আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)’ এর টীকা নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

তিনবিঘা করিডর – টীকা
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ-কুচলিবাড়ি অঞ্চলের তিন বিঘা জমি ভারত সরকার 1992 সালের 26 জুন বাংলাদেশ সরকারকে অনির্দিষ্ট কালের জন্য লিজ দিয়েছে বাংলাদেশের দহগ্রাম ও পানবাড়ি ছিটমহলের মধ্যে যাতায়াতের জন্য। এই সংকীর্ণ একফালি জমিই ‘তিনবিঘা করিডর’ নামে পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্তের এই অংশ ছিটমহল নামে পরিচিত।
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার – টীকা
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, যেমন – সিকিম, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড প্রভৃতির সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের সংযোগ রক্ষা করে চলেছে শিলিগুড়ি শহরটি। তাই শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ঔষধ, যন্ত্রপাতি, বস্ত্র, রাসায়নিক দ্রব্য, খাদ্যদ্রব্য, কয়লা, লবণ শিলিগুড়ির মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে প্রেরিত হয় এবং সেখান থেকে বনজ, কৃষিজ, খনিজ সম্পদ পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অংশে পৌঁছায়।
গোর্খাল্যান্ড – টীকা
পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চল অধ্যুষিত নেপালি সম্প্রদায় গোর্খা নামে পরিচিত। এই সমস্ত গোর্খা সম্প্রদায়ভুক্ত মানুষজন তাদের স্বতন্ত্র পরিচয় ও আর্থসামাজিক উন্নয়ন অক্ষুণ্ণ রাখতে একটি পৃথক রাষ্ট্রগঠনের দাবি জানায়। সেই প্রস্তাবিত রাষ্ট্রই গোর্খাল্যান্ড নামে পরিচিত। 1980 সালে গোর্খাল্যান্ড ন্যাশানাল লিবারেশান ফ্রন্ট গঠনের মাধ্যমে দার্জিলিং, ডুয়ার্স ও শিলিগুড়ি নিয়ে গোর্খাল্যান্ডের প্রথম দাবি জানানো হয়।
চুখা জলবিদ্যুৎ প্রকল্প – টীকা
চুখা জলবিদ্যুৎ প্রকল্প ভারত সরকার ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে। ভুটানের তিচু ও ওয়াংচু নদীর মিলনস্থলে চুখা বলে একটি স্থানে এই প্রকল্পটি স্থাপন করা হয়েছে। এই প্রকল্পটির 336 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি ভুটান এবং পশ্চিমবঙ্গসহ ভারতে বিদ্যুৎ সরবরাহ করে।
Class 9 Geography All Chapter Notes
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)’ এর টীকা নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।