মাধ্যমিক ভৌতবিজ্ঞান – তাপের ঘটনাসমূহ – দু-একটি বাক্যে উত্তর দাও।

Mrinmoy Rajmalla

এ আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বইয়ের তাপের ঘটনাসমূহ অধ্যায়ের দু-একটি বাক্যে উত্তর দাও প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাপের ঘটনাসমূহ অধ্যায়ের দু-একটি বাক্যে উত্তর দাও প্রশ্নোত্তর গুলি আপনি যদি ভালো করে দেখে মুখস্ত করে যান, তাহলে মাধ্যমিক পরীক্ষায় তাপের ঘটনাসমূহ অধ্যায়ের দু-একটি বাক্যে উত্তর দাও প্রশ্নোত্তর থেকে যা প্রশ্নই আসুক না কেন আপনি সঠিক উত্তর দিতে পারবেন।

Table of Contents

তাপের ঘটনাসমূহ – দু-একটি বাক্যে উত্তর দাও।

কঠিন ও তরলের মধ্যে কোনটির প্রসারণে পাত্রের কোনো ভূমিকা নেই?

কঠিনের প্রসারণে পাত্রের কোনো ভূমিকা নেই।

একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট গোলক ও একটি ফাঁপা গোলককে একই পরিমাণ তাপ দিলে কোনটির প্রসারণ বেশি হবে?

ফাঁপা গোলকটি বেশি প্রসারিত হবে।

কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী?

কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হল °C-1 বা °F-1 বা K-1

দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো।

দ্বিধাতব পাতকে থার্মোস্ট্যাট হিসেবে ব্যবহার করা হয়।

একটি দ্বিধাতব পাত A ও B দুটি ধাতু নিয়ে গঠিত। A – এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক B অপেক্ষা বেশি। দ্বিধাতব পাতটিকে উত্তপ্ত করলে এটি বেঁকে যাবে। বাঁকের ভিতরের দিকে কোন্ ধাতু থাকবে?

বাঁকের ভিতরের দিকে B ধাতু থাকবে।

একটি দ্বিধাতব পাত A ও B দুটি ধাতু নিয়ে গঠিত। A – এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক B অপেক্ষা বেশি। দ্বিধাতব পাতটিকে ঠান্ডা করলে এটি বেঁকে যাবে। বাঁকের ভিতরের দিকে কোন্ ধাতু থাকবে?

বাঁকের ভিতরের দিকে A ধাতু থাকবে।

কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে?

না, নির্ভর করে না।

কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি ক্ষেত্রফলের এককের ওপর নির্ভর করে?

না, নির্ভর করে না।

কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি আয়তনের এককের ওপর নির্ভর করে?

না, নির্ভর করে না।

একটি পিতলের তৈরি স্কেল 0°C উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 30°C উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে না কম হবে?

30°C উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কম পাঠ দেখাবে।

একটি পিতলের তৈরি স্কেল 30°C উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 10°C উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে না কম হবে?

10°C উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা বেশি পাঠ দেখাবে।

তাপ প্রয়োগে প্ল্যাটিনাম তারকে সহজেই কাচের সঙ্গে সিল করে আটকানো যায় কেন?

কাচ ও প্ল্যাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান বলে প্ল্যাটিনাম তারকে সহজেই কাচের সঙ্গে সিল করে আটকানো যায়।

তাপ প্রয়োগে তামার তারকে কাচের সঙ্গে সিল করে আটকানো যায় না কেন?

তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাচ অপেক্ষা বেশি তাই তামার তারকে কাচের সঙ্গে সিল করে আটকানো যায় না।

কোনো তরলকে যে পাত্রে রাখা হয়েছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক 5×10-6 °C-1 এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 20 × 10-5 °C-1 হলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কত?

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক = তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক – পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক = (20 × 10-5 -5 × 10-6) °C-1 = 19.5 × 10-5 °C-1

একটি তরলকে A ও B দুটি পাত্রে রেখে উত্তপ্ত করা হচ্ছে। A পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক B পাত্রের তুলনায় বেশি। কোন্ পাত্রে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বেশি হবে?

B পাত্রে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বেশি হবে।

একটি গোলকাকার ধাতব বলকে উত্তপ্ত করলে ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে কোনটির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হবে?

গোলকের আয়তনের শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হবে।

একটি গোলকাকার ধাতব বলকে উত্তপ্ত করলে ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে কোনটির শতকরা বৃদ্ধি সর্বনিম্ন হবে?

গোলকের ব্যাসার্ধের শতকরা বৃদ্ধি সর্বনিম্ন হবে।

তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী?

তরলের প্রসারণ গুণাঙ্ক দু-প্রকার –
i. আপাত প্রসারণ গুণাঙ্ক ও ii. প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।

তরলের কোন্ প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে না?

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে না।

তরলের কোন্ প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে?

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে।

তরলের প্রসারণ গুণাঙ্কের সূক্ষ্ম পরিমাপের জন্য কোন উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়?

তরলের প্রসারণ গুণাঙ্কের সূক্ষ্ম পরিমাপের জন্য 0°C উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়।

কোনো তরলের t1 ও t2(t12 > t1) উষ্ণতার পাল্লায় যে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় তা কি ধ্রুবক?

না, ওই প্রসারণ গুণাঙ্ক ধ্রুবক নয়। এটি হল t1 ও t2 উষ্ণতা পাল্লায় প্রসারণ গুণাঙ্কের গড় মান। প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার উপরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়।

কোন্ তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়?

জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়।

কোন্ তাপমাত্রা পাল্লায় জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়?

0°C থেকে 4°C – এর মধ্যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়।

তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী?

তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল Θ-1

গ্যাসের আয়তন গুণাঙ্কের একক কী?

গ্যাসের আয়তন গুণাঙ্কের একক হল °C-1 বা °F-1 বা K-1

গ্যাসের আয়তন গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী?

গ্যাসের আয়তন গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল Θ-1

বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান একই না আলাদা?

বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান একই।

গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কোন্ সূত্র থেকে পাওয়া যায়?

গ্যাসের আয়তন গুণাঙ্কের মান চার্লসের সূত্র থেকে পাওয়া যায়।

একটি বিকার 4°C উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ। উষ্ণতা বৃদ্ধি করলে কী হবে?

উষ্ণতা বৃদ্ধি করলে জল উপচে পড়বে।

একটি বিকার 4°C উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ। উষ্ণতা হ্রাস করলে কী হবে?

উষ্ণতা হ্রাস করলে জল উপচে পড়বে।

তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি?

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা বেশি।

পারদ ও কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হলে কাচের নল দিয়ে পারদ থার্মোমিটার তৈরি করা সম্ভব হত কি?

না, সম্ভব হত না। কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে নলে পারদের লেভেল অপরিবর্তিত থাকবে।

তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও।

তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ হল পারদ।

শূন্যস্থানকে আদর্শ কুপরিবাহী বলা হয় কেন?

শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্ক, k = 0 তাই শূন্যস্থানকে আদর্শ কুপরিবাহী বলা হয়।

উষ্ণতা বাড়লে তরল পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে?

উষ্ণতা বাড়লে তরল পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কমে।

উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে?

উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে।

তাপ পরিবহণের কোন্ অবস্থায় পরিবহণ ও শোষণ একই সঙ্গে হয়?

স্থিতপূর্ব অবস্থায় তাপের পরিবহণ ও শোষণ একই সঙ্গে হয়।

তাপ পরিবহণের কোন্ অবস্থায় শুধুমাত্র তাপের পরিবহণ হয়, শোষণ হয় না?

স্থিতাবস্থায় শুধুমাত্র তাপের পরিবহণ হয়, শোষণ হয় না।

তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কী?

তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত হল MLT-3Θ-1

CGS পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী?

CGS পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হল cal.cm-1.°C-1. 5-1

SI – তে তাপ পরিবাহিতাঙ্কের একক কী?

SI – তে তাপ পরিবাহিতাঙ্কের একক W.m-1. K-1

একটি পদার্থের তাপীয় রোধের মান কখন তার তাপ, পরিবাহিতাঙ্কের অন্যোন্যের সমান হয়?

পদার্থটির বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তাপীয় রোধের মান তাপ পরিবাহিতাঙ্কের অন্যোন্যের সমান হয়।

একটি ফলকের দৈর্ঘ্য (বেধ) অপরিবর্তিত রেখে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে তাপীয় রোধ কতগুণ হবে?

একটি ফলকের দৈর্ঘ্য (বেধ) অপরিবর্তিত রেখে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে তাপীয় রোধ দ্বিগুণ হবে।

একটি ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য (বা বেধ) অর্ধেক করলে তাপীয় রোধ কতগুণ হবে?

একটি ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে। দৈর্ঘ্য (বা বেধ) অর্ধেক করলে তাপীয় রোধ অর্ধেক হবে।

কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক k = 0.8 cal. cm-1.°C-1. 8-1 হলে SI – তে k – এর মান কত?

কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক k = 0.8 cal. cm-1.°C-1. 8-1 হলে SI – তে k – এর মান কত?

কখন একটি লোহার চেয়ার ও ‘একটি কাঠের চেয়ার স্পর্শ করলে সমান উষ্ণ বলে মনে হবে?

যখন লোহার চেয়ার, কাঠের চেয়ার ও শরীরের উষ্ণতা সমান হবে তখন চেয়ার দুটি সমান উয় বলে মনে হবে।

উষ্ণতা বাড়লে কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে?

উষ্ণতা বাড়লে কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কমে।

এই নিবন্ধে, আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বইয়ের তাপের ঘটনাসমূহ অধ্যায়ের দু-একটি বাক্যে উত্তর দাও প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো তাপের ঘটনাসমূহ অধ্যায়ের মূল ধারণাগুলো সংক্ষিপ্ত এবং স্পষ্টভাবে উপস্থাপন করে।

এই প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়ে এবং মুখস্ত করে রাখলে, আপনি তাপের ঘটনাসমূহ অধ্যায়ের যেকোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। কারণ এই প্রশ্নোত্তরগুলো তাপের ঘটনাসমূহের মূল বিষয়গুলোকে ধারণ করে এবং সেগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করে।

তাই, মাধ্যমিক পরীক্ষায় ভালো করতে চাইলে, তাপের ঘটনাসমূহ অধ্যায়ের দু-একটি বাক্যে উত্তর দাও প্রশ্নোত্তরগুলো অবশ্যই পড়ে এবং মুখস্ত করে রাখুন।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

মাধ্যমিক - ভূগোল - বারিমন্ডল - জোয়ার ভাটা - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক – ভূগোল – বারিমন্ডল – জোয়ার ভাটা – রচনাধর্মী প্রশ্ন উত্তর

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

The Passing Away of Bapu

Class 10 English – The Passing Away of Bapu – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer