এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – রাসায়নিক গণনা – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আজকের আর্টিকেলে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানে তৃতীয় অধ্যায়রাসায়নিক গণনা’ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো, যা দু-একটি বাক্যে উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কারণ এই ধরনের প্রশ্ন প্রায়ই মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় আসে। যা প্রশ্নই আসুক না কেন আপনি সঠিক উত্তর দিতে পারবেন।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – রাসায়নিক গণনা – দু -একটি বাক্যে উত্তর দাও
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক হলেন –

(A) ডালটন
(B) ল্যাঁভয়সিয়ে
(C) আরহেনিয়াস
(D) প্রাউস্ট

উত্তর – (B) ল্যাঁভয়সিয়ে

বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ভরের পার্থক্য –

(A) নিম্নশক্তির রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায়
(B) সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায়
(C) উচ্চশক্তির বিক্রিয়ায় দেখা যায়
(D) কখনোই দেখা যায় না

উত্তর – (C) উচ্চশক্তির বিক্রিয়ায় দেখা যায়

দুটি রাসায়নিক পদার্থ A ও B রাসায়নিক বিক্রিয়া করে C ও D যৌগ উৎপন্ন করলে নীচের কোনটি সত্য?

(A) A ও B -এর মোট ভর > C ও D -এর মোট ভর
(B) A ও B -এর মোট ভর < C ও D -এর মোট ভর
(C) A ও B -এর মোট ভর < Cও D -এর মোট ভর
(D) A -এর ভর = B -এর ভর এবং C -এর ভর = D -এর ভর

উত্তর – (C) A ও B -এর মোট ভর < Cও D -এর মোট ভর

ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হল –

(A) E2 = mc
(B) E = mc2
(C) E = m2c
(D) E = mc

উত্তর – (B) E = mc2

রাসায়নিক সমীকরণ থেকে কোন্ বিষয়টি জানা যায় না –

(A) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোলসংখ্যা
(B) STP-তে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন
(C) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব
(D) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর

উত্তর – (C) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব

E = mc2 সমীকরণটির সাথে কোন্ বিজ্ঞানীর নাম যুক্ত –

(A) নিউটন
(B) প্ল্যাঙ্ক
(C) অ্যাভোগাড্রো
(D) আইনস্টাইন

উত্তর – (D) আইনস্টাইন

কোন্ প্রকার বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে –

(A) সাধারণ রাসায়নিক বিক্রিয়া
(B) নিউক্লিয় বিক্রিয়া
(C) তাপমোচী বিক্রিয়া
(D) তাপগ্রাহী বিক্রিয়া

উত্তর – (B) নিউক্লিয় বিক্রিয়া

E = mc2 সমীকরণে E, m ও c হল যথাক্রমে –

(A) ভর, শক্তি, শূন্য মাধ্যমে আলোর বেগ
(B) শূন্য মাধ্যমে আলোর বেগ, ভর, শক্তি
(C) শক্তি, ভর, শূন্য মাধ্যমে আলোর বেগ
(D) শক্তি, শূন্য মাধ্যমে আলোর বেগ, ভর

উত্তর – (C) শক্তি, ভর, শূন্য মাধ্যমে আলোর বেগ

ভর ও শক্তির সমতুল্যতা অনুযায়ী, তাপমোচী রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের ভর –

(A) তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পাবে
(B) তুল্যাঙ্ক পরিমাণ বৃদ্ধি পাবে
(C) তুল্যাঙ্ক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাবে
(D) পরিবর্তিত হবে না

উত্তর – (A) তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পাবে

ভর ও শক্তির সমতুল্যতা অনুযায়ী, তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের ভর –

(A) তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পাবে
(B) তুল্যাঙ্ক পরিমাণ বৃদ্ধি পাবে
(C) তুল্যাঙ্ক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাবে
(D) পরিবর্তিত হবে না

উত্তর – (B) তুল্যাঙ্ক পরিমাণ বৃদ্ধি পাবে

ভর ও শক্তির মোট পরিমাণ যে-কোনো পরিবর্তনের পরে –

(A) হ্রাস পায়
(B) বৃদ্ধি পায়
(C) একই থাকে
(D) কোনোটিই নয়

উত্তর – (C) একই থাকে

কোনো পদার্থের ভর ও মোল-সংখ্যার সম্পর্ক হল –

(A) মোল-সংখ্যা=মোলার ভরপ্রদত্ত ভর

(B) প্রদত্ত ভর=মোল-সংখ্যাপ্রদত্ত ভর

(C) মোল-সংখ্যা=প্রদত্ত ভরমোলার ভর

(D) মোল-সংখ্যা = প্রদত্ত ভর × মোলার ভর

উত্তর – (C) মোল-সংখ্যা=প্রদত্ত ভরমোলার ভর

64g NH4NO2 -এর বিয়োজনে উৎপন্ন N2 -এর পরিমাণ –

(A) 14g
(B) 28g
(C) 32g
(D) 40g

উত্তর – (B) 28g

2 মোল NO -এর সঙ্গে O2 -এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 -এর STP-তে আয়তন –

(A) 11.2 লিটার
(B) 22.4 লিটার
(C) 44.8 লিটার
(D) 5.6 লিটার

উত্তর – (C) 44.8 লিটার

নীচের কোন্ সম্পর্কটি সঠিক –

(A) STP-তে 1 লিটার গ্যাসের ভর = গ্যাসের বাষ্পঘনত্ব × 0.89
(B) STP-তে 1 লিটার গ্যাসের ভর = গ্যাসের বাষ্পঘনত্ব × 0.089
(C) গ্যাসের বাষ্পঘনত্ব = 0.089 × STP-তে 1 লিটার গ্যাসের ভর
(D) গ্যাসের বাষ্পঘনত্ব = 2.24 × গ্যাসের আণবিক গুরুত্ব

উত্তর – (B) STP-তে 1 লিটার গ্যাসের ভর = গ্যাসের বাষ্পঘনত্ব × 0.089

1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেনের সাথে যুক্ত হলে উৎপন্ন হবে –

(A) 1 মোল NH3
(B) 2 মোল NH3
(C) 3 মোল NH3
(D) 4 মোল NH3

উত্তর – (B) 2 মোল NH3

গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) ও বাষ্পঘনত্বের (D) সঠিক সম্পর্ক হল –

(A) 2M = D
(B) M = D2
(C) M = 3D
(D) M = 2D

উত্তর – (D) M = 2D

SO2 গ্যাসের বাষ্পঘনত্ব হল –

(A) 16
(B) 32
(C) 64
(D) 48

উত্তর – (B) 32

একটি গ্যাসের আণবিক ভর 46 হলে তার বাষ্পঘনত্ব –

(A) 23u
(B) 23amu
(C) 23g
(D) 23

উত্তর – (D) 23

একটি গ্যাসের বাষ্পঘনত্ব 22 হলে STP-তে গ্যাসটির 44g পরিমাণের আয়তন হবে –

(A) 11.2 লিটার
(B) 22.4 লিটার
(C) 5.6 লিটার
(D) 44.8 লিটার

উত্তর – (C) 5.6 লিটার

বায়ুর গড় বাষ্পঘনত্ব –

(A) 14.4
(B) 16.5
(C) 17.2
(D) 20.1

উত্তর – (A) 14.4

Cl2 গ্যাসের আণবিক ভর 71 হলে কোন্ বক্তব্যটি সঠিক –

(A) গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা
(B) গ্যাসটি বায়ু অপেক্ষা ভারী
(C) গ্যাসটি বায়ুর সমভরবিশিষ্ট
(D) হালকা না ভারী বলা যায় না

উত্তর – (B) গ্যাসটি বায়ু অপেক্ষা ভারী

শূন্যস্থান পূরণ করো

রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ার সময় _____ ও _____ তথ্য জানা যায়। 

উত্তর – রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ার সময় গুণগত পরিমাণগত তথ্য জানা যায়।

_____ শক্তির পরিবর্তনে কিছু পরিমাণ ভরের _____ রূপান্তর ঘটতে পারে।

উত্তর – উচ্চ শক্তির পরিবর্তনে কিছু পরিমাণ ভরের শক্তিতে রূপান্তর ঘটতে পারে।

শূন্য মাধ্যমে আলোর বেগ হল _____।

উত্তর – শূন্য মাধ্যমে আলোর বেগ হল 3 × 108 ms-1

STP-তে 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে _____ লিটার ক্লোরিনের বিক্রিয়ায় _____ লিটার হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়।

উত্তর – STP-তে 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে 22.4 লিটার ক্লোরিনের বিক্রিয়ায় 44.8 লিটার হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়।

কোনো রাসায়নিক বিক্রিয়ায় _____ পদার্থগুলির মোট ভর = _____ পদার্থগুলির মোট ভর। 

উত্তর – কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর =বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর।

সাধারণ বিক্রিয়ায় _____ ভরের পরিবর্তন _____।

উত্তর – সাধারণ বিক্রিয়ায় পরিমাপযোগ্য ভরের পরিবর্তন হয় না

লোহায় মরচে পড়ার ক্ষেত্রে _____ সংরক্ষণ ঘটে।

উত্তর – লোহায় মরচে পড়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ ঘটে।

88g FeS থেকে প্রাপ্ত H2S -এর STP-তে আয়তন _____।

উত্তর – 88g FeS থেকে প্রাপ্ত H2S -এর STP-তে আয়তন 22.4 লিটার

_____ বিক্রিয়ায় ভরের পরিবর্তন পরিমাপ করা যায়।

উত্তর – নিউক্লিয় বিক্রিয়ায় ভরের পরিবর্তন পরিমাপ করা যায়।

STP-তে 1 লিটার H2 -এর ভর _____।

উত্তর – STP-তে 1 লিটার H2 -এর ভর 0.089g

25°C ও 50°C উষ্ণতায় কোনো গ্যাসের বাষ্পঘনত্বের মান _____ হবে।

উত্তর – 25°C ও 50°C উষ্ণতায় কোনো গ্যাসের বাষ্পঘনত্বের মান অভিন্ন হবে।

একটি গ্যাসের বাষ্পঘনত্ব 20 হলে, 80g গ্যাসের মোল-সংখ্যা _____।

উত্তর – একটি গ্যাসের বাষ্পঘনত্ব 20 হলে, 80g গ্যাসের মোল-সংখ্যা 2

হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হলে মোল-সংখ্যার _____ হয়।

উত্তর – হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হলে মোল-সংখ্যার হ্রাস হয়।

কোনো গ্যাসের বাষ্পঘনত্ব হল গ্যাসটির ভর সম-আয়তন _____ গ্যাসের তুলনায় যত গুণ, সেই তুলনামূলক সংখ্যা।

উত্তর – কোনো গ্যাসের বাষ্পঘনত্ব হল গ্যাসটির ভর সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ, সেই তুলনামূলক সংখ্যা।

100g CaCO3-কে উত্তপ্ত করলে STP-তে _____ লিটার _____ উৎপন্ন হয়।

উত্তর – 100g CaCO3-কে উত্তপ্ত করলে STP-তে 22.4 লিটার CO2 উৎপন্ন হয়।

বাষ্পঘনত্ব চাপ ও উষ্ণতার ওপর নির্ভর _____।

উত্তর – বাষ্পঘনত্ব চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে না

বাষ্পঘনত্ব একটি _____ বিহীন রাশি।

উত্তর – বাষ্পঘনত্ব একটি একক বিহীন রাশি।

CO2 বায়ুর চেয়ে ভারী, কারণ CO2 -এর _____ বায়ুর তুলনায় বেশি। 

উত্তর – CO2 বায়ুর চেয়ে ভারী, কারণ CO2 -এর বাষ্পঘনত্ব বায়ুর তুলনায় বেশি।

দু-একটি বাক্যে উত্তর দাও

ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কী?

ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুসারে, কোনো পরিবর্তনের পূর্বে ও পরে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা একই হয়।

রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ বলতে কী বোঝ?

যে-কোনো রাসায়নিক বিক্রিয়ায়, বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। একেই রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ বলে।

ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কখন প্রযোজ্য হয়?

উচ্চশক্তির বিক্রিয়ায় ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হয়।

সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা উদ্ভব হলেও ভরের হ্রাস বা বৃদ্ধি বোঝা যায় না কেন?

সাধারণ রাসায়নিক বিক্রিয়াতে তাপের শোষণ বা উদ্ভবের ফলে যে পরিমাণ ভরের বৃদ্ধি বা হ্রাস ঘটে, তা এতই নগণ্য যে অতি সুবেদী তুলাযন্ত্রেও সেটি ধরা পড়ে না।

E = mc2 সমীকরণটি দ্বারা কী বোঝানো হয়?

m পরিমাণ ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করার ফলে E পরিমাণ শক্তি উৎপন্ন হলে E = mc2 যেখানে c = শূন্য মাধ্যমে আলোর গতিবেগ।

গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে?

প্রমাণ চাপ ও উষ্ণতায় (STP -তে) 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে।

গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্পঘনত্ব কাকে বলে?

সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যতগুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্পঘনত্ব বলে।

SO2 গ্যাসের বাষ্পঘনত্ব সাধারণ বায়ুচাপে ও 25°C উষ্ণতায় 32 হলে একই বায়ুচাপে ও 50°C উষ্ণতায় SO2 -এর বাষ্পঘনত্ব কত হবে?

বাষ্পঘনত্ব, চাপ ও উষ্ণতায় ওপর নির্ভরশীল নয় বলে 50°C উষ্ণতাতেও SO2 গ্যাসের বাষ্পঘনত্ব 32 হবে।

বায়ুর গড় বাষ্পঘনত্ব 14.4 হলে উপাদান গ্যাসগুলির গড় আণবিক গুরুত্ব কত?

বায়ুর গড় বাষ্পঘনত্ব 14.4 হলে বায়ুর উপাদান গ্যাসগুলির গড় আণবিক গুরুত্ব হবে (2 × 14.4) = 28.8

কোনো গ্যাস বায়ুর চেয়ে ভারী কি না কীভাবে বুঝবে?

কোনো গ্যাসের বাষ্পঘনত্ব যদি বায়ুর বাষ্পঘনত্ব (14.4) অপেক্ষা বেশি হয় তবে গ্যাসটি বায়ুর চেয়ে ভারী।

ক্লোরিন গ্যাসের বাষ্পঘনত্ব 35.5। গ্যাসটিকে পাত্রে সংগ্রহ করার সময় বায়ুর কী ধরনের অপসারণ ঘটবে?

ক্লোরিনের বাষ্পঘনত্ব (35.5) বায়ুর গড় বাষ্পঘনত্বের (14.4) চেয়ে বেশি। সুতরাং, ক্লোরিন গ্যাস বায়ুর তুলনায় ভারী। তাই গ্যাসটিকে পাত্রে সংগ্রহ করার সময় বায়ুর ঊর্ধ্বাপসারণ ঘটবে।

12 g কার্বন থেকে 44 g কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য ন্যূনতম কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন?

এক্ষেত্রে ন্যূনতম 32 g অক্সিজেন প্রয়োজন হবে।

4 মোল জল উৎপন্ন করতে কত মোল H2 ও কত মোল O2 বিক্রিয়া করবে?

4 মোল জল উৎপন্ন করতে 4 মোল H2 ও O2 মোল বিক্রিয়া করবে।

12 g C, 32 g O2 -এর সাথে বিক্রিয়া করলে কত গ্রাম CO2 গ্যাস উৎপন্ন করবে?

12 g C, 32 g O2 -এর সাথে বিক্রিয়া করলে (12 + 32) g বা 44 g CO2 গ্যাস উৎপন্ন করবে।

36 g জল তৈরি করতে কত গ্রাম হাইড্রোজেন লাগবে?

36 g জল তৈরি করতে 4 g হাইড্রোজেন লাগবে।

স্টয়সিওমেট্রি কাকে বলে?

কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরিমাণগত সম্পর্ককে ভিত্তি করে যে গণনা করা হয়, তাকে স্টয়সিওমেট্রি (stoichiometry) বলে।

5.6 লিটার একটি গ্যাসের STP -তে ভর 11 g গ্যাসটির বাষ্পঘনত্ব কত?

5.6 × 4 = 22.4 লিটার গ্যাসটির STP -তে 11 × 4 = 44 g। সুতরাং গ্যাসটির বাষ্পঘনত্ব = \(\frac{44}2\) = 22

আজকের এই আর্টিকেলে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায়, “রাসায়নিক গণনা,” থেকে ‘দু-একটি বাক্যে উত্তর দাও’ প্রশ্ন ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রস্তুতি কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে, কারণ এ ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে।

আশা করি, এই নিবন্ধটি আপনার উপকারে এসেছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা সর্বদা প্রস্তুত থাকব। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন