এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – পরিবেশের জন্য ভাবনা – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় ‘পরিবেশের জন্য ভাবনা’ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় প্রায়শই আসে। আশা করছি, এই আর্টিকেলটি আপনাদের জন্য সহায়ক হবে।

পরিবেশের জন্য ভাবনা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটি হল –

(A) ট্রোপোস্ফিয়ার
(B) স্ট্র্যাটোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার

উত্তর: (A) ট্রোপোস্ফিয়ার

ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় সেটি হল –

(A) থার্মোস্ফিয়ার
(B) ট্রোপোস্ফিয়ার
(C) স্ট্র্যাটোস্ফিয়ার
(D) মেসোস্ফিয়ার

উত্তর: (B) ট্রোপোস্ফিয়ার

ওজন হিসাবে বায়ুমণ্ডলের কত ভাগ ট্রোপোস্ফিয়ারের অন্তর্গত –

(A) 25 ভাগ
(B) 50 ভাগ
(C) 75 ভাগ
(D) 60 ভাগ

উত্তর: (C) 75 ভাগ

কোন স্তরটিকে ‘শান্তমণ্ডল’ বলা হয় –

(A) ট্রোপোস্ফিয়ার
(B) স্ট্র্যাটোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার

উত্তর: (B) স্ট্র্যাটোস্ফিয়ার

স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা প্রায় –

(A) 50°C
(B) -50°C
(C) 0°C
(D) -30°C

উত্তর: (C) 0°C

সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে যে স্তর সেটি হল –

(A) ট্রোপোস্ফিয়ার
(B) ওজোনোস্ফিয়ার
(C) থার্মোস্ফিয়ার
(D) মেসোস্ফিয়ার

উত্তর: (B) ওজোনোস্ফিয়ার

বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হল –

(A) ট্রোপোপজ
(B) স্ট্র্যাটোপজ
(C) মেসোপজ
(D) থার্মোপজ

উত্তর: (C) মেসোপজ

বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল –

(A) এক্সোস্ফিয়ার
(B) ওজোনোস্ফিয়ার
(C) আয়নোস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার

উত্তর: (A) এক্সোস্ফিয়ার

মেরুজ্যোতি (Aurora) উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল –

(A) ওজোনোস্ফিয়ার
(B) আয়নোস্ফিয়ার
(C) ট্রোপোপজ
(D) মেসোস্ফিয়ার

উত্তর: (B) আয়নোস্ফিয়ার

বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের যে স্তর থেকে সেটি হল –

(A) স্ট্র্যাটোপজ
(B) ওজোনোস্ফিয়ার
(C) আয়নোস্ফিয়ার
(D) মেসোস্ফিয়ার

উত্তর: (C) আয়নোস্ফিয়ার

প্রশ্ন: প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কমে –

(A) 5.6°C
(B) 6.5°C
(C) 3.5°C
(D) 4.6°C

উত্তর: (B) 6.5°C

বায়ুমণ্ডলের কোন স্তরের উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা বৃদ্ধি পায় –

(A) ট্রোপোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার
(B) মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার
(C) থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার
(D) স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার

উত্তর: (D) স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার

সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে –

(A) পরিবহণ পদ্ধতিতে
(B) পরিচলন পদ্ধতিতে
(C) বিকিরণ পদ্ধতিতে
(D) সবকটিই ঠিক

উত্তর: (C) বিকিরণ পদ্ধতিতে

বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন থাকে –

(A) এক্সোস্ফিয়ার
(B) থার্মোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) স্ট্র্যাটোস্ফিয়ার

উত্তর: (A) এক্সোস্ফিয়ার

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের চাপ হ্রাসের সঠিক ক্রম হল –

(A) স্ট্র্যাটোস্ফিয়ার > মেসোস্ফিয়ার > ট্রোপোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার
(B) মেসোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > ট্রোপোস্ফিয়ার
(C) ট্রোপোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > মেসোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার > মেসোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > ট্রোপোস্ফিয়ার

উত্তর: (C) ট্রোপোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > মেসোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার

বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে?

(A) স্ট্র্যাটোস্ফিয়ার
(B) থার্মোস্ফিয়ার
(C) ট্রোপোস্ফিয়ার
(D) মেসোস্ফিয়ার

উত্তর: (C) ট্রোপোস্ফিয়ার

স্থলবায়ুর তীব্রতা বৃদ্ধি পায় কোন সময়ে?

(A) ভোরের দিকে
(B) দুপুরের দিকে
(C) সন্ধ্যার দিকে
(D) রাতের দিকে

উত্তর: (A) ভোরের দিকে

আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় কোন মাসে ঘটে?

(A) মার্চ-আগস্ট
(B) এপ্রিল-জুন
(C) সেপ্টেম্বর-নভেম্বর
(D) জানুয়ারী-মার্চ

উত্তর: (C) সেপ্টেম্বর-নভেম্বর

নিম্নের কোন রাসায়নিক পদার্থটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী?

(A) ক্লোরোফর্ম
(B) আয়োডোফর্ম
(C) ক্লোরোফ্লুরোকার্বন (CFC)
(D) অ্যাসিটিলিন

উত্তর: (C) ক্লোরোফ্লুরোকার্বন (CFC)

CFC অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে কী উৎপন্ন করে?

(A) সক্রিয় কার্বন পরমাণু
(B) সক্রিয় ক্লোরিন পরমাণু
(C) সক্রিয় ফ্লুরিন পরমাণু
(D) সক্রিয় হাইড্রোজেন পরমাণু

উত্তর: (B) সক্রিয় ক্লোরিন পরমাণু

সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের কোন অক্সাইডটি ওজোন স্তরের ক্ষতি করে?

(A) NO₂
(B) N₂O
(C) NO
(D) N₂O₄

উত্তর: (B) N₂O

ওজোনোস্ফিয়ারে ওজোনের ঘনত্ব সাধারণত কত?

(A) 30 ppm
(B) 10 ppm
(C) 40 ppm
(D) 20 ppm

উত্তর: (B) 10 ppm

ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব কী কী?

(A) ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি
(B) শস্যের উৎপাদন হ্রাস
(C) ত্বকের ক্যানসার
(D) উপরোক্ত সবগুলিই

উত্তর: (D) উপরোক্ত সবগুলিই

নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস?

(A) O₂
(B) N₂
(C) O₃
(D) H₂

উত্তর: (C) O₃

নিম্নলিখিত কোন রশ্মিটি তাপীয় রশ্মি?

(A) অতিবেগুনি রশ্মি
(B) অবলোহিত রশ্মি
(C) কসমিক রশ্মি
(D) গামা রশ্মি

উত্তর: (B) অবলোহিত রশ্মি

গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের অবদানের ক্রমানুসার কী?

(A) CO₂ > H₂O > CH₄ > CFC
(B) CO₂ > CH₄ > CFC > H₂O
(C) CO₂ > H₂O > CFC > CH₄
(D) CO₂ > CFC > H₂O > CH₄

উত্তর: (B) CO₂ > CH₄ > CFC > H₂O

নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?

(A) CO₂
(B) NO₂
(C) CH₄
(D) N₂O

উত্তর: (B) NO₂

গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO₂ গ্যাসের অবদান কত?

(A) 30%
(B) 20%
(C) 50%
(D) 60%

উত্তর: (C) 50%

স্বাভাবিকভাবে ওজোন স্তর কীভাবে গঠিত হয়?

(A) CFC ও O₂-এর ক্রিয়ায়
(B) UV রশ্মির সাথে O₂-এর ক্রিয়ায়
(C) IR রশ্মির সঙ্গে O₂-এর ক্রিয়ায়
(D) O₂ ও জলীয় বাষ্পের ক্রিয়ায়

উত্তর: (B) UV রশ্মির সাথে O₂-এর ক্রিয়ায়

নিম্নের গ্রিনহাউস গ্যাসগুলির উষ্ণায়ন ক্ষমতার ক্রমানুসার কী?

(A) CO₂ > CH₄ > CFC > O₃
(B) CFC > O₃ > CH₄ > CO₂
(C) O₃ > CH₄ > CFC > CO₂
(D) CH₄ > CO₂ > O₃ > CFC

উত্তর: (B) CFC > O₃ > CH₄ > CO₂

গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে কোনটি ঘটবে না –

(A) ঋতুচক্রের পরিবর্তন
(B) মহাসাগরীয় স্রোতের পরিবর্তন
(C) পোলার আইস ক্যাপের পরিমাণ হ্রাস
(D) দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন

উত্তর – (D) দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন

সূর্য থেকে পৃথিবীতে আগত অবলোহিত রশ্মি (infrared ray) সম্পর্কে কোনটি সত্য –

(A) বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় তরঙ্গদৈর্ঘ্য কম থাকে কিন্তু পৃথিবী থেকে বিকিরিত হয়ে ফেরার সময় তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়
(B) বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় তরঙ্গদৈর্ঘ্য বেশি থাকে কিন্তু পৃথিবী থেকে বিকিরিত হয়ে ফেরার সময় তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়
(C) বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় যা তরঙ্গদৈর্ঘ্য থাকে, পৃথিবী থেকে বিকিরিত হয়ে ফেরার সময় তা বৃদ্ধি পায় অথবা কমে যায়
(D) উপরোক্ত কোনোটিই সত্য নয়

উত্তর – (A) বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় তরঙ্গদৈর্ঘ্য কম থাকে কিন্তু পৃথিবী থেকে বিকিরিত হয়ে ফেরার সময় তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়

সূর্যালোকের কোন্ রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যহত হবে-

(A) অবলোহিত রশ্মি
(B) অতিবেগুনি রশ্মি
(C) রেডিও তরঙ্গ
(D) কোনোটিই নয়

উত্তর – (B) অতিবেগুনি রশ্মি

নীচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় –

(A) কয়লা
(B) পেট্রোল
(C) কাঠ
(D) ডিজেল

উত্তর – (C) কাঠ

পেট্রোল, কেরোসিন, ডিজেল ও LPG -এর মধ্যে কোনটির তাপনমূল্য (calorific value) সবচেয়ে বেশি –

(A) পেট্রোল
(B) কেরোসিন
(C) ডিজেল
(D) LPG

উত্তর – (D) LPG

প্রদত্ত জ্বালানিগুলির তাপনমূল্য সংক্রান্ত সঠিক ক্রমটি হল –

(A) কয়লা < ডিজেল < হাইড্রোজেন < LPG
(B) কয়লা < হাইড্রোজেন < ডিজেল < LPG
(C) কয়লা < ডিজেল < LPG < হাইড্রোজেন
(D) কয়লা < LPG < ডিজেল < হাইড্রোজেন

উত্তর – (C) কয়লা < ডিজেল < LPG < হাইড্রোজেন

নীচের কোনটি জীবাশ্ম জ্বালানি –

(A) কয়লা
(B) খনিজ তেল
(C) প্রাকৃতিক গ্যাস
(D) সবগুলিই

উত্তর – (D) সবগুলিই

প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হল –

(A) মিথেন
(B) H₂
(C) বিউটেন
(D) O₂

উত্তর – (A) মিথেন

জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন, কারণ –

(A) এগুলি খুব দামি
(B) এগুলি সহজে পাওয়া যায় না
(C) এগুলি অনবীকরণযোগ্য
(D) কোনোটিই নয়

উত্তর – (C) এগুলি অনবীকরণযোগ্য

স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় –

(A) বর্তমানের উন্নতি
(B) ভবিষ্যতের উন্নতি
(C) ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি
(D) বর্তমানের উন্নতি রুদ্ধ করে ভবিষ্যতের উন্নতি

উত্তর – (C) ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি

কোন্ ধারণাটি ‘স্থিতিশীল উন্নয়নের ধারণা’-র অঙ্গ নয় –

(A) চাহিদা
(B) সীমাবদ্ধতা
(C) যোগান
(D) কোনোটিই নয়

উত্তর – (C) যোগান

সৌরকোশ গঠনে প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হয় –

(A) Li
(B) Na
(C) Si
(D) Cu

উত্তর – (C) Si

কোন্ শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে –

(A) জীবাশ্ম জ্বালানি
(B) সৌরশক্তি
(C) জোয়ার-ভাটা থেকে প্রাপ্ত শক্তি
(D) বায়ুশক্তি

উত্তর – (A) জীবাশ্ম জ্বালানি

বর্তমান শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে –

(A) সৌরশক্তি থেকে
(B) বায়ুশক্তি থেকে
(C) জোয়ার-ভাটার শক্তি থেকে
(D) জীবাশ্ম জ্বালানি থেকে

উত্তর – (D) জীবাশ্ম জ্বালানি থেকে

সৌরশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয় –

(A) ফোটো-ভোল্টায়িক কোশে
(B) সোলার কুকারে
(C) প্রেসার কুকারে
(D) ইলেকট্রিক মোটরে

উত্তর – (A) ফোটো-ভোল্টায়িক কোশে

সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় –

(A) সমুদ্রে
(B) মাটিতে
(C) উদ্ভিদদেহে
(D) প্রাণীদেহে

উত্তর – (C) উদ্ভিদদেহে

জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় –

(A) ডিজেল
(B) কয়লা
(C) কেরোসিন
(D) প্রাকৃতিক গ্যাস

উত্তর – (D) প্রাকৃতিক গ্যাস

অ-পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হল –

(A) বায়ুশক্তি
(B) পেট্রোলিয়াম শক্তি
(C) পারমাণবিক শক্তি
(D) সৌরশক্তি

উত্তর – (B) পেট্রোলিয়াম শক্তি

যে শক্তি কয়লা, খনিজ তেলে পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে সেটি হল-

(A) বায়ুশক্তি
(B) সৌরশক্তি
(C) তাপশক্তি
(D) পুনর্নবীকরণ শক্তি

উত্তর – (C) তাপশক্তি

কয়লাখনিতে জমে থাকা কোন্ গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় –

(A) ওজোন
(B) মিথেন
(C) অক্সিজেন
(D) নাইট্রোজেন

উত্তর – (B) মিথেন

মিথানোজনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হল –

(A) মিথানোকক্কাস
(B) মিথানোব্যাকটেরিয়াম
(C) (A) ও (B) উভয়ই
(D) কোনোটিই নয়

উত্তর – (C) (A) ও (B) উভয়ই

জোয়ার-ভাটার শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে –

(A) সঞ্চিত জলের স্থিতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়
(B) সঞ্চিত জলের গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়
(C) জল থেকে বিদ্যুৎ নিষ্কাশন করা হয়
(D) বিদ্যুৎ উৎপন্ন করার জন্য জলকে বাষ্পে পরিণত করা হয়

উত্তর – (A) সঞ্চিত জলের স্থিতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়

নীচের কোনটিতে গ্রিনহাউস প্রভাবের নীতি প্রয়োগ করা হয় –

(A) সোলার কুকার
(B) সৌরকোষ
(C) বায়ুকল
(D) বায়োগ্যাস প্ল্যান্ট

উত্তর – (A) সোলার কুকার

ভারতবর্ষে সবচেয়ে বড়ো “বায়ুশক্তি খামার” স্থাপিত হয়েছে কোন্ স্থানের কাছে –

(A) তামিলনাড়ুর কন্যাকুমারী
(B) গুজরাটের সুরাট
(C) উত্তরাঞ্চলের হরিদ্বার
(D) পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ

উত্তর – (A) তামিলনাড়ুর কন্যাকুমারী

বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন্ দেশে –

(A) জার্মানি
(B) ভারতবর্ষ
(C) USA
(D) ডেনমার্ক

উত্তর – (A) জার্মানি

নীচের কোনগুলি পরিবেশ-বান্ধব জ্বালানি – (i) কয়লা (ii) কেরোসিন (iii) প্রাকৃতিক গ্যাস (iv) বায়োগ্যাস

(A) (i) এবং (iv)
(B) (iii) এবং (iv)
(C) (i) এবং (ii)
(D) (i) এবং (iii)

উত্তর – (B) (iii) এবং (iv)

জল থেকে হাইড্রোজেন প্রচুর পরিমাণে পাওয়া যেতে পারে তবুও একে গৃহস্থালির জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না, কারণ –

(A) জ্বালানোর ফলে এটি বায়ুদূষণ ঘটায়
(B) এটি বৃহৎ আয়তন দখল করে
(C) বায়ুর সাথে এটি বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করে
(D) এটি অত্যন্ত মহার্ঘ

উত্তর – (D) এটি অত্যন্ত মহার্ঘ

শূন্যস্থান পূরণ করো

ঘনমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের ____ স্তরকে।

উত্তর – ঘনমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরকে।

ট্রোপোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ____।

উত্তর – ট্রোপোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী Teisserenc de Bort।

বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প ও ধূলিকণা ____ স্তরেই সীমাবদ্ধ।

উত্তর – বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প ও ধূলিকণা ট্রোপোস্ফিয়ার স্তরেই সীমাবদ্ধ।

ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলটিকে বলা হয় ____।

উত্তর – ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলটিকে বলা হয় ট্রোপোপজ

____ স্তরের ঊর্ধ্ব-অঞ্চলে ওজোন (O₃) গ্যাসের অবস্থান।

উত্তরস্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঊর্ধ্ব-অঞ্চলে ওজোন (O₃) গ্যাসের অবস্থান।

পৃথিবীর বাইরের উল্কাপিণ্ড ____ স্তরে প্রবেশ করে বায়ুর সঙ্গে সংঘর্ষে জ্বলে পুড়ে যায়।

উত্তর – পৃথিবীর বাইরের উল্কাপিণ্ড মেসোস্ফিয়ার স্তরে প্রবেশ করে বায়ুর সঙ্গে সংঘর্ষে জ্বলে পুড়ে যায়।

বায়ুমণ্ডলের ____ স্তরের নীচের অংশ আয়নমণ্ডল নামে পরিচিত।

উত্তর – বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরের নীচের অংশ আয়নমণ্ডল নামে পরিচিত।

LPG-এর তাপনমূল্য ____।

উত্তর – LPG-এর তাপনমূল্য 28000 kcal/m³

ওজোন গহ্বর সর্বপ্রথম লক্ষ করেন ____।

উত্তর – ওজোন গহ্বর সর্বপ্রথম লক্ষ করেন জো ফোরম্যান

স্ট্র্যাটোস্ফিয়ারে ____ গ্যাসের আধিক্যের জন্য উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়।

উত্তর – স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের আধিক্যের জন্য উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়।

সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুস্তরের ____ তত কম হয়।

উত্তর – সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুস্তরের ঘনত্ব তত কম হয়।

বায়ু সর্বদা ____ চাপ অঞ্চল থেকে চাপ অঞ্চলের দিকে ছুটে গিয়ে ____ সৃষ্টি করে।

উত্তর – বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে ছুটে গিয়ে ঝড় সৃষ্টি করে।

____ বায়ুর সাহায্যে পালতোলা নৌকা সমুদ্রযাত্রা করতে পারে।

উত্তরস্থল বায়ুর সাহায্যে পালতোলা নৌকা সমুদ্রযাত্রা করতে পারে।

বায়ুর পরিচলন স্রোতের ফল হল ____ ও ____

উত্তর – বায়ুর পরিচলন স্রোতের ফল হল সমুদ্রবায়ু স্থলবায়ু

CFC-এর সম্পূর্ণ কথাটি হল ____।

উত্তর – CFC-এর সম্পূর্ণ কথাটি হল ক্লোরোফ্লুরোকার্বন

ওজোন ____ বর্ণের, ____ গন্ধযুক্ত একটি গ্যাস।

উত্তর – ওজোন নীল বর্ণের, আঁশটে গন্ধযুক্ত একটি গ্যাস।

ওজোন হল ____ গ্যাসের রূপভেদ।

উত্তর – ওজোন হল অক্সিজেন গ্যাসের রূপভেদ।

স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে ____ কিমি উচ্চতা সীমায়।

উত্তর – স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে 24-40 কিমি উচ্চতা সীমায়।

বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্বকে ____ এককে প্রকাশ করা হয়।

উত্তর – বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্বকে ডবসন (DB) এককে প্রকাশ করা হয়।

ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব ক্রমশ ____ পায়।

উত্তর – ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়।

পৃথিবীর ছাতা (Umbrella of the earth) বলা হয় বায়ুমণ্ডলের ____স্তরকে।

উত্তর – পৃথিবীর ছাতা (Umbrella of the earth) বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে।

প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 -এর তুলনায় প্রায় ____ গুণ বেশি।

উত্তর – প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 -এর তুলনায় প্রায় 25 গুণ বেশি।

CFC অণুর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে আটকে দেওয়ার ক্ষমতা CO2 অণুর তুলনায় প্রায় ____ গুণ বেশি। 

উত্তর – CFC অণুর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে আটকে দেওয়ার ক্ষমতা CO2 অণুর তুলনায় প্রায় 15,000-20,000 গুণ বেশি। 

প্রতি অণু N2O -এর তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 -এর তুলনায় প্রায় ____ গুণ বেশি।

উত্তর – প্রতি অণু N2O -এর তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2 -এর তুলনায় প্রায় 200 গুণ বেশি।

অবলোহিত রশ্মি (IR)-র শক্তি হ্রাস পেলে তার তরঙ্গদৈর্ঘ্য ____ পায়।

উত্তর – অবলোহিত রশ্মি (IR)-র শক্তি হ্রাস পেলে তার তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়।

অতিবেগুনি রশ্মির সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অংশটিকে বলা যায় ____।

উত্তর – অতিবেগুনি রশ্মির সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অংশটিকে বলা যায় UV-C

স্থিতিশীল উন্নয়নের সর্বজনস্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ____ কমিশনের রিপোর্টে।

উত্তর – স্থিতিশীল উন্নয়নের সর্বজনস্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ব্রান্টল্যান্ড কমিশনের রিপোর্টে।

সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে ____ স্থান অধিকার করে।

উত্তর – সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে।

পশ্চিমবঙ্গের বায়ুশক্তি উৎপাদক কেন্দ্রগুলির মধ্যে একটি ____ -এ অবস্থিত।

উত্তর – পশ্চিমবঙ্গের বায়ুশক্তি উৎপাদক কেন্দ্রগুলির মধ্যে একটি সাগরদ্বীপ -এ অবস্থিত।

পশ্চিমবঙ্গের ____ ভূতাপীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল। 

উত্তর – পশ্চিমবঙ্গের বক্রেশ্বর ভূতাপীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল।

বায়োগ্যাসের মূল উপাদান হল ____।

উত্তর – বায়োগ্যাসের মূল উপাদান হল মিথেন

বায়োগ্যাসে মিথেন ছাড়া আর যেসব গ্যাস পাওয়া যায় তার একটি হল ____।

উত্তর – বায়োগ্যাসে মিথেন ছাড়া আর যেসব গ্যাস পাওয়া যায় তার একটি হল CO2

প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে STP-তে প্রায় ____ মিথেন পাওয়া যায়।

উত্তর – প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে STP-তে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায়।

কঠিন কয়লার ম্যাট্রিক্সে ____ মিথেনই হল কোলবেড মিথেন। 

উত্তর – কঠিন কয়লার ম্যাট্রিক্সে অধিশোষণ মিথেনই হল কোলবেড মিথেন।

মিথেন হাইড্রেট একপ্রকার কঠিন _____ যৌগ।

উত্তর – মিথেন হাইড্রেট একপ্রকার কঠিন ক্ল্যাথরেট যৌগ।

ভারতবর্ষের _____ নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তর মিথেন হাইড্রেট ভান্ডারগুলির মধ্যে একটি।

উত্তর – ভারতবর্ষের কৃষ্ণা-গোদাবরী নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তর মিথেন হাইড্রেট ভান্ডারগুলির মধ্যে একটি।

সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানোর পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় _____।

উত্তর – সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানোর পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় OTEC

পৃথিবী প্রতিদিন গড়ে _____ সৌরশক্তি গ্রহণ করে।

উত্তর – পৃথিবী প্রতিদিন গড়ে 4 kWh/m2 সৌরশক্তি গ্রহণ করে।

_____ ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের অবাত বিয়োজন ঘটার ফলে গোবরগ্যাস উৎপন্ন হয়।

উত্তর – মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের অবাত বিয়োজন ঘটার ফলে গোবরগ্যাস উৎপন্ন হয়।

মিথেনের তাপনমূল্য পেট্রোল অপেক্ষা ____।

উত্তর – মিথেনের তাপনমূল্য পেট্রোল অপেক্ষা কম

ফটো-ভোল্টায়িক কোশের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি ____ -এ রূপান্তরিত করা যায়।

উত্তর – ফটো-ভোল্টায়িক কোশের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎশক্তি -এ রূপান্তরিত করা যায়।

____ হল C11-C14 কার্বন পরমাণুঘটিত অ্যালকেনের মিশ্রণ।

উত্তর – কেরোসিন হল C11-C14 কার্বন পরমাণুঘটিত অ্যালকেনের মিশ্রণ।

সৌর ধ্রুবক (Solar constant)-এর মান প্রায় ____।

উত্তর – সৌর ধ্রুবক (Solar constant)-এর মান প্রায় 1.4 kW/m2

কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস হল ____ থেকে উৎপন্ন শক্তি।

উত্তর – কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস হল সৌরকোশ থেকে উৎপন্ন শক্তি।

পরিবেশের জন্য ভাবনা – দু-একটি বাক্যে উত্তর দাও

নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কতখানি?

ট্রোপোস্ফিয়ার স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে মেরু অঞ্চলে প্রায় 4 – 9 কিমি পর্যন্ত এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 -18 কিমি পর্যন্ত বিস্তৃত।

ট্রোপোপজ কী?

10 কিমি উচ্চতার আশেপাশে যে অঞ্চলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতার পরিবর্তন ঘটে না, তাকে ট্রোপোপজ বলে।

ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কোন অংশে দেখা যায়?

ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা (-80°C) দেখা যায় নিরক্ষরেখার ঊর্ধ্বে ট্রোপোপজ অংশে।

স্ট্র্যাটোপজ কী?

স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার পরিবর্তন হয় না, তাকে স্ট্র্যাটোপজ বলে।

ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ কত?

ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান।

বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম?

মেসোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের শীতলতম স্তর।

থার্মোস্ফিয়ার অঞ্চলে কোন কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়?

থার্মোস্ফিয়ার অঞ্চলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়।

ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই লক্ষ করা যায় যে একটি নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে, এই ঘটনাকে কী বলা হয়?

ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠার সময় নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাসের ঘটনাকে বলে সাধারণ তাপ হ্রাস (normal lapse rate)।

ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত থাকে?

ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা থাকে প্রায় -57°C থেকে -60°C

বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও।

কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে।

পদার্থের কোন ভৌত অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে?

পদার্থের গ্যাসীয় ও তরল অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে।

সাময়িক বায়ুপ্রবাহের একটি উদাহরণ দাও।

সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ হল স্থলবায়ু (land breeze), সমুদ্রবায়ু (sea breeze) ইত্যাদি।

বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা কতভাগ ওজোনোস্ফিয়ারে বিদ্যমান?

বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা 90 ভাগ ওজোনোস্ফিয়ারে বর্তমান।

বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO₂ – এর শতকরা ভাগ কত?

প্রায় 0.023%

ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন অণুতে পরিণত হয়?

ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে পরিণত হয়।

অতিবেগুনি রশ্মি চোখের কী ক্ষতি করে?

অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে ছানি পড়ে।

ODS – এর পূর্ণরূপটি লেখো।

Ozone Depleting Substances (অর্থাৎ, ওজোন বিনষ্টকারী পদার্থসমূহ)।

বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কী?

ডবসন স্পেকট্রোমিটার।

Chapman Cycle – কী?

স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোনের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তাকে Chapman Cycle বলে।

CFC (ক্লোরোফ্লুরোকার্বন) কোথায় ব্যবহার করা হত?

একসময় ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়করূপে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে CFC ব্যবহার করা হত।

একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে?

একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে।

যদি বায়ুমণ্ডলে CO₂, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকত তবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত হত?

বায়ুমণ্ডলে CO₂, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা হত প্রায় -30°C

গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে?

গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা থাকে প্রায় 15°C

গ্লোবাল ওয়ার্মিং – এর ফলে কোন কোন ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে?

গ্লোবাল ওয়ার্মিং –এর ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া, এনকেফেলাইটিসের মতো ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে।

বিকল্প জ্বালানি (alternative fuel) বলতে কী বোঝ?

জীবাশ্ম জ্বালানি সঞ্চয় ও সংরক্ষণের জন্য যেসব অপ্রচলিত শক্তির উৎসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাদের বিকল্প জ্বালানি বলে। যেমন-সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি।

শক্তির উৎসের দুটি প্রধান শ্রেণি উল্লেখ করো।

চিরাচরিত এবং অচিরাচরিত শক্তি।

দুটি চিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

জলপ্রবাহজনিত শক্তি যেমন – জলবিদ্যুৎ এবং জীবভর শক্তি যেমন – জ্বালানি কাঠ।

একটি চিরাচরিত কিন্তু অ-পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

জীবাশ্ম জ্বালানি যেমন – কয়লা।

দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

সৌরশক্তি এবং সমুদ্রশক্তি।

দুটি অচিরাচরিত কিন্তু অ-পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

ভূ-তাপশক্তি এবং পারমাণবিক শক্তি।

সৌর-উত্তাপক যন্ত্রগুলির ভেতরের দিকটি কালো রং করা থাকে কেন?

কারণ কালো পৃষ্ঠতল সৌর বিকিরণ থেকে অধিক তাপ শোষণ করে।

কোন জ্বালানির তাপনমূল্য (calorific value) সবচেয়ে বেশি?

হাইড্রোজেন (150 kJ/g)।

DNES পুরো কথাটি কী?

Department of Non-conventional Energy Sources (অর্থাৎ, অপ্রচলিত শক্তির উৎস দপ্তর)।

প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন?

কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার ফলে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায়।

কয়লার খনিতে কয়লার স্তরে আবদ্ধ অবস্থায় যে জ্বালানি গ্যাসটি থাকে তা শক্তির এক সম্ভাবনাময় উৎস। গ্যাসটি কী? একে firedamp বলে কেন?

জ্বালানি গ্যাসটি হল মিথেন (CH₄)। এটি বায়ুর সঙ্গে বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে এবং খনিতে প্রায়শই অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। তাই একে firedamp বলা হয়।

পেট্রোপ্ল্যান্ট কাদের বলা হয়?

এমন কিছু উদ্ভিদ আছে যাদের নিঃসৃত রস থেকে কিছু তরল হাইড্রোকার্বন পাওয়া যায় যা পেট্রোলিয়ামজাত জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই উদ্ভিদগুলিকে পেট্রোপ্ল্যান্ট বলা হয়। ইউফোরবিয়েসি, অ্যাসক্লেপিয়াডেসি, অ্যাপোসায়নেসি গোত্রভুক্ত উদ্ভিদগুলি এই গুণসমন্বিত।

সৌরশক্তি কাকে বলে?

সূর্য থেকে আগত আলো ও উত্তাপ থেকে যে শক্তি আহরণ করা যায় তাকেই সৌরশক্তি বলে।

সৌরবিদ্যুৎ কোষে কীভাবে তড়িতের সৃষ্টি হয়?

সূর্যরশ্মিতে থাকা ফোটন কণা সৌরবিদ্যুৎ কোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর (যেমন – সিলিকন) ওপর আপতিত হলে, ওর মধ্যেকার ইলেকট্রনগুলি উত্তেজিত হয়ে ওঠে ও বিচ্যুত হয়ে তড়িৎপ্রবাহের সৃষ্টি করে।

বায়ুশক্তি বলতে কী বোঝ?

প্রাকৃতিক বায়ুপ্রবাহের গতিশক্তিকেই বায়ুশক্তি নামে পরিচিত। প্রাকৃতিক বায়ুপ্রবাহের অভিমুখে বায়ুকল বা বায়ুচক্র বসিয়ে বায়ুর গতিশক্তিকে ব্যবহার করে চক্রের সঙ্গে যুক্ত টারবাইনের মাধ্যমে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয়।

ভূ-তাপশক্তি বলতে কী বোঝ?

উত্তপ্ত শিলাস্তরের সংস্পর্শে এসে ভূগর্ভস্থ জলস্তর বাষ্পে পরিণত হয়। এই বাষ্পকে কাজে লাগিয়ে টারবাইনের সাহায্যে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয়, তাকে ভূ-তাপশক্তি বলে।

জোয়ার-ভাটার শক্তি কাকে বলে?

জোয়ার-ভাটার প্রভাবে নদীর মোহনায় সৃষ্ট প্রবল জলস্রোতের অভিমুখে টারবাইন যন্ত্র বসিয়ে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয়, তাকে জোয়ার-ভাটার শক্তি বলে।

বায়োগ্যাস উৎপাদনের জন্য কোন কাঁচামালটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

বায়োগ্যাস উৎপাদনে গোবর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

বায়োডিজেল কী থেকে তৈরি করা হয়?

উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বির ট্রান্সএস্টারিফিকেশনের ফলে বায়োডিজেল তৈরি হয়।

বায়োইথানল কী থেকে তৈরি করা হয়?

আখ বা ভুট্টা থেকে গাঁজন (fermentation) প্রক্রিয়ায় বায়োইথানল তৈরি হয়।

আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়?

আমাদের দেশে জ্যাট্রোফা গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়।

কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসের আর এক নাম Sweet gas কেন?

কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসে হাইড্রোজেন সালফাইড গ্যাস অশুদ্ধিরূপে মিশে থাকে না বলে একে Sweet gas বলে।

ফায়ারি আইস (fiery ice) কাকে বলা হয়?

মিথেন হাইড্রেট – কে ফায়ারি আইস বলা হয়।

মিথেন হাইড্রেট কী?

মিথেন হাইড্রেট একটি কেলাসাকার কঠিন পদার্থ। জল (H₂O) অণুর সমন্বয়ে গঠিত বরফের মতো কেলাসটির মধ্যে প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ হয়ে এটির সৃষ্টি হয়।

মিথেন হাইড্রেটের সংকেত লেখো।

মিথেন হাইড্রেটের সংকেত হল – 4CH₄•23H₂O


আজকের আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায়শই এসব প্রশ্ন পরীক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, অনুগ্রহ করে টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যারা এটি উপকারী মনে করতে পারেন। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন