এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)’ এর পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ) – পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
কৃষিভিত্তিক (Agriculture based) শিল্প ও খনিজভিত্তিক (Mineral Based) শিল্পের পার্থক্য লেখো।
বিষয়
কৃষিভিত্তিক (Agriculture based) শিল্প
খনিজভিত্তিক (Mineral Based) শিল্প
সংজ্ঞা
কৃষিজাত কাঁচামালকে ব্যবহার করে যে শিল্প গড়ে তোলা হয়, তাকে কৃষিভিত্তিক শিল্প বলে।
খনিজ সম্পদকে ভিত্তি করে যে শিল্প গড়ে তোলা হয়, তাকে খনিজভিত্তিক শিল্প বলে।
আয়তন
বেশিরভাগ কৃষিভিত্তিক শিল্পের আয়তন ক্ষুদ্র থেকে মাঝারি প্রকৃতির হয়।
বেশিরভাগ খনিজভিত্তিক শিল্প বৃহদায়তন প্রকৃতির হয়।
প্রকৃতি
কৃষিভিত্তিক শিল্পের কাঁচামালগুলি পচনশীল হয়।
খনিজভিত্তিক শিল্পের কাঁচামাল পচনশীল হয় না।
উদাহরণ
চা শিল্প, পাট শিল্প প্রভৃতি।
লৌহ-ইস্পাত শিল্প, পেট্রোরাসায়নিক শিল্প প্রভৃতি।
কলকাতা বন্দর (Kolkata Port) ও হলদিয়া বন্দর (Haldia Port) -এর মধ্যে পার্থক্য লেখো।
বিষয়
কলকাতা বন্দর (Kolkata Port)
হলদিয়া বন্দর (Haldia Port)
অবস্থান
হুগলি নদীর বামতীরে বঙ্গোপসাগর থেকে প্রায় 128 কিমি দূরে কলকাতা বন্দরটি অবস্থিত।
পূর্ব মেদিনীপুরের হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে বঙ্গোপসাগর থেকে প্রায় 30 কিমি দূরে হলদিয়া বন্দরটি অবস্থিত।
প্রকৃতি
কলকাতা বন্দরের প্রবেশপথ যথেষ্ট আঁকাবাঁকা প্রকৃতির।
হলদিয়া বন্দরটি বেশ সরল ও চওড়া প্রকৃতির।
গভীরতা
এই বন্দরের গড় গভীরতা প্রায় 6-7 মিটার।
এই বন্দরের গড় গভীরতা প্রায় 10 মিটার।
বালুচর
এই বন্দরকেন্দ্রিক 16টিরও বেশি বালুচর রয়েছে যা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে।
এই বন্দরকেন্দ্রিক মাত্র 3টি বালুচর থাকায় বড়ো বড়ো জাহাজ অবাধে প্রবেশ করতে পারে।
পরিবহণ ব্যয়
কলকাতা বন্দরের পরিবহণ ব্যয় অনেক বেশি।
হলদিয়া বন্দরের পরিবহণ ব্যয় অনেক কম।
গুরুত্ব
কলকাতা বন্দরের গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে।
হলদিয়া বন্দরের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
শহর (City) ও মহানগরের (Metropolis) মধ্যে পার্থক্য লেখো।
বিষয়
শহর (City)
মহানগর (Metropolis)
জনসংখ্যা
শহরের জনসংখ্যা 5,000 -এর বেশি।
মহানগরের জনসংখ্যা 10 লক্ষেরও বেশি।
সৃষ্টি
পৌরবসতির প্রাথমিক পর্যায়ে শহর গড়ে ওঠে।
শহর বর্ধিত হয়ে পরবর্তী কালে মহানগরে পরিণত হয়।
আয়তন
শহর তুলনামূলক ছোটো আয়তনের হয়।
মহানগর বৃহদায়তনের হয়।
পরিকাঠামো ও সুযোগসুবিধা
শহরের পরিকাঠামো ও সুযোগসুবিধা মহানগরের তুলনায় কম।
মহানগরের পরিকাঠামো ও সুযোগসুবিধা অনেক বেশি।
উদাহরণ
উলুবেড়িয়া, তমলুক, দিঘা প্রভৃতি হল শহর।
মুম্বাই, কলকাতা, দিল্লি প্রভৃতি হল মহানগর।
ক্ষুদ্র শিল্প (Small Scale Industry) ও কুটির শিল্প (Cottage Industry) -এর মধ্যে পার্থক্য লেখো।
বিষয়
ক্ষুদ্র শিল্প (Small Scale Industry)
কুটির শিল্প (Cottage Industry)
সংজ্ঞা
ব্যক্তিগত বা কয়েকজনের উদ্যোগে স্বল্প মূলধন ও কম সংখ্যক শ্রমিকের দ্বারা যে শিল্পকর্ম হয়ে থাকে তাকে ক্ষুদ্র শিল্প বলে।
স্থানীয় কাঁচামালের ওপর ভিত্তি করে, অতি সামান্য মূলধন বিনিয়োগের মাধ্যমে, পারিবারিক শ্রমে, অতি সাধারণ যন্ত্রপাতির সাহায্যে নিজ গৃহে কোনো দ্রব্য উৎপাদন করাকে কুটির শিল্প বলে।
শ্রমিক
ক্ষুদ্র শিল্পে গড়ে 10-50 জন শ্রমিক নিয়োগ করা হয়।
শ্রমিক হিসেবে পরিবারের সদস্যরাই কাজ করে থাকে।
মূলধন
2006 সালে পশ্চিমবঙ্গ সরকার 10-25 লক্ষ টাকা পর্যন্ত মূলধনের শিল্পকে অতি ক্ষুদ্র এবং 25 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত মূলধনের শিল্পকে ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত করেন।
কুটির শিল্পে মূলধনের পরিমাণ অতি সামান্য হয়ে থাকে।
যন্ত্রপাতির প্রকৃতি
এই শিল্পে আধুনিক বিদ্যুৎচালিত যন্ত্রের ব্যবহার লক্ষ করা যায়।
যন্ত্রের ব্যবহার সীমিত এবং তা অনুন্নত ধরনের ও ব্যবহারের জন্য সাধারণত বিদ্যুতের প্রয়োজন হয় না।
গড়ে ওঠার ক্ষেত্র
শহর বা শহরের পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে ওঠে।
মূলত গ্রামে গড়ে ওঠে। অধিকাংশ ক্ষেত্রে নিজগৃহে গড়ে তোলা হয়।
উদাহরণ
যন্ত্রচালিত তাঁত, রেশম শিল্প, চর্ম শিল্প ইত্যাদি।
মাদুর শিল্প, মৃৎ শিল্প, বাঁশ ও বেতের কাজ, তাঁত শিল্প ইত্যাদি।
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)’ এর পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।