আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় ‘পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়’ এর কিছু দক্ষতামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

দুটি অক্ষরেখার মাঝখানে কোনো স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করা হবে?
ধরা যাক, দুটি অক্ষরেখার মান 15° উত্তর ও 16° উত্তর। সুতরাং, দুটি অক্ষরেখার মধ্যে পার্থক্য (16° − 15°) = 1° বা 60 মিনিট। দুটি অক্ষরেখার মাঝখানে অবস্থিত স্থানের অবস্থান হবে 15° উত্তর + \(\frac{60}2\) মিনিট = 15°30′ উত্তর। অথবা, 16° উত্তর – \(\frac{60}2\) মিনিট = 15°30′ উত্তর।
পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে তুমি যদি জাহাজে বা প্লেনে করে একই দিকে বা উলটো দিকে যেতে থাকো, তাহলে কী হবে?
পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে অর্থাৎ, পশ্চিম থেকে পূর্ব দিকে যদি জাহাজ বা প্লেনে করে যাওয়া যায়, তবে সময় ক্রমশ এগিয়ে যাবে এবং যদি উলটো দিকে অর্থাৎ, পূর্ব দিক থেকে পশ্চিমে যাওয়া যায় তাহলে সময় পিছিয়ে যাবে অর্থাৎ, একই দিনের আগের সময়ে পৌঁছে যেতে হবে।
আবার, জাহাজ বা প্লেনে করে পৃথিবীর ঘোরার দিকেই যেতে যেতে যদি আন্তর্জাতিক তারিখরেখা পার হয়ে পশ্চিম গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন কমিয়ে নিতে হবে এবং পৃথিবী ঘোরার উলটো দিকে অর্থাৎ, পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে যেতে যদি আন্তর্জাতিক তারিখরেখা পার হয়ে পূর্ব গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন বাড়িয়ে নিতে হবে।
কোনো একটি স্থানের দ্রাঘিমা 40° পূর্ব হলে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে?
কোনো স্থান ও তার প্রতিপাদ স্থান দুটির মধ্যে দ্রাঘিমার ব্যবধান হয় সর্বদা 180°। সুতরাং, 40° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানটির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে (180° − 40° পূর্ব) = 140° পশ্চিম।
10° উত্তর এবং 60° পূর্ব অক্ষাংশ ও দ্রাঘিমাবিশিষ্ট কোনো স্থানের প্রতিপাদ স্থান উল্লেখ করো।
আমরা জানি, প্রতিপাদ স্থান দুটির অক্ষংশগত মান এক হলেও অক্ষাংশগত অবস্থান বিপরীত গোলার্ধধর্মী হয়। সুতরাং, 10° উত্তর অক্ষণশবিশিষ্ট স্থানটির প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে 10° দক্ষিণ।
আবার, প্রতিপাদ স্থান দুটি বিপরীত গোলার্ধের দ্রাঘিমায় অবস্থিত হয় এবং দ্রাঘিমার ব্যবধান হয় 180°। সুতরাং, 60° পূর্ব দ্রাঘিমাবিশিষ্ট স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে (180° − 60°) = 120° পশ্চিম।
কোনো একটি স্থানের প্রতিপাদ স্থান কীভাবে নির্ণয় করা হয়?
ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থানের প্রতিপাদ স্থান নির্ণয় করতে হলে সেই স্থান বা বিন্দু থেকে একটি কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে বিপরীত প্রান্ত পর্যন্ত প্রসারিত করলে যে স্থান বা বিন্দুতে তা ছেদ করবে, সেটাই হবে প্রথম স্থানের প্রতিপাদ স্থান। চিত্রে A স্থানের প্রতিপাদ স্থান নির্ণয় করতে হবে। এখানে, P পৃথিবীর কেন্দ্র। A স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা হল যথাক্রমে 40° উত্তর ও 110° পূর্ব। এখন A স্থান থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি রেখা অঙ্কন করে তা আরও প্রসারিত করলে তা ভূপৃষ্ঠের A′ স্থানে ছেদ করে। এখন, A′ স্থানের অক্ষাংশ হবে 40° দক্ষিণ, কারণ আমরা জানি, প্রতিপাদ অক্ষাংশের মান সর্বদা একই হয় তবে তা বিপরীত গোলার্ধে অবস্থিত হয়। অন্যদিকে, দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য হয় 180°। A স্থানের দ্রাঘিমা 110° পূর্ব। সুতরাং, A′ স্থানের দ্রাঘিমা হবে (180° − 110° পূর্ব) = 70° পশ্চিম।

আন্তর্জাতিক তারিখরেখাকে মানচিত্রে খুঁজে বের করো। কোন্ কোন্ দেশ, দ্বীপ ও দ্বীপপুঞ্জ নতুন দিন, নতুন মাস বা নতুন বছর প্রথম পায় তার তালিকা তৈরি করো।
নতুন দিন, নতুন মাস, নতুন বছর প্রথম পায় এমন দেশ, দ্বীপ ও দ্বীপপুঞ্জের নাম হল –
- দেশ – জাপান, রাশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কোরিয়া।
- দ্বীপ – ক্লোভ, ভ্রাঙ্গেলিয়া, তাইওয়ান, সাখালিন প্রভৃতি।
- দ্বীপপুঞ্জ – ফিজি, চ্যাথাম, টোঙ্গা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কিউরাইল প্রভৃতি।

প্রমাণ করো 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট।
পৃথিবীর আকৃতি গোলাকার ধরে নিয়ে পৃথিবীতে 1° অন্তর 360টি দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে।
আমরা জানি, গোলাকার পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘণ্টা।
অর্থাৎ, 360° আবর্তন করতে সময় লাগে 24 ঘণ্টা
1° আবর্তন করতে সময় লাগে \(\frac{24}{360}=\frac1{15}\) ঘণ্টা
=\(\frac1{15}\times60\) = 4 মিনিট
সুতরাং, 1° দ্রাঘিমার পার্থকের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট (প্রমাণিত)।
নীচের ভৌগোলিক জালকের ছবি দেখে যথাক্রমে A, B, C, D, E এবং F স্থানের অবস্থান নির্ণয় করো।

স্থান | অক্ষাংশ | দ্রাঘিমা |
---|---|---|
A | 30° উত্তর | 30° পশ্চিম |
B | 50° উত্তর | 75° পশ্চিম |
C | 10° উত্তর | 15° পূর্ব |
D | 20° দক্ষিণ | 30° পশ্চিম |
E | 40° উত্তর | 60° পশ্চিম |
F | 60° উত্তর | 45° পূর্ব |
নিচের ছবিটি দেখে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। (i) চিত্রে PP′ কী নির্দেশ করছে? (ii) চিত্রে TT′ কী নির্দেশ করছে? (iii) চিত্রে X স্থানের অক্ষাংশ কত?

- চিত্রে PP′ হল 40° উত্তর অক্ষরেখা।
- চিত্রে PP′ হল 0° দ্রাঘিমারেখা বা মূলমধ্যরেখা।
- চিত্রে X স্থানের অক্ষাংশ 40° উত্তর। কারণ, AB বা নিরক্ষরেখার সঙ্গে বা পৃথিবীর কেন্দ্র C -এর সঙ্গে X স্থানের কৌণিক দূরত্ব 40°।
Class 9 Geography All Chapter Notes
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় ‘পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়’ এর কিছু দক্ষতামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।