আমরা আমাদের আর্টিকেলে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের ‘পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ‘ থেকে ‘পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন’ এর কিছু সক্রিয়তামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য ও চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

একটি পরীক্ষার সাহায্যে কীভাবে দেখাবে যে অ্যামোনিয়া গ্যাস জলে খুব দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী?
উদ্দেশ্য – অ্যামোনিয়া গ্যাস জলে খুব দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী – এটি পরীক্ষার সাহায্যে প্রদর্শন করা।
উপকরণ – গোলতল ফ্লাস্ক, রবার কর্ক, লাল লিটমাস দ্রবণ, শুষ্ক অ্যামোনিয়া গ্যাস, কাচনল।
পদ্ধতি –
- একটি শুষ্ক গোলতল ফ্লাস্কের মধ্যে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ভর্তি করা হল। ফ্লাস্কের মুখে কর্কের মধ্য দিয়ে স্টপককযুক্ত একটি সরু মুখযুক্ত কাচনল প্রবেশ করানো হল।
- একটি বিকারে লাল লিটমাস দ্রবণ নেওয়া হল। এরপর গোলতল ফ্লাস্কটিকে উপুড় করে ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সঙ্গে এমনভাবে আটকানো হল যাতে কাচনলের শেষ প্রান্তটি লিটমাস দ্রবণে ডুবে থাকে।
- এই অবস্থায় গোলতল ফ্লাস্কের উপর বরফশীতল জল ঢেলে ফ্লাস্কটিকে ঠান্ডা করা হল।
পর্যবেক্ষণ – এই অবস্থায় স্টপকটি খুলে দিলে লাল লিটমাস দ্রবণ দ্রুত বেগে ফ্লাস্কের ভেতর ফোয়ারার আকারে প্রবেশ করে এবং নীল বর্ণের দ্রবণে পরিণত হয়।
ব্যাখ্যা ও সিদ্ধান্ত – ফ্লাস্কটিকে ঠান্ডা করার ফলে তার মধ্যস্থ NH3 গ্যাসের আয়তন সংকোচন হয়, ফলে গ্যাসের চাপ কমে। এই অবস্থায় স্টপককটি খুলে দিলে বায়ুমণ্ডলীয় চাপে বিকারের লাল লিটমাস দ্রবণ নল বেয়ে ফ্লাস্কের মধ্যে প্রবেশ করে। ফ্লাস্কের মধ্যে জল প্রবেশ করা মাত্র, ওই ফ্লাস্কের সমস্ত অ্যামোনিয়া ওই জলে দ্রবীভূত হয়ে যায়, ফলে ফ্লাস্কের ভেতর শূন্যতার সৃষ্টি হয়। এর ফলেই নীচের ফ্লাস্কের জল ফোয়ারার আকারে উপরের ফ্লাস্কে প্রবেশ করে এবং নীল বর্ণের দ্রবণে পরিণত হয়। অ্যামোনিয়া ক্ষারধর্মী হওয়ার জন্য লাল লিটমাস দ্রবণ নীল বর্ণে পরিণত হয়। এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে –
- অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং
- অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী।

Class 10 Physical Science – Notes for All Chapters
আমরা আমাদের আর্টিকেলে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের ‘পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ‘ থেকে ‘পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন’ এর কিছু সক্রিয়তামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি দশম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।