আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় ‘মানচিত্র ও স্কেল’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
‘এক সেন্টিমিটারে এক কিলোমিটার’ এটি একটি –
- ভার্নিয়ার স্কেল
- বিবৃতিমূলক স্কেল
- রৈখিক স্কেল
- ভগ্নাংশ সূচক স্কেল
উত্তর – 2. বিবৃতিমূলক স্কেল
ক্ষুদ্র স্কেলের মানচিত্রের একটি উদাহরণ হল –
- শহরের মানচিত্র
- দেশ বা মহাদেশের মানচিত্র
- মৌজার মানচিত্র
- টোপোগ্রাফিকাল মানচিত্র
উত্তর – 2. দেশ বা মহাদেশের মানচিত্র
আধুনিক মানচিত্র অঙ্কনে –
- রোমানদের ভূমিকা সবথেকে বেশি
- গ্রিকদের ভূমিকা সবথেকে বেশি
- ভারতীয়দের ভূমিকা সবথেকে বেশি
- ফরাসিদের ভূমিকা সবথেকে বেশি
উত্তর – 2. গ্রিকদের ভূমিকা সবথেকে বেশি
প্রথম মানচিত্র বই প্রকাশ করেন –
- অ্যানাক্সিমেন্ডার
- টলেমি
- মার্কেটর
- বোনস্
উত্তর – 3. মার্কেটর
নিম্নলিখিত কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? –
- মৌজা মানচিত্র
- পশ্চিমবঙ্গের মানচিত্র
- ভারতের মানচিত্র
- পৃথিবীর মানচিত্র
উত্তর – 1. মৌজা মানচিত্র
কোন্ মানচিত্রে সমোন্নতি রেখা থাকে? –
- বিষয়ানুগ মানচিত্রে
- টোপোগ্রাফিকাল মানচিত্রে
- জলবায়ু মানচিত্রে
- রাজনৈতিক মানচিত্রে
উত্তর – 2. টোপোগ্রাফিকাল মানচিত্রে
যে মানচিত্রে ভূ-প্রকৃতি, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ দেখানো হয়, তা হল –
- রাজনৈতিক মানচিত্র
- সামাজিক মানচিত্র
- ঐতিহাসিক মানচিত্র
- প্রাকৃতিক মানচিত্র
উত্তর – 1. রাজনৈতিক মানচিত্র
দেশ, রাজ্য, সীমানা দেখানো হয় –
- প্রাকৃতিক মানচিত্রে
- রাজনৈতিক মানচিত্রে
- অর্থনৈতিক মানচিত্রে
- বিষয়ভিত্তিক মানচিত্রে
উত্তর – 1. প্রাকৃতিক মানচিত্রে
ভারতে টোপোগ্রাফিকাল মানচিত্র প্রকাশিত হয় –
- 1789 সালে
- 1767 সালে
- 1765 সালে
- 1770 সালে
উত্তর – 2. 1767 সালে
মৌজা মানচিত্রে J.L No. এর ‘J.L’ এর অর্থ –
- Jurisdiction line
- Joint Line
- Joint List
- Junction Line
উত্তর – 1. Jurisdiction line
পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় –
- মূলতান
- ব্যাবিলন
- আলেকজান্দ্রিয়া
- জয়পুর
উত্তর – 2. ব্যাবিলন
মানচিত্রে মহাসাগরগুলি কোন্ রং দিয়ে দেখানো হয়? –
- সবুজ
- হলুদ
- নীল
- লাল
উত্তর – 3. নীল
মানচিত্রে বনভূমি যে রঙে দেখানো হয়, তা হল –
- নীল
- বাদামি
- হলুদ
- সবুজ
উত্তর – 4. সবুজ
প্রথম মানচিত্র বইটির নাম হয়েছিল গ্রিক দেবতা –
- অ্যাপোলো -এর নামানুসারে
- অ্যাটলাস -এর নামানুসারে
- পিলি -এর নামানুসারে
- জিউস -এর নামানুসারে
উত্তর – 2. অ্যাটলাস -এর নামানুসারে
ভূগোল শিক্ষার অন্যতম হাতিয়ার হল –
- স্কেল
- গ্লোব
- মডেল
- মানচিত্র
উত্তর – 4. মানচিত্র
মানচিত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদানটি হল –
- স্কেল
- সীমারেখা
- নির্দেশক
- প্রতীক চিহ্ন
উত্তর – 1. স্কেল
ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে –
- সার্ভে অফ ইন্ডিয়া
- আবহাওয়া দপ্তর
- কেন্দ্র সরকার
- রাজ্য সরকার
উত্তর – 1. সার্ভে অফ ইন্ডিয়া
1 ইঞ্চিতে 1 মাইল এটিকে যখন RF হিসেবে লিখবে তখন তা হবে –
- 1 : 100000
- 1 : 10000
- 1 : 63360
- 1 : 52801
উত্তর – 3. 1 : 63360
কোনো মানচিত্রের বিবৃতিমূলক স্কেল 1 সেমিতে 15 মিটার হলে ওই মানচিত্রের RF হবে –
- 1 : 15
- 1 : 150
- 1 : 1500
- 1 : 15000
উত্তর – 3. 1 : 1500
মৌজা মানচিত্রের ব্যবহৃত স্কেলের RF —
- 1 : 1,000,000
- 1 : 50,000
- 1 : 2,50,000
- 1 মাইল = 16 ইঞ্চি
উত্তর – 4. 1 মাইল = 16 ইঞ্চি
বৃহৎ স্কেলের মানচিত্রের RF হয় –
- 1 : 1,000,000
- 1 : 800,000
- 1 : 50,000
- 1 : 50,000
উত্তর – 3. 1 : 50,000
ক্ষুদ্র স্কেলের মানচিত্রের RF –
- 1 : 3960
- 1 : 50,000
- 1 : 1,00,000
- 1 : 1000,000
উত্তর – 4. 1 : 1000,000
টোপোগ্রাফিকাল মানচিত্রের ‘টোপো’ শব্দের অর্থ –
- ভূ-প্রকৃতি
- অবস্থান
- স্থান
- বর্ণনা
উত্তর – 3. স্থান
স্কেল অনুসারে দেয়াল মানচিত্র হল –
- বৃহৎ স্কেলের
- মাঝারি স্কেলের
- ক্ষুদ্র স্কেলের
- অতি ক্ষুদ্র স্কেলের
উত্তর – 3. ক্ষুদ্র স্কেলের
প্রকৃত পৃথিবীকে বোঝানো হয় –
- মানচিত্র -এর দ্বারা
- স্কেল -এর দ্বারা
- গ্লোব -এর দ্বারা
- কাগজের মানচিত্র -এর দ্বারা
উত্তর – 3. গ্লোব -এর দ্বারা
73 E/11 টোপো মানচিত্রের স্কেল 2 সেমিতে 1 কিমি নির্দেশ করলে এর RF হবে –
- 1 : 100000
- 1 : 50,000
- 1 : 50,000
- 1 : 250000
উত্তর – 2. 1 : 50,000
জমির মালিকানা চিহ্নিত হয় –
- মানচিত্র
- জন গণনার মাধ্যমে
- স্কেল
- গ্লোবের মাধ্যমে
উত্তর – 1. মানচিত্র
মুখ্যভাগ ও গৌণভাগ থাকে –
- রৈখিক স্কেলে
- কর্নিক স্কেলে
- লৈখিক স্কেলে
- ভার্নিয়ার স্কেলে
উত্তর – 1. রৈখিক স্কেলে
সাধারণত মানচিত্রের বামদিকটি নির্দেশ করে –
- উত্তর দিক
- দক্ষিণ দিক
- পূর্ব দিক
- পশ্চিম দিক
উত্তর – 4. পশ্চিম দিক
1 মাইল –
- 1760 ইঞ্চি
- 5280 ইঞ্চি
- 63360 ইঞ্চি
- 36 ইঞ্চি
উত্তর – 3. 63360 ইঞ্চি
ভারতের যে সরকারি সংস্থা বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র প্রস্তুত করে তা হল –
- NATMO
- NOTMU
- NTTMO
- SUTMU
উত্তর – 1. NATMO
2 সেমিতে 2 কিমি এটি –
- বিবৃতিমূলক
- RF
- আয়তন
- স্কেলের প্রকাশ
উত্তর – 1. বিবৃতিমূলক
একটি পরিমাণগত মানচিত্র হল –
- রাজনৈতিক মানচিত্র
- ঐতিহাসিক মানচিত্র
- প্রাকৃতিক মানচিত্র
- সমমানরেখা মানচিত্র
উত্তর – 4. সমমানরেখা মানচিত্র
লব ও হরের মাধ্যমে দেখানো হয় যে স্কেল তা হল –
- বিবৃতিমূলক স্কেল
- ভগ্নাংশসূচক স্কেল
- রৈখিক স্কেল
- ডায়াগোনাল স্কেল
উত্তর – 2. ভগ্নাংশসূচক স্কেল
নিম্নলিখিত কোন্ স্কেলের সাহায্যে কোণ পরিমাপ করা যায়? –
- বিবৃতিমূলক স্কেল
- ভগ্নাংশসূচক স্কেল
- ডায়াগোনাল স্কেল
- রৈখিক স্কেল
উত্তর – 3. ডায়াগোনাল স্কেল
‘স্কেল’ (Scale) শব্দের আভিধানিক অর্থ হল –
- মানদণ্ড
- দূরত্ব
- দূরত্বের অনুপাত
- কোনোটিই নয়
উত্তর – 1. মানদণ্ড
– মানচিত্র দূরত্ব সর্বদা 1 সংখ্যা দ্বারা দেখানো হয়।
- বিবৃতিমূলক স্কেলে
- ভগ্নাংশসূচক স্কেলে
- রৈখিক স্কেলে
- লৈখিক স্কেলে
উত্তর – 2. ভগ্নাংশসূচক স্কেলে
শূন্যস্থান পূরণ করো
ষোড়শ শতাব্দীতে ভূগোলবিদ্ ___ প্রথম মানচিত্র বই প্রকাশ করেন।
উত্তর – ষোড়শ শতাব্দীতে ভূগোলবিদ্ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন।
মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় ___।
উত্তর – মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি।
ভূগোল শেখার দুটি অপরিহার্য উপাদান ___ ও ___।
উত্তর – ভূগোল শেখার দুটি অপরিহার্য উপাদান মানচিত্র ও গ্লোব।
ল্যাটিন শব্দ ___ থেকে ম্যাপ (Map) শব্দটির উৎপত্তি।
উত্তর – ল্যাটিন শব্দ ম্যাপা (Mappa) থেকে ম্যাপ (Map) শব্দটির উৎপত্তি।
আবহাওয়া মানচিত্র একটি ___ মানচিত্র।
উত্তর – আবহাওয়া মানচিত্র একটি বিষয়ভিত্তিক মানচিত্র।
মানচিত্রে কৃষিজমি বোঝাতে ___ রং ব্যবহার করা হয়।
উত্তর – মানচিত্রে কৃষিজমি বোঝাতে হলুদ রং ব্যবহার করা হয়।
1 সেমি মানচিত্রে দূরত্ব 500 কিমি ভূমিভাগের দূরত্বের সমান। এটি ___ স্কেলের উদাহরণ।
উত্তর – 1 সেমি মানচিত্রে দূরত্ব 500 কিমি ভূমিভাগের দূরত্বের সমান। এটি বিবৃতিমূলক স্কেলের উদাহরণ।
কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ___ এবং ___ দুটোই অপরিহার্য।
উত্তর – কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য দূরত্ব এবং দিক দুটোই অপরিহার্য।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ভগ্নাংশসূচক স্কেল হল ___।
উত্তর – ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ভগ্নাংশসূচক স্কেল হল 1 : 50,000।
___ স্কেলে কোনো একক থাকে না।
উত্তর – ভগ্নাংশসূচক স্কেলে কোনো একক থাকে না।
RF কথার পুরো অর্থ ___।
উত্তর – RF কথার পুরো অর্থ Representative Fraction।
___ স্কেল মানচিত্রে বৃহৎ অঞ্চলকে ছোটো করে দেখানো হয়।
উত্তর – ক্ষুদ্র স্কেল মানচিত্রে বৃহৎ অঞ্চলকে ছোটো করে দেখানো হয়।
সর্ব নিম্নস্তরের প্রশাসনিক মানচিত্র হল ___।
উত্তর – সর্ব নিম্নস্তরের প্রশাসনিক মানচিত্র হল মৌজা মানচিত্র।
মৌজা মানচিত্রের RF হয় ___।
উত্তর – মৌজা মানচিত্রের RF হয় 1 : 3960।
আন্তর্জাতিক শ্রেণির টোপোশিটের সংখ্যা ___ টি।
উত্তর – আন্তর্জাতিক শ্রেণির টোপোশিটের সংখ্যা 16 টি।
স্কেলের সব থেকে বড়ো সুবিধা হল এর সর্বজনীন ব্যবহার, কারণ এটি ___ স্কেল।
উত্তর – স্কেলের সব থেকে বড়ো সুবিধা হল এর সর্বজনীন ব্যবহার, কারণ এটি একক বিহীন স্কেল।
1° × 1° শিটের টপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেল হল 2cm-তে ___।
উত্তর – 1° × 1° শিটের টপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেল হল 2cm-তে 5 মিটার।
পৃথিবীর জলবায়ু মানচিত্র ___ স্কেলের মানচিত্র।
উত্তর – পৃথিবীর জলবায়ু মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র।
মৌজা মানচিত্র হল একটি ___ স্কেল মানচিত্র।
উত্তর – মৌজা মানচিত্র হল একটি বৃহৎ স্কেল মানচিত্র।
স্কেল হল মানচিত্র দূরত্ব ও ___ প্রকৃত দূরত্বের অনুপাত।
উত্তর – স্কেল হল মানচিত্র দূরত্ব ও ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাত।
ভূমি ব্যবহার মানচিত্র একটি ___ মানচিত্র।
উত্তর – ভূমি ব্যবহার মানচিত্র একটি সাংস্কৃতিক মানচিত্র।
J.L নং দেওয়া থাকে ___ মানচিত্রে।
উত্তর – J.L নং দেওয়া থাকে মৌজা মানচিত্রে।
ঠিক-ভুল নির্বাচন করো
পৃথিবী সম্বন্ধে জানার খুব সহজ উপায় হল মানচিত্র।
উত্তর – ঠিক
স্কেল যত বড়ো হয়, মানচিত্রে তত বেশি অঞ্চল দেখানো যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – যায় না)
মানচিত্রে নির্দেশিকা ও স্কেল থাকা আবশ্যিক।
উত্তর – ঠিক
টোপোগ্রাফিকাল মানচিত্র একটি বৃহৎ স্কেলের মানচিত্র।
উত্তর – ঠিক
গ্রামের পোশাকি নাম মৌজা।
উত্তর – ঠিক
মানচিত্রের বিবৃতিমূলক স্কেলটি সর্বত্র গ্রহণযোগ্য।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ভগ্নাংশসূচক স্কেল)
টোপোগ্রাফিকাল মানচিত্র হল একটি প্রাকৃতিক মানচিত্র।
উত্তর – ভুল (সঠিক উত্তর – একটি বিষয়ভিত্তিক মানচিত্র)
জনসংখ্যা মানচিত্র একটি প্রাকৃতিক মানচিত্র।
উত্তর – ভুল (সঠিক উত্তর – পরিমাণগত মানচিত্র)
মানচিত্রের অপরিহার্য উপাদান স্কেল।
উত্তর – ঠিক
টোপাগ্রাফিকাল ম্যাপ হল একটি বিষয়ভিত্তিক মানচিত্র।
উত্তর – ঠিক
পিয়ারি ভার্নিয়ার নামে একজন গণিতজ্ঞ ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন।
উত্তর – ঠিক
The Survey of India টোপোগ্রাফিকাল মানচিত্র প্রস্তুত করে।
উত্তর – ঠিক
1760 গজ 1 মাইল -এর সমান।
উত্তর – ঠিক
মানচিত্র ছোটো করলে স্কেলের অনুপাত বৃদ্ধি পায়।
উত্তর – ঠিক
সম্পর্ক নির্ধারণ করো
ভূমিরূপ : বাদামি রং : : ___ : সবুজ রং।
উত্তর – ভূমিরূপ : বাদামি রং : : স্বাভাবিক উদ্ভিদ : সবুজ রং।
সমান উষ্ণতাযুক্ত স্থান : সমোন্নরেখা : : সমান উচ্চতাযুক্ত স্থান : ___।
উত্তর – সমান উষ্ণতাযুক্ত স্থান : সমোন্নরেখা : : সমান উচ্চতাযুক্ত স্থান : সমোন্নতিরেখা।
মানচিত্রের দিক নির্দেশক : ___ : : সমুদ্রের দিক নির্দেশক : কম্পাস।
উত্তর – মানচিত্রের দিক নির্দেশক : North Line : : সমুদ্রের দিক নির্দেশক : কম্পাস।
BM : বেঞ্চমার্ক : : RF : ___।
উত্তর – BM : বেঞ্চমার্ক : : RF : Representative fraction।
জলবায়ুবিদ্যা : ক্লাইমেটোলজি : : ___ : কার্টোগ্রাফি।
উত্তর – জলবায়ুবিদ্যা : ক্লাইমেটোলজি : : মানচিত্রাঙ্কনবিদ্যা : কার্টোগ্রাফি।
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
বামদিক | ডানদিক |
1. বৃহৎ স্কেল মানচিত্র | (i) দেয়াল মানচিত্র |
2. মাঝারি স্কেল মানচিত্র | (ii) সমমানরেখা মানচিত্র |
3. ক্ষুদ্র স্কেল মানচিত্র | (iii) সমন্নোতি রেখা |
4. পরিমাণগত মানচিত্র | (iv) মৌজা মানচিত্র |
5. প্রাকৃতিক মানচিত্র | (v) রাজনৈতিক মানচিত্র |
6. সাংস্কৃতিক মানচিত্র | (vi) টোপোগ্রাফিকাল মানচিত্র |
7. ভূমিরূপ | (vii) মৃত্তিকা মানচিত্র |
উত্তর –
বামদিক | ডানদিক |
1. বৃহৎ স্কেল মানচিত্র | (iv) মৌজা মানচিত্র |
2. মাঝারি স্কেল মানচিত্র | (vi) টোপোগ্রাফিকাল মানচিত্র |
3. ক্ষুদ্র স্কেল মানচিত্র | (i) দেয়াল মানচিত্র |
4. পরিমাণগত মানচিত্র | (ii) সমমানরেখা মানচিত্র |
5. প্রাকৃতিক মানচিত্র | (vii) মৃত্তিকা মানচিত্র |
6. সাংস্কৃতিক মানচিত্র | (v) রাজনৈতিক মানচিত্র |
7. ভূমিরূপ | (iii) সমন্নোতি রেখা |
দু-এক কথায় উত্তর দাও
পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কত বছর আগেকার?
খ্রিস্ট জন্মের 2500 বছর আগে।
পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কীসের ওপর আঁকা হয়েছিল?
কাদাপাথরের ওপর।
মানচিত্রে এক স্থান থেকে আর এক স্থানের দূরত্ব কীসের সাহায্যে জানা যায়?
মানচিত্র স্কেলের সাহায্যে।
অক্ষাংশগত ভাবে 4° এবং দ্রাঘিমাগত ভাবে 6° বিস্তৃত যে সমস্ত আন্তর্জাতিক ভূ-সংস্থান মানচিত্র অঙ্কন করা হয়, তাদের কী বলে?
ভূ-সংস্থান মানচিত্রের আন্তর্জাতিক সিরিজ।
কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে যে মানচিত্র অঙ্কন করা হয়, তাকে কী বলে?
বিষয়গত মানচিত্র বা থিমেটিক ম্যাপ।
মানচিত্র ছোটো বা বড়ো করার জন্য যে হস্তচালিত কাঠ, পিতল, ইস্পাত নির্মিত যন্ত্র ব্যবহৃত হয়, তাকে কী বলে?
প্যান্টোগ্রাফ।
ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কোন্ সংস্থা প্রকাশ করে?
সার্ভে অব ইন্ডিয়া।
সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে?
1767।
জনসংখ্যার বণ্টন কোন্ ধরনের মানচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়?
কোরোপ্লেথ ম্যাপ।
যে মানচিত্রে ঐতিহাসিক ঘটনাবলি দেখানো হয়, তাকে কী বলে?
ঐতিহাসিক মানচিত্র।
যে সাংস্কৃতিক মানচিত্রে যুদ্ধক্ষেত্রের পথ, পরিকল্পনা ইত্যাদি দেখানো হয়, তাকে কী বলে?
সামরিক মানচিত্র।
যে সাংস্কৃতিক মানচিত্রে ভাষা, ধর্ম, জাতি ইত্যাদি দেখানো হয়, তাকে কী বলে?
সামাজিক মানচিত্র।
যে সাংস্কৃতিক মানচিত্রে জমির ব্যবহার দেখানো হয়, তাকে কী বলে?
ভূমিব্যবহার মানচিত্র।
কোন্ ধরনের মানচিত্রে দেশ ও রাজ্যের অবস্থান দেখানো হয়?
রাজনৈতিক মানচিত্র।
যে প্রাকৃতিক মানচিত্রে আবহাওয়া সংক্রান্ত বিষয় যেমন – বৃষ্টিপাত, বায়ুচাপ, উষ্ণতা, বায়ুপ্রবাহ ইত্যাদি দেখানো হয়, তাকে কী বলে?
জলবায়ু মানচিত্র।
যে প্রাকৃতিক মানচিত্রে ভূগঠনকারী শিলা ও ভূ-অভ্যন্তরীণ গঠন দেখানো হয়, তাকে কী বলে?
ভূ-তাত্ত্বিক মানচিত্র।
যে প্রাকৃতিক মানচিত্রে মহাবিশ্বের বিভিন্ন জ্যোতিষ্ক দেখানো হয়, তাকে কী বলে?
জ্যোতিষ্ক মানচিত্র।
যেসব জিনিস দিয়ে মানচিত্র তৈরি হয়, তাদের কী বলে?
মানচিত্রের উপাদান।
পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোনটি?
গ্লোব।
আন্তর্জাতিক শ্রেণির টোপো মানচিত্র কী নামে পরিচিত?
মিলিয়ন শিট।
ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন?
ফ্রান্সের গণিতজ্ঞ পিয়ারি ভার্নিয়ার (1931 সালে)।
মৌজা মানচিত্রের স্কেল কত?
16 ইঞ্চিতে 1 মাইল।
প্রথম অ্যাটলাস মানচিত্র কে প্রকাশ করেন?
জি মার্কেটর।
সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়?
দেরাদুনে।
কোন্ মানচিত্রে সমোন্নতি রেখার ব্যবহার দেখা যায়?
টোপোগ্রাফিকাল মানচিত্রে।
NATMO -এর পুরো কথা কী?
National Atlas & Thematic Mapping Organisation।
ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো।
থিয়োডোলাইট ও ব্যারোমিটার।
মানচিত্র ছোটো বা বড়ো করার দুটি যন্ত্রের নাম লেখো।
প্যান্টোগ্রাফ ও ফটোস্ট্যাট যন্ত্র।
মানচিত্রে যে যন্ত্রের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা হয় তার নাম কী?
রোটামিটার।
Class 9 Geography All Chapter Notes
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় ‘মানচিত্র ও স্কেল’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।