নবম শ্রেণী – ভূগোল – পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ) – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ) - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ) – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় –

  1. 1945 সালে
  2. 1947 সালে
  3. 1948 সালে
  4. 1950 সালে

উত্তর – 2. 1947 সালে

কালিম্পং জেলাটি যে জেলা থেকে আলাদা হয় সৃষ্টি হয়েছে তা হল –

  1. মেদিনীপুর
  2. আলিপুরদুয়ার
  3. বর্ধমান
  4. দার্জিলিং

উত্তর – 4. দার্জিলিং

পশ্চিমবঙ্গের প্রায় মাঝবরাবর পূর্ব-পশ্চিমে প্রসারিত হয়েছে –

  1. নিরক্ষরেখা
  2. মকরক্রান্তিরেখা
  3. কর্কটক্রান্তিরেখা
  4. কোনোটিই নয়

উত্তর – 3. কর্কটক্রান্তিরেখা

– সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়।

  1. 1950
  2. 1952
  3. 1954
  4. 1956

উত্তর – 4. 1956

24 পরগনা জেলাকে ভাগ করা হয় –

  1. 1956 সালে
  2. 1971 সালে
  3. 1991 সালে
  4. 1986 সালে

উত্তর – 4. 1986 সালে

পশ্চিমবঙ্গের চারপাশের সীমানায় স্বাধীন দেশ আছে –

  1. 8টি
  2. 4টি
  3. 3টি
  4. 2টি

উত্তর – 3. 3টি

ছিটমহল অবস্থিত –

  1. জলপাইগুড়ি
  2. উত্তর দিনাজপুর
  3. কোচবিহার
  4. মালদা জেলায়

উত্তর – 3. কোচবিহার

পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা –

  1. পশ্চিম মেদিনীপুর
  2. পূর্ব মেদিনীপুর
  3. উত্তর 24 পরগনা
  4. দক্ষিণ 24 পরগনা

উত্তর – 4. দক্ষিণ 24 পরগনা

মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভাগ হয় –

  1. 2001 সালে
  2. 1991 সালে
  3. 1992 সালে
  4. 2002 সালে

উত্তর – 4. 2002 সালে

উত্তর-দক্ষিণে পশ্চিমবঙ্গের সর্বাধিক বিস্তার –

  1. 320কিমি
  2. 400কিমি
  3. 623কিমি
  4. 525 কিমি

উত্তর – 3. 623 কিমি

পশ্চিমবঙ্গের ‘Chicken’s Neck’ বলা হয় –

  1. উত্তর দিনাজপুর জেলাকে
  2. মালদা জেলাকে
  3. দার্জিলিং জেলাকে
  4. বর্ধমান জেলাকে

উত্তর – 1. উত্তর দিনাজপুর

পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্যতম জেলা হল –

  1. কলকাতা
  2. হুগলি
  3. বর্ধমান
  4. মালদহ

উত্তর – 1. কলকাতা

কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসেবে অন্তর্ভুক্ত হল –

  1. 1945 খ্রিস্টাব্দে
  2. 1950 খ্রিস্টাব্দে
  3. 1952 খ্রিস্টাব্দে
  4. 1955 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1950 খ্রিস্টাব্দে

– জেলাটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত।

  1. নদিয়া
  2. বাঁকুড়া
  3. বীরভূম
  4. হুগলি

উত্তর – 1. নদিয়া

জেলার সংখ্যা সর্বনিম্ন –

  1. জলপাইগুড়ি বিভাগে
  2. বর্ধমান বিভাগে
  3. প্রেসিডেন্সি বিভাগে

উত্তর – 3. প্রেসিডেন্সি বিভাগে

উত্তর 24 পরগনার সদর দপ্তর হল –

  1. আলিপুর
  2. বারাসাত
  3. কৃষ্ণনগর
  4. চুঁচুড়া

উত্তর – 2. বারাসাত

কোচবিহার জেলাটি –

  1. প্রেসিডেন্সি বিভাগ
  2. বর্ধমান বিভাগ
  3. জলপাইগুড়ি বিভাগ
  4. কোচবিহার বিভাগ-প্রশাসনিক বিভাগের অন্তর্গত

উত্তর – 3. জলপাইগুড়ি বিভাগ

উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হল –

  1. দার্জিলিং
  2. শিলিগুড়ি
  3. গ্যাংটক
  4. কলকাতা

উত্তর – 2. শিলিগুড়ি

পশ্চিমবঙ্গের নবতম জেলা –

  1. ঝাড়গ্রাম
  2. পশ্চিম বর্ধমান
  3. কালিম্পং
  4. আলিপুরদুয়ার

উত্তর – 2. পশ্চিম বর্ধমান

পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা –

  1. 20টি
  2. 21টি
  3. 22টি
  4. 23টি

উত্তর – 2. 23টি

পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যটি হল –

  1. ঝাড়খণ্ড
  2. বিহার
  3. অসম
  4. সিকিম

উত্তর – 4. সিকিম

পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত প্রতিবেশী দেশটি হল –

  1. নেপাল
  2. বাংলাদেশ
  3. ভুটান
  4. পাকিস্তান

উত্তর – 2. বাংলাদেশ

পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানায় সবচেয়ে বেশি দৈর্ঘ্যজুড়ে বিস্তৃত রাজ্যটি হল –

  1. ঝাড়খণ্ড
  2. সিকিম
  3. বিহার
  4. ওড়িশা

উত্তর – 1. ঝাড়খণ্ড

পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত প্রতিবেশী দেশের সংখ্যা –

  1. 2টি
  2. 3টি
  3. 4টি
  4. 5টি

উত্তর – 2. 3টি

বর্ধমান বিভাগে মোট জেলার সংখ্যা –

  1. 4টি
  2. 5টি
  3. 7টি
  4. 8টি

উত্তর – 1. 4টি

পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্বদিকেরজেলাটি হল –

  1. নদিয়া
  2. পুরুলিয়া
  3. কোচবিহার
  4. দার্জিলিং

উত্তর – 3. কোচবিহার

পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলাটি হল –

  1. কলকাতা
  2. নদিয়া
  3. উত্তর দিনাজপুর
  4. দার্জিলিং

উত্তর – 1. কলকাতা

– রাজ্যে প্রথম মেট্রো রেল চালু হয়।

  1. ভারতের মহারাষ্ট্র
  2. পশ্চিমবঙ্গ
  3. সিকিম
  4. ওড়িশা

উত্তর – 2. পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের নবীনতম প্রতিবেশী রাজ্য হল –

  1. অসম
  2. বিহার
  3. সিকিম
  4. ঝাড়খণ্ড

উত্তর – 4. ঝাড়খণ্ড

পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা আছে –

  1. নেপাল -এর
  2. ভুটান -এর
  3. বাংলাদেশ -এর
  4. চিন -এর

উত্তর – 3. বাংলাদেশ -এর

শূন্যস্থান পূরণ করো

পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে ___।

উত্তর – পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর।

অবিভক্ত ___ দেশের পশ্চিমাংশ নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত হয়।

উত্তর – অবিভক্ত বঙ্গ দেশের পশ্চিমাংশ নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত হয়।

পশ্চিমবঙ্গের অবস্থান ___ প্রকৃতির।

উত্তর – পশ্চিমবঙ্গের অবস্থান উপদ্বীপীয় প্রকৃতির।

অক্ষাংশগত বিচারে পশ্চিমবঙ্গ ___ গোলার্ধে অবস্থিত।

উত্তর – অক্ষাংশগত বিচারে পশ্চিমবঙ্গ উত্তর গোলার্ধে অবস্থিত।

দ্রাঘিমাগত বিচারে পশ্চিমবঙ্গ ___ গোলার্ধে অবস্থিত।

উত্তর – দ্রাঘিমাগত বিচারে পশ্চিমবঙ্গ পূর্ব গোলার্ধে অবস্থিত।

আয়তনের দিক দিয়ে ভারতে পশ্চিমবঙ্গের স্থান ___।

উত্তর – আয়তনের দিক দিয়ে ভারতে পশ্চিমবঙ্গের স্থান ত্রয়োদশ।

জনঘনত্ব অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান ___।

উত্তর – জনঘনত্ব অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়।

পশ্চিমবঙ্গের রাজধানীর নাম ___।

উত্তর – পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা।

কলকাতা ___ সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল।

উত্তর – কলকাতা 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল।

পূর্ব-পশ্চিমে পশ্চিমবঙ্গের সর্বাধিক বিস্তার ___ কিমি।

উত্তর – পূর্ব-পশ্চিমে পশ্চিমবঙ্গের সর্বাধিক বিস্তার 320 কিমি।

পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমানায় অবস্থিত রাজ্যটি হল ___।

উত্তর – পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমানায় অবস্থিত রাজ্যটি হল অসম।

প্রেসিডেন্সি বিভাগের জেলার সংখ্যা ___ টি।

উত্তর – প্রেসিডেন্সি বিভাগের জেলার সংখ্যা 5টি।

ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগরটি হল ___।

উত্তর – ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগরটি হল কলকাতা।

___ জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়েছে।

উত্তর – জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশটি হল ___।

উত্তর – পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশটি হল নেপাল।

___ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা।

উত্তর – কলকাতা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা।

দার্জিলিং -এর সঙ্গে ভারতের যে রাজ্যের সীমানাযুক্ত সেটি হল ___।

উত্তর – দার্জিলিং -এর সঙ্গে ভারতের যে রাজ্যের সীমানাযুক্ত সেটি হল সিকিম।

পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্যটি হল ___।

উত্তর – পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্যটি হল সিকিম।

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানার দৈর্ঘ্য প্রায় ___ কিমি।

উত্তর – পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানার দৈর্ঘ্য প্রায় 500 কিমি।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমানার দৈর্ঘ্য প্রায় ___ কিমি।

উত্তর – পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমানার দৈর্ঘ্য প্রায় 900 কিমি।

পশ্চিমবঙ্গের সীমানায় সবচেয়ে কম দৈর্ঘ্য জুড়ে রয়েছে ___ রাজ্য।

উত্তর – পশ্চিমবঙ্গের সীমানায় সবচেয়ে কম দৈর্ঘ্য জুড়ে রয়েছে সিকিম (প্রায় 60 কিমি) রাজ্য।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে ___ রাজ্য খনিজ সম্পদে সবচেয়ে বেশি সমৃদ্ধ।

উত্তর – পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ড রাজ্য খনিজ সম্পদে সবচেয়ে বেশি সমৃদ্ধ।

ঠিক-ভুল নির্বাচন করো

হিমালয় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত ভারতে একমাত্র রাজ্য হল পশ্চিমবঙ্গ।

উত্তর – ঠিক

মহানন্দা করিডর অবস্থিত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে)

কর্কটক্রান্তিরেখা পশ্চিমবঙ্গের 6টি জেলার ওপর দিয়ে বিস্তৃত।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 5টি)

পশ্চিমবঙ্গ জাতীয় এবং আন্তর্জাতিক সীমারেখা দ্বারা আবদ্ধ।

উত্তর – ঠিক

পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরের জেলাটি হল উত্তর দিনাজপুর।

উত্তর – ভুল (সঠিক উত্তর – দার্জিলিং)

বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 20টি।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 23টি)

নেপাল পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের মাধ্যমে বিদেশ থেকে বিভিন্ন দ্রব্য আমদানি করে।

উত্তর – ঠিক

পশ্চিমবঙ্গের একটি স্থলবেষ্টিত প্রতিবেশী দেশ হল বাংলাদেশ।

উত্তর – ভুল (সঠিক উত্তর – নেপাল বা ভুটান)

পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশটি হল সিকিম।

উত্তর – ভুল (সঠিক উত্তর – ভুটান)

পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ অংশটি মুরশিদাবাদ জেলায় অবস্থিত।

উত্তর – ভুল (সঠিক উত্তর – উত্তর দিনাজপুর)

বোধমূলক প্রশ্নোত্তর

আমি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান একটি শহর। আমি কে?

উত্তর – আমি কলকাতা।

আমি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভ্রমণমূলক স্থান। আমি কে?

উত্তর – আমি দার্জিলিং।

আমিই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে সীমানাগত দিক থেকে পৃথক করে রেখেছি। আমি কে?

উত্তর – আমি তিনবিঘা করিডর।

আমি পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য। প্রতিবেশী দেশগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমার সীমানাগত বিস্তৃতি সর্বাধিক। আমি কে?

উত্তর – আমি ঝাড়খণ্ড রাজ্য।

আমি সুবিশাল এক জলরাশি। পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানা আমিই রচনা করেছি। আমি কে?

উত্তর – আমি বঙ্গোপসাগর।

পশ্চিমবঙ্গের রাজধানী, সর্বাধিক জনবহুল শহর এই প্রশাসনিক বিভাগেই অবস্থিত। প্রশাসনিক বিভাগটির নাম কী?

উত্তর – প্রশাসনিক বিভাগটির নাম প্রেসিডেন্সি বিভাগ।

সম্পর্ক নির্ধারণ করো

পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমা: বঙ্গোপসাগর : : পশ্চিমবঙ্গের উত্তর সীমা : ___।

উত্তর – পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমা: বঙ্গোপসাগর : : পশ্চিমবঙ্গের উত্তর সীমা : ভুটান।

পশ্চিমবঙ্গের জনবহুল জেলা : কলকাতা : : পশ্চিমবঙ্গের জনবিরল জেলা : ___।

উত্তর – পশ্চিমবঙ্গের জনবহুল জেলা : কলকাতা : : পশ্চিমবঙ্গের জনবিরল জেলা : পুরুলিয়া।

পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয় : ___ : : পশ্চিমবঙ্গের প্রধান বিশ্ববিদ্যালয় : কলকাতা বিশ্ববিদ্যালয়।

উত্তর – পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয় : কলকাতা হাইকোর্ট : : পশ্চিমবঙ্গের প্রধান বিশ্ববিদ্যালয় : কলকাতা বিশ্ববিদ্যালয়।

তমলুক : পূর্ব মেদিনীপুর : : বালুরঘাট : ___।

উত্তর – তমলুক : পূর্ব মেদিনীপুর : : বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর।

পশ্চিমবঙ্গের রাজধানী : কলকাতা : : ___ : দার্জিলিং।

উত্তর – পশ্চিমবঙ্গের রাজধানী : কলকাতা : : পশ্চিমবঙ্গের শৈল শহর/পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র : দার্জিলিং।

কলকাতা : প্রেসিডেন্সি বিভাগ : : বাঁকুড়া : ___।

উত্তর – কলকাতা : প্রেসিডেন্সি বিভাগ : : বাঁকুড়া : মেদিনীপুর বিভাগ।

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিক
1. উত্তর 24 পরগনা(i) কৃষ্ণনগর
2. দক্ষিণ 24 পরগনা(ii) সিউড়ি
3. নদিয়া(iii) তমলুক
4. মুরশিদাবাদ(iv) রায়গঞ্জ
5. বীরভূম(v) ইংরেজবাজার
6. হুগলি(vi) বারাসাত
7. পূর্ব মেদিনীপুর(vii) বালুরঘাট
8. মালদা(viii) বহরমপুর
9. উত্তর দিনাজপুর(ix) চুঁচুড়া
10. দক্ষিণ দিনাজপুর(x) আলিপুর

উত্তর –

বামদিকডানদিক
1. উত্তর 24 পরগনা(vi) বারাসাত
2. দক্ষিণ 24 পরগনা(x) আলিপুর
3. নদিয়া(i) কৃষ্ণনগর
4. মুরশিদাবাদ(viii) বহরমপুর
5. বীরভূম(ii) সিউড়ি
6. হুগলি(ix) চুঁচুড়া
7. পূর্ব মেদিনীপুর(iii) তমলুক
8. মালদা(v) ইংরেজবাজার
9. উত্তর দিনাজপুর(iv) রায়গঞ্জ
10. দক্ষিণ দিনাজপুর(vii) বালুরঘাট

দু-এক কথায় উত্তর দাও

পশ্চিমবঙ্গ ভারতের কোন্ দিকে অবস্থিত?

পূর্বদিকে

বর্তমানে ভারতে কটি অঙ্গরাজ্য আছে?

29টি

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি?

7টি

পশ্চিমবঙ্গের আয়তন কত?

88,752 বর্গ কিমি

পশ্চিমবঙ্গকে কটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে?

5টি

জনসংখ্যার বিচারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?

চতুর্থ

পশ্চিমবঙ্গের কোন্ প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা?

ত্রিপুরা

পশ্চিমবঙ্গের মানুষের প্রধান জীবিকা কী?

কৃষিকাজ

চন্দননগর কত সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়?

1949 সালে

কাকে ‘পূর্ব ভারতের প্রবেশদ্বার’ বলা হয়?

কলকাতাকে

পশ্চিমবঙ্গের সীমানায় কটি রাজ্য অবস্থিত?

5টি

পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটির নাম কী?

পশ্চিম বর্ধমান

চিল্কা হ্রদ পশ্চিমবঙ্গের কোন্ প্রতিবেশী রাজ্যে অবস্থিত?

ওড়িশায়

ভারতে ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ কবে গঠিত হয়?

1953 সালে

ভারত কত সালে তিনবিঘা করিডর বাংলাদেশকে লিজ দেয়?

1992 সালে 26 জুন

পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের কত শতাংশ স্থান দখল করে আছে?

প্রায় 2.7%

পশ্চিমবঙ্গের সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলা কোনটি?

কলকাতা

পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয়ের নাম কী?

কলকাতা হাইকোর্ট

পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তরের নাম কি?

তমলুক

ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কোন্ দিকে অবস্থিত?

পশ্চিম দিকে

পশ্চিমবঙ্গের কোন্ দুটি প্রতিবেশী দেশ কলকাতা বন্দরের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য চালায়?

নেপাল ও ভুটান

পশ্চিমবঙ্গের মালভূমি কোন্ প্রাচীন শিলাখণ্ডের অংশ?

গন্ডোয়ানাল্যান্ড

ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে?

প্রায় 7.55%

পশ্চিমবঙ্গের কোন্ শহরকে ‘ভুটান রাষ্ট্রের দরজা’ বলা হয়?

জলপাইগুড়ি

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলি কি কি?

1. জলপাইগুড়ি
2. বর্ধমান
3. প্রেসিডেন্সি
4. মালদা
5. মেদিনীপুর বিভাগ

‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশপথ’ কোন্ শহরকে বলা হয়?

শিলিগুড়ি

Class 9 Geography All Chapter Notes

1. গ্রহরূপে পৃথিবীবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
রচনাধর্মী প্রশ্নোত্তর
2. পৃথিবী গতিসমূহবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
3. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
➼ দক্ষতামূলক প্রশ্নোত্তর
গাণিতিক প্রশ্নোত্তর
4. ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
5. আবহবিকারঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
6. দুর্যোগ ও বিপর্যয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
7. ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
8. ভারতের সম্পদ (খনিজ সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
9. ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
10. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)➼ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
11. পশ্চিমবঙ্গ (প্রাকৃতিক পরিবেশ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
12. পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
13. মানচিত্র ও স্কেলঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
মানচিত্র চিহ্নিতকরণ

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী ইতিহাস - প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস – প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ,নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

দেখাও যে, সমান কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে।

একটি কাচের স্ল্যাবের গঠন চিত্রসহ বর্ণনা করো।

চন্দ্রযান-3 – প্রবন্ধ রচনা

সেফ ড্রাইভ সেভ লাইভ – প্রবন্ধ রচনা