এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (সম্পদের ধারণা শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)’ এর পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ) – পার্থক্যধর্মী প্রশ্নোত্তর
বস্তুগত (Material) ও অবস্তুগত (Non-material) সম্পদের পার্থক্য লেখো।
বিষয়
বস্তুগত সম্পদ (Material)
অবস্তুগত সম্পদ (Non Material)
সংজ্ঞা
যেসব সম্পদের বস্তুগত অস্তিত্ব আছে, তাদের বস্তুগত সম্পদ বলে।
যেসব সম্পদের বস্তুগত কোনো অস্তিত্ব নেই, তাদের অবস্তুগত সম্পদ বলে।
স্পর্শযোগ্যতা
বস্তুগত সম্পদকে স্পর্শ করে অনুভব করা যায়।
অবস্তুগত সম্পদগুলিকে স্পর্শ করে অনুভব করা যায় না।
উৎস
প্রাকৃতিক পরিবেশ থেকে এই সম্পদ আহরণ করা হয়।
মানুষ ও সাংস্কৃতিক পরিবেশ এই সম্পদের উৎস।
নির্দেশক
বস্তুগত সম্পদ পরিমাণগত মানযুক্ত।
অবস্তুগত সম্পদ গুণগত মানযুক্ত।
উদাহরণ
সমস্ত খনিজ সম্পদ, কৃষিজ ফসল, জল, শিল্পদ্রব্য প্রভৃতি।
শিক্ষা, বুদ্ধি, জ্ঞান, উদ্ভাবনী ক্ষমতা, আইন প্রভৃতি।
প্রাকৃতিক সম্পদ (Natural Resource) ও মানবিক সম্পদের (Human Resource) মধ্যে পার্থক্য লেখো।
বিষয়
প্রাকৃতিক সম্পদ (Natural resource)
মানবিক সম্পদ (Human Resource)
সংজ্ঞা
যে-সমস্ত পার্থিব সম্পদ শুধুমাত্র প্রকৃতিজাত, তাকেই প্রাকৃতিক সম্পদ বলে।
শুধুমাত্র মনুষ্যজাত যে-কোনো উপাদানকে মানবিক সম্পদ বলে।
প্রকৃতি
প্রাকৃতিক সম্পদগুলি বস্তুগত চরিত্রের হয়ে থাকে।
মানবিক সম্পদগুলি অবস্তুগত চরিত্রের হয়ে থাকে।
নিয়ন্ত্রক
প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে প্রকৃতিই হল মুখ্য নিয়ন্ত্রক।
মানুষ হল মানবিক সম্পদের মুখ্য নিয়ন্ত্রক।
সৃষ্টি
প্রাকৃতিক সম্পদগুলি মানবিক সম্পদ সৃষ্টির আগেই সৃষ্টি হয়েছে।
মানবিক সম্পদগুলি প্রাকৃতিক সম্পদ সৃষ্টির অনেক পরে সৃষ্টি হয়েছে।
রূপভেদ
প্রাকৃতিক সম্পদগুলির বস্তুগত রূপ রয়েছে।
মানবিক সম্পদগুলির শুধুমাত্র অবস্তুগত রূপই থাকে।
উদাহরণ
কয়লা, খনিজ তেল, জল, মাটি, বাতাস প্রভৃতি।
মানুষের জ্ঞান, কর্মদক্ষতা, প্রযুক্তি প্রভৃতি।
MAN ও man -এর মধ্যে পার্থক্য লেখো।
বিষয়
MAN
man
ধারণা
আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ মানবিক গুণসম্পন্ন, সংস্কৃতিতে বলীয়ান মানুষ হল MAN।
প্রাচীন যুগের পেশিশক্তি নির্ভর, সংস্কৃতি বর্জিত আদিম মানুষ হল man।
প্রকৃতি নির্ভরতা
সম্পূর্ণ প্রকৃতি নির্ভর নয়, নিজের প্রয়োজনে প্রকৃতিকে নানাভাবে পরিবর্তন করতে পারে।
সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে।
সম্পদ সৃষ্টি
প্রকৃতির নিরপেক্ষ বস্তুকে সম্পদে পরিণত করতে পারে।
এদের সম্পদ সৃষ্টির সামর্থ্য নেই।
উদাহরণ
বিভিন্ন দেশের সভ্য মানুষ।
আফ্রিকার পিগমি, বান্টু, আন্দামানের জারোয়া প্রভৃতি।
আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (সম্পদের ধারণা শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)’ এর পার্থক্যধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।