভূমি।
স্তূপ পর্বতকে জার্মান ভাষায় ___ বলে।
উত্তর – স্তূপ পর্বতকে জার্মান ভাষায় হোর্স্ট বলে।
ছোটোনাগপুর মালভূমি হল ___ মালভূমি।
উত্তর – ছোটোনাগপুর মালভূমি হল ব্যবচ্ছিন্ন মালভূমি।
ভঙ্গিল পর্বতের ভাঁজের নীচু অংশকে ___ বলে।
উত্তর – ভঙ্গিল পর্বতের ভাঁজের নীচু অংশকে অধোভঙ্গ বলে।
ভঙ্গিল পর্বতের ভাঁজের উঁচু অংশকে ___ বলে।
উত্তর – ভঙ্গিল পর্বতের ভাঁজের উঁচু অংশকে ঊর্ধ্বভঙ্গ বলে।
মেঘালয় হল ভারতের একটি ___ মালভূমির উদাহরণ।
উত্তর – মেঘালয় হল ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ।
খনিজ সম্পদ সবচেয়ে বেশি পাওয়া যায় ____ অঞ্চলে।
উত্তর – খনিজ সম্পদ সবচেয়ে বেশি পাওয়া যায় লাভা মালভূমি অঞ্চলে।
ইটালির লাম্বার্ডি মরুভূমি হল ___।
উত্তর – ইটালির লাম্বার্ডি মরুভূমি হল উপসাগরীয় সমভূমি।
ভূত্বকে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তূপের সরণ ঘটলে তাকে ___ বলে।
উত্তর – ভূত্বকে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তূপের সরণ ঘটলে তাকে চ্যুতি বলে।
মালভূমি ছোটো ছোটো নদীখাত দিয়ে বিচ্ছিন্ন হলে তাকে ___ মালভূমি বলে।
উত্তর – মালভূমি ছোটো ছোটো নদীখাত দিয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে।
আফ্রিকার চাদ সমভূমি ___ সমভূমির উদাহরণ।
উত্তর – আফ্রিকার চাদ সমভূমি হ্রদ সমভূমির উদাহরণ।
আমরা ___ সমভূমিতে বাস করি।
উত্তর – আমরা গাঙ্গেয় সমভূমিতে বাস করি।
পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হল ___।
উত্তর – পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হল হিমালয়।
ডেকানট্র্যাপ একটি ___।
উত্তর – ডেকানট্র্যাপ একটি মালভূমি।
লোয়েস সমভূমি দেখা যায় চিনের ___ নদীর অববাহিকায়।
উত্তর – লোয়েস সমভূমি দেখা যায় চিনের হোয়াং-হো নদীর অববাহিকায়।
ঠিক-ভুল নির্বাচন করো
পুঞ্জক্ষয়, আবহবিকার, ক্ষয়ীভবন প্রভৃতি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ।
উত্তর –ভুল (সঠিক উত্তর – বহির্জাত)
বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সাধারণত ধীরভাবে ক্রিয়াশীল।
উত্তর – ঠিক
মহীখাত বা জিওসিনক্লাইন হল অগভীর সমুদ্র।
উত্তর – ঠিক
বহির্জাত প্রক্রিয়া একপ্রকার পার্থিব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া।
উত্তর – ঠিক
পাত সঞ্চরণের ফলে সৃষ্টি হয় পেডিমেন্ট।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়)
দুটি ভাঁজের অন্তর্বর্তী অংশকে অধোভঙ্গ বলে।
উত্তর – ঠিক
ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়।
উত্তর – ঠিক
ভাঁজের যে অংশ ওপরের দিকে উত্তলভাবে অবস্থান করে, তাকে অধোভঙ্গ বলে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ঊর্ধ্বভঙ্গ বলে)
প্রাচীন ভঙ্গিল পর্বতগুলি আজ থেকে প্রায় 20-60 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছে।
উত্তর – ঠিক
অভিসারী চলনে পাতগুলি একে অন্যের চেয়ে দূরে সরে যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – প্রতিসারী চলনে)
দামোদর নদী উপত্যকা একটি গ্রস্ত উপত্যকা।
উত্তর – ঠিক
পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা The Great Rift Valley আফ্রিকা মহাদেশে অবস্থিত।
উত্তর – ঠিক
ভারতের নীলগিরি একটি স্তূপ পর্বতের উদাহরণ।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ক্ষয়জাত পর্বতের উদাহরণ)
মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – উল্লম্বভাবে)
ভারতের নর্মদা নদী একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
উত্তর – ঠিক
পশ্চিমবঙ্গের মালভূমির উচ্চতম পর্বত হল অযোধ্যা।
উত্তর – ঠিক
উপকূলীয় সমভূমি ভূ-আলোড়ন ও সঞ্চয় দুইভাবেই সৃষ্টি হয়।
উত্তর – ঠিক
ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হল আরাবল্লি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ব্যারেন)
প্যাঞ্জিয়া বলতে সমগ্র পৃথিবীকে বোঝায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – স্থলভাগকে)
সৃষ্টির সময়কাল অনুসারে ক্ষয়জাত পর্বত বয়সে নবীন।
উত্তর – ভুল (সঠিক উত্তর – প্রাচীন)
সমপ্রায় ভূমি সৃষ্টি হয় বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে।
উত্তর – ঠিক
পৃথিবীর সর্বাধিক উচ্চতম ভূমিরূপ হল আগ্নেয় পর্বত।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ভঙ্গিল পর্বত)
আম্লিক লাভা ক্ষারকীয় লাভার থেকে বেশি পুরু।
উত্তর – ঠিক
পর্বতবেষ্টিত মালভূমি বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – অন্তর্জাত)
মরু অঞ্চলের টেবিলের ন্যায় মালভূমিকে বিউট বলে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – মেসা বলে)
ভারতের ব্যারেন দ্বীপ একটি জীবন্ত আগ্নেয়গিরি।
উত্তর – ঠিক
হিমালয় ও পন্টিক পর্বতের মাঝে আনাতোলিয়া মালভূমির অবস্থান।
উত্তর – ভুল (সঠিক উত্তর – টরাস ও পন্টিক পর্বতের মাঝে)
প্রাচীনতম কঠিন শিলায় গঠিত মহাদেশীয় মালভূমিকে শিল্ড বলে।
উত্তর – ঠিক
চিনের মালভূমি মহাদেশীয় শিল্ড মালভূমি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – আরব মালভূমি)
আরব মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – মহাদেশীয় মালভূমি)
লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি।
উত্তর – ঠিক
আঙ্গারাল্যান্ড ভেঙে সৃষ্টি হয়েছে আরব মালভূমি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – গন্ডোয়ানাল্যান্ড)
দাক্ষিণাত্যের মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – লাভা গঠিত মালভূমি)
গ্রিনল্যান্ড হল একটি তুষার মালভূমি।
উত্তর – ঠিক
ডেকানট্র্যাপ বিদার অগ্ন্যুদগম দ্বারা সৃষ্টি হয়েছিল।
উত্তর – ঠিক
ক্ষয়জাত পর্বতগুলি কোমল পাললিক শিলায় গঠিত।
উত্তর – ভুল (সঠিক উত্তর – আগ্নেয় ও রূপান্তরিত শিলা)
আনাতোলিয়া একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ।
উত্তর – ঠিক
পৃথিবীর স্থলভাগের বেশিরভাগ অংশেই সমভূমি বিরাজ করছে।
উত্তর – ঠিক
তুরানের নিম্নভূমি একটি উন্নত সমভূমি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – অবনত সমভূমি)
বাজাদা পেডিমেন্টের পাদদেশে সৃষ্টি হয়।
উত্তর – ঠিক
নদীর পলি সঞ্চয়ের ফলে লোয়েস সমভূমি সৃষ্টি হয়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – পলিগঠিত সমভূমি)
মহাদেশীয় মালভূমি অঞ্চলের উপরিভাগের উচ্চতার তারতম্য কম থাকে।
উত্তর – ঠিক
নরওয়ের উপকূলীয় সমভূমি একটি উন্নত সমভূমি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – তরঙ্গ কর্তিত সমভূমি)
সম্পর্ক নির্ধারণ করো
ভারতের উচ্চতম শৃঙ্গ : কাঞ্চনজঙ্ঘা : : পৃথিবীর উচ্চতম শৃঙ্গ : ___।
উত্তর – মাউন্ট এভারেস্ট
অযোধ্যা : ___ : : হিমালয় : পর্বত।
উত্তর – পাহাড়
ব্যবচ্ছিন্ন মালভূমি : ছোটোনাগপুর : : ___ : তিব্বত মালভূমি।
উত্তর – পর্বতবেষ্টিত মালভূমি
ভঙ্গিল পর্বত শীর্ষ : শঙ্কুর ন্যায় : : স্তূপ পর্বত শীর্ষ : ___।
উত্তর – চ্যাপটা
স্তূপ আগ্নেয়গিরি : ফুজিয়ামা : : মৃত আগ্নেয়গিরি : ___।
উত্তর – মাউন্ট পোপো
নবীন ভঙ্গিল পর্বত : হিমালয় : : প্রাচীন ভঙ্গিল পর্বত : ___।
উত্তর – আরাবল্লি
ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ : ভঙ্গিল পর্বত : : ___ : স্তূপ পর্বত।
উত্তর – গ্রস্ত উপত্যকা
মহীভাবক আলোড়ন : মহাদেশ গঠন : : ___ : পর্বত গঠন।
উত্তর – গিরিজনি আলোড়ন
হোয়াংহো অববাহিকা : লোয়েস সমভূমি : : গঙ্গা নদীর মোহানা : ___।
উত্তর – ব-দ্বীপ সমভূমি
ক্ষয়জাত বিস্তীর্ণ সমভূমি : সমপ্রায় ভূমি : : ক্ষয়জাত অবশিষ্ট পাহাড় : ___।
উত্তর – মোনাডনক
বোধমূলক প্রশ্নোত্তর
আমি হলাম ভঙ্গিল পর্বত গঠনকারী বিশেষ এক শক্তি। আমি কে?
উত্তর – গিরিজনি শক্তি
আমি বঙ্গোপসাগরে অবস্থানরত ভারতের একটি আগ্নেয়গিরি। আমি কে?
উত্তর – ব্যারেন
আমার গড় উচ্চতা 1000 মিটারের বেশি। আমি কে?
উত্তর – পর্বত
আমার গড় উচ্চতা 300 মিটার এবং আমার উপরিভাগটি তরঙ্গায়িত। আমি কে?
উত্তর – মালভূমি
আমি একটি প্রাচীন সাগর। আমার এখান থেকেই হিমালয় পর্বতের সৃষ্টি। আমি কে?
উত্তর – টেথিস সাগর
অনেককাল আগে আমার উচ্চতা খুব বেশি থাকলেও ক্ষয় পেয়ে সেই উচ্চতা অনেক হ্রাস পেয়েছে। আমি কে?
উত্তর – ক্ষয়জাত পর্বত
পৃথিবীর সমুদ্রসংলগ্ন অংশে এই ভূমিরূপটি বেশি দেখা যায়। এখানে কার কথা বলা হচ্ছে?
উত্তর – সমভূমির কথা
আমরা দুটি নদী পশ্চিম ভারতের একটি স্তূপ পর্বতের দুপাশে গ্রস্ত উপত্যকা বরাবর প্রসারিত। আমরা কারা?
উত্তর – নর্মদা ও তাপ্তি নদী
খনিজ সম্পদে এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ। এখানে কোন্ অঞ্চলের কথা বলা হচ্ছে?
উত্তর – মালভূমি অঞ্চল
আমাকে অনেকে টেবিলল্যান্ড বলে ডাকে। আমি কে?
উত্তর – মালভূমি
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
বামদিক | ডানদিক |
মহীখাত | ব্যারেন |
গ্রস্ত উপত্যকা | পামির |
মৃত আগ্নেয়গিরি | মহাদেশীয় শিল্ড মালভূমি |
ভারতীয় আগ্নেয়গিরি | পরেশনাথ পাহাড় |
লোয়েস সমভূমি | মাউন্ট পোপো |
প্রাচীন ভঙ্গিল পর্বত | ক্ষয়জাত পর্বত |
পৃথিবীর ছাদ | হোয়াং-হো অববাহিকা |
মোনাডনক | আরাবল্লি |
স্তূপ পর্বত | হিমালয় |
নবীন ভঙ্গিল পর্বত | দামোদর উপত্যকা |
প্রাকৃতিক শক্তি | ব্ল্যাক ফরেস্ট |
কানাডা | টেথিস |
উত্তর –
বামদিক | ডানদিক |
মহীখাত | টেথিস |
গ্রস্ত উপত্যকা | দামোদর উপত্যকা |
মৃত আগ্নেয়গিরি | মাউন্ট পোপো |
ভারতীয় আগ্নেয়গিরি | ব্যারেন |
লোয়েস সমভূমি | হোয়াং-হো অববাহিকা |
প্রাচীন ভঙ্গিল পর্বত | আরাবল্লি |
পৃথিবীর ছাদ | পামির |
মোনাডনক | পরেশনাথ পাহাড় |
স্তূপ পর্বত | ব্ল্যাক ফরেস্ট |
নবীন ভঙ্গিল পর্বত | হিমালয় |
প্রাকৃতিক শক্তি | ক্ষয়জাত পর্বত |
কানাডা | মহাদেশীয় শিল্ড মালভূমি |
দু-একটি বাক্যে উত্তর দাও
পৃথিবীর ভূ-গাঠনিক অবয়ব কী নামে পরিচিত?
ভূমিরূপ
পৃথিবীর ভেতরে গুরুমণ্ডলে উষ্ণতার তারতম্যজনিত স্রোতটি কী নামে পরিচিত?
পরিচলন স্রোত
পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতশৃঙ্গ কোন্টি?
নেপালের মাউন্ট এভারেস্ট
ভারতের সর্বোচ্চ ভঙ্গিল পর্বতশৃঙ্গ কোন্টি?
কাঞ্চনজঙ্ঘা
অধঃপাত অঞ্চল কোন্ বিজ্ঞানীর নামানুসারে চিহ্নিত করা হয়?
হুগো বেনিঅফ
হিমালয় পর্বতের সৃষ্টি কোথা থেকে হয়েছে?
টেথিস মহীখাত থেকে
ভাঁজের শীর্ষদেশ কী নামে পরিচিত?
ঊর্ধ্বভঙ্গ
অভিসারী পাতের সংযোগস্থলকে কোন্ রেখা বলা হয়?
‘সূচার রেখা’ বা ‘সিবনরেখা’
আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যবর্তী প্রাচীন মহীখাতটির নাম কী?
‘টেথিস মহীখাত’
পৃথিবীর দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
আরাবল্লি ও অ্যাপালেশিয়ান
বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কী নামে পরিচিত?
পর্যায়ন (Gradation) প্রক্রিয়া
তিব্বত মালভূমি হিমালয় পর্বতের কোনদিকে অবস্থিত?
উত্তর দিকে
কোন্ ধরনের পর্বত উৎপত্তির ক্ষেত্র চ্যুতি প্রক্রিয়াটি কার্যকর হয়?
স্তূপ পর্বত
ভারতের বিন্ধ্য কী জাতীয় পর্বত?
স্তূপ পর্বত
পর্যায়ন প্রক্রিয়া কথাটি কোন্ ভূতত্ত্ববিদ প্রথম ব্যবহার করেন?
GK Gilbert (1876 খ্রিস্টাব্দে পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন)
একটি ক্ষয়জাত পর্বতের নাম করো যেটি পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত।
আরাবল্লি পর্বত
জাপানের ফুজিয়ামা কী জাতীয় পর্বত?
আগ্নেয় পর্বত
পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোন্টি?
হাওয়াই দ্বীপের মৌনালোয়া
ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম করো।
ব্যারেন পর্বত
একটি সুপ্ত আগ্নেয় পর্বতের নাম লেখো।
জাপানের ফুজিয়ামা পর্বত
পৃথিবীর দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
হিমালয় পর্বত ও রকি পর্বত
পৃথিবীর দীর্ঘতম পর্বত কোন্টি?
দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত
পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোন্টি?
আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি
দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থানের ফলে কোন পর্বতের সৃষ্টি হয়?
স্তূপ পর্বতের সৃষ্টি হয়
আগ্নেয় পর্বতের চূড়ায় কী দেখা যায়?
জ্বালামুখ
পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম কী?
পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি
একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো।
মায়ানমারের পোপো
পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম আগ্নেয়গিরি কোন্টি?
হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া
পৃথিবীর বৃহত্তম শিল্ড কী?
আফ্রিকান শিল্ড
ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো।
লাদাখ
মহারাষ্ট্রের লাভা মালভূমি কী নামে পরিচিত?
ডেকানট্র্যাপ
একাধিক লাভাস্তরে গঠিত আগ্নেয় শঙ্কুকে কী বলে?
বিমিশ্র আগ্নেয়গিরি
ভারতের বৃহত্তম মালভূমি কোন্টি?
দাক্ষিণাত্য মালভূমি
পুরুলিয়ার উচ্চভূমির মোনাডনকগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
ডুংরি
ভারতের লাদাখ মালভূমি কোন্ ধরনের মালভূমি?
পর্বতবেষ্টিত মালভূমি
পৃথিবীর বৃহত্তম মালভূমি কোন্টি?
তিব্বত মালভূমি
পৃথিবীর বৃহত্তম সমভূমি কোন্টি?
সাইবেরীয় সমভূমি
ডেভিস প্রবর্তিত নদী সমভূমিকে কী বলা হয়?
পেনিপ্লেন বা সমপ্রায় সমভূমি
ভারতের প্রধান নদী সমভূমি কোন্টি?
গাঙ্গেয় সমভূমি
লাভা মালভূমি কোন্ শিলায় গঠিত?
ব্যাসল্ট শিলা
পেডিপ্লেন/সমপ্রায়ভূমিতে/শুষ্ক অঞ্চলের সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে কী বলে?
ইনসেলবার্জ
পশ্চিমবঙ্গ কোন্ শ্রেণির সমভূমির অন্তর্গত?
সঞ্চয়জাত সমভূমি
একটি অবনত সমভূমির উদাহরণ দাও।
তুরানের নিম্নভূমি
ভারতের পূর্ব উপকূলের সমভূমি কী জাতীয় সমভূমি?
উন্নত সমভূমি
চীনের হোয়াংহো নদী অববাহিকায় কী ধরনের সমভূমি দেখা যায়?
লোয়েস সমভূমি
ভূত্বকের প্রথম ক্রমের ভূমিরূপের নাম লেখো।
মহাদেশ, মহাসাগর
ভূগর্ভ থেকে হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কী বলে?
প্লিউম
ভূত্বক কয়েকটি খন্ডে বিভক্ত, এই খন্ড গুলিকে কি বলে?
পাত
একটি বদ্বীপ সমভূমির নাম লেখো।
গঙ্গা নদীর মোহনায় সৃষ্ট বদ্বীপ
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ‘ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ’ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।