আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (প্রাকৃতিক পরিবেশ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম –
- কাঞ্চনজঙ্ঘা
- সান্দাকফু
- টাইগার হিল
- ঋষিলা
উত্তর – 2. সান্দাকফু
পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত পর্বতশ্রেণি হল –
- দুরবিনদারা
- চোলা
- দার্জিলিং
- সিঙ্গালিলা
উত্তর – 4. সিঙ্গালিলা
পশ্চিমবঙ্গের প্রাচীনতম ভূখণ্ড হল –
- পার্বত্য অঞ্চল
- মালভূমি অঞ্চল
- রাঢ় অঞ্চল
- সুন্দরবন অঞ্চল
উত্তর – 2. মালভূমি অঞ্চল
তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে –
- তিস্তা নদীর মাধ্যমে
- তোর্সা নদীর মাধ্যমে
- মহানন্দা নদীর মাধ্যমে
- জলঢাকা নদীর মাধ্যমে
উত্তর – 1. তিস্তা নদীর মাধ্যমে
মহানন্দা করিডর অবস্থিত –
- মালদহ জেলায়
- উত্তর দিনাজপুর জেলায়
- দক্ষিণ দিনাজপুর জেলায়
- কোচবিহার জেলায়
উত্তর – 2. উত্তর দিনাজপুর জেলায়
উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল –
- নদীগুলি খরস্রোতা নয়
- বরফগলা জলে পুষ্ট
- নদীগুলির অসংখ্য শাখানদী আছে
- অধিকাংশ নদী পশ্চিমবাহিনী
উত্তর – 2. বরফগলা জলে পুষ্ট
তরাই অঞ্চলের বালি, নুড়ি, কাঁকরে পূর্ণ মাটিকে –
- ভাঙর
- ভাবর
- খাদার
- রাঢ় বলে
উত্তর – 2. ভাবর
পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ অংশ হল –
- বেলপাহাড়ি
- সান্দাকফু
- ফালুট
- গোর্গাবুরু
উত্তর – 4. গোর্গাবুরু
পশ্চিম মেদিনীপুরের একটি পাহাড় –
- ঠাকুরান
- ময়ূরখালি
- বাঘমুন্ডি
- পাঞ্চেত
উত্তর – 1. ঠাকুরান
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় –
- দার্জিলিং
- শিলিগুড়ি
- কলকাতা
- গুয়াহাটিকে
উত্তর – 2. শিলিগুড়ি
পর্যটন কেন্দ্র কার্সিয়াং যে শৈলশিরার ওপর অবস্থিত তা হল –
- তাগদা পেশক শৈলশিরা
- দার্জিলিং সেবং
- বাগোরা ডাউহিল
- কোনোটিই নয়
উত্তর – 3. বাগোরা ডাউহিল
– উত্তরের পার্বত্য অঞ্চলকে পূর্ব ও পশ্চিম দুভাগে ভাগ করেছে।
- তিস্তা নদী
- তোর্সা নদী
- দামোদর নদী
- মহানন্দা নদী
উত্তর – 1. তিস্তা নদী
পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের পাদদেশীয় সমভূমির নাম –
- তাল
- দিয়ারা
- তরাই
- বরেন্দ্রভূমি
উত্তর – 3. তরাই
মামা-ভাগ্নে পাহাড় –
- পুরুলিয়া জেলায় অবস্থিত
- বাঁকুড়া জেলায় অবস্থিত
- বর্ধমান জেলায় অবস্থিত
- বীরভূম জেলায় অবস্থিত
উত্তর – 4. বীরভূম জেলায় অবস্থিত
মালভূমি অঞ্চলের ছোটো ছোটো টিলাকে স্থানীয় ভাষায় বলা হয় –
- তরাই
- ডুংরি
- ডুয়ার্স
- দিয়ারা
উত্তর – 2. ডুংরি
মালদা জেলার দক্ষিণের নবীন পলিগঠিত ভূমিকে বলা হয় –
- তরাই
- ডুয়ার্স
- তাল
- দিয়ারা
উত্তর – 4. দিয়ারা
পশ্চিমবঙ্গের নদী উপত্যকায় দেখা যায় –
- লবণাক্তমৃত্তিকা
- পলিমৃত্তিকা
- ল্যাটেরাইটমৃত্তিকা
- পার্বত্য মৃত্তিকা
উত্তর – 2. পলিমৃত্তিকা
পশ্চিমবঙ্গের –
- মালদহেগঙ্গা নদী বিভক্ত হয়েছে
- বর্ধমানেগঙ্গা নদী বিভক্ত হয়েছে
- মুরশিদাবাদেগঙ্গা নদী বিভক্ত হয়েছে
- কলকাতায় গঙ্গা নদী বিভক্ত হয়েছে
উত্তর – 3. মুরশিদাবাদে গঙ্গা নদী বিভক্ত হয়েছে
কংসাবতী ও কেলেঘাই মিলিত হয়ে উৎপত্তি হয়েছে –
- রূপনারায়ণ
- অজয়
- হলদি
- তোর্সা
উত্তর – 3. হলদি
মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদীর নাম –
- অজয়
- ময়ূরাক্ষী
- দামোদর
- ভাগীরথী
উত্তর – 3. দামোদর
উত্তরবঙ্গের বৃহত্তম নদী –
- তিস্তা
- তোর্সা
- বালাসন
- জলঢাকা
উত্তর – 1. তিস্তা
মালভূমি অঞ্চলের প্রধান নদী –
- অজয়
- দামোদর
- রূপনারায়ণ
- জলঙ্গী
উত্তর – 2. দামোদর
দামোদরের প্রধান শাখাটির নাম –
- মুন্ডেশ্বরী
- বরাকর
- দ্বারকেশ্বর
- মাতলা
উত্তর – 1. মুন্ডেশ্বরী
উত্তরবঙ্গের অধিকাংশ নদী –
- নেপালে প্রবেশ করেছে
- বাংলাদেশে প্রবেশ করেছে
- ভুটানে প্রবেশ করেছে
- চিনে প্রবেশ করেছে
উত্তর – 2. বাংলাদেশে প্রবেশ করেছে
পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হল –
- দামোদর খাল
- হিজলি খাল
- মেদিনীপুর খাল
- টালিনালা খাল
উত্তর – 3. মেদিনীপুর খাল
অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ –
- ট্যাবলু
- গোর্গাবুরু
- চামটা
- বাগমুন্ডি
উত্তর – 2. গোর্গাবুরু
তিস্তা নদীর উৎস হল –
- জেমু হিমবাহ
- গঙ্গোত্রী হিমবাহ
- চুম্বি উপত্যকা
- অযোধ্যা পাহাড়
উত্তর – 1. জেমু হিমবাহ
কলকাতা –
- ভাগীরথী নদীর তীরে অবস্থিত
- হুগলি নদীর তীরে অবস্থিত
- ইছামতি নদীর তীরে অবস্থিত
- জলঙ্গী নদীর তীরে অবস্থিত
উত্তর – 2. হুগলি নদীর তীরে অবস্থিত
কোচবিহার জেলার অবনমিত অঞ্চলকে বলা হয় –
- বরেন্দ্রভূমি
- দিয়ারা
- তাল
- তরাই
উত্তর – 3. তাল
পশ্চিমের মালভূমি অঞ্চলের যে নদীটি বঙ্গোপসাগরে পড়েছে তা হল –
- দামোদর
- হলদি
- রূপনারায়ণ
- সুবর্ণরেখা
উত্তর – 4. সুবর্ণরেখা
পশ্চিমবঙ্গে যে জেলায় বালিয়াড়ি দেখা যায় তা হল –
- পুরুলিয়া
- বাঁকুড়া
- বীরভূম
- পূর্ব মেদিনীপুর
উত্তর – 4. পূর্ব মেদিনীপুর
– ‘পশ্চিমবঙ্গের দুঃখ’ বলা হয়।
- দামোদর -কে
- অজয় -কে
- ময়ূরাক্ষী -কে
- গঙ্গা -কে
উত্তর – 1. দামোদর -কে
দামোদর নদীর উৎস হল –
- চুম্বি উপত্যকা
- অযোধ্যা পাহাড়
- খামারপাত পাহাড়
- ত্রিকূট পাহাড়
উত্তর – 3. খামারপাত পাহাড়
তিলপাড়া ব্যারেজ –
- ময়ূরাক্ষীনদীতে গড়ে উঠেছে
- রূপনারায়ণনদীতে গড়ে উঠেছে
- অজয়নদীতে গড়ে উঠেছে
- সুবর্ণরেখা নদীতে গড়ে উঠেছে
উত্তর – 1. ময়ূরাক্ষীনদীতে গড়ে উঠেছে
দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম –
- ময়ূরাক্ষী
- হুগলি
- হলদি
- রূপনারায়ণ
উত্তর – 4. রূপনারায়ণ
পশ্চিমি ঝঞ্ঝা লক্ষ করা যায় –
- গ্রীষ্মকালে
- বর্ষাকালে
- শরৎকালে
- শীতকালে
উত্তর – 4. শীতকালে
পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমানা নির্দেশকারী নদীটি হল –
- দ্বারকেশ্বর
- দামোদর
- সুবর্ণরেখা
- ময়ূরেশ্বর
উত্তর – 3. সুবর্ণরেখা
সুন্দরবন –
- মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলেঅবস্থিত
- পরিণত বদ্বীপ অঞ্চলেঅবস্থিত
- সক্রিয় বদ্বীপ অঞ্চলেঅবস্থিত
- মালভূমি অঞ্চলে অবস্থিত
উত্তর – 3. সক্রিয় বদ্বীপ অঞ্চলেঅবস্থিত
সুন্দরবন অঞ্চলের একটি নবগঠিত দ্বীপের নাম –
- সাগরদ্বীপ
- কলস দ্বীপ
- ফ্রেজারগঞ্জ
- পূর্বাশা
উত্তর – 4. পূর্বাশা
পশ্চিমবঙ্গের একটি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল –
- দিঘা উপকূল
- উত্তরের পার্বত্য অঞ্চল
- পশ্চিমের মালভূমি অঞ্চল
- সুন্দরবন অঞ্চল
উত্তর – 2. উত্তরের পার্বত্য অঞ্চল
পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে –
- বায়ুর উষ্ণতা
- বায়ুর চাপ
- মৌসুমি বায়ু
- বায়ুপ্রবাহ
উত্তর – 3. মৌসুমি বায়ু
আশ্বিনের ঝড় দেখা যায় –
- শীতকালে
- বর্ষাকালে
- গ্রীষ্মকালে
- শরৎকালে
উত্তর – 4. শরৎকালে
পশ্চিমবঙ্গের জলবায়ু –
- নাতিশীতোষ্ণ প্রকৃতির
- তুন্দ্রা প্রকৃতির
- মৌসুমি প্রকৃতির
- নিরক্ষীয় প্রকৃতির
উত্তর – 3. মৌসুমি প্রকৃতির
– জোয়ারের জলে পুষ্ট নদী।
- মহানন্দা
- কাঁসাই
- মাতলা
- আত্রাই
উত্তর – 3. মাতলা
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু –
- শীতল প্রকৃতির
- নাতিশীতোষ্ণ প্রকৃতির
- চরমভাবাপন্ন প্রকৃতির
- সমভাবাপন্ন প্রকৃতির
উত্তর – 3. চরমভাবাপন্ন প্রকৃতির
পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হল –
- বক্সাদুয়ার
- দার্জিলিং
- শিলিগুড়ি
- দিঘা
উত্তর – 1. বক্সাদুয়ার
প্রাচীন পলল মৃত্তিকাকে বলা হয় –
- ঘুটিং
- খাদার
- ভাঙর
- পডজল
উত্তর – 3. ভাঙর
ঠিক জোড়াটি নির্বাচন করো –
- তিস্তা নদী জোয়ারের জলে পুষ্ট
- দার্জিলিং জেলা দৈনিক উষ্ণতার প্রসর বেশি
- মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা-জলধারণ ক্ষমতা কম
- পাইন-ম্যানগ্রোভ উদ্ভিদ
উত্তর – 3. মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা-জলধারণ ক্ষমতা কম
পশ্চিমবঙ্গের যে জেলায় সর্বাধিক বৃষ্টি হয় তা হল –
- দার্জিলিং
- জলপাইগুড়ি
- উত্তর দিনাজপুর
- মুরশিদাবাদ
উত্তর – 2. জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় –
- পার্বত্য অঞ্চলের
- কালবৈশাখী ঝড়ের
- মৌসুমি বায়ুর
- পশ্চিমি ঝঞ্ঝার
উত্তর – 3. মৌসুমি বায়ুর
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে বিরাজমান ঋতুটি হল –
- গ্রীষ্মকাল
- বর্ষাকাল
- শরৎকাল
- শীতকাল
উত্তর – 2. বর্ষাকাল
পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায় –
- এপ্রিল-মে মাসে
- জুন জুলাই মাসে
- সেপ্টেম্বর অক্টোবর মাসে
- জানুয়ারি ফেব্রুয়ারি মাসে
উত্তর – 1. এপ্রিল-মে মাসে
সুন্দরবন অঞ্চলে যে বিশেষ ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায় তা হল –
- সরলবর্গীয়
- আল্পীয় তৃণ
- ম্যানগ্রোভ
- কোনোটিই নয়
উত্তর – 3. ম্যানগ্রোভ
পশ্চিমের মালভূমি অঞ্চলে দেখা যায় –
- পলিমাটি
- ল্যাটেরাইট মাটি
- বালিমাটি
- পডজল মাটি
উত্তর – 2. ল্যাটেরাইট মাটি
পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হল –
- বীরভূম
- বর্ধমান
- বাঁকুড়া
- পুরুলিয়া
উত্তর – 4. পুরুলিয়া
গোরুমারা, জলদাপাড়া একটি –
- শৈল শহর
- সমুদ্র সৈকত
- শিক্ষাকেন্দ্র
- অভয়ারণ্য
উত্তর – 4. অভয়ারণ্য
মাতলা, গোসাবা, পিয়ালী নদীর জল লবণাক্ত, কারণ –
- নদীগুলি বরফগলা জলে পুষ্ট
- নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট
- নদীগুলি জোয়ারের জলে পুষ্ট
- কোনোটিই নয়
উত্তর – 3. নদীগুলি জোয়ারের জলে পুষ্ট
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে বনভূমি দেখা যায় তা হল –
- ম্যানগ্রোভ বনভূমি
- পর্ণমোচী বনভূমি
- চিরহরিৎ বনভূমি
- সরলবর্গীয় বনভূমি
উত্তর – 2. পর্ণমোচী বনভূমি
পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা হল –
- পলিমাটি
- পডজল মাটি
- লবণাক্ত মাটি
- ল্যাটেরাইট মাটি
উত্তর – 1. পলিমাটি
পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির কারণ –
- পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা বেশি
- সূর্যকিরণ তির্যকভাবে পড়ে
- প্রচুর বৃষ্টিপাত হয়
- সরলবর্গীয় বনভূমি দেখা যায়
উত্তর – 1. পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা বেশি
খোয়াই ভূমিরূপ দেখা যায় –
- ল্যাটেরাইট
- লোহিত
- লবণাক্ত
- তরাই অঞ্চলে
উত্তর – 1. ল্যাটেরাইট
পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কম উচ্চতায় উদ্ভিদ হল –
- পর্ণমোচী
- নাতিশীতোষ্ণ মিশ্র
- চিরহরিৎ উদ্ভিদ
- সরলবর্গীয় উদ্ভিদ
উত্তর – 2. নাতিশীতোষ্ণ মিশ্র
পশ্চিমবঙ্গে পঙ্গুল মাটি দেখা যায় –
- পার্বত্য অঞ্চলে
- মালভূমি অঞ্চলে
- রাঢ় অঞ্চলে
- সমভূমি অঞ্চলে
উত্তর – 1. পার্বত্য অঞ্চলে
পশ্চিমবঙ্গে লবণাক্ত মাটি দেখা যায় –
- মালভূমি অঞ্চলে
- রাঢ় অঞ্চলে
- পার্বত্য অঞ্চলে
- উপকূল অঞ্চলে
উত্তর – 4. উপকূল অঞ্চলে
শ্বাসমূল দেখা যায় –
- সরলবর্গীয় উদ্ভিদে
- ম্যানগ্রোভ উদ্ভিদে
- পর্ণমোচী উদ্ভিদে
- ঘাস জাতীয় উদ্ভিদে
উত্তর – 2. ম্যানগ্রোভ উদ্ভিদে
পশ্চিমবঙ্গের যে অঞ্চলে ‘রডোডেনড্রন’ উদ্ভিদ দেখা যায় তা হল –
- পার্বত্য অঞ্চল
- মালভূমি অঞ্চল
- সুন্দরবন অঞ্চল
- তরাই অঞ্চল
উত্তর – 1. পার্বত্য অঞ্চল
প্রদত্ত যে জেলাটি পশ্চিমের মালভূমির অন্তর্ভুক্ত তা হল –
- দক্ষিণ 24 পরগণা
- মালদা
- দার্জিলিং
- পুরুলিয়া
উত্তর – 4. পুরুলিয়া
পশ্চিমবঙ্গের –
- উত্তরবঙ্গ অঞ্চলে জলসম্পদের পরিমাণ সবচেয়ে বেশি
- মালভূমি অঞ্চলে জলসম্পদের পরিমাণ সবচেয়ে বেশি
- সমভূমি অঞ্চলে জলসম্পদের পরিমাণ সবচেয়ে বেশি
- সুন্দরবন অঞ্চলে জলসম্পদের পরিমাণ সবচেয়ে বেশি
উত্তর – 1. উত্তরবঙ্গ অঞ্চলে জলসম্পদের পরিমাণ সবচেয়ে বেশি
ঠিক জোড়াটি নির্বাচন করো –
- দামোদর নদী-পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল
- কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান
- পডজল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল
- অ্যালপাইন উদ্ভিদ-সুন্দরবন অঞ্চল
উত্তর – 2. কালিম্পং জেলা-সমুদ্র থেকে দূরবর্তী স্থান
পশ্চিমবঙ্গে আল্পীয় উদ্ভিদ দেখা যায় –
- পর্বতের পাদদেশে
- 1000–2000 মিটার উচ্চতায়
- 600-1500 মিটার উচ্চতায়
- 3000 মিটারের বেশি উচ্চতায়
উত্তর – 4. 3000 মিটারের বেশি উচ্চতায়
– সরলবর্গীয় উদ্ভিদ।
- মেহগিনি
- অর্জুন
- পাইন
- শাল
উত্তর – 3. পাইন
পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় –
- ময়ূরেশ্বরে
- বক্সাদুয়ারে
- তরাইতে
- ডুয়ার্সে
উত্তর – 1. ময়ূরেশ্বরে
পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফলের –
- 33.3% বনভূমি
- 23.33% বনভূমি
- 13.38% বনভূমি
- 10.26% বনভূমি
উত্তর – 3. 13.38% বনভূমি
ভারতের মোট জল সম্পদের –
- 5.0% পশ্চিমবঙ্গে রয়েছে
- 6.5% পশ্চিমবঙ্গে রয়েছে
- 7.0% পশ্চিমবঙ্গে রয়েছে
- 7.5% পশ্চিমবঙ্গে রয়েছে
উত্তর – 4. 7.5% পশ্চিমবঙ্গে রয়েছে
রাঢ় অঞ্চলের মৃত্তিকা সাধারণত –
- ল্যাটেরাইট জাতীয়
- উর্বর পলি মৃত্তিকা
- উপকূলীয় বালি মৃত্তিকা
- কোনোটিই নয়
উত্তর – 1. ল্যাটেরাইট জাতীয়
পশ্চিমবঙ্গে শীতকালীন ঝড় বৃষ্টিকে বলে –
- আশ্বিনের ঝড়
- পশ্চিমি ঝঞ্ঝা
- কালবৈশাখী
- আঁধি
উত্তর – 2. পশ্চিমি ঝঞ্ঝা
শূন্যস্থান পূরণ করো
কালিন্দী ও মহানন্দা নদীর মধ্যবর্তী নিম্নসমতল ভূমি ___ নামে পরিচিত।
উত্তর – কালিন্দী ও মহানন্দা নদীর মধ্যবর্তী নিম্নসমতল ভূমি তাল নামে পরিচিত।
মহানন্দা অববাহিকার প্রাচীন পলিগঠিত অঞ্চল ___ নামে পরিচিত।
উত্তর – মহানন্দা অববাহিকার প্রাচীন পলিগঠিত অঞ্চল বরেন্দ্রভূমি নামে পরিচিত।
তিস্তার ___ দিকের অংশকে ডুয়ার্স বলে।
উত্তর – তিস্তার পূর্ব দিকের অংশকে ডুয়ার্স বলে।
‘রাঢ়’ শব্দের অর্থ ___।
উত্তর – ‘রাঢ়’ শব্দের অর্থ রুক্ষ ভূমি/পাথুরে জমি।
সিঞ্চুলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ___।
উত্তর – সিঞ্চুলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ রেনিগাঙ্গো।
শুশুনিয়া পাহাড় ___ জেলায় অবস্থিত।
উত্তর – শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত।
ডুয়ার্স শব্দের অর্থ ___।
উত্তর – ডুয়ার্স শব্দের অর্থ দুয়ার/দরজা।
দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হল ___।
উত্তর – দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হল তিস্তা।
উপকূলের বালুকাময় সমভূমি একমাত্র ___ জেলায় দেখা যায়।
উত্তর – উপকূলের বালুকাময় সমভূমি একমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় দেখা যায়।
গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবশে করে ___ ও ___ নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে।
উত্তর – পশ্চিমবঙ্গে প্রবশে করে পদ্মা ও ভাগীরথী নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে।
পশ্চিমবঙ্গের একটি বৃষ্টির জলে পুষ্ট নদী ___।
উত্তর – পশ্চিমবঙ্গের একটি বৃষ্টির জলে পুষ্ট নদী দামোদর।
পশ্চিমবঙ্গের একটি প্রায় মজে যাওয়া নদীর নাম ___।
উত্তর – পশ্চিমবঙ্গের একটি প্রায় মজে যাওয়া নদীর নাম পিছাবনী।
পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রধান নদীর নাম ___।
উত্তর – পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রধান নদীর নাম মহানন্দা।
পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় ___ প্রকৃতির।
উত্তর – পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।
পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমাণ ___।
উত্তর – পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমাণ 175 সেমি।
পার্বত্য অঞ্চলে বর্ষাকালে ___ শ্রেণির বৃষ্টিপাত হয়।
উত্তর – পার্বত্য অঞ্চলে বর্ষাকালে শৈলোৎক্ষেপ শ্রেণির বৃষ্টিপাত হয়।
পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে ___ নামক উষ্ণবায়ু প্রবাহিত হয়।
উত্তর – পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে ‘লু’ নামক উষ্ণবায়ু প্রবাহিত হয়।
পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে ___ দিক থেকে মৌসুমি বায়ু আসে।
উত্তর – পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু আসে।
শীতকালে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শুষ্ক ___ বায়ু প্রবাহিত হয়।
উত্তর – শীতকালে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
পডজল মাটি ___ প্রকৃতির।
উত্তর – পডজল মাটি আম্লিক প্রকৃতির।
পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে ___ মাটি দেখা যায়।
উত্তর – পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে পলি মাটি দেখা যায়।
ভৌমজলের অতিব্যবহারে ___ দূষণ হয়।
উত্তর – ভৌমজলের অতিব্যবহারে আর্সেনিক দূষণ হয়।
গরান ___ উদ্ভিদের একটি উদাহরণ।
উত্তর – গরান ম্যানগ্রোভ উদ্ভিদের একটি উদাহরণ।
সুন্দরবন নাম হয়েছে ___ গাছের আধিক্যের জন্য।
উত্তর – সুন্দরবন নাম হয়েছে সুন্দরী গাছের আধিক্যের জন্য।
ঠিক-ভুল নির্বাচন করো
পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতের অংশ।
উত্তর – ঠিক
পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম বারিন্দ।
উত্তর – ভুল (সঠিক উত্তর – বক্সাদুয়ার)
দুরবিনদারা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ হল সবরগ্রাম।
উত্তর – ভুল (সঠিক উত্তর – সবরগ্রাম সিংগালিলা পর্বতে অবস্থিত)
পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় আছে।
উত্তর – ঠিক
নবদ্বীপ থেকে মোহানা পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী।
উত্তর – ভুল (সঠিক উত্তর – হুগলি)
উত্তরবঙ্গের নিম্ন জলাভূমির নাম দিয়ারা।
উত্তর – ভুল (সঠিক উত্তর – তাল)
ভাগীরথীর দক্ষিণ অংশ হগলি নদী নামে পরিচিত।
উত্তর – ঠিক
গোসাবা মিষ্টি জলের নদী।
উত্তর – ভুল (সঠিক উত্তর – লবণাক্ত জলের নদী)
মালভূমি অঞ্চলের নদীগুলি নিত্যবহ প্রকৃতির।
উত্তর – ভুল (সঠিক উত্তর – অনিত্যবহ)
হলদি নদী যে জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা হল – পশ্চিম মেদিনীপুর।
উত্তর – ভুল (সঠিক উত্তর – পূর্ব মেদিনীপুর)
উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ।
উত্তর – ঠিক
পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান হল গোরুমারা।
উত্তর – ঠিক
সুন্দরবন অঞ্চলের নদীগুলির মোহানায় চওড়া খাঁড়ি দেখা যায়।
উত্তর – ঠিক
জলঙ্গী পদ্মার শাখানদী এবং ভাগীরথীর উপনদী।
উত্তর – ঠিক
পশ্চিমবঙ্গ জলসম্পদে সমৃদ্ধ রাজ্য।
উত্তর – ঠিক
পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে অধিক পরিমাণে ভৌমজল ব্যবহৃত হয়।
উত্তর – ঠিক
দিছু ও লিছু -র মিলিত প্রবাহের নাম জলঢাকা।
উত্তর – ঠিক
উত্তরবঙ্গের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির।
উত্তর – ভুল (সঠিক উত্তর – শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির)
উত্তর-পূর্ব মৌসুমি বায়ু আর্দ্র প্রকৃতির।
উত্তর – ভুল (সঠিক উত্তর – শুষ্ক প্রকৃতির)
পশ্চিমি ঝঞ্ঝা আসার ঋতু হল শীতকাল।
উত্তর – ঠিক
পশ্চিমবঙ্গের অধিকাংশ বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হয়।
উত্তর – ঠিক
পার্বত্য অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 300 সেমির বেশি।
উত্তর – ঠিক
মৌসুমি শব্দের অর্থ ঝড়ো বাতাস।
উত্তর – ভুল (সঠিক উত্তর – মৌসুমি শব্দের অর্থ ‘ঋতু’)
দার্জিলিং শৈলশহর থেকে যত গঙ্গা নদীর দিকে অগ্রসর হওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – হ্রাস পেতে থাকে)
গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের দক্ষিণাংশকে মৃতপ্রায় বদ্বীপ বলে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – উত্তরাংশকে)
পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।
উত্তর – ঠিক
পশ্চিমবঙ্গের বর্ষাকালের স্থায়িত্ব জুন মাস থেকে সেপ্টেম্বর মাস।
উত্তর – ঠিক
গঙ্গা নদীর মোহানায় বিশাল বদ্বীপ সৃষ্টি হয়েছে।
উত্তর – ঠিক
রাঢ় সমভূমি অঞ্চলে পডজল মাটির প্রাধান্য দেখা যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ল্যাটেরাইট মাটির)
রাঢ় অঞ্চলের মাটির রং বাদামি।
উত্তর – ভুল (সঠিক উত্তর – লৌহ অক্সাইড থাকায় মাটির রং লাল)
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পলিমাটি বেশি দেখা যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – লাল মাটি দেখা যায়)
দোআঁশ পলি মাটিতে বালির ভাগ বেশি থাকে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – বালি ও কাদার ভাগ সমান)
পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে পডজল মাটি দেখা যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ল্যাটেরাইট মাটি দেখা যায়)
ম্যানগ্রোভ বনভূমি পলিমাটিতে গড়ে ওঠে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – লবণাক্ত কাদামাটিতে জন্মায়)
সুন্দরবন অঞ্চলের বনভূমিকে ম্যানগ্রোভ অরণ্য বলে।
উত্তর – ঠিক
তরাই অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ম্যানগ্রোভ সুন্দরবনে দেখা যায়)
সরলবর্গীয় উদ্ভিদের কাঠ অত্যন্ত শক্ত ও ভারী।
উত্তর – ভুল (সঠিক উত্তর – নরম ও হালকা)
পশ্চিমবঙ্গের শীতকালীন ঝড়বৃষ্টিকে ‘আশ্বিনের ঝড়’ বলা হয়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ‘পশ্চিমি ঝঞ্ঝা’ নামে পরিচিত)
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে গরান গাছ দেখা যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – সুন্দরবনে গরান গাছ দেখা যায়)
পডজল মৃত্তিকায় চা চাষ ভালো হয়।
উত্তর – ঠিক
বোধমূলক প্রশ্নোত্তর
পশ্চিমবঙ্গ থেকে কাঞ্চনজঙ্খা শৃঙ্গের সৌন্দর্য দেখতে এই স্থানটিতে আসতে হয়। স্থানটির নাম কী?
উত্তর – স্থানটির নাম টাইগার হিল।
আমি দক্ষিণবঙ্গের একটি বিশেষ অঞ্চল। এখানে বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে। আমি কে?
উত্তর – আমি সুন্দরবন অঞ্চল।
আমি পশ্চিমবঙ্গের একটি মালভূমিময় জেলা। এখানেই অযোধ্যা পাহাড় অবস্থান করছে। আমি কে?
উত্তর – আমি পুরুলিয়া।
আমি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি নদী। আমি ছোটোনাগপুরের খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে ভাগীরথী-হুগলিতে মিশেছি। আমি কে?
উত্তর – আমি দামোদর।
আমি দক্ষিণবঙ্গের একটি জেলা। ভৌমজলের সর্বাধিক ব্যবহারের দ্বারা আর্সেনিকের দূষণে আমি পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আমি কে?
উত্তর – আমি উত্তর 24 পরগনা।
পশ্চিমবঙ্গ থেকে প্রতিবেশী দেশ ভুটানে যেতে হলে এই স্থানটিতে আসতে হয়। স্থানটির নাম কী?
উত্তর – স্থানটির নাম ডুয়ার্স।
আমি হলাম পশ্চিমবঙ্গের সমুদ্রকেন্দ্রিক এক পর্যটন শহর। আমি কে?
উত্তর – আমি দিঘা।
আমি হলাম উত্তরবঙ্গের সর্বপ্রধান নদী। আমি কে?
উত্তর – আমি তিস্তা।
সম্পর্ক নির্ধারণ করো
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ : কাঞ্চনজঙ্ঘা : : পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ : ___।
উত্তর – ভারতের সর্বোচ্চ শৃঙ্গ : কাঞ্চনজঙ্ঘা : : পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ : সান্দাকফু।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার : ___ : : ভুটানের প্রবেশদ্বার : ডুয়ার্স।
উত্তর – উত্তরবঙ্গের প্রবেশদ্বার : শিলিগুড়ি : : ভুটানের প্রবেশদ্বার : ডুয়ার্স।
উত্তরবঙ্গের নদী : তিস্তা : : ___ : মাতলা।
উত্তর – উত্তরবঙ্গের নদী : তিস্তা : : সুন্দরবন অঞ্চলের নদী : মাতলা।
ডুয়ার্স : দরজা : : তরাই : ___।
উত্তর – ডুয়ার্স : দরজা : : তরাই : স্যাঁতসেঁতে ভূমি।
কাঁথি : বালিয়াড়ি : : পূর্বাশা : ___।
উত্তর – কাঁথি : বালিয়াড়ি : : পূর্বাশা : নদীগঠিত বদ্বীপ।
বর্ষার জলে পুষ্ট নদী : ___ : : বরফগলা জলে পুষ্ট নদী : গঙ্গা।
উত্তর – বর্ষার জলে পুষ্ট নদী : অজয় : : বরফগলা জলে পুষ্ট নদী : গঙ্গা।
পশ্চিমবঙ্গের পর্বতকেন্দ্রিক শহর : ___ : : পশ্চিমবঙ্গের মালভূমিকেন্দ্রিক শহর : পুরুলিয়া।
উত্তর – পশ্চিমবঙ্গের পর্বতকেন্দ্রিক শহর : দার্জিলিং : : পশ্চিমবঙ্গের মালভূমিকেন্দ্রিক শহর : পুরুলিয়া।
তিস্তার মোহানা : যমুনা : : ভাগীরথী-হুগলির মোহানা : ___।
উত্তর – তিস্তার মোহানা : যমুনা : : ভাগীরথী-হুগলির মোহানা : বঙ্গোপসাগর।
গঙ্গার ডানতীরের উপনদী : যমুনা : : তিস্তার ডানতীরের উপনদী : ___।
উত্তর – গঙ্গার ডানতীরের উপনদী : যমুনা : : তিস্তার ডানতীরের উপনদী : রঙ্গিত।
গিরিপথ : বক্সা : : ব্যারেজ : ___।
উত্তর – গিরিপথ : বক্সা : : ব্যারেজ : ফারাক্কা।
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
বামদিক (নদীর নাম) | ডানদিক (নদীর উৎস) |
1. গঙ্গা | (i) চোমলহরি পর্বত |
2. তিস্তা | (ii) উপকূলীয় অঞ্চল |
3. তোর্সা | (iii) ত্রিকূট পাহাড় |
4. জলঢাকা | (iv) পাগলাঝোরা প্রস্রবণ |
5. দামোদর | (v) চুম্বি উপত্যকা |
6. মহানন্দা | (vi) অযোধ্যা পাহাড় |
7. ময়ূরাক্ষী | (vii) গঙ্গোত্রী হিমবাহ |
8. কংসাবতী | (viii) খামারপাত পাহাড় |
9. দ্বারকেশ্বর | (ix) রাঢ় অঞ্চল |
10. রায়ডাক | (x) পার্বত্য জলবায়ু |
11. বীরভূম | (xi) জেমু হিমবাহ |
12. দীঘা | (xii) তিলাবানি পাহাড় |
13. দার্জিলিং | (xiii) বিদাং হ্রদ |
উত্তর –
বামদিক (নদীর নাম) | ডানদিক (নদীর উৎস) |
1. গঙ্গা | (vii) গঙ্গোত্রী হিমবাহ |
2. তিস্তা | (xi) জেমু হিমবাহ |
3. তোর্সা | (v) চুম্বি উপত্যকা |
4. জলঢাকা | (xiii) বিদাং হ্রদ |
5. দামোদর | (viii) খামারপাত পাহাড় |
6. মহানন্দা | (iv) পাগলাঝোরা প্রস্রবণ |
7. ময়ূরাক্ষী | (iii) ত্রিকূট পাহাড় |
8. কংসাবতী | (vi) অযোধ্যা পাহাড় |
9. দ্বারকেশ্বর | (xii) তিলাবানি পাহাড় |
10. রায়ডাক | (i) চোমলহরি পর্বত |
11. বীরভূম | (ix) রাঢ় অঞ্চল |
12. দীঘা | (ii) উপকূলীয় অঞ্চল |
13. দার্জিলিং | (x) পার্বত্য জলবায়ু |
দু-এক কথাই উত্তর দাও
সিঙ্গালিলা পর্বতশ্রেণি তিস্তা নদীর কোন্ দিকে অবস্থিত?
পশ্চিম দিকে
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন্ মালভূমির অংশ?
ছোটোনাগপুর মালভূমি
পশ্চিমবঙ্গের কোন্ জেলার সমস্তটাই তরঙ্গায়িত মালভূমির অন্তর্গত?
পুরুলিয়া জেলার
পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলকে ‘ভুটানের প্রবেশদ্বার’ বলা হয়?
ডুয়ার্স অঞ্চলকে
দুরবিনদারা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ঋষিলা (3,130 মিটার)
সান্দাকফুর উচ্চতা কত?
6,630 মিটার
‘তরাই’ শব্দের অর্থ কী?
স্যাঁতসেঁতে ভূমি
পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কী?
ঘুম
উত্তরবঙ্গের সমভূমির নবীন পলিগঠিত অংশের নাম কী?
‘দিয়ারা’
পশ্চিমবঙ্গের একটি গ্রস্ত উপত্যকা কোনটি ?
দামোদর উপত্যকা
গাঙ্গেয় বদ্বীপের কোন্ অঞ্চল ‘বাগড়ি’ নামে পরিচিত?
মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল
কোন্ নদী পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিভক্ত করেছে?
গঙ্গা নদী
পশ্চিমবঙ্গের কোন্ জেলায় উপকূল ভাঙন দেখা যায়?
পূর্ব মেদিনীপুর
তিস্তা কোন্ নদীর উপনদী?
যমুনা (ব্রহ্মপুত্র) নদীর
পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো যাতে জোয়ারভাটা হয়।
মাতলা নদী
পশ্চিমবঙ্গে তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখো।
মহানন্দা
সুন্দরবনের সবচেয়ে বৃহৎ দ্বীপটির নাম কী?
সাগর দ্বীপ
‘জল ধরো জল ভরো’ কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলের জন্য গৃহীত প্রকল্প?
পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির
কাকে ‘দুঃখের নদ’ বলা হয়?
দামোদর নদকে
পদ্মার একটি শাখা নদীর নাম লেখো যেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।
জলঙ্গী
পদ্মার একটি শাখা নদীর নাম লেখো যেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।
পুরুলিয়ায়
পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে সৃষ্ট ঝড়ের নাম কী?
কালবৈশাখী
পশ্চিমবঙ্গে শীতকালে কীসের প্রভাবে বৃষ্টি হয়?
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে
কালবৈশাখী ঝড় কোন্ দিক থেকে আসে?
উত্তর-পশ্চিম
পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঝড় হয় তার নাম কী?
আশ্বিনের ঝড়
পশ্চিমবঙ্গে মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল কোন্ দুটি জেলা নিয়ে গঠিত?
পশ্চিমবঙ্গের ‘নদিয়া ও মুরশিদাবাদ’ জেলা
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলের জলবায়ু কী প্রকৃতির?
সমভাবাপন্ন প্রকৃতির
পশ্চিমবঙ্গে কোন্ ঋতুর স্থায়িত্বকাল সবচেয়ে বেশি?
বর্ষাকাল (চার মাস)
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটির রং কী?
লাল
জরায়ুজ অঙ্কুরোদগম কোন্ শ্রেণির উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য?
ম্যানগ্রোভ
পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গণ্ডার দেখা যায়?
জলদাপাড়া অভয়ারণ্যে
সুন্দরবনের বিখ্যাত প্রাণীটির নাম কী?
রয়াল বেঙ্গল টাইগার
পশ্চিমবঙ্গের কোন্ অরণ্যে লাক্ষাকীট পালন করা হয়?
মালভূমি অঞ্চলের পর্ণমোচী অরণ্যে
পশ্চিমবঙ্গের কোন্ জেলায় অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি?
দক্ষিণ 24 পরগনায়
পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জেলায় সরলবর্গীয় বনভূমি গড়ে উঠেছে?
দার্জিলিং ও কালিম্পং জেলায়
পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো।
সুন্দরবন ও বক্সা
বক্সা ও জয়ন্তী পাহাড় কোন্ জেলায় অবস্থিত?
আলিপুরদুয়ার
Class 9 Geography All Chapter Notes
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ‘পশ্চিমবঙ্গ (প্রাকৃতিক পরিবেশ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।