এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী – ভূগোল – পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ) – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ) - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ) – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

পশ্চিমবঙ্গের প্রধান দুটি অর্থকরী ফসল হল –

  1. ধান ও গম
  2. চা ও পাট
  3. ধান ও আলু
  4. ধান ও পাট

উত্তর – 2. চা ও পাট

ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান –

  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ

উত্তর – 1. প্রথম

পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় –

  1. দার্জিলিং পার্বত্য অঞ্চলে
  2. তরাই অঞ্চলে
  3. ডুয়ার্স অঞ্চলে
  4. অযোধ্যা পাহাড়ে

উত্তর – 3. ডুয়ার্স অঞ্চলে

উত্তরবঙ্গ চা নিলাম কেন্দ্র বর্তমান –

  1. দার্জিলিং -তে
  2. জলপাইগুড়ি -তে
  3. শিলিগুড়ি -তে
  4. ধূপগুড়ি -তে

উত্তর – 3. শিলিগুড়ি  -তে

‘প্রাসাদ নগরী’ বলা হয় –

  1. কলকাতা -কে
  2. হাওড়া -কে
  3. হুগলি -কে
  4. মুরশিদাবাদ -কে

উত্তর – 1. কলকাতা -কে

ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম জেলা –

  1. পূর্ব বর্ধমান
  2. মালদহ
  3. উত্তর 24 পরগনা 
  4. দক্ষিণ 24 পরগনা

উত্তর – 1. পূর্ব বর্ধমান

কোন্ স্থানে ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে? –

  1. রানিগঞ্জ
  2. দুর্গাপুর
  3. হলদিয়া
  4. শিলিগুড়ি

উত্তর – 2. দুর্গাপুর

পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর কোন্ কুটির শিল্পের জন্য বিখ্যাত? –

  1. কাঁসা-পেতল শিল্প
  2. টেরাকোটা শিল্প
  3. মাদুর শিল্প
  4. তাঁত শিল্প

উত্তর – 2. টেরাকোটা শিল্প

চা উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হল –

  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. চতুর্থ
  4. ষষ্ঠ

উত্তর – 2. দ্বিতীয়

উত্তরবঙ্গের অর্থনীতির মূল স্তম্ভ হল –

  1. লৌহ ইস্পাত শিল্প
  2. বস্ত্র বয়ন শিল্প
  3. চা  শিল্প
  4. তথ্যপ্রযুক্তি শিল্প

উত্তর – 3. চা শিল্প

পশ্চিমবঙ্গের সর্ব দক্ষিণের বন্দরটি হল –

  1. হলদিয়া
  2. কলকাতা
  3. তমলুক
  4. আলিপুর

উত্তর – 1. হলদিয়া

বেতের তৈরি শীতলপাটির জন্য বিখ্যাত –

  1. নদিয়া
  2. হুগলি
  3. কোচবিহার
  4. বর্ধমান

উত্তর – 3. কোচবিহার

ভারতের উচ্চতম রেলস্টেশনটি হল –

  1. শিলিগুড়ি
  2. বাগডোগরা
  3. নিউজলপাইগুড়ি
  4. ঘুম

উত্তর – 4. ঘুম

গোরুমারা, জলদাপাড়া একটি  –

  1. শৈল শহর
  2. সমুদ্র সৈকত
  3. শিক্ষাকেন্দ্র
  4. অভয়ারণ্য

উত্তর – 4. অভয়ারণ্য

হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত পণ্য –

  1. ন্যাপথা
  2. অপরিশ্রুত খনিজ তেল
  3. কয়লা
  4. ন্যাপথলিন

উত্তর – 2. অপরিশ্রুত খনিজ তেল

পাট শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা পশ্চিমবঙ্গের অন্যতম শিল্পাঞ্চলটি হল –

  1. আসানসোল-রানিগঞ্জ
  2. দুর্গাপুর
  3. হুগলি
  4. হলদিয়া

উত্তর – 3. হুগলি

পশ্চিমবঙ্গে সংকর ইস্পাত তৈরির কারখানা গড়ে উঠেছে –

  1. বার্নপুরে
  2. কুলটিতে
  3. দুর্গাপুরে
  4. হলদিয়ায়

উত্তর – 3. দুর্গাপুরে

বিড়ি শিল্পের জন্য প্রয়োজন –

  1. কেন্দু পাতার বন
  2. শাল গাছের বন
  3. পলাশ গাছের বন
  4. খয়রা গাছের বন

উত্তর – 1. কেন্দু পাতার বন

ছৌ নাচের মুখোশ তৈরি হয় –

  1. বাঁকুড়া
  2. পুরুলিয়া
  3. বীরভূম
  4. মুরশিদাবাদে

উত্তর – 2. পুরুলিয়া

পশ্চিমবঙ্গের পাট গবেষণাগারটি অবস্থিত –

  1. হাওড়া
  2. নৈহাটি
  3. ব্যারাকপুর
  4. কোনোটিই নয়

উত্তর – 3. ব্যারাকপুর

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন যে-ধরনের পর্যটনকেন্দ্র –

  1. প্রাকৃতিক
  2. ধর্মীয়
  3. সাংস্কৃতিক
  4. ঐতিহাসিক

উত্তর – 3. সাংস্কৃতিক

প্রদত্ত কোন্ পর্যটন কেন্দ্রটি World Heritage Site -এর অন্তর্ভুক্ত? –

  1. সুন্দরবন
  2. দিঘা
  3. ডুয়ার্স
  4. শান্তিনিকেতন

উত্তর – 1. সুন্দরবন

ভারতের প্রথম পাটকলটি গড়ে ওঠে –

  1. পশ্চিমবঙ্গের রিষড়ায়
  2. বিহারের পাটনায়
  3. পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে
  4. ঝাড়খণ্ডের সিংভূমে

উত্তর – 1. পশ্চিমবঙ্গের রিষড়ায়

IISCO কোম্পানি সরকারের অধীনস্থ হয় –

  1. 1971 সালে
  2. 1972 সালে
  3. 1973 সালে
  4. 1974 সালে

উত্তর – 4. 1974 সালে

পশ্চিমবঙ্গের ধান্য ভান্ডার বলা হয় যে জেলাকে –

  1. বর্ধমান
  2. নদিয়া
  3. মালদহ
  4. হুগলি

উত্তর – 1. বর্ধমান

পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পাটকল স্থাপিত হয়েছিল –

  1. বজবজ
  2. দুর্গাপুর
  3. রিষড়া
  4. শ্রীরামপুরে

উত্তর – 3. রিষড়া

পশ্চিমবঙ্গের প্রথম লৌহ-ইস্পাত কারখানাটি গড়ে উঠেছিল –

  1. বার্নপুর
  2. দুর্গাপুর
  3. কুলটি
  4. আসানসোলে

উত্তর – 3. কুলটি

নদিয়া জেলার শান্তিপুর বিখ্যাত –

  1. তাঁত
  2. লৌহ-ইস্পাত
  3. চা
  4. পাট শিল্পের জন্য

উত্তর – 1. তাঁত

পশ্চিমবঙ্গের একটি দর্শনীয় স্থান ‘হাজার দুয়ারি’ অবস্থান করছে –

  1. দার্জিলিং
  2. পুরুলিয়া
  3. মুরশিদাবাদ
  4. মালদহে

উত্তর – 3. মুরশিদাবাদ

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিখ্যাত পর্যটন কেন্দ্রটি হল –

  1. শান্তিনিকেতন
  2. দার্জিলিং
  3. মুকুটমণিপুর
  4. মন্দারমনি

উত্তর – 1. শান্তিনিকেতন

SEZ কথার অর্থ হল –

  1. Slow Economic Zone
  2. Special Economic Zone
  3. Side Economic Zone
  4. Sub Economic Zone

উত্তর – 2. Special Economic Zone

পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রটি হল –

  1. শিলিগুড়ি
  2. হলদিয়া
  3. দুর্গাপুর
  4. রাজারহাট

উত্তর – 4. রাজারহাট

কুলিক পক্ষীনিবাস গড়ে উঠেছে –

  1. জলপাইগুড়ি
  2. রায়গঞ্জ
  3. আলিপুরদুয়ার
  4. বালুরঘাটে

উত্তর – 3. আলিপুরদুয়ার

পাটের একটি উচ্চফলনশীল বীজ হল –

  1. MCU–4
  2. MCU–5
  3. কল্যাণসোনা
  4. সবুজ সোনা

উত্তর – 4. সবুজ সোনা

‘আমের শহর’ বলা হয় –

  1. বহরমপুর
  2. কৃষ্ণনগর
  3. রায়গঞ্জ
  4. ইংরেজ বাজার

উত্তর – 4. ইংরেজ বাজার

পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গের উন্নত জেলা হল –

  1. পুরুলিয়া
  2. মালদা
  3. দার্জিলিং
  4. কোচবিহার

উত্তর – 3. দার্জিলিং

ডোকরা শিল্প বিখ্যাত –

  1. বাঁকুড়ায়
  2. বর্ধমানে
  3. মুরশিদাবাদে
  4. মালদায়

উত্তর – 1. বাঁকুড়ায়

আউটসোর্সিং শব্দটি কোন্ শিল্পের সঙ্গে যুক্ত –

  1. খাদ্য প্রক্রিয়াকরণ
  2. বস্ত্র
  3. তথ্যপ্রযুক্তি
  4. পর্যটন

উত্তর – 3. তথ্যপ্রযুক্তি

পর্যটন কেন্দ্র কার্শিয়াং যে শৈলশিরার ওপর অবস্থিত –

  1. তাগদা পেশক শৈলশিরা
  2. দার্জিলিং সেবং
  3. বাগোরা ডাউহিল
  4. কোনোটিই নয়

উত্তর – 3. বাগোরা ডাউহিল

মৎস্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গড়ে ওঠা ফুডপার্কটি হল –

  1. সাগরদ্বীপ
  2. বসিরহাট
  3. দিঘা
  4. শংকরপুর

উত্তর – 4. শংকরপুর

পশ্চিমবঙ্গের উপকূলের প্রধান পর্যটন কেন্দ্রটি হল –

  1. দিঘা
  2. হলদিয়া
  3. জুনপুট
  4. হালিশহর

উত্তর – 1. দিঘা

পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত –

  1. সাঁওতালডিহিতে
  2. ব্যান্ডেলে
  3. ফারাক্কায়
  4. কোলাঘাটে

উত্তর – 3. ফারাক্কায়

BPO -এর নাম –

  1. Business Process Outsourcing
  2. ব্রিটিশ পাকিস্তান মালিকানা
  3. বারমা পাতায়া বিদেশী
  4. ব্যবসা ব্যক্তিগত মালিকদের

উত্তর – 1. Business Process Outsourcing

আউশ ধান কাটা হয় –

  1. মে-জুন মাসে
  2. অক্টোবর-নভেম্বর মাসে
  3. মার্চ-এপ্রিল মাসে
  4. আগস্ট-সেপ্টেম্বর মাসে

উত্তর – 1. মে-জুন মাসে

আমন ধান কাটা হয় –

  1. বৈশাখ
  2. ভাদ্র
  3. চৈত্র
  4. অগ্রহায়ণ মাসে

উত্তর – 4. অগ্রহায়ণ

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারত পৃথিবীতে –

  1. দ্বিতীয় স্থান অধিকার করেছে
  2. তৃতীয় স্থান অধিকার করেছে
  3. চতুর্থ স্থান অধিকার করেছে
  4. পঞ্চম স্থান অধিকার করেছে

উত্তর – 4. পঞ্চম স্থান অধিকার করেছে

উত্তরবঙ্গের প্রধান পর্যটন কেন্দ্রটি হল –

  1. দার্জিলিং
  2. জলদাপাড়া
  3. শান্তিনিকেতন
  4. বক্সাদুয়ার

উত্তর – 1. দার্জিলিং

পূর্ব মেদিনীপুর জেলা যে কুটির শিল্পের জন্য বিখ্যাত –

  1. বিড়ি শিল্প
  2. মাদুর শিল্প
  3. গুড় শিল্প
  4. তাঁত শিল্প

উত্তর – 2. মাদুর শিল্প

ইংলিশবাজার শহরটি অবস্থিত –

  1. মুরশিদাবাদ জেলায়
  2. বর্ধমান জেলায়
  3. মালদা জেলায়
  4. দার্জিলিং জেলায়

উত্তর – 3. মালদা

পশ্চিমবঙ্গ ভারতে পাট উৎপাদনে –

  1. প্রথম স্থান অধিকার করে
  2. দ্বিতীয় স্থান অধিকার করে
  3. তৃতীয় স্থান অধিকার করে
  4. চতুর্থ স্থান অধিকার করে

উত্তর – 1. প্রথম স্থান অধিকার করে

কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হল –

  1. ফ্রেজারগঞ্জ
  2. ডায়মন্ড হারবার
  3. হলদিয়া
  4. মন্দারমনি

উত্তর – 3. হলদিয়া

দুর্গাপুর লৌহ-ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে –

  1. দামোদর নদীর তীরে
  2. বরাকর নদীর তীরে
  3. সুবর্ণরেখা নদীর তীরে
  4. রূপনারায়ণ নদীর তীরে

উত্তর – 1. দামোদর নদীর তীরে

ভারতের প্রথম কার্পাস কলটি গড়ে ওঠে পশ্চিমবঙ্গের –

  1. রিষড়ায়
  2. ঘুষুড়িতে
  3. বিষ্ণুপুরে
  4. শ্রীরামপুরে

উত্তর – 2. ঘুষুড়িতে

স্পঞ্জ লোহা –

  1. কলকবজা তৈরির কাজে ব্যবহৃত হয়
  2. কেবল তৈরির কাজে ব্যবহৃত হয়
  3. ইস্পাত তৈরির কাজে ব্যবহৃত হয়
  4. রোলার তৈরির কাজে ব্যবহৃত হয়

উত্তর – 3. ইস্পাত তৈরির কাজে ব্যবহৃত হয়

পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী হল –

  1. কলকাতা
  2. দুর্গাপুর
  3. কুলটি
  4. বার্ণপুর

উত্তর – 2. দুর্গাপুর

শূন্যস্থান পূরণ করো

পশ্চিমবঙ্গের ___ জেলায় সর্বাধিক বোরো ধানের চাষ হয়।

উত্তর – পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক বোরো ধানের চাষ হয়।

পশ্চিমবঙ্গের ___ মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ।

উত্তর – পশ্চিমবঙ্গের পলি মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ।

___ -কে বলে ‘সোনালী তন্তু’।

উত্তর – পাট -কে বলে ‘সোনালী তন্তু’।

___ চাষে ছায়া প্রদানকারী বৃক্ষ আবশ্যক।

উত্তর – চা চাষে ছায়া প্রদানকারী বৃক্ষ আবশ্যক।

পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য ___।

উত্তর – পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য সিকিম।

চা পাতা তোলার জন্য ___ শ্রমিক প্রয়োজন।

উত্তর – চা পাতা তোলার জন্য দক্ষ মহিলা শ্রমিক প্রয়োজন।

পশ্চিমবঙ্গের কৃষিকাজ মূলত ___ প্রকৃতির।

উত্তর – পশ্চিমবঙ্গের কৃষিকাজ মূলত নিবিড় প্রকৃতির।

___ ধানকে পশ্চিমবঙ্গে ভাদুই বলে।

উত্তর – আউশ ধানকে পশ্চিমবঙ্গে ভাদুই বলে।

___ ধানকে পশ্চিমবঙ্গে আঘায়নী বলা হয়।

উত্তর – আমন ধানকে পশ্চিমবঙ্গে আঘায়নী বলা হয়।

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বাগিচা ফসল ___।

উত্তর – পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বাগিচা ফসল চা।

___ জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়েছে।

উত্তর – জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়েছে।

কলকাতা একটি ___ বন্দর।

উত্তর – কলকাতা একটি নদী বন্দর।

শান্তিনিকেতন ___ জেলায় অবস্থিত।

উত্তর – শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত।

পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চা বাগিচা গড়ে উঠেছে ___ অঞ্চলে।

উত্তর – পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চা বাগিচা গড়ে উঠেছে ডুয়ার্স অঞ্চলে।

কলকাতার নিকটবর্তী ___ -তে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠেছে।

উত্তর – কলকাতার নিকটবর্তী ফলতা -তে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠেছে।

মাদুর কাঠি থেকে মাদুর বোনা হয়, এটি মূলত ___ জেলার একটি উল্লেখযোগ্য কুটির শিল্প।

উত্তর – মাদুর কাঠি থেকে মাদুর বোনা হয়, এটি মূলত পূর্ব মেদিনীপুর জেলার একটি উল্লেখযোগ্য কুটির শিল্প।

ইমামবাড়া ___ জেলায় অবস্থিত।

উত্তর – ইমামবাড়া হুগলি জেলায় অবস্থিত।

মুকুটমণিপুর ___ জেলার পর্যটন কেন্দ্র।

উত্তর – মুকুটমণিপুর বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্র।

পশ্চিমবঙ্গের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্রটি হল ___।

উত্তর – পশ্চিমবঙ্গের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্রটি হল দুর্গাপুর

উত্তরবঙ্গের প্রধান দুটি ফুডপার্ক হল ___ ও ___।

উত্তর – উত্তরবঙ্গের প্রধান দুটি ফুডপার্ক হল শিলিগুড়ি ও মালদহ।

ভারতের প্রথম লৌহ-ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার ___ -তে গড়ে ওঠে।

উত্তর – ভারতের প্রথম লৌহ-ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কুলটি -তে গড়ে ওঠে।

জলদাপাড়া অভয়ারণ্য ___ -এর জন্য বিখ্যাত।

উত্তর – জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডার -এর জন্য বিখ্যাত।

তাঁত শিল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ___।

উত্তর – তাঁত শিল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়।

পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর ___।

উত্তর – পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হাওড়া।

হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল ___।

উত্তর – হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পাট শিল্প।

বক্রেশ্বর রয়েছে ___ জেলাতে।

উত্তর – বক্রেশ্বর রয়েছে বীরভূম জেলাতে।

হাজারদুয়ারি ___ জেলায় অবস্থিত।

উত্তর – হাজারদুয়ারি মুরশিদাবাদ জেলায় অবস্থিত।

পশ্চিমবঙ্গের ___ শিল্প বর্তমানে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন।

উত্তর – পশ্চিমবঙ্গের পাট শিল্প বর্তমানে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন।

___ শিল্পকে বলে ‘অস্তাচলের শিল্প’।

উত্তর – পাট শিল্পকে বলে ‘অস্তাচলের শিল্প’।

কলকাতা বন্দরের প্রধান সমস্যা ___।

উত্তর – কলকাতা বন্দরের প্রধান সমস্যা হুগলি নদীর নাব্যতা হ্রাস।

সল্টলেক এলাকার ___ -এ তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ঘটেছে।

উত্তর – সল্টলেক এলাকার সেক্টর-V -এ তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ঘটেছে।

পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর হল ___।

উত্তর – পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর হল কলকাতা

সেরিকালচার ___ শিল্পের সঙ্গে যুক্ত।

উত্তর – সেরিকালচার রেশম শিল্পের সঙ্গে যুক্ত।

ঠিক-ভুল নির্বাচন করো

পশ্চিমবঙ্গে মূলত বর্ষাকালেই পাট চাষ হয়।

উত্তর – ঠিক

রাজ্যের প্রথম সফল লৌহ ও ইস্পাত কেন্দ্র বার্নপুরে স্থাপিত।

উত্তর – ভুল (সঠিক উত্তর – কুলটিতে)

ধান প্রধানত উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলের ফসল।

উত্তর – ঠিক

পশ্চিমবঙ্গের বার্নপুরে ভারতের প্রথম লৌহ-ইস্পাত কারখানা গড়ে ওঠে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – কুলটিতে)

সিল্ক শিল্পের জন্য মালদা বিখ্যাত।

উত্তর – ভুল (সঠিক উত্তর – মুরশিদাবাদ)

পশ্চিমবঙ্গের শিল্প বিকাশে কলকাতা বন্দরের ভূমিকা সর্বাধিক।

উত্তর – ঠিক

পশ্চিমবঙ্গে এপ্রিল-মে মাসে আউশ ধান চাষ করা হয়।

উত্তর – ঠিক

মুকুটমণিপুর পুরুলিয়া জেলার একটি পর্যটন কেন্দ্র।

উত্তর – ভুল (সঠিক উত্তর – বাঁকুড়া জেলার)

শংকরপুরে ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – মৎস্য প্রক্রিয়াকরণ)

শ্রীরামপুর পশ্চিমবঙ্গের অন্যতম কার্পাসবয়ন শিল্প কেন্দ্র।

উত্তর – ঠিক

কুলিক পাখিরালয় জলপাইগুড়িতে অবস্থিত।

উত্তর – ভুল (সঠিক উত্তর – উত্তর দিনাজপুরে)

সল্টলেকে রাজ্যের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – রাজারহাটে)

পশ্চিমবঙ্গের সাঁওতালডিহি একটি জলবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ।

উত্তর – ভুল (সঠিক উত্তর – তাপবিদ্যুৎ)

পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে চা শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – পাট শিল্প)

তুলো শিল্প একটি ওজন সংযোজনকারী কাঁচামালভিত্তিক শিল্প।

উত্তর – ভুল (সঠিক উত্তর – ওজন হ্রাসকারী)

আমন ধান একপ্রকার খারিফ শস্য।

উত্তর – ঠিক

হলদিয়া বন্দরকে কেন্দ্র করে পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে।

উত্তর – ঠিক

পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি শিল্প।

উত্তর – ভুল (সঠিক উত্তর – কৃষিকাজ)

শুষ্ক জলবায়ু কার্পাস বয়ন শিল্পের পক্ষে আদর্শ।

উত্তর – ভুল (সঠিক উত্তর – আর্দ্র জলবায়ু)

কার্পাস বয়ন শিল্পকে বলা হয় ‘শিকড় আলগা শিল্প’ বা Foot loose Industry।

উত্তর – ঠিক

পশ্চিমবঙ্গের কুটির শিল্পগুলির মধ্যে তাঁতশিল্প শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।

উত্তর – ঠিক

চা চাষের জন্য এঁটেল মাটি প্রয়োজন।

উত্তর – ভুল (সঠিক উত্তর – পডজল মাটি)

পশ্চিমবঙ্গের চা চাষ উত্তরের পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ।

উত্তর – ঠিক

পশ্চিমবঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের অত্যন্ত দ্রুত বিকাশ ঘটেছে।

উত্তর – ঠিক

রয়‍্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের পর্যটনের মূল আকর্ষণ।

উত্তর – ঠিক

কলকাতা বন্দর স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত।

উত্তর – ভুল (সঠিক উত্তর – কৃত্রিম পোতাশ্রয়)

জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের সম্পর্ক ব্যস্তানুপাতিক।

উত্তর – ভুল (সঠিক উত্তর – সমানুপাতিক)

বোধমূলক প্রশ্নোত্তর

আমি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প। বিখ্যাত ইংরেজ ঔপনিবেশিক লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আমার প্রসার ঘটান। আমি কে?

উত্তর – আমি চা শিল্প।

পশ্চিমবঙ্গের বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত এই বিশেষ শিল্পটি বিখ্যাত। শিল্পটির নাম কী?

উত্তর – শিল্পটির নাম পাট শিল্প।

আমি পশ্চিমবঙ্গের রাজধানী, একটি অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান তথা বন্দর শহর। আমি কে?

উত্তর – আমি কলকাতা।

পশ্চিমবঙ্গের সল্টলেকের সেক্টর ফাইভে এই বিশেষ শিল্পটি গড়ে উঠেছে। শিল্পটির নাম কী?

উত্তর – শিল্পটির নাম তথ্যপ্রযুক্তি শিল্প।

আমি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত শৈল শহরকেন্দ্রিক স্থান। কাঞ্চনজঙ্ঘা পর্বত শ্রেণির অপরূপ দৃশ্য দেখতে বহু পর্যটক এখানে আসেন। আমি কে?

উত্তর – আমি টাইগার হিল।

আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিশেষ পর্যটন স্থান। আমার এখানে একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে। আমি কে?

উত্তর – আমি বক্রেশ্বর।

কলকাতা বন্দরের পরিপূরকরূপে আমায় গড়ে তোলা হয়েছে। আমি কে?

উত্তর – আমি হলদিয়া বন্দর।

সম্পর্ক নির্ধারণ করো

ভারতের রাজধানী : দিল্লি : : পশ্চিমবঙ্গের রাজধানী : ___।

উত্তর – ভারতের রাজধানী : দিল্লি : : পশ্চিমবঙ্গের রাজধানী : কলকাতা

ছৌ নৃত্যের মুখোশ : পুরুলিয়া : : পোলো বল : ___।

উত্তর – ছৌ নৃত্যের মুখোশ : পুরুলিয়া : : পোলো বল : হাওড়া।

উদীয়মান শিল্প : পেট্রোরাসায়নিক শিল্প : : ___ : লৌহ-ইস্পাত শিল্প।

উত্তর – উদীয়মান শিল্প : পেট্রোরাসায়নিক শিল্প : : সকল শিল্পের মেরুদণ্ড : লৌহ-ইস্পাত শিল্প।

হার্ডওয়ার পার্ক : ___ : : খাদ্য প্রক্রিয়াকরণ পার্ক : পাঁচলা।

উত্তর – হার্ডওয়ার পার্ক : ফলতা : : খাদ্য প্রক্রিয়াকরণ পার্ক : পাঁচলা।

City of Palace : কলকাতা : : ভারতের গ্লাসগো : ___।

উত্তর – City of Palace : কলকাতা : : ভারতের গ্লাসগো : হাওড়া।

ভারতের বৃহত্তম শহর : মুম্বাই : : ___ : কলকাতা।

উত্তর – ভারতের বৃহত্তম শহর : মুম্বাই : : ভারতের তৃতীয় বৃহত্তম শহর : কলকাতা।

চা শিল্প : দার্জিলিং : : লৌহ-ইস্পাত শিল্প : ___।

উত্তর – চা শিল্প : দার্জিলিং : : লৌহ-ইস্পাত শিল্প : দুর্গাপুর।

ভারতের প্রবেশদ্বার : মুম্বাই : : উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার : ___।

উত্তর – ভারতের প্রবেশদ্বার : মুম্বাই : : উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার : শিলিগুড়ি।

বীরভূম : বোলপুর : : ___ : তমলুক।

উত্তর – বীরভূম : বোলপুর : : পূর্ব মেদিনীপুর : তমলুক।

পশ্চিমবঙ্গের সমুদ্র শহর : ___ : : পশ্চিমবঙ্গের শৈল শহর : দার্জিলিং।

উত্তর – পশ্চিমবঙ্গের সমুদ্র শহর : দিঘা : : পশ্চিমবঙ্গের শৈল শহর : দার্জিলিং।

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিক (জেলার নাম)ডানদিক (পর্যটনকেন্দ্র)
1. কালিম্পং(i) বেলুড়মঠ
2. জলপাইগুড়ি(ii) বিভূতিভূষণ অভয়ারণ্য
3. বীরভূম(iii) মায়াপুর
4. বাঁকুড়া(iv) লাভা
5. উত্তর 24 পরগনা(v) বকখালি
6. দক্ষিণ 24 পরগনা(vi) তারাপীঠ
7. হুগলি(vii) মন্দারমনি
8. নদিয়া(viii) গোরুমারা অভয়ারণ্য
9. পূর্ব মেদিনীপুর(ix) সবুজ দ্বীপ
10. হাওড়া(x) মুকুটমনিপুর

উত্তর –

বামদিক (জেলার নাম)ডানদিক (পর্যটনকেন্দ্র)
1. কালিম্পং(iv) লাভা
2. জলপাইগুড়ি(viii) গোরুমারা অভয়ারণ্য
3. বীরভূম(vi) তারাপীঠ
4. বাঁকুড়া(x) মুকুটমনিপুর
5. উত্তর 24 পরগনা(ii) বিভূতিভূষণ অভয়ারণ্য
6. দক্ষিণ 24 পরগনা(v) বকখালি
7. হুগলি(ix) সবুজ দ্বীপ
8. নদিয়া(iii) মায়াপুর
9. পূর্ব মেদিনীপুর(vii) মন্দারমনি
10. হাওড়া(i) বেলুড়মঠ

দু-এক কথায় উত্তর দাও

পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি?

ধান।

পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কোন্ স্থান অধিকার করেছে?

প্রথম।

পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল কোনটি?

চা।

পশ্চিমবঙ্গ কোন্ কোন্ রাজ্য থেকে আকরিক লোহা আমদানি করে?

ঝাড়খণ্ড ও ওড়িশা।

ভারতের প্রথম পাটকলটি পশ্চিমবঙ্গের রিষড়ায় কবে গড়ে ওঠে?

1864 সালে।

পশ্চিমবঙ্গের প্রধান তন্তু ফসলটির নাম কী?

পাট।

পশ্চিমবঙ্গে শীতকালে রবিশস্যরূপে কোন্ ধান চাষ করা হয়?

বোরো ধান।

আউশ ধান উৎপাদনে কোন্ জেলা প্রথম?

মুরশিদাবাদ।

দার্জিলিং জেলার পর্বতের পাদদেশে অবস্থিত প্রধান শহরটির নাম কী?

শিলিগুড়ি।

পশ্চিমবঙ্গে মিলিয়ন শহরের সংখ্যা কটি?

দুটি (কলকাতা ও আসানসোল)।

পশ্চিমবঙ্গের কোন্ জেলায় লৌহ-ইস্পাত শিল্প কারখানা দুটি গড়ে উঠেছে?

পশ্চিম বর্ধমান জেলায়।

দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র কোন্ বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় গড়ে উঠেছে?

ব্রিটিশ যুক্তরাজ্য।

বঙ্গোপসাগরের উপকূল থেকে কত কিলোমিটার অভ্যন্তরে কলকাতা বন্দর অবস্থিত?

128 কিলোমিটার।

হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন্ জেলা পশ্চিমবঙ্গে প্রথম?

বীরভূম।

পশ্চিমবঙ্গের কোন্ জেলায় সর্বাধিক পাট চাষ হয়?

মুরশিদাবাদ।

পশ্চিমবঙ্গের ধান গবেষণাকেন্দ্র কোথায়?

চুঁচুড়াতে।

পশ্চিমবঙ্গে লৌহ-ইস্পাত শিল্প কারখানাগুলি কোন্ রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীন?

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)।

কাকে ভারতের রূঢ় বলা হয়?

দুর্গাপুরকে।

পশ্চিমবঙ্গের কোথায় রাজ্যের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে?

রাজারহাট।

‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশ পথ’ কোন্ শহরকে বলা হয়?

শিলিগুড়ি শহরকে।

পশ্চিমবঙ্গে সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় গড়ে উঠেছে?

সল্টলেকে।

পশ্চিমবঙ্গের কোথায় চা-বোর্ড অবস্থিত?

কলকাতায়।

পশ্চিমবঙ্গের পাট শিল্পকেন্দ্রগুলি কোন্ নদীর তীরে গড়ে উঠেছে?

হুগলি নদী।

বীরভূম জেলার সদর শহরের নাম কী?

সিউড়ি।

রূঢ় শিল্পাঞ্চল কোন্ দেশে অবস্থিত?

জার্মানিতে।

শিল্প কোন্ স্তরের অর্থনৈতিক কার্যাবলি?

দ্বিতীয় বা গৌণ স্তরের।

সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলে?

লৌহ-ইস্পাত শিল্পকে।

পশ্চিমবঙ্গে প্রথম পাট কলটি কত সালে কার প্রচেষ্টায় গড়ে ওঠে?

1855 সালে অকল্যান্ড সাহেবের প্রচেষ্টায়।

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মূল কাঁচামালগুলি কী কী?

মাছ, মাংস, দুধ, বিভিন্ন ধরনের ফল, আলু, দানাশস্য (ধান, গম) ইত্যাদি।

কত সালে কলকাতা নগরীর পত্তন হয়?

1690 সালে।

ইসকন মন্দির কোন্ জেলায়?

নদিয়া জেলার মায়াপুরে।

পশ্চিমবঙ্গের কত শতাংশ লোক শহরে বসবাস করেন?

31.89%।

পশ্চিমবঙ্গের কোথায় খাদ্য প্রক্রিয়াকরণ পার্ক গড়ে ওঠেছে?

হাওড়ার পাঁচলায়।

পশ্চিমবঙ্গের পরিকল্পিত বন্দরভিত্তিক শিল্পাঞ্চল কোনটি?

হলদিয়া শিল্পাঞ্চল।

পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো।

কলকাতা।

ভারতের গ্লাসগো কাকে বলা হয়?

হাওড়াকে।

বিশ্বহাট পশ্চিমবঙ্গের কোথায় গড়ে তোলা হয়েছে?

বোলপুরে।

পশ্চিমবঙ্গে হার্ডওয়ার পার্ক কোথায় গড়ে তোলা হয়েছে?

কলকাতায়।

100% নগরায়ণ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়?

কলকাতায়।

পূর্ব মেদিনীপুরে গড়ে ওঠা একটি নদী বন্দরের নাম লেখো।

হলদিয়া।

পশ্চিমবঙ্গে নদিয়ার ফুলিয়া জেলা কোন্‌ শিল্পের জন্য বিখ্যাত?

তাঁত শিল্প।

‘ভারতের টি বোর্ড’ -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

পশ্চিমবঙ্গের কলকাতায়।

কোন্ সড়কপথটি উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত?

31 নম্বর জাতীয় সড়ক।

পশ্চিমবঙ্গ সরকার কোথায় দুগ্ধ গবেষণাকেন্দ্র স্থাপন করেছে?

নদিয়া জেলার কল্যাণীতে।

হলদিয়া বন্দরটি কোন্ দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে?

হুগলি ও হলদি নদী।

পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন্ ধান উৎপন্ন হয়?

আমন ধান।

SEZ কী?

বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাতকেন্দ্র কোনটি?

কুলটি।

ভারতের কালো হীরের শহর কোনটি?

ধানবাদ।

Class 9 Geography All Chapter Notes

1. গ্রহরূপে পৃথিবীবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
রচনাধর্মী প্রশ্নোত্তর
2. পৃথিবী গতিসমূহবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
3. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
➼ দক্ষতামূলক প্রশ্নোত্তর
গাণিতিক প্রশ্নোত্তর
4. ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
5. আবহবিকারঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
6. দুর্যোগ ও বিপর্যয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
7. ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
8. ভারতের সম্পদ (খনিজ সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
9. ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
10. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
11. পশ্চিমবঙ্গ (প্রাকৃতিক পরিবেশ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
12. পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)➼ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
13. মানচিত্র ও স্কেলঅধ্যায় সারসংক্ষেপ
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
মানচিত্র চিহ্নিতকরণ

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন