এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (খনিজ সম্পদ)’ এর পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
ভারতের সম্পদ (খনিজ সম্পদ) – পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
ম্যাগনেটাইট (Fe2O4) ও হেমাটাইট (Fe₂O₃) আকরিক লোহার মধ্যে পার্থক্য লেখো।
বিষয়
ম্যাগনেটাইট (Fe2O4)
হেমাটাইট (Fe₂O₃)
লৌহের পরিমাণ
ম্যাগনেটাইটে লৌহের পরিমাণ 72.4 শতাংশ।
হেমাটাইটে লৌহের পরিমাণ 70 শতাংশ।
বর্ণ
এই আকরিক লোহার বর্ণ কালো রঙের হয়।
এই আকরিক লোহার রং লাল ও গাঢ় বাদামি হয়।
কাঠিন্য
মোহো স্কেলে ম্যাগনেটাইটের কাঠিন্য হল 6
হেমাটাইটের কাঠিন্য মোহো স্কেল অনুযায়ী 5.5 থেকে 6.5
উৎকৃষ্টতা
এটি সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক।
হেমাটাইটের উৎকৃষ্টতা মধ্যম প্রকৃতির হয়।
প্রাপ্তি
ম্যাগনেটাইট কম পাওয়া যায়।
পৃথিবীতে সর্বাধিক বেশি পাওয়া যায়।
বাণিজ্যিক গুরুত্ব
এই আকরিকের বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি।
এর বাণিজ্যিক গুরুত্ব অপেক্ষাকৃত কম।
প্রাপ্তিস্থান
এই জাতীয় লৌহ আকরিক বায়লাডিলা, বেলারী, হসপেট ইত্যাদি স্থানে পাওয়া যায়।
এই আকরিক ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ের বিভিন্ন লৌহ খনিতে পাওয়া যায়।
ভারতের গন্ডোয়ানা ও টার্শিয়ারি যুগের কয়লার মধ্যে পার্থক্য লেখো।
বিষয়
গন্ডোয়ানা যুগের কয়লা
টার্শিয়ারি যুগের কয়লা
উৎপত্তি
আনুমানিক 28-30 কোটি বছর আগে কার্বোনিফেরাস যুগের শেষভাগে এই কয়লা সৃষ্টি হয়।
আনুমানিক 6–7 কোটি বছর আগে ইয়োসিন থেকে মায়োসিন উপযুগে এই কয়লা সৃষ্টি হয়।
নামকরণ
গন্ডোয়ানাল্যান্ড জুড়ে সৃষ্টি হওয়ায় এরূপ নামকরণ।
টার্শিয়ারি যুগে সৃষ্টি হওয়ায় এরূপ নামকরণ।
কয়লার প্রকৃতি
এই কয়লা উৎকৃষ্ট বিটুমিনাস ও অ্যানথ্রাসাইট প্রকৃতির।
এই কয়লা নিকৃষ্ট লিগনাইট প্রকৃতির।
তাপ উৎপাদন
তাপ উৎপাদন ক্ষমতা অনেক বেশি।
তাপ উৎপাদন ক্ষমতা কম।
পরিমাণ
ভারতের প্রায় 98% কয়লা এই শ্রেণির।
ভারতের মাত্র 2% কয়লা এই শ্রেণির।
উদাহরণ
ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনির কয়লা।
তামিলনাড়ুর নেভেলি কয়লা খনির কয়লা।
কয়লা (Coal) ও খনিজ তেল (Petroleum) -এর গুরুত্বের তুলনা করো।
বিষয়
কয়লা (Coal)
খনিজ তেল (Petroleum)
লৌহ-ইস্পাত শিল্পে
কয়লা লৌহ-ইস্পাত শিল্পের একটি কাঁচামাল।
যন্ত্রপাতি সচল রাখতে পিচ্ছিলকারক তেল এবং যন্ত্রপাতি চালাতে ডিজেল ব্যবহৃত হয়।
বিদ্যুৎ উৎপাদনে
বিশ্বে তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার সর্বাধিক।
তাপবিদ্যুৎ উৎপাদনে খনিজ তেলের ব্যবহার অপেক্ষাকৃত কম।
পেট্রো-রাসায়নিক শিল্পে
পেট্রো-রাসায়নিক শিল্পে কয়লার ব্যবহার নেই বললেই চলে।
পেট্রো-রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল হল খনিজ তেল।
রাসায়নিক শিল্পে
কীটনাশক, সার, স্যাকারিন, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি দ্রব্য উৎপাদনে কয়লা ব্যবহৃত হয়।
রং, ছাপার কালি, ফাইবার, রেজিন, কীটনাশক ইত্যাদি দ্রব্য উৎপাদনে খনিজ তেল ব্যবহৃত হয়।
পরিবহণ ক্ষেত্রে
পরিবহণ ক্ষেত্রে কয়লার ব্যবহার কম। কিছু কিছু ক্ষেত্রে কয়লাজাত গ্যাস ব্যবহৃত হয়।
পরিবহণের ক্ষেত্রে খনিজ তেলজাত পেট্রোল, ডিজেল ইত্যাদি বহুল পরিমাণে ব্যবহৃত হয়।
উত্তোলন ও পরিবহণ ব্যয়ের ক্ষেত্রে
কয়লা উত্তোলন শ্রম ও ব্যয় সাপেক্ষ। কয়লা ভারী বলে মালগাড়ি, ট্রাকে করে পাঠাতে হয় বলে পরিবহণ ব্যয় বেশি।
খনিজ তেল উত্তোলন তুলনামূলকভাবে কম শ্রম ও কম ব্যয় সাপেক্ষ। খনিজ তেল তরল বলে সহজে পাইপ লাইন, জাহাজের মাধ্যমে পরিবহণ করা যায় বলে এর পরিবহণ ব্যয় কম।
স্থায়িত্বের ক্ষেত্রে
বর্তমান ব্যবহারের নিরিখে পৃথিবীতে কয়লার স্থায়িত্ব এখনও প্রায় 110-115 বছর।
বর্তমান ব্যবহারের নিরিখে পৃথিবীতে খনিজ তেলের স্থায়িত্ব আর মাত্র 45 বছরের মতো।
আন্তর্জাতিক বাণিজ্য, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে
আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কয়লার গুরুত্ব তুলনামূলকভাবে কম। তাই কয়লাকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে কোনো সংগঠন গড়ে ওঠেনি।
আন্তর্জাতিক বাণিজ্যে খনিজ তেলের গুরুত্ব খুব বেশি। আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতিতেও খনিজ তেল প্রভাব ফেলে। তাই খনিজ তেলকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে OPEC, OAPEC -এর মতো সংস্থা গড়ে উঠেছে।
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (খনিজ সম্পদ)’ এর পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।