আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্রটি –
- ছত্তিশগড়ে
- মধ্যপ্রদেশে
- পশ্চিমবঙ্গে
- হিমাচল প্রদেশে অবস্থিত
উত্তর – 1. ছত্তিশগড়ে
পশ্চিমবঙ্গের কোলাঘাটে –
- জলবিদ্যুৎ
- তাপবিদ্যুৎ
- পারমাণবিক বিদ্যুৎ
- সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে
উত্তর – 2. তাপবিদ্যুৎ
পশ্চিম ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল –
- ট্রম্বে
- ব্যান্ডেল
- তারাপুর
- তালচের
উত্তর – 1. ট্রম্বে
পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল –
- কোটা
- বারমূলা
- সাঁওতালডিহি
- ট্রম্বে
উত্তর – 3. সাঁওতালডিহি
শক্তির একটি প্রচলিত উৎস হল –
- জল
- কয়লা
- সূর্যালোক
- বাতাস
উত্তর – 2. কয়লা
শক্তির একটি অপ্রচলিত উৎস হল –
- জলবিদ্যুৎ শক্তি
- পারমাণবিক শক্তি
- ভূতাপ শক্তি
- তাপবিদ্যুৎ শক্তি
উত্তর – 1. জলবিদ্যুৎ শক্তি
ওড়িশার একটি তাপবিদ্যুৎ কেন্দ্র –
- তালচের
- বোকারো
- রামপুর
- গুরুমহিষানি
উত্তর – 1. তালচের
NTPC একটি –
- তাপবিদ্যুৎ সংস্থা
- জলবিদ্যুৎ সংস্থা
- সামরিক সংস্থা
- বাণিজ্যিক সংস্থা
উত্তর – 1. তাপবিদ্যুৎ সংস্থা
ওড়িশায় অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি হল –
- তালচের
- চন্দ্রপুরা
- বারাউনি
- গুরুমহিষানী
উত্তর – 1. তালচের
আজমগড় তাপবিদ্যুৎ কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত তা হল –
- উত্তরপ্রদেশ
- মহারাষ্ট্র
- অন্ধ্রপ্রদেশ
- ঝাড়খণ্ড
উত্তর – 1. উত্তরপ্রদেশ
তাপবিদ্যুৎ শক্তির প্রধান উৎস –
- খনিজ তেল
- ইউরেনিয়াম
- গ্রাফাইট
- কয়লা
উত্তর – 4. কয়লা
বক্রেশ্বর –
- আণবিক বিদ্যুৎ
- ইউরেনিয়াম
- তাপবিদ্যুৎ
- জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে বিখ্যাত
উত্তর – 3. তাপবিদ্যুৎ
পূর্ব ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র হল –
- খাতিমা
- উমিয়াম
- বালিমেলা
- মেতুর
উত্তর – 3. বালিমেলা
হীরাকুঁদ জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত –
- পশ্চিমবঙ্গে
- পাঞ্জাবে
- ওড়িশাতে
- ঝাড়খণ্ডে
উত্তর – 3. ওড়িশাতে
অধিক সংখ্যক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে –
- উত্তর
- দক্ষিণ
- পূর্ব
- পশ্চিম ভারতে
উত্তর – 2. দক্ষিণ
পঙ্ জলবিদ্যুৎ কেন্দ্রটি –
- উত্তরপ্রদেশ
- মহারাষ্ট্র
- পশ্চিমবঙ্গ
- হিমাচল প্রদেশ -এ অবস্থিত
উত্তর – 4. হিমাচল প্রদেশ
NHPC হল –
- তাপবিদ্যুৎ
- জলবিদ্যুৎ
- পারমাণবিক বিদ্যুৎ
- অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত সংস্থা
উত্তর – 2. জলবিদ্যুৎ
পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র –
- তিলাইয়া
- কোলাঘাট
- চুখা
- বরমুলা
উত্তর – 1. তিলাইয়া
মহারাষ্ট্রের খোপালি হল –
- জলবিদ্যুৎ কেন্দ্র
- তাপবিদ্যুৎ কেন্দ্র
- সৌরবিদ্যুৎ কেন্দ্র
- বায়ুবিদ্যুৎ কেন্দ্র
উত্তর – 1. জলবিদ্যুৎ কেন্দ্র
চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত –
- ভুটানে
- নেপালে
- সিকিমে
- বাংলাদেশে
উত্তর – 1. ভুটানে
ভারতে জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায়। –
- পূর্ব-ভারত
- দক্ষিণ ভারত
- উত্তর ভারত
- উত্তর-পূর্ব ভারত
উত্তর – 2. দক্ষিণ ভারত
গুজরাটের লাম্বায় ভারতের দ্বিতীয় বৃহত্তম –
- সৌরশক্তি
- বায়ুশক্তি
- ভূতাপশক্তি
- পারমাণবিক শক্তিকেন্দ্রটি গড়ে উঠেছে
উত্তর – 2. বায়ুশক্তি
ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হল –
- তারাপুর
- নারোরা
- চেন্নাই
- কাকড়াপাড়া
উত্তর – 1. তারাপুর
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কালাপক্কম অবস্থিত –
- তামিলনাডুতে
- গুজরাটে
- উত্তরপ্রদেশে
- কর্ণাটকে
উত্তর – 1. তামিলনাডুতে
নারোরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র –
- তামিলনাড়ু
- কর্ণাটক
- উত্তরপ্রদেশ
- মহারাষ্ট্রে অবস্থিত
উত্তর – 3. উত্তরপ্রদেশ
ভারতের ভূ-তাপশক্তি কেন্দ্র হল –
- যোগমাট্টি
- রামাক্কাল মেডু
- তপোবন
- চুখা
উত্তর – 3. তপোবন
ভারতের সর্বাধিক সৌরশক্তি যে রাজ্য থেকে উৎপাদিত হয়, তা হল –
- রাজস্থান
- গুজরাট
- পশ্চিমবঙ্গ
- হিমাচল প্রদেশ
উত্তর – 2. গুজরাট
2009-10 সালে গুজরাটের ‘লাম্বা’ বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ ছিল –
- 1100 মেগাওয়াট
- 11000 মেগাওয়াট
- 11100 মেগাওয়াট
- 11110 মেগাওয়াট
উত্তর – 2. 11000 মেগাওয়াট
লাদাখের পুগা উপত্যকায় যে অপ্রচলিত শক্তিকেন্দ্রটি গড়ে উঠেছে –
- ভূতাপীয় শক্তি
- সৌরশক্তি
- বায়ুশক্তি
- জোয়ার-ভাটা শক্তি
উত্তর – 1. ভূ-তাপীয় শক্তি
হিমাচল প্রদেশের মণিকরণ যে শক্তি উৎপাদন করে তা হল –
- বায়ুশক্তি
- সৌরশক্তি
- জলবিদ্যুৎ শক্তি
- ভূ-তাপ শক্তি
উত্তর – 4. ভূ-তাপ শক্তি
অপ্রচলিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে বলা হয় –
- নীল বিপ্লব
- সাদা বিপ্লব
- সবুজ বিপ্লব
- বাদামি বিপ্লব
উত্তর – 4. বাদামি বিপ্লব
শূন্যস্থান পূরণ করো
ভারতে ___ বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি হয়।
উত্তর – তাপ
NTPC -এর অন্তর্গত পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রটি হল ___।
উত্তর – ফারাক্কা
বিহারের বারাউনি ___ ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
উত্তর – খনিজ তেল
দক্ষিণ ভারতের শিবসমুদ্রম একটি ___ কেন্দ্রের উদাহরণ।
উত্তর – জলবিদ্যুৎ
উৎপাদনের ভিত্তিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম ___।
উত্তর – কয়না (1940 মেগাওয়াট)
শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত ___ নদীতে।
উত্তর – কাবেরী
ভারতের সহায়তায় ভুটানে গঠিত হয়েছে ___ জলবিদ্যুৎ প্রকল্প।
উত্তর – চুখা
দামোদর নদীতে ___ জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে।
উত্তর – পাঞ্চেত
পশ্চিমবঙ্গের ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্রটি ___ নদীর ওপর গড়ে উঠেছে।
উত্তর – ময়ূরাক্ষী
পরিবহনের ক্ষেত্রে ___ চালাতে পারমাণবিক শক্তির ব্যবহার হয়।
উত্তর – রেলইঞ্জিন
মেতুর জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে ___ নদীর উপর।
উত্তর – কাবেরী
শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রটি ___ রাজ্যে অবস্থিত।
উত্তর – অন্ধ্রপ্রদেশ
উৎপাদনের ভিত্তিতে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি হল ___।
উত্তর – তেহরি (2400 মেগাওয়াট)
একটি পরিবেশবান্ধব প্রচলিত শক্তি ___।
উত্তর – জলবিদ্যুৎ
কম পরিমাণ কাঁচামাল ব্যবহার করে অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয় ___ শক্তি কেন্দ্রে।
উত্তর – পারমাণবিক
কুড়ানকুলাম পারমাণবিক শক্তিকেন্দ্রটি ___ রাজ্যে অবস্থিত।
উত্তর – তামিলনাড়ু
উত্তরপ্রদেশ রাজ্যের পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম ___।
উত্তর – নারোরা
রাজস্থানের রাওয়াতভাট্টা ___ শক্তি উৎপাদন কেন্দ্র।
উত্তর – পারমাণবিক
কৃত্রিম উপগ্রহে শক্তি জোগান দিতে ___ বিদ্যুৎ ব্যবহার করা হয়।
উত্তর – পারমাণবিক
মহারাষ্ট্রের ___ নামক স্থানে পৃথিবীর বৃহত্তম সৌরকুকার স্থাপন করা হয়েছে।
উত্তর – শিরিডি
সৌর ডিসটিলেটর ___ তৈরির কাজে ব্যবহৃত হয়।
উত্তর – পরিস্রুত জল
ছত্তিশগড়ের তাতাপানিতে ___ শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে।
উত্তর – ভূতাপ
ঠিক-ভুল নির্বাচন করো
পশ্চিমবঙ্গের ব্যান্ডেল একটি জলবিদ্যুৎ কেন্দ্র।
উত্তর – ভুল (সঠিক উত্তর – তাপবিদ্যুৎ)
মজঃফরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি বিহার রাজ্যে অবস্থিত।
উত্তর – ঠিক
NTPC সংস্থাটি তৈল উৎপাদন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর রাখে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – তাপবিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত খোঁজখবর রাখে)
ভারতে তাপবিদ্যুৎ উৎপাদনে খনিজ তেল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – কয়লা)
1975 খ্রিস্টাব্দে NTPC গঠিত হয়।
উত্তর – ঠিক
খরস্রোতা নদী জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান শর্ত।
উত্তর – ঠিক
নাতিশীতোয় জলবায়ু অঞ্চল জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে আদর্শ।
উত্তর – ঠিক
চিরাচরিত শক্তির উৎসগুলিই ভবিষ্যতের বিদ্যুৎ শক্তির উৎস।
উত্তর – ভুল (সঠিক উত্তর – অচিরাচরিত)
অপ্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – দূষিত হয় না)
অচিরাচরিত শক্তির একটি উৎস হল জোয়ারভাটা শক্তি।
উত্তর – ঠিক
পশ্চিমবঙ্গের ম্যাসাঞ্জোরে তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপিত হয়েছে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – জলবিদ্যুৎ)
পৃথিবীর সর্ববৃহৎ সৌরশক্তি উৎপাদন কেন্দ্র ভারতে অবস্থিত।
উত্তর – ঠিক
তামিলনাড়ুর কালাপক্কম পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত।
উত্তর – ঠিক
ফোটোভোলটেইক সেলের মাধ্যমে বায়ুবিদ্যুৎ উৎপাদন করা হয়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – সৌরবিদ্যুৎ)
কর্ণাটকের কৈগা একটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র।
উত্তর – ভুল (সঠিক উত্তর – পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র)
অচিরাচরিত শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় অনেক বেশি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – অনেক কম)
অপ্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না।
উত্তর – ঠিক
প্রকৃতি হল সম্পদ সৃষ্টির একমাত্র উপাদান।
উত্তর – ভুল (সঠিক উত্তর – প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি সম্পদ সৃষ্টির উপাদান)
চিরাচরিত শক্তিগুলির মধ্যে একমাত্র জলবিদ্যুৎ প্রবহমান সম্পদ।
উত্তর – ঠিক
পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান সুবিধা কম পরিমাণে কাঁচামালের ব্যবহার।
উত্তর – ঠিক
উত্তরপ্রদেশের কল্যাণপুরে বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – সৌরশক্তি)
সম্পর্ক নির্ধারণ করো
শক্তির প্রচলিত উৎস : ___ : : শক্তির অপ্রচলিত উৎস : সৌরবিদ্যুৎ।
উত্তর – জলবিদ্যুৎ
কয়লা : তাপবিদ্যুৎ শক্তি : : ___ : পারমাণবিক শক্তি।
উত্তর – ইউরেনিয়াম
পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র : ___ : : মহারাষ্ট্রের তাপবিদ্যুৎ কেন্দ্র : টুম্বে।
উত্তর – কোলাঘাট
প্রবহমান জলধারা : জলবিদ্যুৎ : : ___ : তাপবিদ্যুৎ।
উত্তর – কয়লা
গুজরাট : লাম্বা : : ___ : ফ্রেজারগঞ্জ।
উত্তর – পশ্চিমবঙ্গ
___ : হিমাচল প্রদেশ : : বক্রেশ্বর : পশ্চিমবঙ্গ।
উত্তর – মনিকরণ
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
বামদিক | ডানদিক |
1. পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র | (i) নিজামসাগর |
2. প্রাকৃতিক গ্যাসভিত্তিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র | (ii) তারাপুর |
3. দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র | (iii) চারঙ্ক |
4. উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র | (iv) বোকারো |
5. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | (v) মুপান্দাল |
6. সৌরশক্তি উৎপাদন কেন্দ্র | (vi) পুগা |
7. বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র | (vii) দাদরি |
8. ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র | (viii) সালাল/রিহান্দ |
উত্তর –
বামদিক | ডানদিক |
1. পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র | (iv) বোকারো |
2. প্রাকৃতিক গ্যাসভিত্তিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র | (vii) দাদরি |
3. দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র | (i) নিজামসাগর |
4. উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র | (viii) সালাল/রিহান্দ |
5. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | (ii) তারাপুর |
6. সৌরশক্তি উৎপাদন কেন্দ্র | (iii) চারঙ্ক |
7. বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র | (v) মুপান্দাল |
8. ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র | (vi) পুগা |
বামদিক | ডানদিক |
1. ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র | (i) মুপান্দাল |
2. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র | (ii) বক্রেশ্বর |
3. ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র | (iii) তারাপুর |
4. শক্তির প্রচলিত উৎস | (iv) সিদ্রাপং |
5. শক্তির অপ্রচলিত উৎস | (v) বিন্ধ্যাচল |
6. পশ্চিমবঙ্গের একটি ভূতাপ শক্তিকেন্দ্র | (vi) কয়না |
7. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র | (vii) সৌরশক্তি |
8. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র | (viii) কয়লা |
উত্তর –
বামদিক | ডানদিক |
1. ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র | (v) বিন্ধ্যাচল |
2. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র | (iv) সিদ্রাপং |
3. ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র | (i) মুপান্দাল |
4. শক্তির প্রচলিত উৎস | (viii) কয়লা |
5. শক্তির অপ্রচলিত উৎস | (vii) সৌরশক্তি |
6. পশ্চিমবঙ্গের একটি ভূতাপ শক্তিকেন্দ্র | (ii) বক্রেশ্বর |
7. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র | (iii) তারাপুর |
8. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র | (vi) কয়না |
দু-এক কথায় উত্তর দাও
পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কী?
ফারাক্কা
ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?
মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল
রাজস্থানের প্রাকৃতিক গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কী?
অন্তা
পশ্চিমবঙ্গের খনিজ তেলভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কী?
হলদিয়া
ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
সিদ্রাপং
হিমাচল প্রদেশের ভাকরা-নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন্ নদীর ওপর গড়ে উঠেছে?
শতদ্রু নদীর ওপর
কাবেরী নদীর সেতুর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
তামিলনাড়ু
হিরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন্ নদীর ওপর গড়ে উঠেছে?
মহানদী
পারমাণবিক শক্তি উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত?
চতুর্থ
ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
মহারাষ্ট্রের তারাপুর
ভারতের কোথায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়?
ঝাড়খণ্ডের যদুগোড়ায়
ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌরপার্কটির নাম কী?
গুজরাটের চারঙ্ক সৌরপার্ক
পশ্চিমবঙ্গের কোথায় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে?
সাগরদ্বীপে
সৌরকুকার ব্যবহারে বিশ্বে ভারতের স্থান কত?
প্রথম
ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদক অঞ্চল কোনটি?
তামিলনাড়ুর মুপান্দাল
পারমাণবিক শক্তির কাঁচামাল থোরিয়াম সমৃদ্ধ মোনাজাইট বালি ভারতের কোন্ উপকূলে বেশি পাওয়া যায়?
মালাবার উপকূলে
ভূ-তাপ শক্তির দুটি উৎসের নাম লেখো।
উষ্ণপ্রস্রবণ ও গাইজার
হিমাচল প্রদেশের মনিকরণ কোন্ বিদ্যুৎ শক্তি উৎপাদনে বিখ্যাত?
ভূ-তাপশক্তি
ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদক সংস্থাটির নাম কী?
MNES (The Ministry of Non-Conventional Energy Sources)
ভারতের কোন্ শহরে বর্জ্য আবর্জনা থেকে শক্তি উৎপাদনের কাজ চলছে?
দিল্লিতে
প্রচলিত শক্তিগুলির মধ্যে কোন্ শক্তি ভারতে সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
বায়ুশক্তি
Class 9 Geography All Chapter Notes
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।