এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – তাপের ঘটনাসমূহ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকের এই আর্টিকেলে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় ‘তাপের ঘটনাসমূহ’ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো দশম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ, এই ধরনের প্রশ্ন মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তাপের ঘটনাসমূহ – দু-একটি বাক্যে উত্তর দাও।
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে –

(A) শুধুমাত্র ক্ষেত্রফলের এককের ওপর
(B) শুধুমাত্র উষ্ণতার এককের ওপর
(C) ক্ষেত্রফল ও উষ্ণতার এককের ওপর
(D) উষ্ণতা ও সময়ের এককের ওপর

উত্তর – (B) শুধুমাত্র উষ্ণতার এককের ওপর

আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল –

(A) L3Θ-1
(B) Θ-2
(C) LΘ-1
(D) Θ-1

উত্তর – (D) Θ-1

একই উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের প্রসারণের তুলনায় কঠিনের প্রসারণ প্রায় –

(A) \(\frac1{10}\) অংশ

(B) \(\frac1{100}\) অংশ

(C) \(\frac1{1000}\) অংশ

(D) \(\frac1{10000}\) অংশ

উত্তর – (A) \(\frac1{10}\) অংশ

গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হল –

(A) \(\frac1{273}^\circ C^{-1}\)

(B) \(\frac2{273}^\circ C^{-1}\)

(C) \(\frac4{273}^\circ C^{-1}\)

(D) \(\frac1{91}^\circ C^{-1}\)

উত্তর – (A) \(\frac2{273}^\circ C^{-1}\)

গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় –

(A) যে-কোনো উষ্ণতা
(B) 0K
(C) 0°C
(D) 4°C

উত্তর – (C) 0°C

নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন্ তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়?

(A) পারদ
(B) কেরোসিন
(C) গ্লিসারিন
(D) জল

উত্তর – (D) জল

নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন্ ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি?

(A) তামা
(B) অ্যালুমিনিয়াম
(C) রুপো
(D) সোনা

উত্তর – (C) রুপো

কঠিনের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে –

(A) প্রাথমিক দৈর্ঘ্যের ওপর
(B) উষ্ণতা বৃদ্ধির ওপর
(C) উপাদানের ওপর
(D) (A), (B), (C) সবকটির ওপর

উত্তর – (D) (A), (B), (C) সবকটির ওপর

কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 × 10-6/°C হলে ফারেনহাইট স্কেলে এর মান হল –

(A) 12 × 10-6 °F-1
(B) 16 × 10-6 °F-1
(C) 15 × 10-6 °F-1
(D) 18 × 10-6 °F-1

উত্তর – (C) 15 × 10-6 °F-1

নীচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না?

(A) লোহা
(B) নিকেল
(C) ইস্পাত
(D) ইনভার

উত্তর – (D) ইনভার

আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান (cal⋅cm-1⋅°C-1⋅s-1 এককে) –

(A) 0
(B) 1
(C) 100
(D) ∞

উত্তর – (D) ∞

আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান (cal⋅cm-1⋅°C-1⋅s-1 এককে) –

(A) 0
(B) 1
(C) 100
(D) ∞

উত্তর – (A) 0

স্থিতাবস্থায় –

(A) তাপের পরিবহণ ও শোষণ দুটোই হয়
(B) তাপের পরিবহণ ও শোষণ কোনোটিই হয় না
(C) শুধুমাত্র তাপের পরিবহণ হয়, শোষণ হয় না
(D) শুধুমাত্র তাপের শোষণ হয়, পরিবহণ হয় না

উত্তর – (C) শুধুমাত্র তাপের পরিবহণ হয়, শোষণ হয় না

কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক 42 W⋅m-1⋅K-1 হলে CGS পদ্ধতিতে এর মান হবে –

(A) 0.1
(B) 0.12
(C) 0.13
(D) 0.15

উত্তর – (A) 0.1

তাপীয় রোধের মাত্রীয় সংকেত হল –

(A) M-1L-2T-3Θ-1
(B) M-1L-3T3Θ
(C) ML-2T3Θ
(D) M-1L-2T3Θ

উত্তর – (D) M-1L-2T3Θ

কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে α, β ও γ হলে –

(A) α -এর মান সবচেয়ে বেশি
(B) β -এর মান সবচেয়ে বেশি
(C) γ -এর মান সবচেয়ে বেশি
(D) তিনটিরই মান সমান

উত্তর – (C) γ -এর মান সবচেয়ে বেশি

α দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কবিশিষ্ট কোনো কঠিন পদার্থের t1 উষ্ণতায় দৈর্ঘ্য l1 ও t2 উষ্ণতায় দৈর্ঘ্য l2 হলে (যেখানে t2 > t1) –

(A) \(\alpha=\frac{l_2-l_1}{t_2-t_1}\)

(B) \(\alpha=\frac{l_1}{\left(l_2-l_1\right)\left(t_2-t_1\right)}\)

(C) \(\alpha=\frac{\left(l_2-l_1\right)^2}{l_1\left(t_2-t_1\right)}\)

(D) \(\alpha=\frac{l_2-l_1}{l_1\left(t_2-t_1\right)}\)

উত্তর – (D) \(\alpha=\frac{l_2-l_1}{l_1\left(t_2-t_1\right)}\)

β ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কবিশিষ্ট কোনো কঠিন পদার্থের t1 ও t2 উষ্ণতায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে S1 ও S2 হলে (যেখানে t2 > t1) –

(A) \(\beta=\frac{S_2-S_1}{t_2-t_1}\)

(B) \(\beta=\frac{S_2}{\left(S_2-S_1\right)\left(t_2-t_1\right)}\)

(C) \(\beta=\frac{S_2-S_1}{S_1\left(t_2-t_1\right)}\)

(D) \(\beta=\frac{S_2}{S_1\left(t_2-t_1\right)}\)

উত্তর – (C) \(\beta=\frac{S_2-S_1}{S_1\left(t_2-t_1\right)}\)

γ আয়তন প্রসারণ গুণাঙ্কবিশিষ্ট কোনো কঠিন পদার্থের t1 উষ্ণতায় আয়তন V1 ও t2 উষ্ণতায় V2 হলে (যেখানে t2 > t1) –

(A) \(\gamma=\frac{V_2-V_1}{V_1\left(t_2-t_1\right)}\)

(B) \(\gamma=\frac{V_2-V_1}{t_2-t_1}\)

(C) \(\gamma=\frac{V_2\left(t_2-t_1\right)}{V_2-V_1}\)

(D) \(\gamma=\frac{V_1\left(t_2-t_1\right)}{V_2-V_1}\)

উত্তর – (A) \(\gamma=\frac{V_2-V_1}{V_1\left(t_2-t_1\right)}\)

4 m দৈর্ঘ্যের কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা 2°C বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 88 × 10-6 m। দণ্ডের α হল –

(A) 9 × 10-6 °C-1
(B) 10 × 10-6 °C-1
(C) 11 × 10-6 °C-1
(D) 12 × 10-6 °C-1

উত্তর – (C) 11 × 10-6 °C-1

কোনো কঠিন পদার্থের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে αC ও αF হলে –

(A) \(\alpha_F=\frac59\alpha_C\)

(B) \(\alpha_F=\frac95\alpha_C\)

(C) \(\alpha_F=\frac58\alpha_C\)

(D) \(\alpha_F=\frac56\alpha_C\)

উত্তর – (A) \(\alpha_F=\frac59\alpha_C\)

1 m 2 m দৈর্ঘ্যের দুটি লৌহদণ্ডের একই তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে –

(A) 1 : 2
(B) 1 : 4
(C) 1 : 8
(D) 2 : 1

উত্তর – (A) 1 : 2

কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে প্রসারিত হয় –

(A) শুধুমাত্র দৈর্ঘ্য
(B) শুধুমাত্র ক্ষেত্রফল
(C) শুধুমাত্র আয়তন
(D) দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন সবই

উত্তর – (D) দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন সবই

একই পদার্থের দুটি দণ্ডের দৈর্ঘ্য l কিন্তু ব্যাসার্ধ যথাক্রমে r ও 2r। দণ্ড দুটির একই উষ্ণতা বৃদ্ধি করলে –

(A) প্রথম দণ্ডের বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে
(B) দ্বিতীয় দণ্ডের বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে
(C) উভয় দণ্ডের একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে
(D) কোনটির দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে তা বলা সম্ভব নয়

উত্তর – (C) উভয় দণ্ডের একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে

একটি ধাতব পাতের মাঝে একটি ছিদ্র আছে। তাপমাত্রা বৃদ্ধি করলে –

(A) ছিদ্রের ব্যাসার্ধ হ্রাস পাবে
(B) ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে
(C) ছিদ্রের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে
(D) ছিদ্রের ব্যাসার্ধ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে তা বলা সম্ভব নয়

উত্তর – (B) ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে

একই পদার্থের ও একই ব্যাসার্ধের দুটি গোলকের একটি ফাঁপা ও অন্যটি নিরেট। উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে-

(A) ফাঁপা গোলকের প্রসারণ বেশি হবে
(B) নিরেট গোলকের প্রসারণ বেশি হবে
(C) উভয় গোলকের প্রসারণ একই হবে
(D) কোন্ গোলকের প্রসারণ বেশি হবে তা বলা সম্ভব নয়

উত্তর – (C) উভয় গোলকের প্রসারণ একই হবে

একটি ধাতব প্লেটের মাঝে r1 ও r2 ব্যাসার্ধের (r1 > r2) দুটি ছিদ্র আছে। ধাতব প্লেটটিকে উত্তপ্ত করলে –

(A) r1 -এর মান বাড়বে, r2 -এর মান কমবে
(B) r1 ও r2 উভয়েরই মান বাড়বে
(C) r1 ও r2 উভয়েরই মান কমবে
(D) r1 -এর মান কমবে, r2 -এর মান বাড়বে

উত্তর – (B) r1 ও r2 উভয়েরই মান বাড়বে

একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড যুক্ত। সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে –

(A) π

(B) \(\frac{\mathrm\pi}2\)

(C) \(\frac{\mathrm\pi}4\)

(D) \(\frac{\mathrm\pi}6\)

উত্তর – (A) π

কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মাত্রা –

(A) দৈর্ঘ্যে 1, ভরে 2, তাপমাত্রায় 1
(B) দৈর্ঘ্যে -1, সময়ে 2, তাপমাত্রায় -1
(C) তাপমাত্রায় -1
(D) তাপমাত্রায় -2

উত্তর – (C) তাপমাত্রায় -1

কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা –

(A) দৈর্ঘ্যে 2, তাপমাত্রায় -1
(B) ভরে 1, তাপমাত্রায় 1
(C) দৈর্ঘ্যে 1, তাপমাত্রায় -1
(D) তাপমাত্রায় -1

উত্তর – (D) তাপমাত্রায় -1

কঠিনের আয়তন প্রসারণ নির্ভর করে –

(A) শুধুমাত্র প্রাথমিক আয়তনের ওপর
(B) শুধুমাত্র উয়তা বৃদ্ধির ওপর
(C) শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কের ওপর
(D) (A), (B), (C) তিনটির ওপর

উত্তর – (D) (A), (B), (C) তিনটির ওপর

কঠিনের ক্ষেত্র প্রসারণ নির্ভর করে –

(A) শুধুমাত্র প্রাথমিক ক্ষেত্রফলের ওপর
(B) শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির ওপর
(C) শুধুমাত্র ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ওপর
(D) (A), (B), (C) তিনটির ওপর

উত্তর – (D) (A), (B), (C) তিনটির ওপর

তরলের প্রসারণের সময় সূক্ষ্ম পরিমাপের জন্য প্রাথমিক উষ্ণতা ধরা হয় –

(A) 0°C
(B) 0K
(C) 4°C
(D) 10°C

উত্তর – (A) 0°C

তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেতে L -এর ঘাত হল-

(A) 1
(B) 2
(C) -1
(D) -2

উত্তর – (A) 1

কাচের তাপ পরিবাহিতাঙ্ক, k = 0.0025 cal⋅cm-1⋅°C-1⋅s-1 হলে SI-তে তাপ পরিবাহিতাঙ্ক হবে –

(A) 1.05 W⋅m-1⋅K-1
(B) 1 W⋅m-1⋅K-1
(C) 1.1 W⋅m-1⋅K-1
(D) 1.2 W⋅m-1⋅K-1

উত্তর – (A) 1.05 W⋅m-1⋅K-1

একটি দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক, k = 0.5 cal⋅cm-1⋅°C-1⋅s-1; বেধ, d = 10 cm; প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A = 2 cm2 হলে তাপীয় রোধের মান হল (⋅°C-1⋅s⋅cal-1 এককে) –

(A) 5
(B) 10
(C) 15
(D) 20

উত্তর – (B) 10

একটি উত্তপ্ত দণ্ডের দু-প্রান্তের উষ্ণতা সমান। দণ্ডের তাপ-পরিবাহিতাঙ্কের মান (cal⋅cm-1⋅°C-1⋅s-1 এককে) –

(A) 1
(B) 0.5
(C) 1000
(D) ∞

উত্তর – (D) ∞

হিরে –

(A) তাপ ও তড়িতের সুপরিবাহী
(B) তাপ ও তড়িতের কুপরিবাহী
(C) তাপের কুপরিবাহী, তড়িতের সুপরিবাহী
(D) তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী

উত্তর – (D) তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী

একটি আয়তাকার ফলকের বেধ = d, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = A ও তাপ পরিবাহিতাঙ্ক = k হলে তাপীয় রোধ-

(A) \(\frac d{kA}\)

(B) \(\frac{kA}d\)

(C) \(\frac{dA}k\)

(D) \(\frac A{kd}\)

উত্তর – (A) \(\frac d{kA}\)

নীচের কোনটি তাপের সুপরিবাহী?

(A) কর্ক
(B) গ্রাফাইট
(C) কাঠ
(D) বায়ু

উত্তর – (B) গ্রাফাইট

কোনো পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10-5°C-1, প্রাথমিক ক্ষেত্রফল 104 cm2 এবং উষ্ণতা বৃদ্ধি 100°C হলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে –

(A) 21 cm2
(B) 20 cm2
(C) 22 cm2
(D) 23 cm2

উত্তর – (B) 20 cm2

A ও B দুটি দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে l1 ও l2 এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে α1 ও α2। যে-কোনো উষ্ণতাতে দণ্ড দুটির দৈর্ঘ্যের পার্থক্য অপরিবর্তিত থাকার শর্ত হল –

(A) \(l_1\alpha_1^2=l_2\alpha_2^2\)

(B) \(l_1^2\alpha_1=l_2^2\alpha_2\)

(C) l1α2 = l2α1

(D) l1α1 = l2α2

উত্তর – (D) l1α1 = l2α2

একটি লোহার গোলকের আয়তন 1000 cm3। তাপমাত্রা 4°C বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি কত হবে? লোহার = 36 × 10-6°C-1

(A) 0.15 cm2
(B) 0.144 cm2
(C) 0.154 cm2
(D) 0.16 cm2

উত্তর – (B) 0.144 cm2

শূন্যস্থান পূরণ করো

কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র _____ এককের ওপর নির্ভরশীল।

উত্তর – কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের ওপর নির্ভরশীল।

কোনো কঠিন পদার্থের সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 × 10-6/°C হলে ফারেনহাইট স্কেলে মান _____।

উত্তর – কোনো কঠিন পদার্থের সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 × 10-6/°C হলে ফারেনহাইট স্কেলে মান 10 × 10-6/°F

উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের সমস্ত দিকে সুষমভাবে প্রসারণ হলে এই প্রসারণকে _____ প্রসারণ বলা হয়। 

উত্তর – উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের সমস্ত দিকে সুষমভাবে প্রসারণ হলে এই প্রসারণকে সমদৈশিক প্রসারণ বলা হয়।

উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের সমস্ত দিকে সুষমভাবে প্রসারণ না হলে এই প্রসারণকে _____ প্রসারণ বলা হয়।

উত্তর – উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের সমস্ত দিকে সুষমভাবে প্রসারণ না হলে এই প্রসারণকে অসমদৈশিক প্রসারণ বলা হয়।

কঠিনের তাপীয় প্রসারণ _____ প্রকার।

উত্তর – কঠিনের তাপীয় প্রসারণ তিন প্রকার।

কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ = _____ × দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক × উষ্ণতা বৃদ্ধি। 

উত্তর – কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ = প্রাথমিক দৈর্ঘ্য × দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক × উষ্ণতা বৃদ্ধি। 

ইস্পাতের তৈরি বোতলে পিতলের তৈরি ছিপি আটকে গেলে, ছিপি খোলার জন্য বোতলকে _____ করতে হবে। 

উত্তর – ইস্পাতের তৈরি বোতলে পিতলের তৈরি ছিপি আটকে গেলে, ছিপি খোলার জন্য বোতলকে উত্তপ্ত করতে হবে। 

পাত্রের প্রসারণকে আগ্রাহ্য করে তরলের যে প্রসারণ নেওয়া হয় তা হল তরলের _____ প্রসারণ।

উত্তর – পাত্রের প্রসারণকে আগ্রাহ্য করে তরলের যে প্রসারণ নেওয়া হয় তা হল তরলের আপাত প্রসারণ।

তরলের _____ প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম।

উত্তর – তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম।

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক শূন্য হলে নলে তরলের লেভেল _____।

উত্তর – তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক শূন্য হলে নলে তরলের লেভেল অপরিবর্তিত থাকে।

গ্যাসের আয়তন প্রসারণ গণনার ক্ষেত্রে প্রাথমিক আয়তনের জন্য _____ উষ্ণতাকে নির্দিষ্ট ধরা হয়।

উত্তর – গ্যাসের আয়তন প্রসারণ গণনার ক্ষেত্রে প্রাথমিক আয়তনের জন্য 0°C উষ্ণতাকে নির্দিষ্ট ধরা হয়।

গ্যাসের আয়তন গুণাঙ্ক নির্ণয় করার সময় চাপ _____ থাকে।

উত্তর – গ্যাসের আয়তন গুণাঙ্ক নির্ণয় করার সময় চাপ স্থির থাকে।

পরিবহণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের অণুগুলির স্থানচ্যুতি _____।

উত্তর – পরিবহণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের অণুগুলির স্থানচ্যুতি হয় না

কাঠ অপেক্ষা কাঠের গুঁড়োর তাপ পরিবাহিতা _____।

উত্তর – কাঠ অপেক্ষা কাঠের গুঁড়োর তাপ পরিবাহিতা কম

শূন্যস্থানের তাপ পরিবাহিতা _____।

উত্তর – শূন্যস্থানের তাপ পরিবাহিতা শূন্য

হিরের তাপ পরিবাহিতাঙ্ক সোনার চেয়ে _____।

উত্তর – হিরের তাপ পরিবাহিতাঙ্ক সোনার চেয়ে বেশি

তাপ পরিবাহিতাঙ্ক বেশি হলে তাপীয় রোধ _____ হয়।

উত্তর – তাপ পরিবাহিতাঙ্ক বেশি হলে তাপীয় রোধ কম হয়।

তাপীয় রোধের মাত্রীয় সংকেতে সময়ের ঘাত হল _____।

উত্তর – তাপীয় রোধের মাত্রীয় সংকেতে সময়ের ঘাত হল 3

তাপ স্থিতাবস্থায় তাপের শুধুমাত্র _____ হয়।

উত্তর – তাপ স্থিতাবস্থায় তাপের শুধুমাত্র পরিবহণ হয়।

দু-একটি বাক্যে উত্তর দাও

কঠিন ও তরলের মধ্যে কোনটির প্রসারণে পাত্রের কোনো ভূমিকা নেই?

কঠিনের প্রসারণে পাত্রের কোনো ভূমিকা নেই।

একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট গোলক ও একটি ফাঁপা গোলককে একই পরিমাণ তাপ দিলে কোনটির প্রসারণ বেশি হবে?

ফাঁপা গোলকটি বেশি প্রসারিত হবে।

কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী?

কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হল °C-1 বা °F-1 বা K-1

দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো।

দ্বিধাতব পাতকে থার্মোস্ট্যাট হিসেবে ব্যবহার করা হয়।

একটি দ্বিধাতব পাত A ও B দুটি ধাতু নিয়ে গঠিত। A -এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক B অপেক্ষা বেশি। দ্বিধাতব পাতটিকে উত্তপ্ত করলে এটি বেঁকে যাবে। বাঁকের ভিতরের দিকে কোন্ ধাতু থাকবে?

বাঁকের ভিতরের দিকে B ধাতু থাকবে।

একটি দ্বিধাতব পাত A ও B দুটি ধাতু নিয়ে গঠিত। A -এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক B অপেক্ষা বেশি। দ্বিধাতব পাতটিকে ঠান্ডা করলে এটি বেঁকে যাবে। বাঁকের ভিতরের দিকে কোন্ ধাতু থাকবে?

বাঁকের ভিতরের দিকে A ধাতু থাকবে।

কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে?

না, নির্ভর করে না।

কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি ক্ষেত্রফলের এককের ওপর নির্ভর করে?

না, নির্ভর করে না।

কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি আয়তনের এককের ওপর নির্ভর করে?

না, নির্ভর করে না।

একটি পিতলের তৈরি স্কেল 0°C উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 30°C উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে না কম হবে?

30°C উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কম পাঠ দেখাবে।

একটি পিতলের তৈরি স্কেল 30°C উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 10°C উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে না কম হবে?

10°C উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা বেশি পাঠ দেখাবে।

তাপ প্রয়োগে প্ল্যাটিনাম তারকে সহজেই কাচের সঙ্গে সিল করে আটকানো যায় কেন?

কাচ ও প্ল্যাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান বলে প্ল্যাটিনাম তারকে সহজেই কাচের সঙ্গে সিল করে আটকানো যায়।

তাপ প্রয়োগে তামার তারকে কাচের সঙ্গে সিল করে আটকানো যায় না কেন?

তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাচ অপেক্ষা বেশি তাই তামার তারকে কাচের সঙ্গে সিল করে আটকানো যায় না।

কোনো তরলকে যে পাত্রে রাখা হয়েছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক 5 × 10-6 °C-1 এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 20 × 10-5 °C-1 হলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কত?

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক = তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক – পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক = (20 × 10-5 – 5 × 10-6) °C-1 = 19.5 × 10-5 °C-1

একটি তরলকে A ও B দুটি পাত্রে রেখে উত্তপ্ত করা হচ্ছে। A পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক B পাত্রের তুলনায় বেশি। কোন্ পাত্রে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বেশি হবে?

B পাত্রে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বেশি হবে।

একটি গোলকাকার ধাতব বলকে উত্তপ্ত করলে ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে কোনটির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হবে?

গোলকের আয়তনের শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হবে।

একটি গোলকাকার ধাতব বলকে উত্তপ্ত করলে ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে কোনটির শতকরা বৃদ্ধি সর্বনিম্ন হবে?

গোলকের ব্যাসার্ধের শতকরা বৃদ্ধি সর্বনিম্ন হবে।

তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী?

তরলের প্রসারণ গুণাঙ্ক দু-প্রকার – 1. আপাত প্রসারণ গুণাঙ্ক ও 2. প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।

তরলের কোন্ প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে না?

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে না।

তরলের কোন্ প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে?

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে।

তরলের প্রসারণ গুণাঙ্কের সূক্ষ্ম পরিমাপের জন্য কোন উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়?

তরলের প্রসারণ গুণাঙ্কের সূক্ষ্ম পরিমাপের জন্য 0°C উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়।

কোনো তরলের t1 ও t2(t2 > t1) উষ্ণতার পাল্লায় যে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় তা কি ধ্রুবক?

না, ওই প্রসারণ গুণাঙ্ক ধ্রুবক নয়। এটি হল t1 ও t2 উষ্ণতা পাল্লায় প্রসারণ গুণাঙ্কের গড় মান। প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার উপরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়।

কোন্ তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়?

জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়।

কোন্ তাপমাত্রা পাল্লায় জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়?

0°C থেকে 4°C -এর মধ্যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়।

তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী?

তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল Θ-1

গ্যাসের আয়তন গুণাঙ্কের একক কী?

গ্যাসের আয়তন গুণাঙ্কের একক হল °C-1 বা °F-1 বা K-1

গ্যাসের আয়তন গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী?

গ্যাসের আয়তন গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল Θ-1

বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান একই না আলাদা?

বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান একই।

গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কোন্ সূত্র থেকে পাওয়া যায়?

গ্যাসের আয়তন গুণাঙ্কের মান চার্লসের সূত্র থেকে পাওয়া যায়।

একটি বিকার 4°C উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ। উষ্ণতা বৃদ্ধি করলে কী হবে?

উষ্ণতা বৃদ্ধি করলে জল উপচে পড়বে।

একটি বিকার 4°C উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ। উষ্ণতা হ্রাস করলে কী হবে?

উষ্ণতা হ্রাস করলে জল উপচে পড়বে।

তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি?

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা বেশি।

পারদ ও কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হলে কাচের নল দিয়ে পারদ থার্মোমিটার তৈরি করা সম্ভব হত কি?

না, সম্ভব হত না। কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে নলে পারদের লেভেল অপরিবর্তিত থাকবে।

তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও।

তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ হল পারদ।

শূন্যস্থানকে আদর্শ কুপরিবাহী বলা হয় কেন?

শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্ক, k = 0 তাই শূন্যস্থানকে আদর্শ কুপরিবাহী বলা হয়।

উষ্ণতা বাড়লে তরল পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে?

উষ্ণতা বাড়লে তরল পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কমে।

উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে?

উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে।

তাপ পরিবহণের কোন্ অবস্থায় পরিবহণ ও শোষণ একই সঙ্গে হয়?

স্থিতপূর্ব অবস্থায় তাপের পরিবহণ ও শোষণ একই সঙ্গে হয়।

তাপ পরিবহণের কোন্ অবস্থায় শুধুমাত্র তাপের পরিবহণ হয়, শোষণ হয় না?

স্থিতাবস্থায় শুধুমাত্র তাপের পরিবহণ হয়, শোষণ হয় না।

তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কী?

তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত হল MLT-3Θ-1

CGS পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী?

CGS পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হল cal⋅cm-1⋅°C-1⋅s-1

SI -তে তাপ পরিবাহিতাঙ্কের একক কী?

SI – তে তাপ পরিবাহিতাঙ্কের একক W⋅m-1⋅K-1

একটি পদার্থের তাপীয় রোধের মান কখন তার তাপ, পরিবাহিতাঙ্কের অন্যোন্যের সমান হয়?

পদার্থটির বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তাপীয় রোধের মান তাপ পরিবাহিতাঙ্কের অন্যোন্যের সমান হয়।

একটি ফলকের দৈর্ঘ্য (বেধ) অপরিবর্তিত রেখে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে তাপীয় রোধ কতগুণ হবে?

একটি ফলকের দৈর্ঘ্য (বেধ) অপরিবর্তিত রেখে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে তাপীয় রোধ দ্বিগুণ হবে।

একটি ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য (বা বেধ) অর্ধেক করলে তাপীয় রোধ কতগুণ হবে?

একটি ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে। দৈর্ঘ্য (বা বেধ) অর্ধেক করলে তাপীয় রোধ অর্ধেক হবে।

কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক k = 0.8 cal⋅cm-1.°C-1⋅s-1 হলে SI -তে k -এর মান কত?

SI-তে তাপ পরিবাহিতাঙ্ক, k -এর মান হল 0.8 × 420 W⋅m-1⋅K-1 = 336 W⋅m-1⋅K-1

কখন একটি লোহার চেয়ার ও একটি কাঠের চেয়ার স্পর্শ করলে সমান উষ্ণ বলে মনে হবে?

যখন লোহার চেয়ার, কাঠের চেয়ার ও শরীরের উষ্ণতা সমান হবে তখন চেয়ার দুটি সমান উষ্ণ বলে মনে হবে।

উষ্ণতা বাড়লে কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে?

উষ্ণতা বাড়লে কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কমে।

গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত?

গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হল, \(\gamma_p=\frac1{273}^\circ C^{-1}\)


আজকের এই আর্টিকেলে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “তাপের ঘটনাসমূহ” থেকে ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, বিশেষত বোর্ড বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, কারণ এ ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি সর্বদা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত।
ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন