নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় “গ্রহরূপে পৃথিবী”-এর নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর (MCQ) কি আপনাকে চিন্তিত করছে? এই আর্টিকেলে আমরা শেয়ার করবো 100% কমন MCQ, যা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, এবং WBCS, WBPSC-সহ চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আপনার সাফল্যের চাবিকাঠি! WBBSE সিলেবাস-এ এই অধ্যায়ের বিষয়বস্তু, মহাকর্ষ বল থেকে পৃথিবীর গঠন পর্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে পরীক্ষায় বারবার আসা MCQ-গুলি এখানে আলোচনা করা হয়েছে। শুধু প্রশ্নোত্তর নয়, পাবেন MCQ সমাধানের শর্টকাট টিপস এবং সিলেবাস ম্যাপিং!

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
পৃথিবীর গড় ব্যাসার্ধ –
- 6371 কিমি
- 6400 কিমি
- 1200 কিমি
- 5871 কিমি
উত্তর – 2. 6400 কিমি
পৃথিবীর আকৃতি –
- গোলাকার
- সমতল
- অভিগত গোলকাকার
- আয়তাকার
উত্তর – 3. অভিগত গোলকাকার
ভারতীয় বিজ্ঞানী –
- কোপারনিকাস
- আর্যভট্ট
- অ্যারিস্টট্ল
- এরাটোসথেনিস বলেন যে, পৃথিবী গোলাকার
উত্তর – 2. আর্যভট্ট
বৃহস্পতি উপগ্রহের সংখ্যা –
- 13
- 27
- 62
- 67
উত্তর – 4. 67
পৃথিবীর গড় ব্যাস –
- 6400 কিমি
- 12800 কিমি
- 40000 কিমি
- 12000 কিমি
উত্তর – 2. 12800 কিমি
পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ –
- মহাজাগতিক বল
- অভিকর্ষ বল
- অভিকেন্দ্র বল
- অপকেন্দ্র বল
উত্তর – 2. অভিকর্ষ বল
ঠিক জোড়াটি নির্বাচন করো –
- পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখা
- সাবমেরিন চালনা – GPS
- পৃথিবীর উপর চাঁদের ছায়া – চন্দ্রগ্রহণ
- সৌরজগতের উষ্ণতম গ্যাসীয় গ্রহ – বুধ
উত্তর – 2. সাবমেরিন চালনা – GPS
পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন –
- অ্যারিস্টট্ল
- কোপারনিকাস
- ম্যাগেলান
- এরাটোসথেনিস
উত্তর – 4. এরাটোসথেনিস
অভিগত গোলকের –
- উত্তর-দক্ষিণ চাপা, পূর্ব-পশ্চিম স্ফীত
- পূর্ব-পশ্চিম চাপা, উত্তর-দক্ষিণ স্ফীত
- উত্তর-পশ্চিম চাপা, দক্ষিণ-পূর্ব স্ফীত
- উত্তর-পূর্ব চাপা, দক্ষিণ-পশ্চিম স্ফীত
উত্তর – 1. উত্তর-দক্ষিণ চাপা, পূর্ব-পশ্চিম স্ফীত
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরুব্যাসের তুলনায় –
- 24 কিমি বেশি
- 32 কিমি বেশি
- 52 কিমি বেশি
- 43 কিমি বেশি
উত্তর – 4. 43 কিমি বেশি
USA GPS পরিযেবার জন্য মহাকাশে –
- 23 টি উপগ্রহ স্থাপন করেছে
- 24 টি উপগ্রহ স্থাপন করেছে
- 25 টি উপগ্রহ স্থাপন করেছে
- 21 টি উপগ্রহ স্থাপন করেছে
উত্তর – 2. 24টি
সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ হল –
- বৃহস্পতি
- শনি
- ইউরেনাস
- পৃথিবী
উত্তর – 1. বৃহস্পতি
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস –
- 12757 কিমি
- 12714 কিমি
- 12417 কিমি
- 12147 কিমি
উত্তর – 1. 12757 কিমি
উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হল –
- 60°
- 0°
- 90°
- 45°
উত্তর – 3. 90°
এরাটোসথেনিসের মতে পৃথিবীর গড় পরিধি –
- 30000 কিমি
- 40000 কিমি
- 50000 কিমি
- 60000 কিমি
উত্তর – 2. 40000 কিমি
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব –
- 15 কোটি কিমি
- 15 কোটি 20 লক্ষ কিমি
- 14 কোটি 95 লক্ষ কিমি
- 14 কোটি 70 লক্ষ কিমি
উত্তর – 3. 14 কোটি 95 লক্ষ কিমি
গ্রিক পণ্ডিত এরাটোসথেনিস নির্ণীত পৃথিবীর পরিধি –
- 40000 কিমি
- 40320 কিমি
- 45000 কিমি
- 46250 কিমি
উত্তর – 4. 46250 কিমি
540 খ্রিস্টপূর্বাব্দে প্রথম ঘোষিত হয় যে পৃথিবী গোল, সমতল বা চ্যাপটা নয়। ঘোষণা করেন –
- এরাটোসথেনিস
- পিথাগোরাস
- অ্যারিস্টটল
- আর্যভট্ট
উত্তর – 2. পিথাগোরাস
কুলীন গ্রহদের মধ্যে আবর্তনের সময় সর্বাধিক –
- বুধ
- পৃথিবী
- মঙ্গল
- শুক্রের
উত্তর – 4. শুক্রের
সম্প্রতি মহাকাশে প্রেরিত ভারতের GPS পদ্ধতির নাম হল –
- INSAT
- IRSS
- IRNSS
- IRNS
উত্তর – 3. IRNSS
পৃথিবীর ক্ষেত্রমান –
- 51 কোটি 9 লক্ষ বর্গকিমি
- 50 কোটি বর্গকিমি
- 60 কোটি 40 লক্ষ বর্গকিমি
- 41 কোটি 66 হাজার বর্গকিমি
উত্তর – 1. 51 কোটি 9 লক্ষ বর্গকিমি
সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম –
- পৃথিবী
- শুক্র
- শনি
- মঙ্গল
উত্তর – 1. পৃথিবী
বহিস্থ গ্রহের উদাহরণ হল –
- মঙ্গল
- বুধ
- বৃহস্পতি
- শুক্র
উত্তর – 3. বৃহস্পতি
গণিতের যে শাখায় পৃথিবীর আকার, আকৃতি সংক্রান্ত আলোচনা করা হয়, তাকে –
- জিয়োডেসি
- জিয়োলজি
- জিয়োমরফোলজি
- জিয়োগ্রাফি বলে
উত্তর – 1. জিয়োডেসি
ইউরেনাস গ্রহের যমজ গ্রহ হল –
- পৃথিবী
- বৃহস্পতি
- নেপচুন
- শনি
উত্তর – 3. নেপচুন
সর্বাধিক উপগ্রহের সংখ্যা –
- পৃথিবী
- শনি
- ইউরেনাসে
- বৃহস্পতি গ্রহের
উত্তর – 4. বৃহস্পতি গ্রহের
সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ (Elegant Planet) হল –
- পৃথিবী
- বৃহস্পতি
- মঙ্গল
- শনি
উত্তর – 4. শনি
উঁচু স্থান থেকে দিগন্তরেখাকে দেখতে লাগে –
- বৃত্তাকার
- রৈখিক
- আয়তক্ষেত্রাকার
- বর্গক্ষেত্রাকার
উত্তর – 1. বৃত্তাকার
এরাটোসথেনিসের মতে পৃথিবীর পরিধি –
- 18000 স্টেডিয়া
- 200000 স্টেডিয়া
- 210000 স্টেডিয়া
- 250000 স্টেডিয়া
উত্তর – 4. 250000 স্টেডিয়া
ইউরেনাস আবর্তন করে –
- পূর্ব থেকে পশ্চিমে
- পশ্চিম থেকে পূর্বে
- দক্ষিণ থেকে উত্তরে
- উত্তর থেকে দক্ষিণে
উত্তর – 3. দক্ষিণ থেকে উত্তরে
প্লুটোকে বলা হয় –
- বামন গ্রহ
- কুলীন গ্রহ
- উপগ্রহ
- কোনোটিই নয়
উত্তর – 1. বামন গ্রহ
যে অভিযাত্রী সমুদ্রপথে সমগ্র পৃথিবী ঘুরে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দেন তিনি হলেন –
- ক্রিস্টোফার কলম্বাস
- ফার্দিনান্দ ম্যাগেলান
- ভাস্কো-দা-গামা
- আমেরিগো ভেসপুচি
উত্তর – 2. ফার্দিনান্দ ম্যাগেলান
পৃথিবীর গোলত্ব প্রমাণে ইংল্যান্ডের বেডফোর্ড খালে পরীক্ষা করেন –
- এ.আর.ওয়ালেস
- আর্যভট্ট
- কোপারনিকাস
- গ্যালিলিয়ো
উত্তর – 1. এ.আর.ওয়ালেস
প্রথম পৃথিবীর ওজন পরিমাপ করেন –
- ক্যাভেনডিশ
- এরাটোসথেনিস
- ফেরল
- অ্যারিস্টট্ল
উত্তর – 1. ক্যাভেনডিশ
পৃথিবীর গড় ব্যাসার্ধ –
- 6371 কিমি
- 5871 কিমি
- 6300 কিমি
- 1200 কিমি
উত্তর – 1. 6371 কিমি
পৃথিবীকে গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন –
- কোপারনিকাস
- বরাহমিহির
- অ্যারিস্টট্ল
- এরাটোসথেনিস
উত্তর – 4. এরাটোসথেনিস
বেডফোর্ড লেভেল পরীক্ষা করা হয় –
- 1980 খ্রিস্টাব্দে
- 1870 খ্রিস্টাব্দে
- 1875 খ্রিস্টাব্দে
- 1970 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1870 খ্রিস্টাব্দে
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও পৃথিবীর মেরুব্যাসের মধ্যে পার্থক্য হল –
- 80 কিমি
- 34 কিমি
- 43 কিমি
- 75 কিমি
উত্তর – 3. 43 কিমি
“পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে” প্রথম বলেন –
- গ্যালিলিয়ো
- কোপারনিকাস
- আর্যভট্ট
- বরাহমিহির
উত্তর – 2. কোপারনিকাস
কুলীন গ্রহের সংখ্যা –
- 9
- 8
- 11
- কোনোটিই নয়
উত্তর – 2. 8টি
পিথাগোরাস ছিলেন –
- গ্রিক দার্শনিক
- রোমান দার্শনিক
- ব্রিটিশ দার্শনিক
- পোর্তুগিজ দার্শনিক
উত্তর – 1. গ্রিক দার্শনিক
গ্রহদের মধ্যে আয়তনে পৃথিবীর স্থান –
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
উত্তর – 4. পঞ্চম
সৌরজগতের একটি অন্তর্ভাগের গ্রহের উদাহরণ হল –
- বৃহস্পতি
- শুক্র
- শনি
- ইউরেনাস
উত্তর – 2. শুক্র
কোন্ গ্রহটির আবর্তনের সময় পরিক্রমণের সময় অপেক্ষা বেশি? –
- বুধ
- শুক্র
- মঙ্গল
- বৃহস্পতি
উত্তর – 3. শুক্র
ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা –
- NASA
- IAU
- ISRO
- INSAT
উত্তর – 3. ISRO
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিগন্তরেখার পরিধি –
- বাড়ে
- কমে
- কোনো পরিবর্তন হয় না
- দিগন্তরেখা মিলিয়ে যায়
উত্তর – 1. বাড়ে
সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হল –
- এরা আকারে বড়ো
- এদের নির্দিষ্ট কক্ষপথ আছে
- এরা কঠিন শিলায় গঠিত
- এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত
উত্তর – 3. এরা কঠিন শিলায় গঠিত
কোনটি বামন গ্রহ নয়? –
- প্লুটো
- সেরেস
- হাউমিয়া
- বুধ
উত্তর – 4. বুধ
– গ্যাস বেশি থাকায় ইউরেনাস গ্রহটির রং সবুজ।
- মিথেন
- ক্লোরিন
- নাইট্রোজেন
- সোডিয়াম
উত্তর – 1. মিথেন
শূন্যস্থান পূরণ করো
প্রাচীনকালে মানুষ ___ দেখে উত্তর দিক নির্ণয় করত।
উত্তর – প্রাচীনকালে মানুষ ধ্রুবতারা দেখে উত্তর দিক নির্ণয় করত।
মারিয়ানা খাত ___ মহাসাগরে অবস্থিত।
উত্তর – মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
আকাশ যেখানে ভূপৃষ্ঠের সঙ্গে মেশে, তাকে ___ বলে।
উত্তর – আকাশ যেখানে ভূপৃষ্ঠের সঙ্গে মেশে, তাকে দিগন্তরেখা বলে।
পৃথিবীর ___ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাই না।
উত্তর – পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাই না।
দিক নির্ণয়কারী যন্ত্রের নাম ___।
উত্তর – দিক নির্ণয়কারী যন্ত্রের নাম কম্পাস।
চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর ___ ছায়া পড়ে।
উত্তর – চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে।
আর্যভট্ট মনে করতেন পৃথিবীর আকৃতি ___।
উত্তর – আর্যভট্ট মনে করতেন পৃথিবীর আকৃতি গোলাকার ।
মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন ___।
উত্তর – মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম।
___ হল সৌরজগতের উষ্ণতম গ্রহ।
উত্তর – শুক্র হল সৌরজগতের উষ্ণতম গ্রহ।
নেপচুনের একবার পরিক্রমণের সময় ___।
উত্তর – নেপচুনের একবার পরিক্রমণের সময় 165 বছর।
___ নীলাভ সবুজ বর্ণের গ্রহ।
উত্তর – ইউরেনাস নীলাভ সবুজ বর্ণের গ্রহ।
প্লুটো একটি ___ গ্রহ।
উত্তর – প্লুটো একটি বামন গ্রহ।
লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় ___।
উত্তর – লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় ছায়াপথ।
পৃথিবীর গড় তাপমাত্রা ___।
উত্তর – পৃথিবীর গড় তাপমাত্রা 15°C।
প্লুটোর একবার সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে, ___ বছর।
উত্তর – প্লুটোর একবার সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে, 248 বছর বছর।
___ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি।
উত্তর – বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি।
ভারতের প্রথম চন্দ্রযানের নাম ___।
উত্তর – ভারতের প্রথম চন্দ্রযানের নাম চন্দ্রায়ন-1
1797 খ্রিস্টাব্দে হেনরি ক্যাভেনডিশ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও ঘনত্বের ওপর ভিত্তি করে পৃথিবীর ___ পরিমাপ করেন।
উত্তর – 1797 খ্রিস্টাব্দে হেনরি ক্যাভেনডিশ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও ঘনত্বের ওপর ভিত্তি করে পৃথিবীর ওজন পরিমাপ করেন।
বেডফোর্ড খালটি ___ দেশে অবস্থিত।
উত্তর – বেডফোর্ড খালটি ইংল্যান্ড দেশে অবস্থিত।
বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ___।
উত্তর – বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন এ.আর.ওয়ালেস।
মেরু অঞ্চলে ঘড়ির সময় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় সামান্য ___ হয়।
উত্তর – মেরু অঞ্চলে ঘড়ির সময় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় সামান্য বেশি হয়।
পৃথিবীর ___ মেরুপ্রদেশ 20 কিমি বেশি ফোলা।
উত্তর – পৃথিবীর উত্তর/সুমেরু মেরুপ্রদেশ 20 কিমি বেশি ফোলা।
গ্যানিমিড ___ গ্রহের উপগ্রহ।
উত্তর – গ্যানিমিড বৃহস্পতি গ্রহের উপগ্রহ।
পৃথিবীর ও ___ গ্রহের আকৃতি প্রায় সমান।
উত্তর – পৃথিবীর ও শুক্র গ্রহের আকৃতি প্রায় সমান।
মঙ্গলের দুটি উপগ্রহ হল ___ ও ___।
উত্তর – মঙ্গলের দুটি উপগ্রহ হল ফোবোস ও ডিমোস।
মহাশূন্যের দ্বীপ বলা হয় ___।
উত্তর – মহাশূন্যের দ্বীপ বলা হয় ছায়াপথকে।
পৃথিবীর মেরুদেশীয় ব্যাস ___ কিমি।
উত্তর – পৃথিবীর মেরুদেশীয় ব্যাস 12714 কিমি।
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ ___।
উত্তর – সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি।
ISRO সদর দপ্তর ___ অবস্থিত।
উত্তর – ISRO সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত।
অ্যানড্রোমিডা হল ___।
উত্তর – অ্যানড্রোমিডা হল ছায়াপথ।
সৌরজগতের বৃহত্তম উপগ্রহ ___।
উত্তর – সৌরজগতের বৃহত্তম উপগ্রহ টাইটান।
GPS -এর পুরো কথাটি ___।
উত্তর – GPS -এর পুরো কথাটি Global Positioning System।
দুটি অতিশয় গ্যাসীয় গ্রহ হল, ___ ও ___।
উত্তর – দুটি অতিশয় গ্যাসীয় গ্রহ হল, বৃহস্পতি ও শনি।
পৃথিবীর নিম্নতম স্থানটি ___ মহাসাগরে অবস্থিত।
উত্তর – পৃথিবীর নিম্নতম স্থানটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
সৌরজগতের শীতলতম কুলীন গ্রহটি হল ___।
উত্তর – সৌরজগতের শীতলতম কুলীন গ্রহটি হল ইউরেনাস।
সৌরজগতের ___ গ্রহের ঘনত্ব সর্বাধিক।
উত্তর – সৌরজগতের পৃথিবী গ্রহের ঘনত্ব সর্বাধিক।
সৌরজগতের ___ গ্রহের ঘনত্ব সবচেয়ে কম।
উত্তর – সৌরজগতের শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম।
মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন ___ হয়।
উত্তর – মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম হয়।
ঠিক-ভুল নির্বাচন করো
পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো।
উত্তর – ঠিক
মানুষ প্রথম রেলগাড়ি চড়ে পৃথিবী অভিযান শুরু করে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – জাহাজে চড়ে)
এরাটোসথেনিসের মতে পৃথিবীর পরিধি 46250 কিমি।
উত্তর – ঠিক
কম্পাস দিয়ে দূরের জিনিস কাছে দেখা যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – দুরবিন দিয়ে)
পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজ আমরা কিছুক্ষণ পরে আর দেখতে পাই না।
উত্তর – ঠিক
শুক্র গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – পূর্ব থেকে পশ্চিমে)
দিগন্তরেখা একটি বিশাল সরলরেখা।
উত্তর – ভুল (সঠিক উত্তর – বৃত্তাকার রেখা)
নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক।
উত্তর – ভুল (সঠিক উত্তর – সর্বনিম্ন)
এরাটোসথেনিসকে বলা হয় “ভূ-আকৃতি বিদ্যার জনক”।
উত্তর – ঠিক
পৃথিবীর সব জায়গাতে একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – হয় না)
পৃথিবীর উত্তর-দক্ষিণ অংশ কিছুটা ফোলা।
উত্তর – ভুল (সঠিক উত্তর – পূর্ব-পশ্চিম অংশ)
পৃথিবীর সর্বনিম্ন স্থানটি হল মারিয়ানা খাত।
উত্তর – ঠিক
পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12756 কিমি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – 12714 কিমি)
যত ওপরে ওঠা যায় দিগন্তরেখার পরিধি তত বাড়তে থাকে।
উত্তর – ঠিক
শনিগ্রহের ব্যাস 1,42,982 কিমি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – 120536 কিমি)
গোলকাকার বস্তুর ছায়া গোলাকার হয়।
উত্তর – ঠিক
পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা।
উত্তর – ভুল (সঠিক উত্তর – কিছুটা স্ফীত)
সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়ো।
উত্তর – ঠিক
শুক্র গ্রহটি ‘পৃথিবীর যমজ’ নামে পরিচিত।
উত্তর – ঠিক
2006 সালে প্লুটো বামন গ্রহ আখ্যা পায়।
উত্তর – ঠিক
সূর্যের নিকটতম গ্রহ হল শুরু।
উত্তর – ভুল (সঠিক উত্তর – বুধ)
বোধমূলক প্রশ্নোত্তর
মহাকাশ থেকে আমাকে নীলাভ আলোকোজ্জ্বল থালার মতো দেখায়। আমি কে?
উত্তর – পৃথিবী
পৃথিবীর গোলাকৃতির কথা আমিই প্রথম ধারণা দিই। আমি কে?
উত্তর – পিথাগোরাস
আমি একজন ভারতীয় বিজ্ঞানী। আমার নামে একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে। আমি কে?
উত্তর – আর্যভট্ট
সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় আমিই করি। আমি কে?
উত্তর – এরাটোসথেনিস
ফোবোস ও ডিমোস নামে আমার দুটি উপগ্রহ রয়েছে। আমি কে?
উত্তর – মঙ্গল
সদ্য বামন গ্রহ হিসেবে বিজ্ঞানীরা আমাকেই চিহ্নিত করেছেন। আমি কে?
উত্তর – প্লুটো
আমি প্রথম চাঁদের মাটিতে পা রাখি, আমি কে?
উত্তর – নিল আর্মস্ট্রং
পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো বোঝাতে আমাকে ব্যবহার করেন। আমি কোন্ শব্দ?
উত্তর – Geoid
নিরক্ষীয় অঞ্চলের তুলনায় আমার অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি হয়। আমি কোন্ অঞ্চল?
উত্তর – মেরু অঞ্চল
জন্মসূত্রে আমি ভারতের দ্বিতীয় মহিলা মহাকাশচারী। আমি কে?
উত্তর – সুনীতা উইলিয়ামস্
সম্পর্ক নির্ধারণ করো
সৌরজগতের নিকটতম গ্রহ : ___ : : সৌরজগতের দূরবর্তী গ্রহ : নেপচুন।
উত্তর – বুধ
শুক্র : কুলীন গ্রহ : : প্লুটো : ___
উত্তর – বামন গ্রহ
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা : ___ : : আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র : NASA।
উত্তর – ISRO
মঙ্গলে প্রেরিত যান : কিউরিওসিটি : : ভারত থেকে চাঁদে প্রেরিত যান : ___
উত্তর – ঈগল
নীলগ্রহ : পৃথিবী : : ___ : মঙ্গল।
উত্তর – লালগ্রহ
পৃথিবীর উপগ্রহ : চাঁদ : : ___ : গ্যানিমিড।
উত্তর – বৃহস্পতির উপগ্রহ
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
বামদিক | ডানদিক |
1. ইউরি গ্যাগারিন | i. ইউরেনাস |
2. পৃথিবীর শীতলতম স্থান | ii. 12800 কিমি |
3. কোপারনিকাস | iii. পৃথিবীর প্রথম মহাকাশচারী |
4. পৃথিবীর ক্ষেত্রফল | iv. শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারক |
5. পৃথিবীর পরিধি | v. 51 কোটি 9 লক্ষ বর্গকিমি |
6. রাকেশ শর্মা | vi. ভস্টক |
7. সবুজ গ্রহ | vii. 40000 কিমি |
8. গ্যালিলিয়ো | viii. মঙ্গল |
9. লালগ্রহ | ix. সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান সম্বন্ধে বলেন |
10. পৃথিবীর ব্যাস | x. ভারতের প্রথম মহাকাশচারী |
উত্তর –
বামদিক | ডানদিক |
1. ইউরি গ্যাগারিন | iii. পৃথিবীর প্রথম মহাকাশচারী |
2. পৃথিবীর শীতলতম স্থান | vi. ভস্টক |
3. কোপারনিকাস | ix. সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান সম্বন্ধে বলেন |
4. পৃথিবীর ক্ষেত্রফল | v. 51 কোটি 9 লক্ষ বর্গকিমি |
5. পৃথিবীর পরিধি | vii. 40000 কিমি |
6. রাকেশ শর্মা | x. ভারতের প্রথম মহাকাশচারী |
7. সবুজ গ্রহ | i. ইউরেনাস |
8. গ্যালিলিয়ো | iv. শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারক |
9. লালগ্রহ | viii. মঙ্গল |
10. পৃথিবীর ব্যাস | ii. 12800 কিমি |
দু-এক কথায় উত্তর দাও
Geoid শব্দের অর্থ কী?
পৃথিবী সদৃশ
আমাদের নিকটতম নক্ষত্রের নাম কী?
সূর্য
সূর্যর্ থেকে পৃথিবীতে আলো পৌঁছোতে কত সময় লাগে?
8 মিঃ 20 সেকেন্ড
সৌরজগতে কয়টি গ্রহ আছে?
8টি
সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কী?
সেরেস
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
3 লক্ষ 84 হাজার কিমি
কোন্ দুটি গ্রহ বাদে সকল গ্রহই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে?
শুক্র ও ইউরেনাস
বলয়যুক্ত গ্রহ কোনটি?
শনি গ্রহ
পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে?
27 দিন 8 ঘণ্টা
কুইপার বেল্টের শেষ অংশের নাম কী?
উরট্ ক্লাউড
পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কী?
ইউরি গ্যাগারিন
ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী?
রাকেশ শর্মা
কোন্ গ্রহকে লালগ্রহ বলা হয়?
মঙ্গল
পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী?
ভ্যালেন্তিনা তেরেশকোভা
NASA -র পুরো কথাটি কী?
National Aeronautics & Space Administration
পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কী?
মাউন্ট এভারেস্ট
ISRO -র পুরো কথাটি কী?
Indian Space Research Organisation
কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক?
বৃহস্পতি
দিনের বেলায় বুধের উষ্ণতা কত হয়?
প্রায় 450° সেঃ
কোন্ দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই?
বুধ ও শুক্র
পৃথিবীর কোন্ অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি?
মেরু অঞ্চলে
কোন্ গ্রহের একদিন পৃথিবীর এক বছরের থেকে বড়ো?
শুক্র
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
আর্যভট্ট
সূর্য যে ছায়াপথের অন্তর্গত তার নাম কী?
অথবা, আমরা কোন্ ছায়াপথে বাস করি?
আকাশগঙ্গা
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
বুধ
পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া
চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
1.2 সেকেন্ড
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
বুধ
সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি?
নেপচুন
পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন?
এরাটোসথেনিস
পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
6400 কিমি
পৃথিবীর ক্ষেত্রফল কত?
51 কোটি 9 লক্ষ বর্গকিমি
সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
প্রক্সিমা সেন্টরাই
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
শুক্র
সৌরজগতের কোন্ গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক?
বৃহস্পতি
USA পরিচালিত কৃত্রিম উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় সংস্থাপন করা হয়েছে?
20185 কিমি
GPS পদ্ধতির প্রধান ব্যবহারিক ক্ষেত্র কোনটি?
অবস্থান নির্ণয়
কোন্ দুটি গ্রহের কক্ষপথের মাঝে পৃথিবীর কক্ষপথ অবস্থিত?
শুক্র ও মঙ্গল
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় “গ্রহরূপে পৃথিবী”-এর সবচেয়ে কমন নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর (MCQ) আলোচনা করেছি, যা WBBSE সিলেবাস অনুসারে বার্ষিক পরীক্ষা, ক্লাস টেস্ট, এবং WBCS, WBPSC-সহ চাকরির পরীক্ষার জন্য অপরিহার্য। এই MCQ গুলি গত 3 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে, তাই এগুলি প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পাবার সম্ভাবনা 90%+।
এছাড়াও, আপনার কোনো প্রশ্ন বা কনফিউজন থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে ২৪ ঘন্টার মধ্যে এক্সপার্ট গাইডেন্স নিন – আমরা আপনার সাফল্যে পাশে আছি! এর পাশাপাশি, এই পোস্টটি আপনার স্টাডি গ্রুপ, ফেসবুক প্রোফাইল, বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন – বিশেষ করে যারা নবম শ্রেণীর ভূগোল বা WBCS/WBPSC-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই রিসোর্সটি সিলেবাসের গোল্ডেন কিউ হিসাবে কাজ করবে। সবশেষে, আপনাদের মূল্যবান সমর্থন ও ফিডব্যাকই আমাদেরকে আরও মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে – ধন্যবাদ!