আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)’ এর টীকা নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

NTPC – টীকা
NTPC -এর পুরো কথাটি হল National Thermal Power Corporation। ভারতের বিভিন্ন অংশে কয়লার সাহায্যে তাপবিদ্যুৎ উৎপাদনে দ্রুত উন্নতির জন্য 1975 সালে নভেম্বর মাসে এই সংস্থাটি স্থাপিত হয়। এই সংস্থা সারা ভারতব্যাপী 16টি কয়লাভিত্তিক ও 7টি গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এই সংস্থার মোট উৎপাদন 30,644 মেগাওয়াট (2011 সাল অনুযায়ী)।
বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র – টীকা
NTPC -এর অধীনে ভারতে 10টি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলি হল –
- সিনগ্রাউল (মধ্যপ্রদেশ)।
- কোরবা (ছত্তিশগড়)।
- বিন্ধ্যাচল (মধ্যপ্রদেশ)।
- তালচের (ওড়িশা)।
- দাদরি (উত্তরপ্রদেশ)।
- আনচাছার (উত্তরপ্রদেশ)।
- রিহান্দ (উত্তরপ্রদেশ)।
- ফারাক্কা (পশ্চিমবঙ্গ)।
- রামাগুনডাম (অন্ধ্রপ্রদেশ)।
- কাহালগাঁও (বিহার)।
ভারতে শক্তির উৎস – টীকা
ভারতে দু-ধরনের শক্তিই ব্যবহৃত হয়।
প্রচলিত শক্তির উৎস –
- কয়লা থেকে তাপবিদ্যুৎ।
- খনিজ তেল থেকে তাপবিদ্যুৎ।
- আণবিক খনিজ (ইউরেনিয়াম, থোরিয়াম) থেকে পারমাণবিক বিদ্যুৎ।
- স্রোতস্বিনী জল প্রবাহ থেকে জলবিদ্যুৎ।
অপ্রচলিত শক্তির উৎস –
- সৌরশক্তি।
- বায়ুশক্তি।
- ভূতাপ শক্তি।
- জোয়ার-ভাটা শক্তি।
- জৈব গ্যাস শক্তি।
- সমুদ্রতরঙ্গ শক্তি ইত্যাদি।
পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ – টীকা
এই পদ্ধতিতে পাহাড়ের ঢালে একটি অধিক উচ্চতায় এবং একটি কম উচ্চতায় পাশাপাশি দুটি জলাধার নির্মাণ করা হয়। নীচের জলাধারের নিকট বসানো হয় টারবাইন। বিদ্যুৎ গ্রিডের চাহিদা হ্রাসবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উৎপাদনের হ্রাসবৃদ্ধি ঘটানো যায়। যখন চাহিদা কম থাকে তখন ওই বিদ্যুতের সাহায্যে নীচের জলধারার জল পাম্প করে উপরের জলধারায় পাঠানো হয় এবং চাহিদা যখন বৃদ্ধি পায় (বিশেষত সন্ধ্যার সময় থেকে) তখন উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে জোগান দেওয়া হয়। চাহিদা অনুসারে বিদ্যুতের জোগান দেওয়া যায় বলে সারা পৃথিবী জুড়ে পাম্প স্টোরেজ পদ্ধতিতে জলবিদ্যুৎ উৎপাদন অত্যন্ত জনপ্রিয়।
উদাহরণ – পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে 900 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এরূপ একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে।
Class 9 Geography All Chapter Notes
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)’ এর টীকা নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।