এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী – ভূগোল – মানচিত্র ও স্কেল – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় ‘মানচিত্র ও স্কেল’ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মানচিত্র ও স্কেল - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
মানচিত্র ও স্কেল – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

মানচিত্র (Map) কাকে বলে?

ল্যাটিন শব্দ ‘ম্যাপা’ (Mappa) থেকে ‘ম্যাপ’ (Map) শব্দ উৎপত্তি লাভ করেছে। ‘ম্যাপা’ শব্দের অর্থ কাপড়। প্রাচীনকালে কাপড়, চামড়া, তুলট কাগজের ওপর ‘ম্যাপ’ আঁকা হত। তাই এরূপ নামকরণ করা হয়।

সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট ছকের ভিতরে উপস্থাপন করা হলে তাকে মানচিত্র বলে। মানচিত্র = মান + চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মান বা স্কেলে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলা হয়।

মানচিত্রের (Map) বৈশিষ্ট্যগুলি লেখো।

মানচিত্তের বৈশিষ্ট্যগুলি হল –

  • মানচিত্র একটি সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়।
  • মানচিত্রে দিক নির্দেশ করা থাকে। সাধারণত মানচিত্রের ওপরের দিকটি উত্তর দিক ধরা হয়।
  • মানচিত্রে বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন রং, চিহ্ন, সংকেতের সাহায্যে দেখানো হয়।
  • মানচিত্র আঁকতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা অতি প্রয়োজনীয়।
  • মানচিত্রের ওপরের দিকে মানচিত্রের বিষয় সংক্রান্ত শিরোনাম থাকে।

লৈখিক স্কেল (Graphical Scale) বলতে কী বোঝো?

সংজ্ঞা – মানচিত্রে যখন কোনো স্কেলকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে লৈখিক স্কেল বলে।

বৈশিষ্ট্য –

  • সাধারণত সরলরেখার ওপর এই স্কেল প্রকাশ করা হয়।
  • এই স্কেল ব্যবহারের দিক থেকে সুবিধাজনক।
  • মানচিত্র বড়ো বা ছোটো করলে স্কেলও একই অনুপাতে বড়ো বা ছোটো হয়।

শ্রেণিবিভাগ –

  • তিন ভাগে ভাগ করা হয়। যথা –
  • রৈখিক স্কেল –
    • সরল রৈখিক স্কেল।
    • তুলনামূলক রৈখিক স্কেল।
  • কর্ণিক বা ডায়াগোনাল স্কেল।
  • ভার্নিয়ার স্কেল।

বিষয়ভিত্তিক মানচিত্র (Thematic Map) কাকে বলে?

প্রাকৃতিক (ভূ-প্রকৃতি, জলবায়ু, মাটি প্রভৃতি), অর্থনৈতিক (কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহণ), সাংস্কৃতিক (জনসংখ্যা প্রভৃতি) ইত্যাদি বিভিন্ন বিষয়ের কোনো একটির ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয়, তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলে। 

উদাহরণ – নদ-নদী মানচিত্র, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র প্রভৃতি।

কার্টোগ্রাফি (Cartography) কাকে বলে?

কার্টোগ্রাফি হল মানচিত্র অঙ্কন বিদ্যা। এই শাস্ত্র দ্বারা বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য বা ভূপৃষ্ঠের কোনো বিষয়কে চিত্ররূপে উপস্থাপিত করার কৌশল জানা যায়।

ভূ-সংস্থান মানচিত্র (Topographical Map) থেকে আমরা কী কী জানতে পারি?

ভূ-সংস্থান মানচিত্র থেকে আমরা বিভিন্ন প্রাকৃতিক উপাদান, যেমন – ভূমিরূপ, নদ-নদী, হ্রদ, জলাশয়, স্বাভাবিক উদ্ভিদ, বনভূমি ইত্যাদি এবং সাংস্কৃতিক উপাদান যেমন – জনবসতি, রাস্তাঘাট, রেল, টেলিফোন ও টেলিগ্রাফ লাইন, ইলেকট্রিক লাইন, ধর্মীয় স্থান, পোস্ট অফিস, থানা, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, কবরস্থান ইত্যাদি সম্পর্কে জানতে পারি।

প্রাকৃতিক মানচিত্র (Physical Map) কাকে বলে?

যে-সকল মানচিত্রে প্রাকৃতিক বিষয় যেমন – পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে।

কোরোক্রোমেটিক মানচিত্র কাকে বলে?

যে মানচিত্রে এক বা একাধিক রঙের সাহায্যে বিভিন্ন ভৌগোলিক উপাদানের (মাটি, স্বাভাবিক উদ্ভিদ, শস্য, শিলা প্রভৃতি) বণ্টন দেখানো হয়, তাকে কোরোক্রোমেটিক মানচিত্র বলে। এই মানচিত্র বিভিন্ন ভৌগোলিক উপাদানের গুণগত বৈশিষ্ট্যকে প্রকাশ করে।

সমমানরেখা মানচিত্র (Isopleth Map) কাকে বলে?

‘Isopleth’ -এর ‘Iso’ অর্থ ‘সমান এবং ‘pleth’ অর্থ ‘মাপ’। যে মানচিত্রে কোনো ভৌগোলিক বিষয়ের সমমানযুক্ত স্থানগুলিকে রেখার দ্বারা পরস্পর যুক্ত করে উপস্থাপন করা হয়, তাকে সমমান রেখাচিত্র বা আইসোপ্লেথ ম্যাপ বলে। এটি পরিমাণগত মানচিত্র।

উদাহরণ – সমচাপরেখা, সমোন্নতিরেখা, সমোেয়রেখা, সমবর্ষণরেখা ইত্যাদি মানচিত্র।

কোরোপ্লেথ ম্যাপ কাকে বলে?

‘Choropleth’ -এর ‘choro’ অর্থ ‘পরিসর’ বা ‘স্থান’ এবং ‘pleth’ অর্থ ‘মাপ। অর্থাৎ, যে মানচিত্রে বিভিন্ন প্রশাসনিক বিভাগ, কোনো ভৌগোলিক উপাদানের ঘনত্ব বা পরিমাণ রং বা রেখা দ্বারা সৃষ্ট ছায়াপাতের মাধ্যমে দেখানো হয়, তাকে কোরোপ্লেথ মানচিত্র বলে। এটি পরিমাণগত মানচিত্র।

উদাহরণ – জনসংখ্যার ঘনত্ব মানচিত্র।

কার্টোগ্রামের (Cartogram) সংজ্ঞা দাও।

Cartogram শব্দটি ‘Karte’ ও ‘Diagramma’ এই দুটি গ্রিক শব্দের মিলনে সৃষ্টি হয়েছে। ‘Karte’ অর্থ মানচিত্র এবং ‘Diagramma’ অর্থ নকশা। সুতরাং, কার্টোগ্রাম হল মানচিত্রে অঙ্কিত নকশা।

যখন ভৌগোলিক তথ্যকে রং, বিন্দু, রেখা, বৃত্ত প্রভৃতি চিহ্ন দ্বারা সরলীকৃত চিত্ররূপে মানচিত্রে উপস্থাপন করা হয়, তখন তাকে কার্টোগ্রাম বা মাপচিত্র বলে।

বর্তমান মানচিত্র বইকে ‘Atlas’ নামকরণ করা হয় কেন?

অথবা, ‘Atlas’ কী?

ষোড়শ শতাব্দীতে (1578 খ্রিস্টাব্দে) হল্যান্ডের ভূগোলবিদ্‌ মার্কেটর প্রথম মানচিত্র বই গ্রিক পুরাণের দেবতা ‘Atlas’ -এর নামানুসারে প্রকাশ করেন। সেই থেকেই বর্তমান কাল পর্যন্ত মানচিত্র বইকে সাধারণত ‘Atlas’ নামকরণ করা হয়।

উপগ্রহ চিত্র (Satellite Image) কাকে বলে?

উপগ্রহ চিত্র কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর কোনো অংশের আলোকচিত্র। অর্থাৎ, মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয় সেই উপগ্রহ পৃথিবীর যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয়, তাকে উপগ্রহ চিত্র (Satellite Image) বলে।

মানচিত্রে ব্যবহৃত প্রথাগত বা প্রচলিত প্রতীক চিহ্ন বলতে কী বোঝো?

মানচিত্রে যখন কোনো বড়ো অঞ্চলকে ছোটো করে আঁকা হয়, তখন অল্প জায়গায় সব কিছু দেখাতে গেলে কিছু সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয়। এগুলিকে প্রথাগত বা প্রচলিত প্রতীক চিহ্ন (Conventional Signs) বলে। পৃথিবীর সবদেশই এই চিহ্নগুলি ব্যবহার করে বলে এগুলিকে আন্তর্জাতিক চিহ্নও বলা হয়।

নির্দেশিকা (Index) কাকে বলে?

বিষয়ভিত্তিক মানচিত্রে নির্দিষ্ট প্রয়োজনে অনেক সংকেত রং, চিহ্ন, অক্ষর ব্যবহার করা হয়। মানচিত্রের পাশে যেখানে এই সংকেত রং, চিহ্ন, অক্ষরগুলির অর্থ লেখা থাকে, তাকে নির্দেশিকা বা Index বলা হয়।

দ্বিমাত্রিক মানচিত্র (2-Dimensional Map) কাকে বলে?

যে মানচিত্রে দুটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ থাকে এবং ক্ষেত্রফল উপস্থাপন করা হয়, তাকে দ্বিমাত্রিক মানচিত্র বলে। যেমন – সমতল কাগজে আঁকা পৃথিবীর মানচিত্র।

ত্রিমাত্রিক (3-Dimensional) মানচিত্র কাকে বলে?

যে মানচিত্রের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই সমস্ত উপাদানগুলি রয়েছে, তাকে ত্রিমাত্রিক মানচিত্র বলে।

মানচিত্র স্কেল কাকে বলে?

যে নির্দিষ্ট অনুপাতে বাস্তব পৃথিবীর কোনো অংশকে মানচিত্রে ছোটো করে দেখানো হয়, তাকে মানচিত্র স্কেল বলে। সহজ করে বলা যায়, মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং বাস্তবে ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের দূরত্বের অনুপাতকে স্কেল বলে।

অর্থাৎ, স্কেল = মানচিত্রের দূরত্ববাস্তব দূরত্ব

সমোন্নতি রেখা (Contours) কাকে বলে?

সমুদ্রপৃষ্ঠ থেকে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমোন্নতি রেখা বলে। টোপোগ্রাফিকাল ম্যাপে এই রেখাটিকে খয়েরি রং দ্বারা সূচিত করা হয়। সমোন্নতি রেখা হল ভূপ্রকৃতি নির্দেশের আদর্শ পদ্ধতি।

স্পট হাইট (Spot Height) কাকে বলে?

যখন কোনো একটি নির্দিষ্ট বিন্দুর সাহায্যে কোনো টোপোমানচিত্রে কোনো স্থানের নির্ণায়িত বা জ্ঞাত উচ্চতা দেওয়া থাকে, তাকে স্পট হাইট (Spot Height) বলে।

স্পট হাইট
স্পট হাইট

বেঞ্চমার্ক (Bench Mark) কাকে বলে?

ভূপৃষ্ঠের উপর নির্মিত কোনো স্থায়ী বস্তুর উপর চিহ্নিত সর্বোচ্চ উচ্চতা পরিমাপকারী একটি বিন্দু বেঞ্চমার্ক (BM) নামে পরিচিত। প্রসঙ্গত এই বেঞ্চমার্ক ফুট বা মিটারে দেখানো হয়।

প্লান (Plan) কী? এটি কী কী কাজে ব্যবহৃত হয়?

সংজ্ঞা – প্লান হল এক ধরনের বৃহৎ স্কেল মানচিত্র। মূলত যে-কোনো ধরনের প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বৃহৎ স্কেলে যে নীল নকশা বা Blue Print প্রস্তুত করা হয়, তাকে প্লান (Plan) বলে। এক্ষেত্রে স্কেল 1 : 500, 1: 1000, 1: 1250, 1 ইঞ্চিতে 8 ফুট প্রভৃতি হয়ে থাকে।

ব্যবহার –

  • ঘরবাড়ি, অট্টালিকা নির্মাণে, শহর গড়ে তুলতে প্লান ব্যবহৃত হয়।
  • তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্লানের প্রয়োজন।
  • শিল্পকারখানা তৈরিতে প্লান গুরুত্বপূর্ণ।
  • সুইমিংপুল, গ্যালারি, পার্ক প্রভৃতি নির্মাণের ক্ষেত্রে প্লান ব্যবহার করা হয়।

গড় সমুদ্রতল (Mean sea level) বা ডেটাম (Datum) কী?

সমুদ্রের সর্বোচ্চ জোয়ারের জলতল ও সর্বনিম্ন জোয়ারের জলতলের গড় উচ্চতাকে গড় সমুদ্রতল বা ডেটাম বলে।

প্রবাহ লেখচিত্র (Flow diagram) কী?

কোনো একটি স্থান থেকে অপর একটি স্থানে যাত্রী ও পণ্য সামগ্রী পরিবহণের জন্য যানবাহন চলাচলের পরিসংখ্যানের সাহায্যে যে চিত্র উপস্থাপন করা হয় তাকে প্রবাহ লেখচিত্র বলে। ব্রিটিশ ভৌগোলিক ডি এ গিলমোর প্রবাহ লেখচিত্র উদ্ভাবন করেন।

রিডিউসড ম্যাপ (Reduced map) কাকে বলে?

যখন স্কেলের মানকে বাড়িয়ে দিয়ে মানচিত্রকে ছোটো করে প্রকাশ করা হয় তখন তাকে রিডিউসড ম্যাপ বা হ্রাসপ্রাপ্ত মানচিত্র বলে।

এনলার্জড ম্যাপ (Enlarged map) কাকে বলে?

যখন স্কেলের মানকে কমিয়ে দিয়ে মানচিত্রকে বড়ো করে প্রকাশ করা হয় তখন তাকে এনলার্জড ম্যাপ বা বৃদ্ধিপ্রাপ্ত মানচিত্র বলে।

ট্রানজেক্ট চার্ট (Transect Chart) কী?

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠের সময় যে চার্টের মাধ্যমে নির্দিষ্ট স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক দেখানো হয় তাকে ট্রানজেক্ট চার্ট বলে।

RF কাকে বলে?

RF -এর পুরো কথা হল Representative Fraction। মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে RF বলে। যেমন – RF = 1 : 50000 | RF স্কেল একটি এককবিহীন স্কেল।

Compass Rose কী?

বায়ু প্রবাহের দিক দেখানোর জন্য যে বিশেষ ধরনের নক্ষত্রচিত্র ব্যবহার করা হয় তাকে উইন্ডরোজ (windrose) বলে। এই চিত্রে দশ দিক থেকে প্রবাহিত বায়ু দেখানো হয় বলে একে Compass Rose বলা হয়।

লৈখিক স্কেলের প্রকাশ কী কী?

লৈখিক স্কেল তিনভাবে প্রকাশ করা হয়। যথা –

  • রৈখিক স্কেল।
  • ডায়াগোনাল বা কর্ণিক স্কেল।
  • ভার্নিয়ার স্কেল।

ভগ্নাংশসূচক স্কেলকে ‘সর্বজনীন স্কেল’ বলা হয় কেন?

ভগ্নাংশসূচক স্কেলে কোনো একক থাকে না। তাই পৃথিবীর যে-কোনো দেশে যে-কোনো এককে রূপান্তরিত করে এই স্কেল ব্যবহার করা যায়। এই কারণে ভগ্নাংশসূচক স্কেলকে ‘সর্বজনীন স্কেল’ বলে।

মানচিত্র অভিক্ষেপ কী?

সমগ্র পৃথিবী বা এর কোনো অংশের মানচিত্র অঙ্কন করার জন্য যে নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট ক্সেল ও সূত্রের সাহায্যে ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকাকে কোনো দ্বিমাত্রিকতলে (কাগজে) যথাযথ ও শ্রেণিবদ্ধভাবে স্থানান্তর করা হয় তাকে মানচিত্র অভিক্ষেপ বলে।

ভূমি ব্যবহার মানচিত্র কাকে বলে?

যে মানচিত্রে বৃহৎ স্কেলে কোনো নির্দিষ্ট অঞ্চলের ভূমি বা জমিকে কী কী প্রকারের কাজে ব্যবহার করা হচ্ছে তা আলাদা আলাদা রং বা সাংকেতিক চিহ্নের সাহায্যে দেখানো হয় তাকে ভূমি ব্যবহার মানচিত্র বলে।

Class 9 Geography All Chapter Notes

1. গ্রহরূপে পৃথিবীবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
রচনাধর্মী প্রশ্নোত্তর
2. পৃথিবী গতিসমূহবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
3. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
➼ দক্ষতামূলক প্রশ্নোত্তর
গাণিতিক প্রশ্নোত্তর
4. ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
5. আবহবিকারঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
6. দুর্যোগ ও বিপর্যয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
7. ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
8. ভারতের সম্পদ (খনিজ সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
9. ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
10. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
11. পশ্চিমবঙ্গ (প্রাকৃতিক পরিবেশ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
12. পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
13. মানচিত্র ও স্কেলঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
➼ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
মানচিত্র চিহ্নিতকরণ

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় ‘মানচিত্র ও স্কেল’ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন