আমরা আমাদের আর্টিকেলে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘আলো’ এর সক্রিয়তামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য ও চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

তোমার বন্ধুকে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় কীভাবে বোঝাবে?
একটি উত্তল লেন্স, একটি সাদা কাগজ ও একটি মিটার স্কেল নাও। উত্তল লেন্সটিকে এমনভাবে রাখো যাতে সূর্যের আলো সরাসরি লেন্সের ওপর আপতিত হয়। এবার সাদা কাগজটিকে লেন্সের অপর পার্শ্বে রাখলে একটি উজ্জ্বল প্রতিবিম্ব কাগজে দেখতে পাবে। এখন কাগজের অবস্থান এমনভাবে পরিবর্তন করো যাতে প্রতিবিম্ব সর্বাপেক্ষা স্পষ্ট হয়। এবার লেন্স ও কাগজের অবস্থান অপরিবর্তিত রেখে তোমার অপর এক বন্ধুকে বলো লেন্স থেকে কাগজের দূরত্ব পরিমাপ করতে। যে দূরত্ব পরিমাপ করলে তা উত্তল লেন্সের ফোকাস দূরত্বের প্রায় সমান।

তোমাকে একটি জানা ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, একটি লেন্স স্ট্যান্ড, মোমবাতি, কার্ডবোর্ড ও সাদা কাগজ দেওয়া হল। তোমার বন্ধুকে লেন্স দ্বারা খর্বকায়, সমান সাইজের ও বিবর্ধিত সদবিম্ব গঠন কীভাবে দেখাবে?
মনে করি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য \( f \)। তবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 cm বা 20 cm হলে ভালো হয়। স্ট্যান্ডের সাহায্যে লেন্সটিকে আটকে একটি টেবিলের ওপর রাখো। টেবিলের ওপর চক দিয়ে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একটি সরলরেখা টানো। স্কেলের সাহায্যে লেন্সের দু-দিকে \( f \) ও \( 2f \) দূরত্বে চক দিয়ে দাগ দাও। দাগের ওপর \( 2f \) -এর বেশি দূরত্বে স্ট্যান্ডের ওপর একটি মোমবাতি রাখো। এবার একটি কার্ডবোর্ডের ওপর সাদা কাগজ লাগিয়ে লেন্সের অপর পাশে ধরো। কার্ডবোর্ডের অবস্থান এমনভাবে পরিবর্তন করো যাতে কার্ডবোর্ডের ওপর মোমবাতির একটি স্পষ্ট খর্বকায়, অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। লক্ষ করে দ্যাখো লেন্স ও কার্ডবোর্ডের দূরত্ব \( f\) -এর বেশি কিন্তু \( 2f \) -এর কম। এবার মোমবাতিকে \( 2f \) দূরত্বে রেখে অপর পার্শ্বে \( 2f \) দূরত্বে কার্ডবোর্ড রাখলে তাতে সমান সাইজের স্পষ্ট অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে [চিত্র 5.83]। একইভাবে মোমবাতিকে \( 2f \) -এর চেয়ে কিছুটা কম দূরত্বে রেখে কার্ডবোর্ডটিকে \( 2f \) -এর বেশি দূরত্বে নিয়ে গিয়ে অবস্থান পরিবর্তন করো, দেখবে একসময় কার্ডবোর্ডে মোমবাতির স্পষ্ট, বিবর্ধিত, অবর্শীষ প্রতিবিম্ব গঠিত হয়েছে।

Class 10 Physical Science – Notes for All Chapters
আমরা আমাদের আর্টিকেলে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘আলো’ এর কিছু সক্রিয়তামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি দশম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।