এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী – ভূগোল – আবহবিকার – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ‘আবহবিকার’ এর নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় থেকে প্রায়শই মূল ধারণাভিত্তিক প্রশ্ন আসে।

নবম শ্রেণী – ভূগোল – আবহবিকার – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
নবম শ্রেণী – ভূগোল – আবহবিকার – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

আবহবিকারের মাধ্যমে শিলা –

  1. বিকৃত হয়
  2. ক্ষয়ে যায়
  3. শিথিল হয়
  4. অপসৃত হয়

উত্তর – 3. শিথিল হয়

কোন্ আবহবিকার প্রক্রিয়ায় শিলা পিঁয়াজের খোসার মতো খুলে যায়? –

  1. জারণ
  2. ক্ষুদ্রকণা বিসরণ
  3. অঙ্গারযোজন
  4. শল্কমোচন

উত্তর – 4. শল্কমোচন

সমসত্ত্ব, উল্লম্ব ও অনুভূমিক দারণযুক্ত শিলায় কোন্ আবহবিকার বেশি ঘটে? –

  1. শল্কমোচন
  2. তুহিন খন্ডীকরণ
  3. প্রস্তরচাঁই খন্ডীকরণ
  4. ক্ষুদ্রকণা বিসরণ

উত্তর – 3. প্রস্তরচাঁই খন্ডীকরণ

ফেলসেনমার সৃষ্টি হয় –

  1. তুষারের দ্বারা আবহবিকারের ফলে
  2. উত্তাপের প্রভাবে আবহবিকারের ফলে
  3. রাসায়নিক আবহবিকারের ফলে
  4. লবণ কেলাস আবহবিকারের ফলে

উত্তর – 1. তুষারের দ্বারা আবহবিকারের ফলে

কার্স্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে তা হল –

  1. জারণ
  2. অঙ্গারযোজন
  3. আর্দ্র বিশ্লেষণ
  4. জৈবিক আবহবিকার

উত্তর – 2. অঙ্গারযোজন

হেমাটাইট থেকে লিমোনাইট -এর সৃষ্টি হয় –

  1. জারণ প্রক্রিয়ায়
  2. জলযোজন প্রক্রিয়ায়
  3. অঙ্গারযোজন প্রক্রিয়ায়
  4. শল্কমোচন প্রক্রিয়ায়

উত্তর – 2. জলযোজন প্রক্রিয়ায়

আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হল –

  1. আদি শিলা
  2. রেগোলিথ
  3. মৃত্তিকা
  4. স্ক্রি

উত্তর – 2. রেগোলিথ

হিউমিক অ্যাসিড তৈরি হতে –

  1. প্রাণীর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ
  2. উদ্ভিদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ
  3. মানুষের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ
  4. চুনাপাথরের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ

উত্তর – 2. উদ্ভিদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ

শিলায় মরচে পড়ার প্রক্রিয়াটি হল –

  1. জারণ
  2. জলযোজন
  3. অঙ্গারযোজন
  4. আর্দ্র বিশ্লেষণ

উত্তর – 1. জারণ

শল্কমোচন প্রক্রিয়ায় আবহবিকার ঘটে –

  1. যান্ত্রিক পদ্ধতিতে
  2. রাসায়নিক পদ্ধতিতে
  3. যান্ত্রিক ও রাসায়নিক উভয় পদ্ধতিতে
  4. জৈব পদ্ধতিতে

উত্তর – 1. যান্ত্রিক পদ্ধতিতে

আবহবিকারের অপর নাম –

  1. ক্ষয়ীভবন
  2. নগ্নীভবন
  3. বিচূর্ণীভবন
  4. পুঞ্জিত ক্ষয়

উত্তর – 3. বিচূর্ণীভবন

চুনাপাথর + কার্বনিক অ্যাসিড =

  1. ক্যালশিয়াম বাইকার্বনেট
  2. জিপসাম
  3. লিমোনাইট
  4. হেমাটাইট

উত্তর – 1. ক্যালশিয়াম বাইকার্বনেট

মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচন প্রক্রিয়ার মাধ্যমে হিউমাসে পরিণত হওয়াকে বলে –

  1. কলিকরণ
  2. পডজলাইজেশন
  3. হিউমিফিকেশন
  4. ল্যাটেরাইজেশন

উত্তর – 3. হিউমিফিকেশন

বিচূর্ণীভবনের হার ও প্রকৃতির তারতম্য প্রধানত নির্ভর করেআঞ্চলিক –

  1. ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর
  2. জলবায়ুর বৈশিষ্ট্যের উপর
  3. শিলার বৈশিষ্ট্যের উপর
  4. মৃত্তিকার বৈশিষ্ট্যের উপর

উত্তর – 2. জলবায়ুর বৈশিষ্ট্যের উপর

মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়ার ফলে তা হল –

  1. প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরণ
  2. ক্ষুদ্রকণা বিসরণ
  3. শল্কমোচন
  4. পিন্ডবিসরণ

উত্তর – 2. ক্ষুদ্রকণা বিসরণ

প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ ঘটে –

  1. তুন্দ্রা জলবায়ু অঞ্চলে
  2. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
  3. উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
  4. মৌসুমি জলবায়ু অঞ্চলে

উত্তর – 3. উষ্ণমরু জলবায়ু অঞ্চলে

প্রস্তরচাঁই খন্ডীকরণ প্রক্রিয়া প্রধানত –

  1. গ্রানাইট শিলায় কার্যকরী হয়
  2. গ্যাব্রো শিলায় কার্যকরী হয়
  3. ব্যাসল্ট শিলায় কার্যকরী হয়
  4. পেরিডোটাইট শিলায় কার্যকরী হয়

উত্তর – 3. ব্যাসল্ট শিলায় কার্যকরী হয়

জলকণার বিশ্লেষের ফলে অলিভাইন শ্রেণির খনিজ –

  1. ফেরাস অক্সাইডে
  2. ফেরিক অক্সাইডে
  3. ক্যালশিয়াম বাইকার্বনেটে
  4. জিপসামে পরিণত হয়

উত্তর – 1. ফেরাস অক্সাইডে

শল্কমোচন প্রক্রিয়া যে শিলায় কার্যকর হয়ে থাকে তা হল –

  1. ব্যাসল্ট শিলায়
  2. গ্রানাইট শিলায়
  3. চুনাপাথর শিলায়
  4. বেলেপাথর শিলায়

উত্তর – 2. গ্রানাইট শিলায়

রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় –

  1. মরু অঞ্চলে
  2. মেরু অঞ্চলে
  3. উষ্ণ-আর্দ্র অঞ্চলে
  4. মৌসুমি অঞ্চলে

উত্তর – 3. উষ্ণ-আর্দ্র অঞ্চলে

শল্কমোচন প্রক্রিয়া বেশি দেখা যায় –

  1. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
  2. মেরু অঞ্চলে
  3. উষ্ণ মরু অঞ্চলে
  4. পার্বত্য অঞ্চলে

উত্তর – 3. উষ্ণ মরু অঞ্চলে

জৈবিক আবহবিকারের একটি ফলাফল হল –

  1. শিলার সংকোচন ও প্রসারণজনিত ফাটল
  2. চুনাপাথরযুক্ত অঞ্চলে সৃষ্ট গর্ত
  3. শিলায় উদ্ভিদের শিকড়ের প্রবেশজনিত ফাটল
  4. লৌহযুক্ত শিলায় মরচে ধরা

উত্তর – 3. শিলায় উদ্ভিদের শিকড়ের প্রবেশজনিত ফাটল

যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে –

  1. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
  2. মৌসুমি জলবায়ু অঞ্চলে
  3. মরু জলবায়ু অঞ্চলে
  4. তুন্দ্রা জলবায়ু অঞ্চলে

উত্তর – 3. মরু জলবায়ু অঞ্চলে

ক্ষুদ্রকণা বিসরণ ঘটে –

  1. সাহারা মরুভূমিতে
  2. গ্রিনল্যান্ডে
  3. আমাজন অববাহিকায়
  4. আন্টার্কটিকায়

উত্তর – 1. সাহারা মরুভূমিতে

শিলার অন্তর্গত লৌহ ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয় –

  1. হাইড্রেশন -এর ফলে
  2. দ্রবণ -এর ফলে
  3. অক্সিডেশন -এর ফলে
  4. কার্বনেশন -এর ফলে

উত্তর – 3. অক্সিডেশন -এর ফলে

জারণ প্রক্রিয়ায় শিলামধ্যস্থ খনিজের সঙ্গে যুক্ত হয় –

  1. জল
  2. অক্সিজেন
  3. হাইড্রোজেন
  4. কার্বন

উত্তর – 1. জল

মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে –

  1. রেগোলিথ সৃষ্টি হয়
  2. বক্সাইট সৃষ্টি হয়
  3. চারনোজেম সৃষ্টি হয়
  4. হিউমাস সৃষ্টি হয়

উত্তর – 1. রেগোলিথ সৃষ্টি হয়

জল বরফে পরিণত হলে বরফের আয়তন জলের আয়তন অপেক্ষা প্রায় –

  1. 5 গুণ বাড়ে
  2. 10 গুণ বাড়ে
  3. 8 গুণ বাড়ে
  4. 11 গুণ বাড়ে

উত্তর – 2. 10 গুণ বাড়ে

রেগোলিথ সৃষ্টি হয় কোন্ আবহবিকারে? –

  1. যান্ত্রিক
  2. রাসায়নিক
  3. কলয়েড প্লাকিং
  4. জৈব আবহবিকার

উত্তর – 1. যান্ত্রিক

– শিলার সংকোচন ও প্রসারণের হার বেশি।

  1. মেরু অঞ্চলে
  2. তুন্দ্রা অঞ্চলে
  3. নিরক্ষীয় অঞ্চলে
  4. মরু অঞ্চলে

উত্তর – 4. মরু অঞ্চলে

বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের ওপরের খনিজ পদার্থগুলির নীচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে –

  1. এলুভিয়েশন
  2. ইলুভিয়েশন
  3. হিউমিফিকেশন
  4. ক্যালসিফিকেশন

উত্তর – 1. এলুভিয়েশন

রাসায়নিক প্রক্রিয়ায় আবহবিকারের ফলাফল –

  1. খালি চোখে বোঝা যায় না
  2. সহজে বোঝা যায় না
  3. কখনোই বোঝা যায় না
  4. একবার দেখে বোঝা যায় না

উত্তর – 1. খালি চোখে বোঝা যায় না

জোয়ারভাটার ফলে উপকূল অঞ্চলে সৃষ্ট আবহবিকার হল –

  1. ফ্লেকিং
  2. স্লেকিং
  3. প্লাকিং
  4. কোনোটিই নয়

উত্তর – 2. স্লেকিং

আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে বলে ব্যাথোলিথ। –

  1. রেগোসল
  2. রেগোলিথ
  3. ক্যাথোলিথ
  4. ব্যাথোলিথ

উত্তর – 2. রেগোলিথ

আবহবিকারে আবহাওয়ার যে উপাদানটি ক্রিয়াশীল –

  1. তাপমাত্রা
  2. বায়ুপ্রবাহ
  3. বায়ুচাপ
  4. বৃষ্টিপাত

উত্তর – 1. তাপমাত্রা

কৃষ্ণমৃত্তিকা তুলা উৎপাদনের জন্য অনুকূল, কারণ –

  1. এটি আর্দ্রতা ধরে রাখে
  2. এটি লাভা দিয়ে গঠিত
  3. এটি মালভূমি অঞ্চলে দেখা যায়
  4. এটি উষ্ণতা ধরে রাখে

উত্তর – 1. এটি আর্দ্রতা ধরে রাখে

আবহবিকারজাত পদার্থের স্থানান্তর হল –

  1. ক্ষয়ীভবন
  2. নগ্নীভবন
  3. সঞ্চরণ
  4. পুঞ্জিত ক্ষয়

উত্তর – 1. ক্ষয়ীভবন

চারনোজেম মাটিতে সাধারণভাবে –

  1. বৃক্ষ
  2. তৃণ
  3. জাঙ্গল
  4. মরু উদ্ভিদ জন্মায়

উত্তর – 2. তৃণ

টর সংগঠিত হয় –

  1. যান্ত্রিক আবহবিকারের ফলে
  2. রাসায়নিক আবহবিকারের ফলে
  3. জৈব আবহবিকারের ফলে
  4. জৈব রাসায়নিক আবহবিকারের ফলে

উত্তর – 1. যান্ত্রিক আবহবিকারের ফলে

যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় চুনাপাথরযুক্ত অঞ্চলে গর্ত সৃষ্টি হয় তা হল –

  1. অক্সিডেশন
  2. কার্বনেশন
  3. হাইড্রেশন
  4. হাইড্রোলিসিস

উত্তর – 2. কার্বনেশন

মাটি গঠনে আদি শিলার প্রভাব বেশি হলে –

  1. আন্তঃআঞ্চলিক মাটি সৃষ্টি হয়
  2. আঞ্চলিক মাটি সৃষ্টি হয়
  3. স্থানীয় মাটি সৃষ্টি হয়
  4. অনাঞ্চলিক মাটি সৃষ্টি হয়

উত্তর – 1. আন্তঃ আঞ্চলিক মাটি সৃষ্টি হয়

গোলাকৃতি আবহবিকার হল –

  1. শল্কমোচন
  2. প্রস্তর চাঁই খন্ডীকরণ
  3. জারণ
  4. ষুদ্রকণা বিসরণ

উত্তর – 1. শল্কমোচন

চুনাপাথর, ডলোমাইট, জিপসাম ও মারবেল থেকে –

  1. টেরারোসা মাটি সৃষ্টি হয়
  2. রেনজিনা মাটি সৃষ্টি হয়
  3. রেগোলিথ মাটি সৃষ্টি হয়
  4. রেগুর মাটি সৃষ্টি হয়

উত্তর – 2. রেনজিনা মাটি সৃষ্টি হয়

শুষ্ক বৃষ্টিহীন মরু অঞ্চলে –

  1. চারনোজেম মাটি সৃষ্টি হয়
  2. সিরোজেম মাটি সৃষ্টি হয়
  3. ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়
  4. রেগুর মাটি সৃষ্টি হয়

উত্তর – 2. সিরোজেম মাটি সৃষ্টি হয়

শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে আবহবিকার সংঘটিত হয়, তা হল –

  1. অঙ্গারযোজন
  2. আর্দ্র বিশ্লেষণ
  3. জলযোজন
  4. জারণ

উত্তর – 4. জারণ

মাটির ওপরের স্তরের (A) খনিজ পদার্থ নীচের স্তরে (B) সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে –

  1. ইলুভিয়েশন
  2. হিউমিফিকেশন
  3. এলুভিয়েশন
  4. রেগোলিথ বলে

উত্তর – 1. ইলুভিয়েশন

পলিমাটি একপ্রকার –

  1. আঞ্চলিক
  2. অনাঞ্চলিক
  3. আন্তঃআঞ্চলিক
  4. স্থানীয় মৃত্তিকা

উত্তর – 2. অনাঞ্চলিক

তুষার আবহবিকারের ফলে উৎপন্ন কোণাকৃতি শিলাখন্ডকে বলে –

  1. ট্যালাস বলে
  2. নুড়ি বলে
  3. বোল্ডার বলে
  4. হিউমিফিকেশন বলে

উত্তর – 1. ট্যালাস বলে

কৃষ্ণমৃত্তিকা এবং ল্যাটেরাইট সৃষ্টি হয় –

  1. ব্যাসল্ট শিলা থেকে
  2. গ্রানাইট শিলা থেকে
  3. স্লেট শিলা থেকে
  4. নিস শিলা থেকে

উত্তর – 1. ব্যাসল্ট শিলা থেকে

মৃত উদ্ভিদ ও প্রাণী বিয়োজিত হয়ে সৃষ্টি হয় –

  1. মাটি
  2. রেগোলিথ
  3. হিউমাস
  4. এলুভিয়েশন

উত্তর – 3. হিউমাস

মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং –

  1. কালো হয়
  2. লাল হয়
  3. ধূসর হয়
  4. বাদামি হয়

উত্তর – 1. কালো হয়

উষ্ণতা, জল এবং আর্দ্রতা যে আবহবিকারে ভূমিকা নেয় সেটি হল –

  1. যান্ত্রিক আবহবিকারে
  2. অক্সিডেশন আবহবিকারে
  3. কার্বনেশন আবহবিকারে
  4. হাইড্রোলিসিস আবহবিকারে

উত্তর – 1. যান্ত্রিক আবহবিকারে

পডজল মাটি –

  1. উষ্ণ-নাতিশীতোষ্ণ
  2. শীতল-নাতিশীতোষ্ণ
  3. নাতিশীতোষ্ণ
  4. ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়

উত্তর – 2. শীতল-নাতিশীতোষ্ণ

চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত ভূ-আস্তরণটি হল –

  1. রেগোলিথ
  2. টেরারোসা
  3. শল্কমোচন
  4. ক্ষুদ্রকণা বিসরণ

উত্তর – 2. টেরারোসা

আবহবিকার সৃষ্ট শিলাচূর্ণ পর্বতের পাদদেশে অনুভূমিকভাবে সঞ্চিত হয়, তাকে –

  1. ট্যালাস
  2. ফেলসেনমার
  3. কেলাস
  4. কেন্সপ্রাঙ বলে

উত্তর – 2. ফেলসেনমার

ড্যুরিক্রাস্ট সৃষ্টি হয় –

  1. যান্ত্রিক আবহবিকার
  2. রাসায়নিক আবহবিকার
  3. জৈবিক আবহবিকার
  4. পুঞ্জিত ক্ষয় -এর ফলে

উত্তর – 2. রাসায়নিক আবহবিকার

পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ –

  1. জলপ্রবাহ
  2. বায়ুপ্রবাহ
  3. মাধ্যাকর্ষণ শক্তি
  4. সূর্যতাপ

উত্তর – 3. মাধ্যাকর্ষণ শক্তি

পুঞ্জিত ক্ষয়ের প্রথম ব্যাখ্যা দেন –

  1. শার্প
  2. পেঙ্ক
  3. হ্যাক
  4. ডেভিস

উত্তর – 1. শার্প

আবহবিকারের ইংরাজি প্রতিশব্দ ‘weathering’ কথাটি প্রথম উল্লেখ করেন –

  1. জি কে গিলবার্ট
  2. আলফ্রেড ওয়েগনার
  3. উইলিয়াম মরিস ডেভিস
  4. কোবার

উত্তর – 1. জি কে গিলবার্ট

উঁচু পার্বত্য অঞ্চলে কোণাকৃতি শিলাখণ্ডের প্রবাহকে বলে –

  1. শিলা বিসর্পণ
  2. ডেব্রিস প্রবাহ
  3. ট্যালাস বিসর্পণ
  4. সয়েল ক্লিপ

উত্তর – 2. ডেব্রিস প্রবাহ

মৃত্তিকার উপরিভাগ থেকে চাদরের ন্যায় মৃত্তিকার অপসারণ হল –

  1. শিট ক্ষয়
  2. জল নালিকা ক্ষয়
  3. খোয়াই ক্ষয়
  4. র‍্যাভাইন ক্ষয়

উত্তর – 1. শিট ক্ষয়

শুষ্ক অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট তীব্র জলস্রোত –

  1. পাত ক্ষয়ের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় করে
  2. খাত ক্ষয়ের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় করে
  3. নালি ক্ষয়ের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় করে
  4. র‍্যাভাইন ক্ষয়ের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় করে

উত্তর – 3. নালি ক্ষয়ের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় করে

শূন্যস্থান পূরণ করো

আবহবিকার, পুঞ্জিতক্ষয় ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফল হল ___।

উত্তর – নগ্নীভবন

আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কী বলা হয়?

নগ্নীভবন

আবহবিকারের মাধ্যমে সৃষ্ট ___ হল মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান।

উত্তর – রেগোলিথ

আবহবিকারের সঙ্গে ___ যুক্ত নয়।

উত্তর – অপসারণ

মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ডের স্থানান্তরণকে ___ বলে।

উত্তর – পুঞ্জক্ষয়

চূর্ণবিচূর্ণ শিলাসমূহ অপসারিত হওয়ার প্রক্রিয়াকে ___ বলে।

উত্তর – ক্ষয়ীভবন

অঙ্গারযোজনের উপাদান হল ___ ও জল।

উত্তর – কার্বন ডাইঅক্সাইড

উচ্চ পার্বত্য অঞ্চলে ___ আবহবিকার অধিক ঘটে।

উত্তর – যান্ত্রিক

রাসায়নিক আবহবিকারে বিশেষত অঙ্গারযোজন প্রক্রিয়া ___ শিলাতে সর্বাধিক কার্যকরী হয়।

উত্তর – কার্বনেট সমৃদ্ধ

____ জলবায়ু অঞ্চলে জৈব আবহবিকার সর্বাধিক পরিলক্ষিত হয়।

উত্তর – নিরক্ষীয়

নিরক্ষীয় অঞ্চলে ___ আবহবিকারের প্রাধান্য রয়েছে।

উত্তর – জৈব আবহবিকার

গণ্ডশিলার বিদারণ একটি ___ আবহবিকার প্রক্রিয়া।

উত্তর – যান্ত্রিক

লবণ কেলাস গঠনের মাধ্যমে আবহবিকার ___ জলবায়ু অঞ্চলে দেখা যায়।

উত্তর – মরু

কলয়েড শব্দের অর্থ ___।

উত্তর – আঠা

তাপমাত্রার পার্থক্য শিলার মধ্যে ___ সৃষ্টি করে।

উত্তর – প্রসারণ ও সংকোচন

বৃষ্টির জল (H₂O) ও কার্বন ডাইঅক্সাইডের (CO₂) বিক্রিয়ায় ___ সৃষ্টি হয়।

উত্তর – কার্বনিক অ্যাসিড (H₂CO₃)

অক্সিজেনের প্রভাবে সংঘটিত রাসায়নিক আবহবিকারকে ___ বলে।

উত্তর – জারণ / অক্সিডেশান

ক্যালশিয়াম সালফেট জলযোজনের ফলে ___ -এ পরিণত হয়।

উত্তর – জিপসাম

আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত পদ্ধতিটি হল ___।

উত্তর – নগ্নীভবন

অনিয়ন্ত্রিত পশুচারণ ___ ক্ষয় ঘটায়।

উত্তর – মৃত্তিকা

___ আবহবিকারের ফলে পর্বতের মাথাগুলি গোলাকৃতি হয়।

উত্তর – শল্কমোচন

আবহবিকারের ফলে সৃষ্ট তীক্ষ্ণ শিলাখণ্ডগুলিকে ___ বলে।

উত্তর – ট্যালাস

___ অঞ্চলে পুঞ্জিতক্ষয় প্রক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায়।

উত্তর – পার্বত্য

___ প্রক্রিয়ায় আবহবিকারকে Onion Weathering বলা হয়।

উত্তর – শল্কমোচন

___ পুঞ্জিতক্ষয়কে সাহায্য করে কিন্তু পরিবহণের মাধ্যম হয় না।

উত্তর – জল

মৃত্তিকার ___ স্তরকে এলুভিয়াল স্তর বলে।

উত্তর – A স্তর

ঠিক-ভুল নির্বাচন করো

উষ্ণ মরু অঞ্চলে বেশি যান্ত্রিক আবহবিকার ঘটে।

উত্তর – ঠিক

ক্ষয়ীভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া।

উত্তর – ভুল (সঠিক উত্তর – গতিশীল প্রক্রিয়া)

নগ্নীভবন প্রক্রিয়ার ফলে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়।

উত্তর – ঠিক

প্রাকৃতিক শক্তির মাধ্যমে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে অপসারিত হলে আবহবিকার ঘটে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – ক্ষয়ীভবন ঘটে)

শিলাস্তরে প্রথমে ক্ষয়ীভবন ঘটলে তবেই সেখানে আবহবিকার ঘটে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – আবহবিকার ও ক্ষয়ীভবন প্রক্রিয়াটি একে অপরের পরিপূরক)

হিউমিক অ্যাসিড জৈব-রাসায়নিক আবহবিকার ঘটায়।

উত্তর – ঠিক

আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া।

উত্তর – ভুল (সঠিক উত্তর – স্থিতিশীল প্রক্রিয়া)

আবহবিকারের ফলে কোনো অঞ্চলের ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – হ্রাস পায়)

আবহবিকারের ফলে মূল শিলার খনিজের পরিবর্তন ঘটে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – সব আবহবিকারে ঘটে না)

জারণ প্রক্রিয়ায় ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়।

উত্তর – ঠিক

ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে অঙ্গারযোজন বেশি হয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – চুনাপাথর গঠিত অঞ্চলে)

এলুভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তরের খনিজ নীচের স্তরে স্থানান্তরিত হয়।

উত্তর – ঠিক

আবহবিকার হল প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন।

উত্তর – ঠিক

শিলার খনিজ সংযুক্তি রাসায়নিক আবহবিকারের ফলে কখনও পরিবর্তিত হয় না।

উত্তর – ভুল (সঠিক উত্তর – পরিবর্তিত হয়)

শিলা আবহবিকারগ্রস্ত না হলেও ক্ষয়ীভবন ঘটতে পারে।

উত্তর – ঠিক

ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার B স্তরে কার্যকর হয়।

উত্তর – ঠিক

আবহবিকারের মাধ্যমে পদার্থ দূরে অপসারিত হয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – মূল শিলার কাছেই পড়ে থাকে)

বোধমূলক প্রশ্নোত্তর

আমি আবহবিকারের সবচেয়ে সক্রিয় উপাদান। আমি কে?

উত্তর – রেগোলিথ

আমি হলাম মৃত্তিকা সৃষ্টির পূর্বাবস্থা। আমি কে?

উত্তর – অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জল

পৃথিবীতে রাসায়নিক আবহবিকার ঘটাতে এরাই সাহায্য করে। এরা কারা?

উত্তর – রাজস্থানের থর মরু অঞ্চল

ভারতের এই অঞ্চলটি যান্ত্রিকভাবে সর্বাধিক আবহবিকারগ্রস্ত। এখানে কোন্ অঞ্চলের কথা বলা হচ্ছে?

উত্তর – উষ্ণতা

আমি বন্দুকের গুলি ছোড়ার ন্যায় শব্দ করে আবহবিকারগ্রস্ত হই – এখানে কোন্ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে?

উত্তর – ক্ষুদ্রকণা বিসরণ

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিক
1. আবহবিকার(i) লোহায় মরচে পড়া
2. শল্কমোচন(ii) কার্বনিক অ্যাসিড
3. ক্ষুদ্রকণা বিসরণ(iii) মাটি সৃষ্টির প্রক্রিয়া
4. ক্ষয়ীভবন(iv) ঝুম চাষ
5. জারণ(v) হেমাটাইট থেকে লিমোনাইট সৃষ্টি
6. অঙ্গারযোজন(vi) বিষমসত্ত্ব শিলা/উষ্ণ মরু অঞ্চল
7. মৃত্তিকাক্ষয়(vii) স্থিতিশীল প্রক্রিয়া
8. মৃত্তিকা সংরক্ষণ(viii) জৈবিক আবহবিকার
9. জলযোজন(ix) বনসৃজন
10. হিউমিফিকেশন(x) গ্রানাইট শিলা
11. উদ্ভিদের শিকড়(xi) গতিশীল প্রক্রিয়া

উত্তর –

বামদিকডানদিক
1. আবহবিকার(vii) স্থিতিশীল প্রক্রিয়া
2. শল্কমোচন(x) গ্রানাইট শিলা
3. ক্ষুদ্রকণা বিসরণ(vi) বিষমসত্ত্ব শিলা/উষ্ণ মরু অঞ্চল
4. ক্ষয়ীভবন(xi) গতিশীল প্রক্রিয়া
5. জারণ(i) লোহায় মরচে পড়া
6. অঙ্গারযোজন(ii) কার্বনিক অ্যাসিড
7. মৃত্তিকাক্ষয়(iv) ঝুম চাষ
8. মৃত্তিকা সংরক্ষণ(ix) বনসৃজন
9. জলযোজন(v) হেমাটাইট থেকে লিমোনাইট সৃষ্টি
10. হিউমিফিকেশন(iii) মাটি সৃষ্টির প্রক্রিয়া
11. উদ্ভিদের শিকড়(viii) জৈবিক আবহবিকার

দু-এক কথায় উত্তর দাও

ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া কাকে বলে?

আবহবিকারকে।

কোন্ রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চলে সর্বাধিক কার্যকর হয়?

অঙ্গারযোজন বা কার্বনেশন প্রক্রিয়া।

তামিলনাড়ুর মহাবলীপুরমে ‘কৃষ্ণ ভেন্নাই পান্ধ’ নামক গ্রানাইট গম্বুজটি কোন্ প্রকার আবহবিকারের উদাহরণ?

শল্কমোচন।

ল্যাটেরাইট মাটি কোন্ আবহবিকারের ফলে সৃষ্টি হয়?

রাসায়নিক আবহবিকার।

তুষারকার্য কোন্ প্রকার শিলায় বেশি কার্যকরী?

পাললিক শিলায়।

মৃত্তিকা ও জলের মধ্যে মৃত গাছপালা থাকলে অম্লের পরিমাণ বৃদ্ধি পায় এবং রাসায়নিক আবহবিকার সংঘটিত হয়, একে কী বলে?

জৈব অম্ল।

আদর্শ মৃৎ পরিলেখে কটি স্তর থাকে?

পাঁচটি প্রধান স্তর (0 স্তর, A স্তর, B স্তর, C স্তর, D স্তর) থাকে।

গ্রানাইট শিলায় শল্কমোচন প্রক্রিয়ায় যে গোলাকার ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে?

গ্রানাইট টর।

দক্ষিণ ভারতের ডেকানট্র্যাপ কোন্ আবহবিকারের প্রকৃষ্ট উদাহরণ?

প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ।

‘শল্কমোচন’ শব্দের অর্থ কী?

শিলার উপরের ছাল বা খোলস উঠে আসা।

কোন্ আবহবিকারের ফলে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন ঘটে?

যান্ত্রিক আবহবিকার।

কোন্ আবহবিকারের ফলে শিলার আকৃতি, প্রকৃতি তথা ধর্মের পরিবর্তন ঘটে?

রাসায়নিক আবহবিকার।

আবহবিকার শব্দটি কোথা থেকে এসেছে?

আবহাওয়া থেকে।

পুঞ্জিতক্ষয়ের প্রধান কারণ কী?

অভিকর্ষজ বল।

তুষারের ক্রিয়ায় পর্বতের ঢাল বরাবর উপর-নীচে সঞ্চিত শিলাখণ্ডকে কী বলে?

ট্যালাস বা স্ক্রি।

কোন্ জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক দেখা যায়?

উষ্ণ মরু ও শীতল মেরু অঞ্চলে।

সমসত্ত্ব শিলায় কী ধরনের আবহবিকার বেশি ঘটে?

শল্কমোচন।

বিষমসত্ত্ব শিলায় কী ধরনের আবহবিকার বেশি ঘটে?

ক্ষুদ্রকণা বিসরণ।

কোন্ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়?

নিরক্ষীয় ও আর্দ্র মৌসুমি জলবায়ু অঞ্চলে।

শিলা গঠনকারী খনিজে অক্সিজেন যুক্ত হয়ে যে আবহবিকার ঘটে, তাকে কী বলে?

জারণ বা অক্সিডেশান।

বৃষ্টির জল সংকীর্ণ নালার সৃষ্টি করে মৃত্তিকা ক্ষয় করলে তাকে কী বলা হয়?

নালিক্ষয় বা রিল ইরোশন।

সংকোচন ও প্রসারণ বল কোন্ আলোড়নের সঙ্গে যুক্ত?

গিরিজনী ভূ-আলোড়নের সঙ্গে।

উল্লম্ব ও সমান্তরাল ফাটল সৃষ্টি হয়ে শিলা খণ্ডবিখণ্ড হলে তাকে কী বলা হয়?

প্রস্তর চাঁই খন্ডীকরণ।

শিলা খনিজের সঙ্গে মৃদু কার্বনিক অ্যাসিডযুক্ত জলের বিক্রিয়া ঘটা আবহবিকারের প্রক্রিয়াকে কী বলে?

কার্বনেশান বা অঙ্গারযোজন।

জলের অণুর বিয়োজন ঘটে যে আবহবিকার ঘটে তাকে কী বলে?

আর্দ্রবিশ্লেষণ।

উইপোকা, ইঁদুর কী ধরনের আবহবিকার ঘটায়?

জৈব-যান্ত্রিক আবহবিকার।

প্রাকৃতিক শক্তি দ্বারা শিলাস্তরের বিচূর্ণীভবন, বিয়োজন ও অপসারণের সম্মিলিত প্রক্রিয়াকে কী বলে?

ক্ষয়ীভবন।

চুনাপাথর যুক্ত অঞ্চলে সৃষ্ট লাল রঙের কর্দমাক্ত মাটিকে কী বলে?

টেরারোসা।


আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ‘আবহবিকার’ এর নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন