মাধ্যমিক ভৌতবিজ্ঞান – পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ – পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

আমরা আমাদের আর্টিকেলে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের ‘পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ‘ থেকে ‘পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন’ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য ও চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান-পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ-পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন-অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয় না –

  1. NH4Cl
  2. (NH4)2SO4
  3. NH4NO3
  4. Ca(OH)2

উত্তর – 3. NH4NO3

অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি –

  1. আম্লিক
  2. ক্ষারীয়
  3. প্রশম
  4. অবস্থাভেদে পরিবর্তিত হয়

উত্তর – 2. ক্ষারীয়

NH3 রাসায়নিকভাবে – 

  1. জারক পদার্থ
  2. বিজারক পদার্থ
  3. কখনও জারক কখনও বিজারক পদার্থ
  4. নিষ্ক্রিয়

উত্তর – 2. বিজারক পদার্থ

কোনটির সাথে জলের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় না –

  1. Mg3N2
  2. NO2
  3. AlN
  4. CaNCN

উত্তর – 2. NO2

অতি বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হয় –

  1. জলের ওপর
  2. অ্যালকোহলের ওপর
  3. ইথারের ওপর
  4. মার্কারির (Hg) ওপর

উত্তর – 4. মার্কারির (Hg) ওপর

অ্যামোনিয়াকে জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহৃত হয় –

  1. P2O5
  2. অনার্দ্র CaCl2
  3. গাঢ় H2SO4
  4. পোড়া চুন (CaO)

উত্তর – 4. পোড়া চুন (CaO)

কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ হয় –

  1. গাঢ় লাল
  2. গাঢ় হলুদ
  3. গাঢ় বেগুনি
  4. গাঢ় নীল

উত্তর – 4. গাঢ় নীল

নেসলার বিকারকের সংস্পর্শে অ্যামোনিয়ার বর্ণ হয় –

  1. কালো
  2. সবুজ
  3. বাদামি
  4. হলুদ

উত্তর – 3. বাদামি

অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণের দ্বারা NO উৎপন্ন করতে ব্যবহৃত অনুঘটকটি হল –

  1. MnO2
  2. প্ল্যাটিনাম
  3. লোহা
  4. কপার

উত্তর – 2. প্ল্যাটিনাম

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়াটি –

  1. প্রতিস্থাপন বিক্রিয়া
  2. যুত বিক্রিয়া
  3. বিয়োজন বিক্রিয়া
  4. প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া

উত্তর – 4. প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে উদ্দীপকরূপে ব্যবহৃত হয় –

  1. K2O, Al2O3
  2. Na2O, Al2(SO4)3
  3. Na2O, Al2O3
  4. K2O, Al2(SO4)3

উত্তর – 1. K2O, Al2O3

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় N2 ও H2 গ্যাসকে যে আয়তন অনুপাতে মেশানো হয়, তা হল –

  1. 2 : 3
  2. 3 : 1
  3. 1 : 3
  4. 3 : 2

উত্তর – 3. 1 : 3

লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ –

  1. 25%
  2. 30%
  3. 35%
  4. 45%

উত্তর – 3. 35%

অ্যামোনিয়ার শিল্পোৎপাদন পদ্ধতির নাম –

  1. অস্ওয়াল্ড পদ্ধতি
  2. সল্ভে পদ্ধতি
  3. বায়ার পদ্ধতি
  4. হেবার পদ্ধতি

উত্তর – 4. হেবার পদ্ধতি

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয়, সেটি হল –

  1. MnO2
  2. প্ল্যাটিনাম চূর্ণ
  3. লোহা চূর্ণ
  4. কপার চূর্ণ

উত্তর – 3. লোহা চূর্ণ

ইউরিয়ার শিল্পোৎপাদন পদ্ধতির প্রথম ধাপে উৎপন্ন হয় –

  1. অ্যামোনিয়াম কার্বামেট
  2. অ্যামোনিয়াম কার্বনেট
  3. অ্যামোনিয়াম সালফেট
  4. অ্যামোনিয়াম সালফাইট

উত্তর – 1. অ্যামোনিয়াম কার্বামেট

পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় –

  1. FeSO4 ও গাঢ় HNO3
  2. FeS ও গাঢ় H2SO4
  3. FeS ও লঘু H2SO4
  4. FeSO4 ও লঘু HNO3

উত্তর – 3. FeS ও লঘু H2SO4

পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে লঘু HCl সাধারণত ব্যবহৃত হয় না, কারণ –

  1. HCl জারক দ্রব্য
  2. HCI বিজারক দ্রব্য
  3. HCl খুব ধীরে বিক্রিয়া করে
  4. HCI উদ্‌বায়ী

উত্তর – 4. HCI উদ্‌বায়ী

ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় –

  1. অ্যামোনিয়া
  2. নাইট্রিক অ্যাসিড
  3. হাইড্রোজেন সালফাইড
  4. ইউরিয়া

উত্তর – 4. ইউরিয়া

কোন্ দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ বেগুনি হয় –

  1. ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড
  2. সোডিয়াম আর্জেন্টোসায়ানাইড
  3. নেসলার দ্রবণ
  4. পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ

উত্তর – 1. ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড

H2S একটি বিষাক্ত গ্যাস, কারণ এটি –

  1. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে
  2. ফুসফুসের কর্মক্ষমতা হ্রাস করে
  3. মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটায়
  4. কোশের অত্যাবশ্যক প্রোটিনগুলির সঙ্গে বিক্রিয়া করে

উত্তর – 4. কোশের অত্যাবশ্যক প্রোটিনগুলির সঙ্গে বিক্রিয়া করে

কোনটির জলীয় দ্রবণে NH3 গ্যাস চালনা করলে বা NH4OH যোগ করলে কোনো অধঃক্ষেপ পড়ে না –

  1. CuSO4
  2. AlCl3
  3. FeCl3
  4. NH4NO3

উত্তর – 4. NH4NO3

H2S জলীয় দ্রবণে –

  1. মৃদু এক ক্ষারীয় অ্যাসিডরূপে আচরণ করে
  2. মৃদু দ্বি-ক্ষারীয় অ্যাসিডরূপে আচরণ করে
  3. মৃদু এক আম্লিক ক্ষাররূপে আচরণ করে
  4. তীব্র দ্বি-ক্ষারীয় অ্যাসিডরূপে আচরণ করে

উত্তর – 2. মৃদু দ্বি-ক্ষারীয় অ্যাসিডরূপে আচরণ করে

কোনটির জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো অধঃক্ষেপ পড়ে না –

  1. ZnSO4
  2. CuSO4
  3. AgNO3
  4. (D) Pb(NO3)2

উত্তর – 1. ZnSO4

অপর্যাপ্ত অক্সিজেনে H2S -এর দহনে উৎপন্ন হয় –

  1. SO2
  2. H2SO4
  3. S
  4. (A) ও (C)

উত্তর – 3. S

পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হলে উৎপন্ন H2S গ্যাস জারিত হয়ে উৎপন্ন হবে –

  1. SO2
  2. SO3
  3. H2SO4
  4. S

উত্তর – 4. S

কোনটির সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে না –

  1. NaOH
  2. H2SO4
  3. HCl
  4. H3PO4

উত্তর – 1. NaOH

K2Cr2O7 (পটাশিয়াম ডাইক্রোমেট) -এর আম্লিক দ্রবণে H2S(g) চালনা করলে উৎপন্ন দ্রবণের বর্ণ হয় –

  1. হলুদ
  2. সবুজ
  3. কালো
  4. কমলা

উত্তর – 2. সবুজ

HNO3 মাটির ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে পরিণত হয় –

  1. দ্রাব্য নাইট্রেট লবণে
  2. নাইট্রাইড যৌগে
  3. নাইট্রাস অ্যাসিডে
  4. নাইট্রোজেন গ্যাসে

উত্তর – 1. দ্রাব্য নাইট্রেট লবণে

ত্বকে উপস্থিত প্রোটিনের সাথে কোন্ অ্যাসিডের বিক্রিয়ায় জ্যান্থোপ্রোটিক অ্যাসিড উৎপন্ন হয় –

  1. সালফিউরিক অ্যাসিড
  2. হাইড্রোক্লোরিক অ্যাসিড
  3. নাইট্রিক অ্যাসিড
  4. নাইট্রাস অ্যাসিড

উত্তর – 3. নাইট্রিক অ্যাসিড

কোন্ যৌগটির শিল্প প্রস্তুতিতে লে ব্ল‍্যাঙ্ক পদ্ধতি ব্যবহৃত হয় –

  1. নাইট্রিক অ্যাসিড
  2. অ্যামোনিয়া
  3. সালফিউরিক অ্যাসিড
  4. সোডা অ্যাশ

উত্তর – 4. সোডা অ্যাশ

লে ব্ল‍্যাঙ্ক পদ্ধতির প্রথম ধাপে উপজাত হিসেবে কোন্ গ্যাসীয় পদার্থটি উৎপন্ন হয় –

  1. HCl
  2. SO2
  3. NH3
  4. H2S

উত্তর – 1. HCl

লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S(g) চালনা করলে যে অধঃক্ষেপ পাওয়া যায়, তার বর্ণ হল –

  1. সাদা
  2. খয়েরি
  3. সবুজ
  4. কালো

উত্তর – 4. কালো

পরীক্ষাগারে উৎপন্ন N2 গ্যাসকে সংগ্রহ করা হয় –

  1. জলের নিম্ন অপসারণ দ্বারা
  2. বায়ুর নিম্ন অপসারণ দ্বারা
  3. জলের ঊর্ধ্ব অপসারণ দ্বারা
  4. বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা

উত্তর – 1. জলের নিম্ন অপসারণ দ্বারা

পরীক্ষাগারে উৎপন্ন N2 গ্যাসে অশুদ্ধি হিসাবে থাকে না –

  1. Cl2
  2. NH3
  3. জলীয় বাষ্প
  4. H2S

উত্তর – 4. H2S

ওলিয়ামকে সংগ্রহ করা হয় –

  1. কাচের পাত্রে
  2. মার্কারির প্রলেপ দেওয়া আধারে
  3. ঢাকনাযুক্ত প্লাস্টিকের পাত্রে
  4. লেডের আস্তরণযুক্ত ট্যাংকে

উত্তর – 4. লেডের আস্তরণযুক্ত ট্যাংকে

পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত হল –

  1. H2S2O8
  2. H2S2O6
  3. H2S2O7
  4. H2S2O5

উত্তর – 3. H2S2O7

নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে –

  1. N2 হিসেবে
  2. NH3 হিসেবে
  3. ধাতব নাইট্রেট যৌগরূপে
  4. কোনোটিই নয়

উত্তর – 3. ধাতব নাইট্রেট যৌগরূপে

কোন্ গ্যাসটি কিপ্-যন্ত্রে তৈরি করা হয় না –

  1. CO2
  2. H2
  3. O2
  4. H2S

উত্তর – 3. O2

হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির বিক্রিয়াটি হল –

  1. সংশ্লেষণ
  2. প্রতিস্থাপন
  3. পারস্পরিক বিনিময়
  4. বিয়োজন

উত্তর – 1. সংশ্লেষণ

কোন্ বিক্রিয়াটি তাপগ্রাহী?

  1. N2 + 3H2 → 2NH3
  2. N2 + O2 → 2NO
  3. 4NH3 + 5O2 → 4NO + 6H2O
  4. 2SO2 + O2 → 2SO3

উত্তর – 2. N2 + O2 → 2NO

প্রকৃতিতে প্রাপ্ত যে যৌগে N2 আবদ্ধ থাকে –

  1. সোরা
  2. বক্সাইট
  3. চিলি সল্টপিটার
  4. হেমাটাইট

উত্তর – 3. চিলি সল্টপিটার

অস্ওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন পদ্ধতিতে অনুঘটকরূপে ব্যবহার করা হয় –

  1. Ni
  2. Pt
  3. Fe
  4. Cu

উত্তর – 2. Pt

অস্ওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসেবে নেওয়া হয় –

  1. N2 ও O2
  2. NO ও O2
  3. NH3 ও O2
  4. N2O ও O2

উত্তর – 3. NH3 ও O2

স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে অনুঘটকরূপে ব্যবহার করা হয় –

  1. প্ল্যাটিনাম চূর্ণাবৃত অ্যাসবেস্টস্
  2. V2O5
  3. Ni চূর্ণ
  4. (A) অথবা (B)

উত্তর – 4. (A) অথবা (B)

শূন্যস্থান পূরণ করো

বিজ্ঞানী ___ অ্যামোনিয়াম ক্লোরাইড ও চুনের মিশ্রণকে উত্তপ্ত করে প্রথম অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করেন।

উত্তর – বিজ্ঞানী প্রিস্টলি অ্যামোনিয়াম ক্লোরাইড ও চুনের মিশ্রণকে উত্তপ্ত করে প্রথম অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করেন।

অনার্দ্র CaCl2 অ্যামোনিয়া শোষণ করে ___ গঠন করে।

উত্তর – অনার্দ্র CaCl2 অ্যামোনিয়া শোষণ করে যুতযৌগ গঠন করে।

অ্যামোনিয়া গ্যাস বায়ু অপেক্ষা ___।

উত্তর – অ্যামোনিয়া গ্যাস বায়ু অপেক্ষা হালকা

অ্যামোনিয়া ___ পদার্থ হওয়ায় গাঢ় H2SO4 ব্যবহার করে অ্যামোনিয়াকে জলীয় বাষ্প মুক্ত করা যায় না।

উত্তর – অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ হওয়ায় গাঢ় H2SO4 ব্যবহার করে অ্যামোনিয়াকে জলীয় বাষ্প মুক্ত করা যায় না।

পোড়া চুন ___ প্রকৃতির পদার্থ হওয়ায় NH3 -কে শুষ্ক করতে পোড়াচুন ব্যবহার করা যায়।

উত্তর – পোড়া চুন ক্ষারকীয় প্রকৃতির পদার্থ হওয়ায় NH3 -কে শুষ্ক করতে পোড়াচুন ব্যবহার করা যায়।

FeCl3 -এর সঙ্গে NH4OH -এর বিক্রিয়াটি ___ বিক্রিয়া।

উত্তর – FeCl3 -এর সঙ্গে NH4OH -এর বিক্রিয়াটি দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া।

গাঢ় H2SO4 অ্যামোনিয়া গ্যাসকে শোষণ করে ___ লবণ উৎপন্ন করে।

উত্তর – গাঢ় H2SO4 অ্যামোনিয়া গ্যাসকে শোষণ করে (NH4)2SO4 লবণ উৎপন্ন করে।

অজলীয় দ্রাবক হিসেবে ___ -কে ব্যবহার করা যায়।

উত্তর – অজলীয় দ্রাবক হিসেবে তরল অ্যামোনিয়া-কে ব্যবহার করা যায়।

নাইটারের সংকেত হল ___।

উত্তর – নাইটারের সংকেত হল KNO3

তরল অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক ___ °C এবং কঠিন অবস্থায় অ্যামোনিয়ার গলনাঙ্ক ___ °CI

উত্তর – তরল অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক -33.4°C এবং কঠিন অবস্থায় অ্যামোনিয়ার গলনাঙ্ক -77.7°CI

STP -তে 1 mL জলে ___ mL অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়। 

উত্তর – STP-তে 1 mL জলে 1300 mL অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়। 

হেবার পদ্ধতিতে NH3 -এর শিল্প-উৎপাদনের সময় সন্তোষজনক উষ্ণতা ___ °C এবং চাপ ___ atm।

উত্তর – হেবার পদ্ধতিতে NH3 -এর শিল্প-উৎপাদনের সময় সন্তোষজনক উষ্ণতা 450°C এবং চাপ 200 atm।

কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার দ্রবণ চালনা করলে উৎপন্ন যৌগটি অতিরিক্ত NH4OH -এ দ্রবীভূত হয়ে গাঢ় নীল বর্ণের যে জটিল লবণটি উৎপন্ন করে তার সংকেত ___।

উত্তর – কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার দ্রবণ চালনা করলে উৎপন্ন যৌগটি অতিরিক্ত NH4OH -এ দ্রবীভূত হয়ে গাঢ় নীল বর্ণের যে জটিল লবণটি উৎপন্ন করে তার সংকেত [Cu(NH3)4]SO4

H2S গ্যাস জলীয় বাষ্প মুক্ত করতে নিরুদক হিসেবে ব্যবহার করা যায় ___ অথবা ___।

উত্তর – H2S গ্যাস জলীয় বাষ্প মুক্ত করতে নিরুদক হিসেবে ব্যবহার করা যায় P2O5 অথবা অনার্দ্র Al2O3

H2S গ্যাসের গন্ধ ___ -এর মতো।

উত্তর – H2S গ্যাসের গন্ধ পচা ডিম -এর মতো।

H2S -এর বিষক্রিয়া ওর ___ ধর্মের সঙ্গে সম্পর্কিত।

উত্তর – H2S -এর বিষক্রিয়া ওর রাসায়নিক ধর্মের সঙ্গে সম্পর্কিত।

যে সালফাইড যৌগটি পরীক্ষাগারে ব্যবহার করে H2S উৎপাদন করা হয় সেটি হল ___।

উত্তর – যে সালফাইড যৌগটি পরীক্ষাগারে ব্যবহার করে H2S উৎপাদন করা হয় সেটি হল FeS

H2S -এর পরীক্ষাগার প্রস্তুতিতে ব্যবহার করা যায় না এমন একটি অ্যাসিড হল ___।

বিশুদ্ধ ও শুষ্ক N2 ও H2 গ্যাসকে 1 : 3 আয়তন অনুপাতে মেশালে যে গ্যাস-মিশ্রণ পাওয়া যায়, তাকে ___ গ্যাস বলে।

উত্তর – বিশুদ্ধ ও শুষ্ক N2 ও H2 গ্যাসকে 1 : 3 আয়তন অনুপাতে মেশালে যে গ্যাস-মিশ্রণ পাওয়া যায়, তাকে সংশ্লেষণী গ্যাস বলে।

ইউরিয়ার রাসায়নিক নাম হল ___।

উত্তর – ইউরিয়ার রাসায়নিক নাম হল কার্বামাইড

একটি নাইট্রোজেন-ঘটিত জৈব সারের নাম হল ___।

উত্তর – একটি নাইট্রোজেন-ঘটিত জৈব সারের নাম হল ইউরিয়া

উত্তর – H2S -এর পরীক্ষাগার প্রস্তুতিতে ব্যবহার করা যায় না এমন একটি অ্যাসিড হল ΗΝΟ3

হাইড্রোজেন সালফাইডের ক্ষারগ্রাহিতা ___।

উত্তর – হাইড্রোজেন সালফাইডের ক্ষারগ্রাহিতা 2

H2S ___ জলে মোটামুটি দ্রাব্য হলেও ___ জলে প্রায় অদ্রাব্য।

উত্তর – H2S ঠান্ডা জলে মোটামুটি দ্রাব্য হলেও গরম জলে প্রায় অদ্রাব্য।

H2S নিজে ___ কিন্তু দহনের ___ নয়।

উত্তর – H2S নিজে দাহ্য কিন্তু দহনের সহায়ক নয়।

জিংক সালফাইডের বর্ণ ___ হলেও সিলভার সালফাইডের বর্ণ ___। 

উত্তর – জিংক সালফাইডের বর্ণ সাদা হলেও সিলভার সালফাইডের বর্ণ কালো

H2S ___ প্রকৃতির হওয়ায় ___ প্রকৃতির নিরুদক ব্যবহার করে একে জলীয় বাষ্প মুক্ত করা যায় না।

উত্তর – H2S আম্লিক প্রকৃতির হওয়ায় ক্ষারীয় প্রকৃতির নিরুদক ব্যবহার করে একে জলীয় বাষ্প মুক্ত করা যায় না।

বিজ্ঞানী ___ অ্যামোনিয়ায় সংকেত নির্ণয় করেন।

উত্তর – বিজ্ঞানী ডেভি অ্যামোনিয়ায় সংকেত নির্ণয় করেন।

___ গ্যাস আর্দ্র বাতাসে সাদা ধোঁয়া সৃষ্টি করে।

উত্তর – HCl গ্যাস আর্দ্র বাতাসে সাদা ধোঁয়া সৃষ্টি করে।

H2S গ্যাসকে শনাক্ত করতে ব্যবহৃত হয় ক্ষারীয় ___ দ্রবণ।

উত্তর – H2S গ্যাসকে শনাক্ত করতে ব্যবহৃত হয় ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণ।

জলে নাইট্রোজেনের দ্রাব্যতা খুব ___।

উত্তর – জলে নাইট্রোজেনের দ্রাব্যতা খুব কম

N2 নিজে ___ এবং অপরের দহনে সহায়ক ___।

উত্তর – N2 নিজে অদাহ্য এবং অপরের দহনে সহায়ক নয়

নাইট্রোলিম হল ___ ও কার্বনের ধূসর মিশ্রণ।

উত্তর – নাইট্রোলিম হল ক্যালশিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ।

ধাতব নাইট্রাইড যৌগগুলিকে জলসহ ফোটালে ___ গ্যাসের গন্ধ পাওয়া যায়।

উত্তর – ধাতব নাইট্রাইড যৌগগুলিকে জলসহ ফোটালে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যায়।

পরীক্ষাগারে উৎপন্ন N2(g) গ্যাসকে গাঢ় ___ দ্রবণের মধ্য দিয়ে চালনা করে জলীয় বাষ্প মুক্ত করা হয়।

উত্তর – পরীক্ষাগারে উৎপন্ন N2(g) গ্যাসকে গাঢ় H2SO4 দ্রবণের মধ্য দিয়ে চালনা করে জলীয় বাষ্প মুক্ত করা হয়।

পরীক্ষাগারে উৎপন্ন N2 গ্যাসকে গাঢ় ___ দ্রবণের মধ্য দিয়ে চালনা করে অপদ্রব্য হিসেবে থাকা Cl2 -কে দূর করা হয়।

উত্তর – পরীক্ষাগারে উৎপন্ন N2 গ্যাসকে গাঢ় NaOH দ্রবণের মধ্য দিয়ে চালনা করে অপদ্রব্য হিসেবে থাকা Cl2 -কে দূর করা হয়।

ম্যাগনেশিয়াম নাইট্রাইডের সঙ্গে ___ জলের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়।

উত্তর – ম্যাগনেশিয়াম নাইট্রাইডের সঙ্গে গরম জলের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়।

পরীক্ষাগারে ___ নিম্ন অপসারণ দ্বারা বিশুদ্ধ ও শুষ্ক N2 গ্যাসকে সংগ্রহ করা হয়।

উত্তর – পরীক্ষাগারে পারদের নিম্ন অপসারণ দ্বারা বিশুদ্ধ ও শুষ্ক N2 গ্যাসকে সংগ্রহ করা হয়।

উত্তপ্ত ম্যাগনেশিয়ামের সাথে N2 গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের সংকেত হল ___।

উত্তর – উত্তপ্ত ম্যাগনেশিয়ামের সাথে N2 গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের সংকেত হল Mg3N2

0°C উষ্ণতায় ও 1 atm চাপে জলে নাইট্রোজেনর দ্রাব্যতা ___।

উত্তর – 0°C উষ্ণতায় ও 1 atm চাপে জলে নাইট্রোজেনর দ্রাব্যতা 23.5 mL/L

3000°C উষ্ণতায় N2 ও O2 -এর মিশ্রণে তড়িৎস্ফুলিঙ্গ পাঠালে ___ উৎপন্ন হয়।

উত্তর – 3000°C উষ্ণতায় N2 ও O2 -এর মিশ্রণে তড়িৎস্ফুলিঙ্গ পাঠালে NO উৎপন্ন হয়।

অস্ওয়াল্ড পদ্ধতিতে HNO3 -এর শিল্পোৎপাদনের প্রথম ধাপে অ্যামোনিয়া জারিত হয়ে ___ -তে পরিণত হয়।

উত্তর – অস্ওয়াল্ড পদ্ধতিতে HNO3 -এর শিল্পোৎপাদনের প্রথম ধাপে অ্যামোনিয়া জারিত হয়ে NO -তে পরিণত হয়।

ধূমায়মান সালফিউরিক অ্যাসিডে ___ মিশিয়ে H2SO4 দ্রবণ প্রস্তুত করা হয়। 

উত্তর – ধূমায়মান সালফিউরিক অ্যাসিডে জল মিশিয়ে H2SO4 দ্রবণ প্রস্তুত করা হয়।

অস্ওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনের সময় অ্যামোনিয়ার জারণ ___ °C উষ্ণতায় সম্পন্ন করা হয়। 

উত্তর – অস্ওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনের সময় অ্যামোনিয়ার জারণ 700-800°C উষ্ণতায় সম্পন্ন করা হয়।

অস্ওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণকে উত্তপ্ত ___ অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া (NH3) নাইট্রিক অক্সাইডে (NO) জারিত হয়।

উত্তর – অস্ওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণকে উত্তপ্ত Pt-তারজালি অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া (NH3) নাইট্রিক অক্সাইডে (NO) জারিত হয়।

ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম ___।

উত্তর – ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড

দু-একটি বাক্যে উত্তর দাও

পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে কী কী রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

পরীক্ষাগারে অ্যামোনিয়া (NH3) গ্যাস প্রস্তুতিতে সাধারণত অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4Cl) ও শুষ্ক কলিচুন [Ca(OH)2] বা পোড়া চুন (CaO) ব্যবহার করা হয়।

জলীয় বাষ্পযুক্ত অ্যামোনিয়া গ্যাস ও ফসফরাস পেন্টক্সাইডের (P2O5) বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

জলীয় বাষ্পযুক্ত অ্যামোনিয়া গ্যাস ও ফসফরাস পেন্টক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ফসফেট [(NH4)3PO4] উৎপন্ন হয়।

মেরুদণ্ডী প্রাণীর মূত্রে থাকা কোন্ উপাদানের বিয়োজনে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়?

মেরুদণ্ডী প্রাণীর মূত্রে থাকা ইউরিয়ার বিয়োজনে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়।

লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত?

লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব 0.88।

অনার্দ্র CaCl2 অ্যামোনিয়াকে শোষণ করে যে যুতযৌগটি গঠন করে তার সংকেত কী?

অনার্দ্র CaCl2 অ্যামোনিয়াকে শোষণ করে যে যুতযৌগটি গঠন করে তার সংকেত হল CaCl2⋅8NH3

অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব কত?

অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব 8.5 গ্রাম/লিটার।

অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়ায় যে বিস্ফোরকধর্মী তৈলাক্ত তরল পদার্থটি উৎপন্ন হয় তার নাম ও সংকেত লেখো।

অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়ায় যে বিস্ফোরকধর্মী তৈলাক্ত তরল পদার্থটি উৎপন্ন হয় তা হল নাইট্রোজেন ট্রাইক্লোরাইড (NCl3)।

ফোয়ারা পরীক্ষা দ্বারা কী প্রমাণিত হয়?

ফোয়ারা পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী।

দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও।

অ্যামোনিয়া গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সংস্পর্শে আসামাত্র সাদা ধোঁয়ার সৃষ্টি হয় যা আসলে বায়ুতে ভাসমান কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের (NH4Cl) সূক্ষ্মকণার সমষ্টি। এই বিক্রিয়াটি দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ।
NH3(g) + Cl2(s) → NH4Cl(s)

অ্যামোনিয়া গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করার পর ঠান্ডা করলে কোন্ গ্যাস পাওয়া যায়?

অ্যামোনিয়া গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করার পর ঠান্ডা করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়।

ফেরিক লবণের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হবে?

ফেরিক লবণের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে ফেরিক হাইড্রক্সাইডের [Fe(OH)3] বাদামি বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হবে।

অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হবে?

অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের [Al(OH)3] সাদা অধঃক্ষেপ উৎপন্ন হবে।

লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠাণ্ডা করে নেওয়া উচিত কেন?

বোতলটি ঠাণ্ডা করে নিলে জলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়, ফলে অ্যামোনিয়া দ্রবণ ছিটকে আসে না।

নেসলার বিকারক কী?

নেসলার বিকারক হল পটাশিয়াম মারকিউরি আয়োডাইডের (K2HgI4) ক্ষারীয় দ্রবণ।

লাল লিটমাস দ্রবণে সিক্ত একটি কাগজকে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে ধরা হলে কী ঘটবে?

লাল লিটমাস দ্রবণে সিক্ত একটি কাগজকে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে ধরা হলে কাগজটি নীল হয়ে যাবে।

অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিটির নাম কী?

অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতির নাম ‘অস্ওয়াল্ড পদ্ধতি’।

অ্যামোনিয়া থেকে প্রস্তুত করা হয় এমন একটি অজৈব সারের উদাহরণ দাও।

অ্যামোনিয়া থেকে প্রস্তুত করা হয় এমন একটি অজৈব সার হল অ্যামোনিয়াম ফসফেট [(NH4)3PO4]।

ইউরিয়ার শিল্পোৎপাদনে কাঁচামাল হিসেবে কী কী রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

ইউরিয়ার শিল্পোৎপাদনে কাঁচামাল হিসেবে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়।

ইউরিয়াতে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?

ইউরিয়াতে শতকরা প্রায় 46 ভাগ নাইট্রোজেন থাকে।

কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন্ নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ ব্যবহৃত হয়?

কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত নাইট্রোজেনযুক্ত জৈব যৌগটি হল ইউরিয়া।

কোন্ ধর্মের ভিত্তিতে তরল অ্যামোনিয়া হিমায়করূপে ব্যবহৃত হয়?

তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লীনতাপের মান খুব বেশি হওয়ায় এটি হিমায়করূপে বহুল ব্যবহৃত হয়।

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াটি তাপমোচী না তাপগ্রাহী?

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াটি তাপমোচী।

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় উদ্দীপক হিসেবে মলিবডেনাম (Mo) চূর্ণের পরিবর্তে আর কী ব্যবহার করা যায়?

হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় উদ্দীপক হিসেবে মলিবডেনাম (Mo) চূর্ণের পরিবর্তে Al2O3 ও K2O চূর্ণের মিশ্রণ ব্যবহার করা যায়।

পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে লঘু HCl ব্যবহার করলে কী অসুবিধা হবে?

পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে লঘু HCl ব্যবহার করলে H2S গ্যাসে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাষ্প মিশে যায়।

সালফারের একমাত্র স্থায়ী হাইড্রাইড যৌগটি কী?

সালফারের একমাত্র স্থায়ী হাইড্রাইড যৌগ হল H2S।

হাইড্রোসালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো।

হাইড্রোসালফিউরিক অ্যাসিডের সংকেত হল H2S।

মার্কারির অপসারণ দ্বারা H2S(g) -কে সংগ্রহ করা হয় না কেন?

পরীক্ষাগারের উৎপন্ন H2S মার্কারির সাথে বিক্রিয়া করে বলে একে মার্কারির অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না (তবে বিশুদ্ধ H2S -এর সঙ্গে মার্কারির কোনো বিক্রিয়া হয় না)।

H2S -কে জলীয় বাষ্পমুক্ত করতে নিরুদক হিসেবে কোনো ক্ষারীয় পদার্থ ব্যবহার করা যায় না কেন?

H2S অম্লধর্মী হওয়ার জলীয় বাষ্পের উপস্থিতিতে ক্ষারীয় নিরুদকের সাথে বিক্রিয়া করে বলে ক্ষারীয় নিরুদক ব্যবহার করে একে জলীয় বাষ্পমুক্ত করা যায় না।

H2S -এর বাষ্পঘনত্ব কত?

H2S -এর বাষ্পঘনত্ব 17।

H2S কী কী প্রকারের লবণ তৈরি করতে পারে?

H2S দুই প্রকার লবণ তৈরি করতে পারে – অ্যাসিড লবণ (যেমন – NaHS) ও প্রশম লবণ (যেমন – Na2S)।

ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণের সাথে H2S -এর বিক্রিয়ার ফলে দ্রবণের বর্ণ কীরূপ হবে?

ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপুসাইড দ্রবণের সাথে H2S -এর বিক্রিয়ার ফলে দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায়।

কোন্ বিজ্ঞানী প্রমাণ করেন যে H2S, হাইড্রোজেন ও সালফারের একটি যৌগ?

1777 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শীলে প্রমাণ করেন যে, হাইড্রোজেন সালফাইড হল হাইড্রোজেন ও সালফারের একটি যৌগ।

অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায় কেন?

পটাশিয়াম ডাইক্রোমেট (K2Cr2O7) H2S দ্বারা বিজারিত হয়ে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট [Cr2(SO4)3] লবণ উৎপন্ন করায় দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায়।

কোন্ শর্তে H2S -কে দহন করলে সালফারের গুঁড়ো উৎপন্ন হয়?

কম বায়ুতে (অপর্যাপ্ত অক্সিজেনে) H2S -কে দহন করলে সালফারের গুঁড়ো উৎপন্ন হয়।

নিকেল বা সিলভার ধাতুনির্মিত জিনিস ধীরে ধীরে কালো হয়ে যায় কেন?

বায়ুতে উপস্থিত H2S গ্যাস নিকেল বা সিলভার ধাতুনির্মিত জিনিসগুলির সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে জিনিসগুলির উপর কালো ধাতব সালফাইডের আস্তরণ সৃষ্টি করে।

বায়ুমণ্ডলের কোন্ দুটি গ্যাস অ্যাসিড উৎপাদনে মুখ্য ভূমিকা নেয়?

নাইট্রোজেন (N2) ও অক্সিজেন (O2)।

পরীক্ষাগারে N2 প্রস্তুতির প্রথম ধাপে যে বিক্রিয়াটি সংঘটিত হয়ে NH4NO2 উৎপন্ন হয় সেটি কী ধরনের বিক্রিয়া?

পরীক্ষাগারে N2 প্রস্তুতির প্রথম ধাপে যে বিক্রিয়াটি সংঘটিত হয়ে NH4NO2 উৎপন্ন হয় সেটি একটি বিনিময় বিক্রিয়া।

তরল নাইট্রোজেনকে কোন্ কাজে ব্যবহার করা হয়?

নিম্ন তাপমাত্রা সৃষ্টির জন্য তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। এটি হিমায়করূপে কর্নিয়া, চক্ষু, রক্ত সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়।

বায়ুর মধ্যে কোন্ গ্যাসটি উপস্থিত না থাকলে যে-কোনো দহন ক্রিয়া তীব্রতর হত?

বায়ুর মধ্যে নাইট্রোজেন গ্যাসটি উপস্থিত না থাকলে যে-কোনো দহন ক্রিয়া তীব্রতর হত।

উত্তপ্ত CuO -এর উপর দিয়ে কোন্ গ্যাস চালনা করলে N2 উৎপন্ন হয়?

উত্তপ্ত CuO -এর উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে N2 উৎপন্ন হয়।

কোন্ উষ্ণতায় ক্যালশিয়াম কার্বাইডের সঙ্গে N2 -এর বিক্রিয়া ঘটিয়ে নাইট্রোলিম তৈরি করা হয়?

1100°C উষ্ণতায় ক্যালশিয়াম কার্বাইডের সঙ্গে N2 -এর বিক্রিয়া ঘটিয়ে নাইট্রোলিম তৈরি করা হয়।

বজ্রপাতের সময় বায়ুর O2 ও N2 পরস্পর যুক্ত হয়ে কী উৎপন্ন করে?

বজ্রপাতের সময় বায়ুর O2 ও N2 পরস্পর যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড (NO) উৎপন্ন করে।

ক্যালশিয়াম সায়ানামাইডের আর্দ্রবিশ্লেষণে কোন্ নাইট্রোজেন-ঘটিত যৌগ পাওয়া যায়?

ক্যালশিয়াম সায়ানামাইডের (CaCN2) আর্দ্রবিশ্লেষণে নাইট্রোজেন-ঘটিত যৌগ অ্যামোনিয়া (NH3) পাওয়া যায়।

H2SO4 -এর শিল্পোৎপাদন পদ্ধতিটিকে কী বলা হয়?

H2SO4 -এর শিল্পোৎপাদন পদ্ধতিটিকে ‘স্পর্শ পদ্ধতি’ (Contact process) বলা হয়।

H2SO4 -এর শিল্প প্রস্তুতিতে SO2 উৎপাদনের জন্য আয়রনের কোন্ খনিজটিকে বায়ুতে দহন করা হয়?

H2SO4 -এর শিল্প প্রস্তুতিতে SO2 উৎপাদনের জন্য আয়রন পাইরাইট্স (FeS2) নামক খনিজ পদার্থটিকে বায়ুতে দহন করা হয়।

ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামের রাসায়নিক সংকেত লেখো।

ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামের রাসায়নিক সংকেত হল H2S2O7

অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণকে উত্তপ্ত Pt -তারজালির উপর দিয়ে চালনা করলে কী উৎপন্ন হয়?

অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণকে উত্তপ্ত Pt-তারজালির উপর দিয়ে চালনা করলে নাইট্রিক অক্সাইড (NO) ও জলীয় বাষ্প উৎপন্ন হয়।

NO2 গ্যাসকে জলে শোষণ করানো হলে কী কী অ্যাসিড উৎপন্ন হয়?

NO2 গ্যাস জলে শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিড (HNO3) ও নাইট্রাস অ্যাসিড (HNO2) উৎপন্ন করে।

শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক কীরূপে থাকে?

শিল্প প্রস্তুতিতে অনুঘটক বিচূর্ণ অবস্থায় ব্যবহৃত হয়।

HCl গ্যাস আর্দ্র বাতাসে সাদা ধোঁয়ার সৃষ্টি করে কেন?

HCl গ্যাস আর্দ্র বাতাসে সাদা ধোঁয়ার সৃষ্টি করে, কারণ জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিডের ক্ষুদ্র কণা সৃষ্টি হয়।

Class 10 Physical Science – Notes for All Chapters

1. পরিবেশের জন্য ভাবনাবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দীর্ঘ প্রশ্নোত্তর
2. গ্যাসের আচরণবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ও দীর্ঘ প্রশ্নোত্তর
গাণিতিক উদহারণ
3. রাসায়নিক গণনাবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দীর্ঘ প্রশ্নোত্তর
গাণিতিক উদহারণ
4. তাপের ঘটনাসমূহবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ও দীর্ঘ প্রশ্নোত্তর
গাণিতিক উদাহরণ
5. আলোবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ও দীর্ঘ প্রশ্নোত্তর
গাণিতিক উদাহরণ
সক্রিয়তামূলক প্রশ্নোত্তর
6. চলতড়িৎবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ও দীর্ঘ প্রশ্নোত্তর
গাণিতিক উদাহরণ
সক্রিয়তামূলক প্রশ্নোত্তর
7. পরমাণুর নিউক্লিয়াসবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত ও দীর্ঘ প্রশ্নোত্তর
সক্রিয়তামূলক প্রশ্নোত্তর
8. পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ – পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততাবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দীর্ঘ প্রশ্নোত্তর
9. পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ – আয়নীয় ও সমযোজী বন্ধনবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দীর্ঘ প্রশ্নোত্তর
সক্রিয়তামূলক প্রশ্নোত্তর
10. পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ – তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়াবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দীর্ঘ প্রশ্নোত্তর
সক্রিয়তামূলক প্রশ্নোত্তর
11. পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ – পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়নবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দীর্ঘ প্রশ্নোত্তর
সক্রিয়তামূলক প্রশ্নোত্তর
12. পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ – ধাতুবিদ্যাবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দীর্ঘ প্রশ্নোত্তর
সক্রিয়তামূলক প্রশ্নোত্তর
13. পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ – জৈব রসায়নবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দীর্ঘ প্রশ্নোত্তর
সক্রিয়তামূলক প্রশ্নোত্তর

আমরা আমাদের আর্টিকেলে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের ‘পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ‘ থেকে ‘পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন’ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি দশম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026

Madhyamik Bengali Suggestion 2026 – প্রবন্ধ রচনা

Madhyamik Bengali Suggestion 2026 – প্রতিবেদন

Madhyamik Bengali Suggestion 2026 – সংলাপ

Madhyamik Bengali Suggestion 2026 – চলিত গদ্যে বঙ্গানুবাদ