এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী – ভূগোল – পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় ‘পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়’ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

উত্তর মেরুর ঠিক মাথার ওপর অবস্থান করে –

  1. সপ্তর্ষিমণ্ডল
  2. লুব্ধক
  3. ধ্রুবতারা
  4. হ্যাডলির অকট্যান্ট

উত্তর – 3. ধ্রুবতারা

নিরক্ষরেখার অপর নাম –

  1. কর্কটক্রান্তি রেখা
  2. মূলমধ্যরেখা
  3. মকরক্রান্তিরেখা
  4. বিষুবরেখা

উত্তর – 4. বিষুবরেখা

সমাক্ষরেখার সংখ্যা হল –

  1. 90টি
  2. 181টি
  3. 179টি
  4. 190টি

উত্তর – 3. 179টি

পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল –

  1. নিরক্ষরেখা
  2. কর্কটক্রান্তি রেখা
  3. সুমেরু বৃত্ত
  4. মকরক্রান্তি রেখা

উত্তর – 2. কর্কটক্রান্তি রেখা

কুমেরু বৃত্তের মান –

  1. 90° উত্তর
  2. 66½° দক্ষিণ
  3. 66½° উত্তর
  4. 90° দক্ষিণ

উত্তর – 2. 66½° দক্ষিণ

ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমারেখাগুলি –

  1. পূর্ব-পশ্চিমে
  2. উত্তর দিকে
  3. উত্তর-দক্ষিণে
  4. দক্ষিণ দিকে বিস্তৃত

উত্তর – 3. উত্তর-দক্ষিণে

ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা –

  1. দিল্লি -এর উপর দিয়ে বিস্তৃত
  2. এলাহাবাদ -এর উপর দিয়ে বিস্তৃত
  3. কলকাতা -এর উপর দিয়ে বিস্তৃত
  4. চেন্নাই -এর উপর দিয়ে বিস্তৃত

উত্তর – 2. এলাহাবাদ -এর উপর দিয়ে বিস্তৃত

ভারতের প্রমাণ দ্রাঘিমা হল –

  1. 88°30′ পূর্ব
  2. 82°30′ পূর্ব
  3. 80°15′পূর্ব
  4. 82°15′ পূর্ব

উত্তর – 3. 82°30′ পূর্ব

উত্তর গোলার্ধে 1° অন্তর মোট –

  1. 90 -টি সমাক্ষরেখা টানা সম্ভব
  2. 180 -টি সমাক্ষরেখা টানা সম্ভব
  3. 89 -টি সমাক্ষরেখা টানা সম্ভব
  4. 181 -টি সমাক্ষরেখা টানা সম্ভব

উত্তর – 3. 89 -টি সমাক্ষরেখা টানা সম্ভব

পৃথিবীর উভয় গোলার্ধে 1° অন্তর অক্ষরেখার মোট সংখ্যা হল –

অথবা, ভূগোলকে 1 অন্তর যে সংখ্যক অক্ষরেখা আঁকা যায় তা হল –

  1. 178টি
  2. 179টি
  3. 180টি
  4. 181টি

উত্তর – 2. 179টি

এক সেকেন্ড সময়ের পরিবর্তনে দ্রাঘিমার পার্থক্য হয় –

  1. 10″
  2. 15″
  3. 20″
  4. 17″

উত্তর – 2. 15″

ঘড়িতে দুপুর 2টো 56 বাজে, এটি প্রকাশ করার সঠিক বিকল্পটি হল –

  1. 2 : 56 pm
  2. 2টো 56 মিনিট
  3. 2 : 56 am
  4. 2 : 56 pm

উত্তর – 4. 2 : 56 pm

7°30′ দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় –

  1. 27 মিনিট
  2. 28 মিনিট
  3. 29 মিনিট
  4. 30 মিনিট

উত্তর – 4. 30 মিনিট

মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমারেখাটি হল –

  1. 180° পূর্ব বা পশ্চিম
  2. 30° পশ্চিম
  3. 90° পূর্ব
  4. 30° পূর্ব

উত্তর – 1. 180° পূর্ব বা পশ্চিম

সুমেরু বৃত্তের অক্ষাংশ –

  1. 66½° দক্ষিণ
  2. 23½° দক্ষিণ
  3. 66½° উত্তর
  4. 23½° উত্তর

উত্তর – 3. 66½° উত্তর

1° অন্তর মোট দ্রাঘিমারেখার সংখ্যা হল –

  1. 359
  2. 360
  3. 358
  4. 361

উত্তর – 2. 360

পূর্ব বা পশ্চিম গোলার্ধে অবস্থিত কোনো স্থানের সময় জানতে প্রয়োজন হয় –

  1. অক্ষাংশের
  2. দ্রাঘিমার
  3. অক্ষরেখার
  4. নিরক্ষরেখার

উত্তর – 2. দ্রাঘিমার

নিরক্ষরেখায় বা বিষুবরেখায় ধ্রুবতারা মেরু নক্ষত্রের উন্নতি –

  1. 90°
  2. 180°
  3. 360°

উত্তর – 1. 0°

উচ্চ অক্ষাংশ হল –

  1. 0°-30° অক্ষাংশ
  2. 30°-60° অক্ষাংশ
  3. 60°-90° অক্ষাংশ

উত্তর – 3. 60°-90° অক্ষাংশ

15° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে –

  1. 4 ঘণ্টা
  2. 5 ঘণ্টা 30 মিনিট
  3. 1 ঘণ্টা
  4. 2 ঘণ্টা

উত্তর – 3. 1 ঘণ্টা

1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় –

  1. 4 মিনিট
  2. 15 মিনিট
  3. 4 সেকেন্ড
  4. 10 মিনিট

উত্তর – 3. 4 সেকেন্ড

1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে –

  1. 60 মিনিট
  2. 4 সেকেন্ড
  3. 4 মিনিট
  4. 60 সেকেন্ড

উত্তর – 3. 4 মিনিট

মূলমধ্যরেখার ওপর অপস্থিত কোনো স্থানের প্রতিপাদ স্থান –

  1. 90° পঃ
  2. 180° পূঃ
  3. 180 পঃ
  4. 180° দ্রাঘিমারেখায়

উত্তর – 4. 180° দ্রাঘিমারেখায়

কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় –

  1. 6 ঘণ্টা
  2. 12 ঘণ্টা
  3. 24 ঘণ্টা
  4. 48 ঘণ্টা

উত্তর – 2. 12 ঘণ্টা

গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে বলে –

  1. ক্রোনোমিটার
  2. সেক্সট্যান্ট
  3. প্রিজমেটিক কম্পাস
  4. থিয়োডোলাইট

উত্তর – 1. ক্রোনোমিটার

নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোনো স্থান এবং নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের –

  1. অক্ষাংশ
  2. দ্রাঘিমা
  3. প্রতিপাদ স্থান
  4. বিষুবলম্ব

উত্তর – 1. অক্ষাংশ

কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হল –

  1. 88°30′ পশ্চিম
  2. 91°30′ পশ্চিম
  3. 91°30′ পূর্ব
  4. 88°30′ পূর্ব

উত্তর – 2. 91°30′ পশ্চিম

তোমরা ‘মহাবৃত্ত’ অর্থে যে অক্ষরেখাটি চেনো তা হল –

  1. নিরক্ষরেখা
  2. সুমেরুবৃত্ত
  3. মকরক্রান্তি রেখা
  4. কর্কটক্রান্তি রেখা

উত্তর – 1. নিরক্ষরেখা

পৃথিবীর প্রমাণ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হল –

  1. 4 ঘণ্টা 30 মিনিট
  2. 6 ঘন্টা 30 মিনিট
  3. 5 ঘণ্টা 30 মিনিট
  4. 2 ঘণ্টা 30 মিনিট

উত্তর – 3. 5 ঘণ্টা 30 মিনিট

মূলমধ্যরেখা প্রবাহিত –

  1. এলাহাবাদের ওপর দিয়ে
  2. গ্রিনিচের ওপর দিয়ে
  3. চেন্নাইয়ের ওপর দিয়ে
  4. নিউইয়র্কের ওপর দিয়ে

উত্তর – 2. গ্রিনিচের ওপর দিয়ে

রাশিয়া ফেডারেশনের সময় অঞ্চলের সংখ্যা –

  1. 4টি
  2. 9টি
  3. 11টি
  4. 17টি

উত্তর – 2. 9টি

দ্রাঘিমারেখার অপর নাম –

  1. মূলমধ্যরেখা
  2. দেশান্তর রেখা
  3. বিষুবরেখা
  4. আন্তর্জাতিক তারিখরেখা

উত্তর – 2. দেশান্তর রেখা

কোনো স্থানের দ্রাঘিমা 85°30′ পূর্ব হলে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা –

  1. 42°30′ পশ্চিম
  2. 94°30′ পশ্চিম
  3. 94°30′ পূর্ব
  4. 85°30′ পশ্চিম

উত্তর – 2. 94°30′ পশ্চিম

দ্রাঘিমারেখাগুলির আকৃতি –

  1. বৃত্তাকার
  2. অর্ধবৃত্তাকার
  3. আয়তাকার
  4. সরলরৈখিক

উত্তর – 2. অর্ধবৃত্তাকার

উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশ হল –

  1. ইন্দোনেশিয়া
  2. ভারত
  3. জার্মানি
  4. কোনোটিই নয়

উত্তর – 1. ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক তারিখরেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে –

  1. 11° পূর্ব
  2. 7° পশ্চিম
  3. 11° পশ্চিম
  4. 7° পূর্ব

উত্তর – 2. 7° পশ্চিম

প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক –

  1. কানাডা
  2. চিন
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. রাশিয়াতে

উত্তর – 4. রাশিয়াতে

মূলমধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের –

  1. অক্ষাংশ
  2. দ্রাঘিমা
  3. প্রতিপাদ স্থান
  4. বিষুবলম্ব

উত্তর – 2. দ্রাঘিমা

দ্রাঘিমারেখাগুলির পারস্পরিক দূরত্ব –

  1. নিম্ন অক্ষরেখায় কমে
  2. নিম্ন অক্ষরেখায় বাড়ে
  3. ঊর্ধ্ব অক্ষরেখায় বাড়ে
  4. 45 মিনিট সময়ের

উত্তর – 2. নিম্ন অক্ষরেখায় বাড়ে

আন্তর্জাতিক তারিখরেখার মান –

  1. 190°
  2. 180°
  3. 170°
  4. 160°

উত্তর – 2. 180°

ভূপৃষ্ঠে দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক গড় রৈখিক দূরত্ব হল বা 1° অন্তর অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হল –

  1. 110.1 km
  2. 110.5 km
  3. 110.9 km
  4. 111.1 km

উত্তর – 4. 111.1 km

অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল –

  1. সর্বোচ্চ অক্ষরেখার মান 0°
  2. প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত
  3. অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল
  4. প্রতিটি অক্ষরেখার পরিধি সমান

উত্তর – 3. অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল

আফ্রিকার প্রায় মাঝ বরাবর যে রেখাটি পূর্ব-পশ্চিমে চলে গেছে, তাকে – 

  1. নিরক্ষরেখা
  2. মূলমধ্যরেখা
  3. কর্কটক্রান্তি রেখা
  4. মকরক্রান্তি রেখা বলে

উত্তর – 1. নিরক্ষরেখা

অক্ষরেখার সর্বোচ্চ মান –

  1. 180°
  2. 90°
  3. 360°

উত্তর – 2. 90°

নিরক্ষরেখায় 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে রৈখিক দূরত্ব প্রায় –

  1. 111 km
  2. 112 km
  3. 96 km
  4. 92 km

উত্তর – 2. 112 km

A(0°, 0°) -এর প্রতিপাদ স্থানের (A′) দ্রাঘিমা হল –

  1. 180°
  2. 90°
  3. 180° পূর্ব

উত্তর – 1. 180°

জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয় যার মাধ্যমে সেটি হল –

  1. হ্যাডলির অকট্যান্ট
  2. ধ্রুবতারা
  3. সূর্য
  4. সবগুলির দ্বারাই

উত্তর – 1. হ্যাডলির অকট্যান্ট

60° অক্ষাংশে ধ্রুবতারার উন্নতি কোণ –

  1. 90°
  2. 30°
  3. 60°

উত্তর – 4. 60°

নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হল –

অথবা, নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?

  1. 90°
  2. 60°
  3. 30°

উত্তর – 3. 0°

কোনো স্থানের দিগন্তরেখা থেকে ধ্রুবতারার উন্নতি কোণ ও সেই স্থানের অক্ষাংশ –

  1. দ্বিগুণ হয়
  2. সমান হয়
  3. অর্ধেক হয়
  4. তিনগুণ হয়

উত্তর – 2. সমান হয়

প্রতিটি দ্রাঘিমারেখা তার বিপরীত দ্রাঘিমারেখায় মিলিত হয়ে তৈরি হয় –

  1. বর্গক্ষেত্র
  2. অর্ধবৃত্ত
  3. ক্ষুদ্রবৃত্ত
  4. মহাবৃত্ত

উত্তর – 4. মহাবৃত্ত

শুন্যস্থান পূরণ করো

মূলমধ্যরেখার ডানদিকের অংশটি ___ গোলার্ধ।

উত্তর – পূর্ব

গোলকাকার পৃথিবীতে কোনো স্থানের অবস্থান ___ সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে।

উত্তর – কৌণিক দূরত্বের

পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক রেখা বা বিষুবরেখা বা মহাবৃত্ত হল ___।

উত্তর – নিরক্ষরেখা

নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের উপর অবস্থিত, তাকে ___ বলে।

উত্তর – নিরক্ষীয় তল

___ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগ করেছে।

অথবা, ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাটি হল – কর্কটক্রান্তি রেখা/মূলমধ্যরেখা/নিরক্ষরেখা/মকরক্রান্তি রেখা।

উত্তর – নিরক্ষরেখা

সূর্যের তাপ সবচেয়ে বেশি পায় ___ অঞ্চলে।

উত্তর – নিরক্ষীয়

___ দ্রাঘিমারেখা থেকে পৃথিবীতে তারিখ শুরু বা শেষ হয়।

উত্তর – 180°

উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হয় ___।

উত্তর – 90°

অক্ষরেখাগুলি পরস্পরের ___।

উত্তর – সমান্তরাল

23½° উত্তর অক্ষরেখাকে ___ বলে।

উত্তর – কর্কটক্রান্তি রেখা

দ্রাঘিমারেখাগুলি নিরক্ষরেখাকে ___ কোণে ছেদ করেছে।

অথবা, মূলমধ্যরেখা নিরক্ষরেখাকে ___ কোণে ছেদ করে।

উত্তর – 90°

দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হল ___।

উত্তর – হ্যাডলির অকট্যান্ট

___ রেখার অক্ষাংশের মান 23½° দক্ষিণ।

উত্তর – মকরক্রান্তি

চ্যাথাম, ফিজি প্রভৃতি দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখরেখাকে ___ ডিগ্রি পূর্বে বাঁকানো হয়েছে।

উত্তর – 11°

রয়‍্যাল অবজারভেটরি অবস্থিত ___ শহরে অবস্থিত।

উত্তর – গ্রিনিচ

___ উত্তরে বা দক্ষিণে অবস্থিত যে-কোনো জায়গার কৌণিক দূরত্বকে ওই জায়গার অক্ষাংশ বলে।

উত্তর – নিরক্ষরেখার

___ মানমন্দিরের উপর দিয়ে মূলমধ্যরেখা বিস্তৃত হয়েছে।

উত্তর – গ্রিনিচ

দূরত্ব ও কৌণিক মানের সাহায্যে অবস্থান নির্ণয় হল ___।

উত্তর – সমতল ভূমির ওপর অবস্থান নির্ণয়

মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে ___ কোণ উৎপন্ন করে।

উত্তর –

মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমারেখাটির মান হল ___।

উত্তর – 180°

দ্রাঘিমারেখাকে ___ রেখা বলা হয়।

উত্তর – দেশান্তর

1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ___ মিনিট।

উত্তর – 4

কোনো এক স্থানে যখন দিন, তখন তার প্রতিপাদ স্থানে ___।

উত্তর – রাত

___ ঘড়ি গ্রিনিচের সময় অনুসারে চলে।

উত্তর – ক্রোনোমিটার

ঠিক-ভুল নির্বাচন করো

অক্ষরেখাগুলি পূর্ব-পশ্চিমে বিস্তৃত।

উত্তর – ঠিক

প্রতিটি অক্ষরেখার সমান্তরাল।

উত্তর – ঠিক

সমাক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরাল নয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – সমান্তরাল)

প্রতিটি দ্রাঘিমারেখা পরস্পর সমান্তরাল।

উত্তর – ভুল (সঠিক উত্তর – সমান্তরাল নয়)

একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না।

উত্তর – ঠিক

অক্ষরেখাগুলি বৃত্তাকার।

উত্তর – ঠিক

কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার অক্ষাংশগত পার্থক্য হল 46°।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 47°)

নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর বা দক্ষিণে গেলে সময়ের পরিবর্তন হয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – জলবায়ুর পরিবর্তন হয়)

মেরুবিন্দু দুটি ভূপৃষ্ঠের দুটি সুনির্দিষ্ট স্থান।

উত্তর – ঠিক

প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান।

উত্তর – ঠিক

বিষুবরেখাটিতে প্রত্যহ দিন-রাত্রির দৈর্ঘ্য সমান।

উত্তর – ঠিক

180° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 24 ঘণ্টা।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 12 ঘণ্টা)

180° পূর্ব দ্রাঘিমারেখা ও 180° পশ্চিম দ্রাঘিমারেখা একই রেখাকে নির্দেশ করে।

উত্তর – ঠিক

আন্তর্জাতিক তারিখরেখাটি সরলরেখা নয়।

উত্তর – ঠিক

মূলমধ্যরেখা একটি মহাবৃত্ত।

উত্তর – ভুল (সঠিক উত্তর – নিরক্ষরেখা)

প্রতিটি দ্রাঘিমারেখা এক একটি অর্ধবৃত্ত।

উত্তর – ঠিক

উত্তর গোলার্ধে ভূ-পৃষ্ঠের কোনো স্থানের ধ্রুবতারার উন্নতি কোণই হল সেই স্থানের অক্ষাংশ।

উত্তর – ঠিক

পূর্ব-পশ্চিমে প্রসারিত বৃত্তাকার রেখাগুলি হল দ্রাঘিমারেখা।

উত্তর – ভুল (সঠিক উত্তর – উত্তর-দক্ষিণে প্রসারিত)

একই দ্রাঘিমায় অবস্থিত সব স্থানের স্থানীয় সময় একই।

উত্তর – ঠিক

88°30′ পূর্ব দ্রাঘিমারেখাটি কলকাতার ওপর দিয়ে গেছে।

উত্তর – ঠিক

নিরক্ষরেখা হল একটি মহাবৃত্ত।

উত্তর – ঠিক

90° উত্তর ও দক্ষিণ অক্ষরেখা পূর্ণবৃত্তের পরিবর্তে বিন্দুরূপে চিহ্নিত হয়।

উত্তর – ঠিক

অক্ষরেখাগুলির পরিধি সর্বত্র সমান।

উত্তর – ভুল (সঠিক উত্তর – সমান নয়)

অক্ষরেখা ও দ্রাঘিমারেখা পরস্পর লম্বভাবে ছেদ করে।

উত্তর – ঠিক

কৌণিক দূরত্ব ও রৈখিক দূরত্ব একই।

উত্তর – ভুল (সঠিক উত্তর – আলাদা)

বোধমূলক প্রশ্নোত্তর

আমরা পৃথিবীর উপর জালের মতো বিস্তার করে আছি। আমরা কারা?

উত্তর – অক্ষরেখা ও দ্রাঘিমারেখা

আমি দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি বিন্দু, যার অক্ষাংশ 90°। আমি কে?

উত্তর – কুমেরু

আমার সময় অনুযায়ী সারা ভারতের সময় গণনা করা হয়। আমি কে?

উত্তর – 82°30′ পূর্ব দ্রাঘিমারেখা বা ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা

আমি দুপুর 12টার পর থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়। আমাকে তোমরা কী বলে ডাকো?

উত্তর – PM/Post Meridian

আমি রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়। আমাকে তোমরা কী বলে ডাকো?

উত্তর – AM/Ante Meridian

আমার সাহায্যে তোমরা মধ্যাহ্ন সূর্যের অবস্থান দেখে স্থানীয় সময় নির্ণয় করো। আমি কে?

উত্তর – সেক্সট্যান্ট যন্ত্র

সম্পর্ক নির্ধারণ করো

অক্ষরেখা : ___ : : দ্রাঘিমারেখা : অর্ধবৃত্ত

উত্তর – পূর্ণবৃত্ত

0° অক্ষরেখা : নিরক্ষরেখা : : 0° দ্রাঘিমারেখা : ___

উত্তর – মূলমধ্যরেখা

সময় মাপক : ক্রোনোমিটার : : অক্ষাংশ মাপক : ___

উত্তর – সেক্সট্যান্ট

AM : ___ : : PM : পোস্ট মেরিডিয়ান

উত্তর – পূর্ব মেরিডিয়ান

1° : 60 মিনিট : : 1′ : ___

উত্তর – 60 সেকেন্ড

সুমেরুবৃত্ত : 66½° উত্তর : : ___ : 231½° দঃ

উত্তর – মকরক্রান্তি রেখা

ভারতের প্রমাণ দ্রাঘিমা : ___ : : গ্রিনিচের প্রমাণ দ্রাঘিমা : ০°

উত্তর – 82°30′ পূর্ব

নিরক্ষরেখা : ০° : : আন্তর্জাতিক তারিখরেখা : ___

উত্তর – 180°

উত্তর গোলার্ধের দেশ : ভারত : : দক্ষিণ গোলার্ধের দেশ : ___

উত্তর – অস্ট্রেলিয়া

অক্ষরেখা : সমাক্ষরেখা : : দ্রাঘিমারেখা : ___

উত্তর – দেশান্তর রেখা

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিক
1. দ্রাঘিমারেখা মাত্রই(i) অক্ষাংশ নির্ণয় করে
2. একটি দ্রাঘিমারেখার সর্বত্র(ii) সব অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে
3. সেক্সট্যান্ট যন্ত্র দিয়ে নাবিকেরা সমুদ্রে(iii) একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়
4. ভারতের প্রমাণ দ্রাঘিমা বলা হয়(iv) ভারতীয় প্রমাণ সময়
5. পৃথিবীতে 1° অন্তর মোট দ্রাঘিমা সংখ্যা(v) গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global positioning system) -এর মাধ্যমে
6. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠে যে-কোনো স্থানের একেবারে সঠিক অবস্থান নির্ণয় করা হয়(vi) নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে ক্রমশ কমতে কমতে দুই মেরুতে বিন্দুতে পরিণত হয়েছে
7. সমাক্ষরেখাগুলির পরিধি(vii) সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্তে
8. সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার জন্য বছরে অন্তত 1 দিন আকাশে সূর্যকে একবারও দেখা যায় না(viii) 82°30′ পূর্ব দ্রাঘিমারেখাকে
9. এলাহাবাদ(ix) 360 টি

উত্তর –

বামদিকডানদিক
1. দ্রাঘিমারেখা মাত্রই(ii) সব অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে
2. একটি দ্রাঘিমারেখার সর্বত্র(iii) একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়
3. সেক্সট্যান্ট যন্ত্র দিয়ে নাবিকেরা সমুদ্রে(i) অক্ষাংশ নির্ণয় করে
4. ভারতের প্রমাণ দ্রাঘিমা বলা হয়(viii) 82°30′ পূর্ব দ্রাঘিমারেখাকে
5. পৃথিবীতে 1° অন্তর মোট দ্রাঘিমা সংখ্যা(ix) 360 টি
6. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠে যে-কোনো স্থানের একেবারে সঠিক অবস্থান নির্ণয় করা হয়(v) গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global positioning system) -এর মাধ্যমে
7. সমাক্ষরেখাগুলির পরিধি(vi) নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে ক্রমশ কমতে কমতে দুই মেরুতে বিন্দুতে পরিণত হয়েছে
8. সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার জন্য বছরে অন্তত 1 দিন আকাশে সূর্যকে একবারও দেখা যায় না(vii) সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্তে
9. এলাহাবাদ(iv) ভারতীয় প্রমাণ সময়

সমগ্র পৃথিবীর কৌণিক মাপ কত?

360°

পৃথিবীপৃষ্ঠে কলকাতার সঠিক অবস্থান লেখো।
অথবা, কলকাতার অক্ষাংশ হল – 22°34′22″ উত্তর/23°30′30″ উত্তর/22°34′22″ দক্ষিণ/23°30′30″ দক্ষিণ

22°34′ উত্তর অক্ষরেখা এবং 88°30′ পূর্ব দ্রাঘিমারেখার মিলনস্থল

পৃথিবীর সবচেয়ে বড়ো অক্ষরেখা কোনটি ?

নিরক্ষরেখা

মূলমধ্যরেখাটি কোন্ শহরের উপর দিয়ে গিয়েছে?

ইংল্যান্ডের গ্রিনিচ শহর

অক্ষরেখাগুলির অপর নাম কী?

সমাক্ষরেখা

প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণ সৃষ্টি করে?

90°

প্রতিটি সমাক্ষরেখার কৌণিক মান কত?

360°

নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুর দৈর্ঘ্য উল্লেখ করো।

রৈখিক দূরত্ব প্রায় 9999.90 কিমি

সর্বোচ্চ দ্রাঘিমারেখার মান কত?

180°

পৃথিবীর প্রমাণ সময় নির্ধারণকারী দ্রাঘিমা কোনটি?

মূলমধ্যরেখা (0°)

1° দ্রাঘিমা = কত মিনিট?

60 মিনিট

দ্রাঘিমারেখার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি?

মূলমধ্যরেখা

মূলমধ্যরেখার মান কত?

কোন্ রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে?

মূলমধ্যরেখাকে

নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?

দ্রাঘিমাংশের বা দ্রাঘিমারেখার গরিষ্ঠ মান কত?

180° পূর্ব ও পশ্চিম

কলকাতার দ্রাঘিমারেখার মান কত?

88°30′ পূর্ব

প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে?

90° কোণে

ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিচের সময়ের পার্থক্য কত?

5 ঘণ্টা 30 মিনিট

কোন্ যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করে কোনো স্থানের অক্ষাংশ পরিমাপ করা যায়?

সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে

দক্ষিণ গোলার্ধে কোন্ নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়?

হ্যাডলির অকট্যান্ট

পৃথিবীর কোনো স্থান বিষুবরেখায় অবস্থিত হলে তার অক্ষাংশ কত?

অক্ষাংশের ভিত্তিতে প্রধান কটি তাপবলয় পৃথিবীতে লক্ষ করা যায়?

5টি

GPS শব্দের অর্থ কী?

Global Positioning System

অবস্থান নির্ণয় করার আধুনিকতম পদ্ধতি কী নামে পরিচিত?

GPS (Global Positioning System)

GIS -এর পুরো নাম কী?

Geographical Information System

কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত মিনিট?

24 মিনিট

আন্তর্জাতিক তারিখরেখা কোন্ কোন্ অক্ষরেখাকে ছেদ করেছে?

পৃথিবীর সবকটি অক্ষরেখাকে ছেদ করেছে।

কোন মহাসাগরের ওপর দিয়ে 180° দ্রাঘিমারেখা প্রসারিত?

প্রশান্ত মহাসাগর

অক্ষাংশ নির্ণয় করা হয় কোন্ রেখার সাপেক্ষে?

নিরক্ষরেখার সাপেক্ষে

IST -এর পুরো নাম কী?

Indian Standard Time

কোন স্থানে দ্রাঘিমা 24° ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের প্রতিপাদ স্থানটির দ্রাঘিমা কত হবে?

156° পশ্চিম


Class 9 Geography All Chapter Notes

1. গ্রহরূপে পৃথিবীবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
রচনাধর্মী প্রশ্নোত্তর
2. পৃথিবী গতিসমূহবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
টীকা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
3. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়অধ্যায় সারসংক্ষেপ
➼ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
➼ দক্ষতামূলক প্রশ্নোত্তর
গাণিতিক প্রশ্নোত্তর
4. ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
5. আবহবিকারঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দক্ষতামূলক প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
6. দুর্যোগ ও বিপর্যয়অধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
7. ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
8. ভারতের সম্পদ (খনিজ সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
9. ভারতের সম্পদ (প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
10. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
11. পশ্চিমবঙ্গ (প্রাকৃতিক পরিবেশ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
12. পশ্চিমবঙ্গ (প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ)অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
টীকা
ভৌগোলিক কারণ ব্যাখ্যা
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
13. মানচিত্র ও স্কেলঅধ্যায় সারসংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
টীকা
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
রচনাধর্মী প্রশ্নোত্তর
মানচিত্র চিহ্নিতকরণ

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় ‘পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়’ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন