এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী – ভূগোল – দুর্যোগ ও বিপর্যয় – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় ‘দুর্যোগ ও বিপর্যয়’ এর নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

নবম শ্রেণী - ভূগোল - দুর্যোগ ও বিপর্যয় - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
নবম শ্রেণী – ভূগোল – দুর্যোগ ও বিপর্যয় – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

যে-সকল চরম ঘটনাবলি মানুষের স্বাভাবিক জীবনে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে, তাকে বলে –

  1. দুর্ঘটনা
  2. বিপর্যয়
  3. দুর্যোগ
  4. কোনোটিই নয়

উত্তর – 2. বিপর্যয়

জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে সৃষ্ট বন্যা –

  1. প্রাকৃতিক বিপর্যয়
  2. মনুষ্যসৃষ্ট বিপর্যয়
  3. আধা-প্রাকৃতিক বিপর্যয়
  4. কোনোটিই নয়

উত্তর – 2. মনুষ্যসৃষ্ট বিপর্যয়

প্রাকৃতিক বিপর্যয় হল –

  1. ভূমিকম্প
  2. যুদ্ধ
  3. বিস্ফোরণ
  4. মৃত্তিকাক্ষয়

উত্তর – 1. ভূমিকম্প

ক্রমাগত দুর্যোগ বলা হয় –

  1. ভূমিকম্প
  2. ধস
  3. বন্যা
  4. সুনামি-কে

উত্তর – 1. ভূমিকম্প

বিপর্যয়ের যে মানদণ্ডটি রাষ্ট্রপুঞ্জ দ্বারা স্বীকৃত –

  1. কমপক্ষে 1 মিলিয়ন ডলার মূল্যের ক্ষয়ক্ষতি
  2. কমপক্ষে 100 জন মানুষের মৃত্যু
  3. কমপক্ষে 100 জন আহত
  4. উপরের সব মানদণ্ডগুলিই সঠিক

উত্তর – 4. উপরের সব মানদণ্ডগুলিই সঠিক

মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল –

  1. ভূমিকম্প
  2. ঘূর্ণিঝড়
  3. গ্যাস দুর্ঘটনা
  4. হড়পা বান

উত্তর – 3. গ্যাস দুর্ঘটনা

একটি ভূতাত্ত্বিক বিপর্যয় হল –

  1. বন্যা
  2. ভূমিকম্প
  3. খরা
  4. দাবানল

উত্তর – 2. ভূমিকম্প

সুনামি একটি –

  1. ইংরেজি
  2. জাপানি
  3. হিন্দি
  4. গ্রিক শব্দ

উত্তর – 2. জাপানি

– বিপর্যয়প্রবণ অঞ্চলে টিউবওয়েলগুলির গোড়ায় পাইপ লাগিয়ে উঁচু করে রাখা উচিত।

  1. বন্যা
  2. খরা
  3. ভূমিকম্প
  4. ধস

উত্তর – 1. বন্যা

খরার সৃষ্টি হয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় –

  1. 10% কম হয়
  2. 45% কম হয়
  3. 75% -এর কম
  4. 65% -এর কম হয়

উত্তর – 3. 75% -এর কম

ইটালির পম্পেই শহর ধ্বংস হয় –

  1. ভূমিকম্পে
  2. ধসে
  3. অগ্ন্যুৎপাতে
  4. খরাতে

উত্তর – 3. অগ্ন্যুৎপাতে

-এর ফলে অল্প সময়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে।

  1. দাবানল
  2. খরা
  3. শিলাবৃষ্টি
  4. ভূমিকম্প

উত্তর – 4. ভূমিকম্প

সাম্প্রতিক উত্তরাখন্ডের বিপর্যয়ের মূল কারণ –

  1. ভূমিকম্প
  2. দাবানল
  3. সুনামি
  4. হড়পা বান

উত্তর – 4. হড়পা বান

পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাটি হল –

  1. পূর্ব মেদিনীপুর
  2. মুরশিদাবাদ
  3. পুরুলিয়া
  4. উত্তর 24 পরগনা

উত্তর – 3. পুরুলিয়া

সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে সৃষ্ট বন্যার কারণ হল –

  1. অতিরিক্ত বৃষ্টিপাত
  2. ভূমিক্ষয় বৃদ্ধি
  3. ঘূর্ণিঝড়
  4. কোনোটিই নয়

উত্তর – 3. ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের আকার ধারণ করার সম্ভাবনা থাকে ভারতের –

  1. জনঘনত্বপূর্ণ উপকূল অঞ্চলে
  2. মরু অঞ্চলে
  3. দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
  4. পূর্বের উচ্চভূমিতে

উত্তর – 1. জনঘনত্বপূর্ণ উপকূল অঞ্চলে

সাধারণত তুষারঝড় দেখা যায় –

  1. নিরক্ষীয়
  2. মরু
  3. ক্রান্তীয়
  4. মেরু অঞ্চলে

উত্তর – 4. মেরু অঞ্চলে

পশ্চিমবঙ্গের যে জেলায় ভূমি ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি –

  1. বাঁকুড়া
  2. দার্জিলিং
  3. হাওড়া
  4. জলপাইগুড়ি

উত্তর – 2. দার্জিলিং

সবচেয়ে খরাপ্রবণ মহাদেশ হল –

  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ওশিয়ানিয়া
  4. উত্তর আমেরিকা

উত্তর – 2. আফ্রিকা

কোনো অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দেওয়া বিপর্যয়টি হল –

  1. ধস
  2. তুষার ঝড়
  3. দাবানল
  4. খরা

উত্তর – 3. দাবানল

ভূমিধসের প্রধান কারণ হল –

  1. বন্যা
  2. সুনামি
  3. তুষারঝড়
  4. বন সংহার

উত্তর – 4. বন সংহার

একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হল –

  1. বন্যা
  2. ঘূর্ণিঝড়
  3. তুষার ঝড়
  4. অগ্ন্যুৎপাত

উত্তর – 1. বন্যা

বায়ুমণ্ডলীয় বিপর্যয় হল –

  1. দাবানল
  2. ঘূর্ণিঝড়
  3. ভূমিকম্প
  4. সুনামি

উত্তর – 2. ঘূর্ণিঝড়

একটি জৈব দুর্যোগের উদাহরণ হল –

  1. দাবানল
  2. ঘূর্ণিঝড়
  3. ভূমিকম্প
  4. ব্লিজার্ড

উত্তর – 2. ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় –

  1. সাইক্লোন
  2. টাইফুন
  3. হ্যারিকেন
  4. টর্নেডো

উত্তর – 1. সাইক্লোন

পশ্চিমবঙ্গের ধসপ্রবণ জেলা হল –

  1. দার্জিলিং
  2. বাঁকুড়া
  3. বর্ধমান
  4. দক্ষিণ 24 পরগনা

উত্তর – 1. দার্জিলিং

2009 সালে আয়লায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চল হল –

  1. সুন্দরবন
  2. আসানসোল
  3. মালদা
  4. মেদিনীপুর

উত্তর – 1. সুন্দরবন

প্রাকৃতিক বিপর্যয় নয় –

  1. ঘূর্ণিঝড়
  2. ভূমিধস
  3. দাঙ্গা
  4. বন্যা

উত্তর – 3. দাঙ্গা

যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য হয় না তা হল –

  1. হড়পা বান
  2. মিথেন গ্যাস দুর্ঘটনা
  3. সুপার সাইক্লোন
  4. সুনামি

উত্তর – 2. মিথেন গ্যাস দুর্ঘটনা

বিপর্যয় ব্যবস্থাপনা করা যায় –

  1. তিন
  2. চার
  3. পাঁচ
  4. ছয়-টি স্তরে

উত্তর – 1. তিন

ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে –

  1. 1964
  2. 1974
  3. 1984
  4. 1990 সালে

উত্তর – 3. 1984 সালে

পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ –

  1. ভূমিকম্পের হাত থেকে বাঁচা
  2. খরার হাত থেকে বাঁচা
  3. দাবানলের হাত থেকে বাঁচা
  4. বন্যার হাত থেকে বাঁচা

উত্তর – 1. ভূমিকম্পের হাত থেকে বাঁচা

ফিলিপিন্সের কাছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় –

  1. ব্যাগুই
  2. টাইফুন
  3. সাইক্লোন
  4. উইলি উইলি নামে পরিচিত

উত্তর – 1. ব্যাগুই

সেপ্টেম্বর অক্টোবর মাসে দক্ষিণবঙ্গে যে দুর্যোগের আশঙ্কা থাকে তা হল –

  1. বন্যা
  2. খরা
  3. ধস
  4. ঘূর্ণিঝড়

উত্তর – 4. ঘূর্ণিঝড়

ওয়েস্ট ইন্ডিজ -এ সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় হল –

  1. টর্নেডো
  2. হ্যারিকেন
  3. টাইফুন
  4. সাইক্লোন

উত্তর – 2. হ্যারিকেন

শূন্যস্থান পূরণ করো

Hazard শব্দটির উৎপত্তি আরবি শব্দ ___ থেকে।

উত্তর – ‘az-zahar’

Disaster শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ___ থেকে।

উত্তর – ‘Desastre’

দুর্যোগের চরম পরিণতি হল ___।

উত্তর – বিপর্যয়

ইংরেজি ডিসাসটার (Disaster) শব্দটির অর্থ ___।

উত্তর – অশুভ তারা

বাইরের সাহায্য ছাড়া যে বিপজ্জনক ঘটনার মোকাবিলা করা যায় না, তাকে ___ বলে।

উত্তর – বিপর্যয়

যে দুর্যোগ প্রকৃতি ও মানুষ উভয়ের কারণেই সৃষ্টি হয় তা হল ___।

উত্তর – আধা-প্রাকৃতিক দুর্যোগ

ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে ___ নামে পরিচিত।

উত্তর – হ্যারিকেন

____ সালে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে উত্তরাখণ্ডের বহু মানুষ প্রাণ হারান।

উত্তর – 2013

ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলকে ___ বলে।

উত্তর – ঘূর্ণবাতের চক্ষু

ভূমিকম্পের ___ তরঙ্গ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটায়।

উত্তর – পার্শ্ব বা ‘L’

সমুদ্র তলদেশের ভূমিকম্প ___ সৃষ্টির জন্য দায়ী।

উত্তর – সুনামি

ফাইলিন ___ সাগরে সৃষ্টি হয়েছিল।

উত্তর – বঙ্গোপসাগরে

ভূমিকম্পের উৎসস্থল, স্থায়িত্ব ও গতিবিধি জানা যায় ___ যন্ত্রটির সাহায্যে।

উত্তর – সিসমোগ্রাফ

ভারতের ___ অঞ্চল সর্বাধিক ভূমিকম্পপ্রবণ।

উত্তর – হিমালয় পার্বত্য

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ___ অতিক্রম করলে তা চরম বিপর্যয় ঘটায়।

উত্তর – 7.0

সূক্ষ্ম তুষার কণাবাহী অতি বেগবান বায়ুপ্রবাহকে ___ বলে।

উত্তর – ব্লিজার্ড/তুষারঝড়

___ -কে The Home of Blizzard বলা হয়।

উত্তর – আন্টার্কটিকা

হিমানী সম্প্রপাত দেখা যায় ___ অঞ্চলে।

উত্তর – উচ্চ পার্বত্য

দাবানল একধরনের ___ দুর্যোগ।

উত্তর – জৈবিক

ভারতে ‘Disaster Management Act’ ___ সালে চালু হয়।

উত্তর – 2005

ঠিক-ভুল নির্বাচন করো

সমস্ত দুর্যোগই বিপর্যয়ে পরিণত হয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – পরিণত হয় না)

দুর্যোগের তুলনায় বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি।

উত্তর – ঠিক

দুর্যোগ বৃহৎ স্কেলে সংঘটিত হয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – ক্ষুদ্র স্কেলে সংঘটিত হয়)

প্রাকৃতিক ও মানবিক উভয় কারণেই দুর্যোগ ও বিপর্যয় সৃষ্টি হয়।

উত্তর – ঠিক

বন্যা হল একটি আধা-প্রাকৃতিক বিপর্যয়।

উত্তর – ঠিক

হিমানী সম্প্রপাত একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – প্রাকৃতিক বিপর্যয়)

1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়।

উত্তর – ঠিক

পৃথিবীর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চল সর্বাধিক ভূমিকম্পপ্রবণ।

উত্তর – ঠিক

পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে সুনামির প্রভাব পড়ে না।

উত্তর – ভুল (সঠিক উত্তর – প্রভাব পড়ে)

2008 সালের 26 ডিসেম্বর তারিখে বঙ্গোপসাগরের উপকূলে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল।

উত্তর – ভুল (সঠিক উত্তর – 2004 সালে)

দুর্যোগের মাত্রা বাড়লে বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হয়।

অথবা, দুর্যোগ ঘটলেই বিপর্যয় ঘটে।

উত্তর – ঠিক

ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়।

উত্তর – ঠিক

চিন দেশের সামুদ্রিক ঝড় আয়লা নামে পরিচিত।

উত্তর – ভুল (সঠিক উত্তর – টাইফুন)

পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান বিপর্যয় ধস।

উত্তর – ঠিক

ঘূর্ণিঝড়, ব্লিজার্ড ইত্যাদি বায়ুমণ্ডলীয় বিপর্যয়।

উত্তর – ঠিক

আয়লা একটি আধা-প্রাকৃতিক বিপর্যয়।

উত্তর – ভুল (সঠিক উত্তর – প্রাকৃতিক বিপর্যয়)

সম্পর্ক নির্ধারণ করো

দুর্যোগ : কারণ : : বিপর্যয় : ___।

উত্তর – ফল

অগ্ন্যুৎপাত : প্রাকৃতিক দুর্যোগ : : ___ : মনুষ্যসৃষ্ট দুর্যোগ।

উত্তর – জনবিস্ফোরণ

জিআইএস : ভৌগলিক তথ্য সিস্টেম : : ডার্ট : ___।

উত্তর – Deep-ocean Assessment and Reporting of Tsunami

অতিবৃষ্টি : বন্যা : : অনাবৃষ্টি : ___।

উত্তর – খরা

একটি আকস্মিক দুর্যোগ : ___ : : একটি পুঞ্জীভূত দুর্যোগ : বন্যা।

উত্তর – ভূমিকম্প

ভারতের ঘূর্ণিঝড়প্রবন অঞ্চল : ওড়িশা : : ভারতের ধসপ্রবণ অঞ্চল : ___।

উত্তর – সিকিম

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিক
1. মহাজাগতিক বিপর্যয়(i) হিমানী সম্প্রপাত
2. ভূ-তাত্ত্বিক বিপর্যয়(ii) বন্যা
3. ভূমিরূপগত বিপর্যয়(iii) পারমাণবিক বিস্ফোরণ
4. বায়ুমণ্ডলীয় বিপর্যয়(iv) উল্কাপাত
5. আধা-প্রাকৃতিক বিপর্যয়(v) পর্বতারোহণের সমস্যা
6. জৈব বিপর্যয়(vi) ব্লিজার্ড
7. মনুষ্যসৃষ্ট বিপর্যয়(vii) ভূমিকম্প
8. তুষার ঝড়(viii) দাবানল

উত্তর –

বামদিকডানদিক
1. মহাজাগতিক বিপর্যয়(iv) উল্কাপাত
2. ভূ-তাত্ত্বিক বিপর্যয়(vii) ভূমিকম্প
3. ভূমিরূপগত বিপর্যয়(i) হিমানী সম্প্রপাত
4. বায়ুমণ্ডলীয় বিপর্যয়(vi) ব্লিজার্ড
5. আধা-প্রাকৃতিক বিপর্যয়(ii) বন্যা
6. জৈব বিপর্যয়(viii) দাবানল
7. মনুষ্যসৃষ্ট বিপর্যয়(iii) পারমাণবিক বিস্ফোরণ
8. তুষার ঝড়(v) পর্বতারোহণের সমস্যা

দু – এক কথায় উত্তর দাও

বিপর্যয় (Disaster) কথাটির আক্ষরিক অর্থ কী?

দুর্যোগের পরিণতি

‘Disaster’ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভুত?

ফরাসি ভাষা

এমন একটি দুর্যোগের উদাহরণ দাও যেখানে মানুষ ও প্রকৃতি উভয়েরই ভূমিকা আছে।

ভূমিধস

একটি সম্পূর্ণ প্রকৃতিঘটিত দুর্যোগের উদাহরণ দাও।

অগ্ন্যুৎপাত

একটি সম্পূর্ণ মনুষ্যঘটিত দুর্যোগের উদাহরণ দাও।

পারমাণবিক বিস্ফোরণ

‘ভূমিকম্পের দেশ’ কাকে বলে?

জাপান-কে

একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ দাও।

খরা

কোনো দেশের ভারসাম্য বজায় রাখার জন্য কত শতাংশ অরণ্যাবৃত হওয়া প্রয়োজন?

প্রায় 33%

কোন্ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?

সিসমোগ্রাফ যন্ত্রে থাকা রিখটার স্কেলের সাহায্যে

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কী?

টর্নেডো

বন্যার অন্যতম প্রাকৃতিক কারণ কোনটি?

অতিবৃষ্টি

কোন্ এলাকা সবচেয়ে বেশি ধসপ্রবণ হয়?

পাহাড়ি বা পার্বত্য

ফাইলিন বা পিলিন কী?

2013 সালে 10 অক্টোবর ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়া বিধ্বংসী ঘূর্ণিঝড়

জলবায়ুগত বিপর্যয়ের পূর্বাভাস কীসের মাধ্যমে দেওয়া হয়?

উপগ্রহের সাহায্যে

UNESCO কোন্ খ্রিস্টাব্দ থেকে প্রথম বিশ্বের বিপর্যয় সম্পর্কে তালিকা বানানো শুরু করে?

1966 সাল

সুনামি শব্দের অর্থ কী?

‘বন্দর ধ্বংসকারী ঢেউ বা তরঙ্গ’

পৃথিবীতে সুনামি সতর্কতা পদ্ধতিটির নাম লেখো।

Deep-ocean Assessment and Reporting of Tsunami (DART)

বিশ্ব উষ্ণায়ন কী প্রকার দুর্যোগ?

মনুষ্যসৃষ্ট দুর্যোগ

টাইফুন ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়?

চিন সাগরে

পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ বন্যাপ্রবণ?

14% (ভারতের 12.5%)

ভারতের একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল বা ইকোসেনসিটিভ জোন নির্দেশ করো।

হিমালয় পার্বত্য অঞ্চল

2009 সালে পশ্চিমবঙ্গের প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কী?

আয়লা

কোন্ উপকূলে ফাইলিন আছড়ে পড়ে?

ওড়িশা উপকূলে

ওড়িশার সুপার সাইক্লোন কত খ্রিস্টাব্দে ঘটেছিল?

1999 সালের 29 অক্টোবর 

হিমানী সম্প্রপাত কোথায় ঘটতে দেখা যায়?

উচ্চ পার্বত্য অঞ্চলে

পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলার নাম করো।

পুরুলিয়া

ভারতে ‘কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পরিষদ’ কত সালে গঠিত হয়?

1954 সালে

পৃথিবীতে কোন্ দশ বছর ‘আন্তর্জাতিক বিপর্যয় নিবারণ দশক’ নামে পরিচিত?

1990-2000 সাল পর্যন্ত সময়কাল

CBM -এর পুরো নাম কী?

Community Based Mitigation

GBM -এর পুরো নাম কী?

Government Based Mitigation

EWS -এর পুরো নাম কী?

Early Warning System

বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে প্রত্যাশিত ক্ষয়ক্ষতির পরিমাণকে কী বলে?

ঝুঁকি (Risk)

‘বিপর্যয় লঘুকরণ দিবস’ কোন্ দিনটিকে বলা হয়?

10 অক্টোবর

ফাইলিন ঘূর্ণিঝড় কবে হয়েছিল?

2013 সালের 12 অক্টোবর

পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছিল?

1984 সালের 3 ডিসেম্বর

পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছিল?

2009 সালে

ফুকুশিমা ডাইচির পারমাণবিক বিস্ফোরণ কবে হয়েছিল?

2011 সালের 11 মার্চ


আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলেরষষ্ঠ অধ্যায় ‘দুর্যোগ ও বিপর্যয়’ এর নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন