আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (খনিজ সম্পদ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

নবম শ্রেণী – ভূগোল – ভারতের সম্পদ (খনিজ সম্পদ) – বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
কয়লার একটি উপজাত দ্রব্য হল –
- আলকাতরা
- পেট্রোল
- কেরোসিন
- প্যারাফিন
উত্তর – 1. আলকাতরা
ভারতে মূলত যে যুগের কয়লা পাওয়া যায় তা হল –
- গন্ডোয়ানা
- জুরাসিক
- টার্শিয়ারি
- ক্যামব্রিয়ান
উত্তর – 1. গন্ডোয়ানা
শিল্পে বেশি ব্যবহৃত হয় –
- অ্যানথ্রাসাইট
- বিটুমিনাস
- লিগনাইট
- পিট কয়লা
উত্তর – 2. বিটুমিনাস
ভারতে আকরিক লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে –
- কর্ণাটক
- ওড়িশা
- ছত্তিশগড়
- ঝাড়খণ্ড
উত্তর – 2. ওড়িশা
ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লা সঞ্চয় আছে –
- দামোদর উপত্যকায়
- গোদাবরী উপত্যকায়
- নর্মদা উপত্যকায়
- ওয়ার্ধা উপত্যকায়
উত্তর – 1. দামোদর উপত্যকায়
কুদ্রেমুখ লৌহ খনিটি –
- কর্ণাটক
- গোয়া
- মহারাষ্ট্র
- ছত্তিশগড়ে -এ অবস্থিত
উত্তর – 1. কর্ণাটক
ভারতের বৃহত্তম কয়লাখনি হল –
- ঝরিয়া
- বোকারো
- রানিগঞ্জ
- আসানসোল
উত্তর – 1. ঝরিয়া
দাল্লিরাজহারা ও বায়লাডিলা অঞ্চলে –
- ম্যাগনেটাইট
- হেমাটাইট
- লিমোনাইট
- সিডেরাইট শ্রেণির লৌহ আকরিক পাওয়া যায়
উত্তর – 1. ম্যাগনেটাইট
সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হল –
- ম্যাগনেটাইট
- লিমোনাইট
- হেমাটাইট
- সিডেরাইট
উত্তর – 1. ম্যাগনেটাইট
বিহারে গড়ে ওঠা তেল শোধনাগারটির নাম হল –
- নুনমাটি
- পানিপথ
- বারাউনি
- মানালি
উত্তর – 3. বারাউনি
শিল্পে –
- ম্যাগনেটাইট
- হেমাটাইট
- লিমোনাইট
- সিডেরাইট আকরিক লোহা বেশি ব্যবহৃত হয়
উত্তর – 2. হেমাটাইট
হেমাটাইটে লোহার শতকরা পরিমাণ –
- 72.4%
- 70%
- 75%
- 62.9%
উত্তর – 2. 70%
একটি লৌহ সংকর খনিজ পদার্থ হল –
- আকরিক লোহা
- ম্যাঙ্গানিজ
- তামা
- কোবাল্ট
উত্তর – 2. ম্যাঙ্গানিজ
সবচেয়ে উৎকৃষ্ট কয়লা কোনটি? –
- বিটুমিনাস
- লিগনাইট
- অ্যানথ্রাসাইট
- পিট
উত্তর – 3. অ্যানথ্রাসাইট
বারসুয়া লৌহ আকরিক ক্ষেত্রটি ভারতের যে রাজ্যের অন্তর্গত, তা হল –
- কর্ণাটক
- গোয়া
- ওড়িশা
- ছত্তিশগড়
উত্তর – 3. ওড়িশা
দামোদর উপত্যকার একটি কয়লাখনি হল –
- তালচের
- ঝিলিমিলি
- চন্দ্রপুরা
- ঝরিয়া
উত্তর – 4. ঝরিয়া
খনিজ তেল পাওয়া যায় প্রধানত –
- আগ্নেয়শিলায়
- পাললিক শিলায়
- লোহিত মৃত্তিকায়
- পডজল মৃত্তিকায়
উত্তর – 2. পাললিক শিলায়
যে শ্রেণির কয়লার দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ সবচেয়ে কম তা হল-
- বিটুমিনাস
- লিগনাইট
- পিট
- অ্যানথ্রাসাইট
উত্তর – 4. অ্যানথ্রাসাইট
গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায় –
- রিয়াসিতে
- ভারকালাতে
- নুনমাটিতে
- জাপারভিটাতে
উত্তর – 4. জাপারভিটাতে
আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান –
- প্রথম
- তৃতীয়
- চতুর্থ
- সপ্তম
উত্তর – 3. চতুর্থ
বোম্বে হাই আবিষ্কৃত হয় –
- 1955
- 1965
- 1975
- 1990 সালে
উত্তর – 3. 1975
ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য হল –
- আকরিক লোহা
- কয়লা
- খনিজ তেল
- তামা
উত্তর – 2. কয়লা
ডিগবয় তৈলখনিটি –
- গুজরাটে
- অসমে
- রাজস্থানে
- মহারাষ্ট্রে অবস্থিত
উত্তর – 2. অসমে
ভারতের বৃহত্তম তৈলখনি হল –
- ডিগবয়
- আঙ্কেলেশ্বর
- বোম্বে হাই
- কাম্বে
উত্তর – 3. বোম্বে হাই
মাধাভরম কয়লাখনি যে রাজ্যে অবস্থিত তা হল –
- মহারাষ্ট্র
- মধ্যপ্রদেশ
- অন্ধ্রপ্রদেশ
- ওড়িশা
উত্তর – 3. অন্ধ্রপ্রদেশ
আকরিক লোহা সঞ্চয়ে ভারতের স্থান –
- চতুর্থ
- পঞ্চম
- সপ্তম
- অষ্টম
উত্তর – 4. অষ্টম
ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি –
- কুদ্রেমুখ
- চিরিয়া
- ঝরিয়া
- নুনমাটি
উত্তর – 1. কুদ্রেমুখ
– লোহার আকরিক নয়।
- ম্যাগনেটাইট
- হেমাটাইট
- লিগনাইট
- লিমোনাইট
উত্তর – 3. লিগনাইট
ভারতের বৃহত্তম লিগনাইট কয়লাখনিটি হল –
- তালচের
- নেভেলি
- কুদ্রেমুখ
- বোম্বে হাই
উত্তর – 2. নেভেলি
টার্শিয়ারি যুগের কয়লা ভারতে মাত্র –
- 2%
- 3%
- 4%
- 5% উত্তোলিত হয়
উত্তর – 1. 2%
পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনিটি হল –
- আসানসোল
- মেজিয়া
- রানিগঞ্জ
- জামুরিয়া
উত্তর – 3. রানিগঞ্জ
লোহার পরিমাণের ভিত্তিতে সবচেয়ে বেশি লোহার উপস্থিতি রয়েছে –
- ম্যাগনেটাইট
- হেমাটাইট
- লিমোনাইট
- সিডেরাইট লৌহে
উত্তর – 1. ম্যাগনেটাইট
পিগ আয়রন তৈরিতে আকরিক লোহার সঙ্গে মেশানো হয় –
- চুনাপাথর
- ম্যাঙ্গানিজ
- নিকেল
- ক্রোমিয়াম
উত্তর – 1. চুনাপাথর
তামিলনাড়ুর নেভেলি যে খনিজের সঞ্চয়ের জন্য বিখ্যাত তা হল –
- লিগনাইট কয়লা
- খনিজ তেল
- বিটুমিনাস কয়লা
- আকরিক লোহা
উত্তর – 1. লিগনাইট কয়লা
আকরিক লোহা হল –
- লৌহ বর্গীয় খনিজ
- অ-লৌহ বর্গীয় খনিজ
- লৌহ সংকর খনিজ
- রাসায়নিক খনিজ
উত্তর – 1. লৌহ বর্গীয় খনিজ
যে কয়লাতে কার্বনের পরিমাণ সর্বাধিক থাকে সেটি হল –
- বিটুমিনাস
- অ্যানথ্রাসাইট
- পিট
- লিগনাইট
উত্তর – 2. অ্যানথ্রাসাইট
ভারতে কয়লা সর্বাধিক ব্যবহৃত হয় –
- বাষ্পশক্তি উৎপাদনে
- তাপবিদ্যুৎ উৎপাদনে
- ধাতু নিষ্কাশনে
- রাসায়নিক শিল্পে
উত্তর – 2. তাপবিদ্যুৎ উৎপাদনে
রুবিয়া কয়লা খনিটি –
- ওড়িশা
- বিহার
- ঝাড়খণ্ড
- পশ্চিমবঙ্গে অবস্থিত
উত্তর – 4. পশ্চিমবঙ্গে
ভারত সবচেয়ে বেশি আমদানি করে –
- আকরিক লোহা
- কয়লা
- খনিজ তেল
- তামা
উত্তর – 3. খনিজ তেল
ভিলাই লৌহ-ইস্পাত কেন্দ্রে ব্যবহৃত হয় –
- নেলোর
- বিচোলিম
- বাইলাডিলা
- দাল্লিরাজহারা খনির আকরিক লোহা
উত্তর – 4. দাল্লিরাজহারা
শূন্যস্থান পূরণ করো
ভারতের বেশিরভাগ কয়লা ___ শ্রেণির।
উত্তর – বিটুমিনাস
পৃথিবীতে সঞ্চিত কয়লার ___ শতাংশ অ্যানথ্রাসাইট শ্রেণির।
উত্তর – 5
বর্তমানে ভারত কয়লা উত্তোলনে পৃথিবীতে ___ স্থান অধিকার করেছে।
উত্তর – তৃতীয়
ভারতের ___ নদী উপত্যকায় গন্ডোয়ানা যুগের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়।
উত্তর – দামোদর
সকল শিল্পের মেরুদণ্ড হল ___।
উত্তর – আকরিক লোহা
ভারতের প্রাচীনতম তৈল উত্তোলন কেন্দ্র হল ___।
উত্তর – ডিগবয়
ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈলক্ষেত্রটি হল ___।
উত্তর – আঙ্কেলেশ্বর
ভারতের পশ্চিম উপকূলের ___ বন্দর লৌহ আকরিক রপ্তানির জন্য প্রসিদ্ধ।
উত্তর – মার্মাগাঁও
বোম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী প্লাটফর্ম দুটির নাম ___ ও ___।
উত্তর – সাগর সম্রাট ও সাগর বিকাশ
বগ আয়রন বলা হয় ___ আকরিক লোহাকে।
উত্তর – অতি নিকৃষ্ট মানের
কঠিন জ্বালানি খনিজের উদাহরণ হল ___।
উত্তর – কয়লা
প্রাকৃতিক চুম্বক রূপে পরিচিত লৌহ আকরিকটি হল ___।
উত্তর – ম্যাগনেটাইট
বগ আয়রনের অপর নাম ___।
উত্তর – টাইটেনিয়াম
বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ ___ শতাংশ।
উত্তর – 50-85
ভারতের টার্শিয়ারি যুগের কয়লার অধিকাংশই ___ শ্রেণির।
উত্তর – লিগনাইট
কালো রঙের লৌহ আকরিকটি হল ___।
উত্তর – ম্যাগনেটাইট
খনিজ তেল উত্তোলনে ভারতের প্রথম রাজ্যটি হল ___।
উত্তর – মহারাষ্ট্র
কয়লা উৎপাদনে ___ রাজ্য প্রথম স্থান অধিকার করে।
উত্তর – ছত্তিশগড়
অসমের মাকুমে ___ যুগের কয়লা পাওয়া যায়।
উত্তর – টার্শিয়ারি
ময়ূরভঞ্জ লৌহখনি অঞ্চল ___ রাজ্যে অবস্থিত।
উত্তর – ওড়িশা
___ কয়লা বাদামি কয়লা হিসেবে পরিচিত।
উত্তর – লিগনাইট
পৃথিবীর মোট খনিজ তৈল উত্তোলনের ___ % ভারত উত্তোলন করে।
উত্তর – 1
বগ আয়রনে লোহার পরিমাণ ___ %।
উত্তর – 33
___ কয়লাকে ‘রোজ বাড’ বলা হয়।
উত্তর – লিগনাইট
ঠিক-ভুল নির্বাচন করো
গ্যাসোলিন কয়লার উপজাত দ্রব্য।
উত্তর – ভুল (সঠিক উত্তর – খনিজ তেলের উপজাত দ্রব্য)
হেমাটাইট একটি অ্যালুমিনিয়াম আকরিক।
উত্তর – ভুল (সঠিক উত্তর – লৌহ আকরিক)
ম্যাগনেটাইট হল লোহার আকরিক।
উত্তর – ঠিক
ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈলখনি আঙ্কেলেশ্বর গুজরাট রাজ্যে অবস্থিত।
উত্তর – ঠিক
নিকেল একপ্রকার অধাতব খনিজ।
উত্তর – ভুল (সঠিক উত্তর – ধাতব খনিজ)
পৃথিবীতে সর্বাধিক বিটুমিনাস কয়লা উত্তোলিত হয়।
উত্তর – ঠিক
ভারতে প্রথম লৌহ ইস্পাত কারখানা তামিলনাড়ু রাজ্যে স্থাপিত হয় (পোর্টোনোভো)।
উত্তর – ঠিক
ভারতে প্রথম খনিজ তেল উত্তোলন শুরু হয় বোম্বে হাই থেকে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – অসমের ডিগবয় থেকে)
গোয়া থেকে সবচেয়ে বেশি আকরিক লোহা বিদেশে রপ্তানি হয়।
উত্তর – ঠিক
ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর।
উত্তর – ঠিক
খনিজ তেল কে কালো হীরা বলে।
উত্তর – ভুল (সঠিক উত্তর – খনিজ তেলকে তরল সোনা বলে)
ভারতের খনিজ তেল উত্তোলনকারী সংস্থাটি হল OPECI
উত্তর – ভুল (সঠিক উত্তর – ONGC)
লৌহ আকরিক একটি ক্ষয়িষু ধাতব পদার্থ।
উত্তর – ঠিক
ক্রুড অয়েল সরাসরি ব্যবহার করা যায়।
উত্তর – ভুল (সঠিক উত্তর – পরিশোধন করে ব্যবহার করা)
বামদিকের সঙ্গে ডানদিক মেলাও
বামদিক | ডানদিক |
1. বোনাই | (i) কার্বনের পরিমাণ 97% |
2. ডালটনগঞ্জ | (ii) হলুদ বর্ণের আকরিক লোহা |
3. নাহারকাটিয়া | (iii) লোহার পরিমাণ 70% |
4. গ্রাফাইট | (iv) বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় |
5. নিকেল | (v) কয়লা উত্তোলন কেন্দ্র |
6. লিমোনাইট | (vi) বাদামি রঙের কয়লা |
7. লিগনাইট | (vii) আকরিক লোহা উত্তোলন কেন্দ্র |
8. টোলুয়েন | (viii) খনিজ তেলের উপজাত দ্রব্য |
9. হেমাটাইট | (ix) খনিজ তেল উত্তোলন কেন্দ্র |
10. প্যারাফিন | (x) লৌহ সংকর খনিজ |
উত্তর –
বামদিক | ডানদিক |
1. বোনাই | (vii) আকরিক লোহা উত্তোলন কেন্দ্র |
2. ডালটনগঞ্জ | (v) কয়লা উত্তোলন কেন্দ্র |
3. নাহারকাটিয়া | (ix) খনিজ তেল উত্তোলন কেন্দ্র |
4. গ্রাফাইট | (i) কার্বনের পরিমাণ 97% |
5. নিকেল | (x) লৌহ সংকর খনিজ |
6. লিমোনাইট | (ii) হলুদ বর্ণের আকরিক লোহা |
7. লিগনাইট | (vi) বাদামি রঙের কয়লা |
8. টোলুয়েন | (iv) বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় |
9. হেমাটাইট | (iii) লোহার পরিমাণ 70% |
10. প্যারাফিন | (viii) খনিজ তেলের উপজাত দ্রব্য |
দু – এক কথায় উত্তর দাও
খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি?
ন্যাপথা
ভারত তথা পৃথিবীর একক বৃহত্তম লৌহ খনি কোনটি?
ঝাড়খণ্ডের চিরিয়া
ভারতের কোথায় সর্বাধিক লিগনাইট জাতীয় কয়লা পাওয়া যায়?
তামিলনাড়ুর নেভেলিতে
ভারতের কোন রাজ্যে হেমাটাইট লোহার সঞ্চয় সবচেয়ে বেশি?
ওড়িশা
ছত্তিশগড়ের সর্বশ্রেষ্ঠ আকরিক লৌহক্ষেত্র কোনটি?
বায়লাডিলা
ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি?
তামিলনাড়ুর নেভেলি
ভারতের বৃহত্তম আকরিক লৌহক্ষেত্র কোনটি?
ঝাড়খন্ডের বড়জামাদা
ঝরিয়া কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য ভারত বিখ্যাত?
কয়লা
কোন রাজ্য লিগনাইট কয়লা উত্তোলনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে?
তামিলনাড়ু
ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্যের নাম লেখো।
মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায়?
বক্সাদুয়ারে
কোল ইন্ডিয়া লিমিটেড কবে গঠিত হয়?
1975 খ্রিস্টাব্দে
ভারতের কোথায় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে কয়লা তোলা শুরু হয়?
রানিগঞ্জে (1974)
ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে কোন যুগের কয়লা বেশি পাওয়া যায়?
টার্শিয়ারি
প্যারাফিন কার উপজাত দ্রব্য?
খনিজ তেলের
হলদে বাদামি রঙের আকরিক লোহা কোনটি?
লিমোনাইট
ওড়িশার বৃহত্তম কয়লা খনিটির নাম কী?
তালচের
কোরবা কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত?
ছত্তিশগড়
কাকে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বা ‘কালো হিরে’ বলা হয়?
কয়লাকে
ONGC -র সদর দপ্তর কোথায় অবস্থিত।
উত্তরাখণ্ডের দেরাদুনে
কাকে ‘তরল সোনা’ বলে?
খনিজ তেলকে
ভারতের খনিজ তেল অনুসন্ধানকারী সংস্থাটির নাম কী?
ONGC
ONGC -র পুরো নাম কী?
Oil and Natural Gas Corporation
উত্তর-পূর্ব ভারতের দুটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম লেখো।
ডিগবয় ও নাহারকাটিয়া
পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল শোধনাগার আছে?
হলদিয়ায়
সাগর সম্রাট কোন সাগরে অবস্থিত।
আরব সাগরে
ভারত থেকে কোন দেশে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়?
জাপানে
ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত?
জামনগর
আধুনিক শিল্পদানব কাকে বলা হয়?
পেট্রোরসায়ন শিল্পকে
ভারত কোন দেশে সর্বাধিক লোহা রপ্তানি করে?
জাপানে
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (খনিজ সম্পদ)’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।