এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী – ভূগোল – ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ) – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (সম্পদের ধারণা শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)’ এর নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ) - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
ভারতের সম্পদ (সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ ও সংরক্ষণ) – নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Contents Show

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন –

  1. মিচেল
  2. মার্শাল
  3. জিমারম্যান
  4. ওয়েবার

উত্তর – 1. মিচেল

সম্পদ সৃষ্টিকারী উপাদান হল –

  1. দুটি
  2. তিনটি
  3. সাতটি
  4. ছয়টি

উত্তর – 2. তিনটি

কোনো বস্তু বা পদার্থকে সম্পদে পরিণত করতে গেলে তিনটি উপাদানের প্রয়োজন হয়। প্রকৃতি, মানুষ এবং অন্যটি হল –

  1. টাকা-পয়সা
  2. মূলধন
  3. সংস্কৃতি
  4. কর্মদক্ষতা

উত্তর – 3. সংস্কৃতি

সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল তার –

  1. স্থিতিশীলতা
  2. উপযোগিতা
  3. প্রতিবন্ধকতা
  4. সহজলভ্যতা

উত্তর – 2. উপযোগিতা

মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হল –

  1. জমি
  2. শিল্প
  3. অর্থ
  4. সম্পদ

উত্তর – 4. সম্পদ

সম্পদের কেবল –

  1. স্পর্শনীয়
  2. অস্পর্শনীয়
  3. স্পর্শনীয় ও অস্পর্শনীয় উভয়ই
  4. স্থিতিশীল দিক আছে

উত্তর – 3. স্পর্শনীয় ও অস্পর্শনীয় উভয়ই

সংস্কৃতি হল –

  1. মানবিক গুণ
  2. প্রাকৃতিক গুণ
  3. উভয়ের সংমিশ্রণ
  4. কোনোটিই নয়

উত্তর – 1. মানবিক গুণ

সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হল –

  1. অরণ্য
  2. জ্ঞান
  3. শ্রমশক্তি
  4. মাটি

উত্তর – 3. শ্রমশক্তি

প্রাকৃতিক সম্পদের উদাহরণ হল –

  1. সূর্যরশ্মি
  2. শ্রমশক্তি
  3. প্রযুক্তি
  4. কর্মদক্ষতা

উত্তর – 1. সূর্যরশ্মি

সম্পদের কার্যকারিতা বৃদ্ধিতে প্রধান উপাদান হল –

  1. মানুষ
  2. প্রকৃতি
  3. সংস্কৃতি
  4. জীবনযাত্রার মান

উত্তর – 3. সংস্কৃতি

সামাজিক সম্পদের উদাহরণ হল –

  1. জল
  2. সংস্কৃতি
  3. বিদ্যালয়
  4. কয়লা

উত্তর – 3. বিদ্যালয়

মানবিক সম্পদের একটি উদাহরণ হল –

  1. সূর্যালোক
  2. প্রাকৃতিক গ্যাস
  3. দক্ষতা
  4. ভূতাপ শক্তি

উত্তর – 3. দক্ষতা

কয়লা কি ধরনের সম্পদ? –

  1. জৈব প্রবহমান
  2. অজৈব গচ্ছিত
  3. নিরপেক্ষ
  4. প্রবহমান

উত্তর – 2. অজৈব গচ্ছিত

যে-কোনো ধরনের খনিজ সম্পদ –

  1. সামাজিক
  2. প্রবহমান
  3. গচ্ছিত
  4. ব্যক্তিগত সম্পদ

উত্তর – 3. গচ্ছিত সম্পদ

আকাশপথ বা বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ তা হল –

  1. জাতীয়
  2. ব্যক্তিগত
  3. সর্বজনীন
  4. সামাজিক সম্পদ

উত্তর – 3. সর্বজনীন সম্পদ

যে-সকল সম্পদ ব্যক্তির বা সংগঠনের নিজস্ব অধীনে থাকে তাকে –

  1. জাতীয়
  2. সামাজিক
  3. ব্যক্তিগত
  4. বিশ্বজনীন সম্পদ বলে

উত্তর – 3. ব্যক্তিগত সম্পদ

যে-সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট তাদের –

  1. অপুনর্ভব
  2. অফুরন্ত
  3. পুনর্ভব
  4. জৈব সম্পদ বলে

উত্তর – 1. অপুনর্ভব সম্পদবলে

জাপানের মানব সম্পদ হল –

  1. দুষ্প্রাপ্য
  2. সহজলভ্য
  3. সমৃদ্ধ বিকশিত
  4. সম্ভাব্য সম্পদ

উত্তর – 3. সমৃদ্ধ বিকশিত

কয়লা যে শ্রেণির সম্পদ তা হল –

  1. পুনর্ভব
  2. অপুনর্ভব
  3. প্রবহমান
  4. ব্যক্তিগত সম্পদ

উত্তর – 2. অপুনর্ভব

একমাত্র লভ্য সম্পদ হল –

  1. টাংস্টেন
  2. ইউরেনিয়াম
  3. ক্রায়োলাইট
  4. পেট্রোলিয়াম

উত্তর – 3. ক্রায়োলাইট

দুষ্প্রাপ্য সম্পদ –

  1. টিন
  2. অক্সিজেন
  3. কয়লা
  4. বায়ু

উত্তর – 1. টিন

গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট যে ধরনের সম্পদ তা হল –

  1. দুষ্প্রাপ্য
  2. সহজলভ্য
  3. অদ্বিতীয়
  4. বিকশিত সম্পদ

উত্তর – 3. অদ্বিতীয়

একটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ হল –

  1. কয়লা
  2. কাগজ
  3. খনিজ তেল
  4. তৃণভূমি

উত্তর – 2. কাগজ

পৃথিবীতে সম্পদের ভান্ডারের ক্রমহ্রাসমানতার জন্য দায়ী হল –

  1. সংস্কৃতি
  2. নিরপেক্ষ উপাদান
  3. মানুষ
  4. প্রকৃতি

উত্তর – 3. মানুষ

আন্টার্কটিকার খনিজ পদার্থ যে ধরনের তা হল –

  1. প্রাকৃতিক
  2. সহজলভ্য
  3. দুষ্প্রাপ্য
  4. নিরপেক্ষ উপাদান

উত্তর – 4. নিরপেক্ষ উপাদান

আদিম যুগের মানুষ যারা সম্পদ সৃষ্টি করতে পারে না তারা হল –

  1. man
  2. MAN
  3. Human
  4. Inhuman

উত্তর – 1. man

সম্পদের প্রকৃত জননী হল –

  1. প্রকৃতি
  2. মানুষের জ্ঞান
  3. চাহিদা
  4. উদ্ভিদ

উত্তর – 2. মানুষের জ্ঞান

শূন্যস্থান পূরণ করো

প্রাকৃতিক সম্পদের উদাহরণ হল ___।

উত্তর – মাটি

___ হল একটি প্রবহমান সম্পদ।

উত্তর – জল

যে-সকল সম্পদ সমাজের অধিকারে থাকে, তাকে ___ সম্পদ বলে।

উত্তর – সামাজিক

ভারতের গচ্ছিত সম্পদের উদাহরণ হল ___।

উত্তর – খনিজ সম্পদ

সম্পদের কার্যকারিতা সর্বদা ___।

উত্তর – গতিশীল

সম্পদের ___ মাধ্যমে পরিবেশের অবনমন হ্রাস করা যায়।

উত্তর – পুনর্ব্যবহারের

যেসব সম্পদ মানুষের সামাজিক চাহিদা মেটায়, তাদের ___ বলে।

উত্তর – সামাজিক সম্পদ

সম্পদের ব্যবহারে পরিবেশ দূষণ না হওয়াকে সম্পদের ___ বৈশিষ্ট্য বলে।

উত্তর – পরিবেশমিত্রতা

একটি পুনর্ভব সম্পদের উদাহরণ ___।

উত্তর – অরণ্য

ব্যাংক, পাঠাগার, বিদ্যালয় ___ সম্পদের উদাহরণ।

উত্তর – সামাজিক

কয়লা হল ___ সম্পদের উদাহরণ।

উত্তর – গচ্ছিত

উদ্ভিদ, মাছ ইত্যাদি ___ সম্পদের উদাহরণ।

উত্তর – জৈব

খনিজ পদার্থ, জল ইত্যাদি ___ সম্পদের উদাহরণ।

উত্তর – অজৈব

রাষ্ট্র বা সরকারের অধীনস্থ সম্পদকে ___ বলে।

উত্তর – জাতীয় সম্পদ

যে সম্পদ ব্যবহারে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেগুলিকে ___ সম্পদ বলে।

উত্তর – গচ্ছিত

একটি সর্বত্রপ্রাপ্ত সম্পদের উদাহরণ হল ___।

উত্তর – সূর্যালোক

বস্তু+ ___ = সম্পদ।

উত্তর – কার্যকারিতা

ঠিক-ভুল নির্বাচন করো

1992 খ্রিস্টাব্দে রিও-ডি-জেনিরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে সম্পদের পরিবেশ সম্বন্ধীয় সংজ্ঞাটি দেওয়া হয়।

উত্তর – ঠিক

খনিজ সম্পদ প্রবহমান সম্পদের উদাহরণ।

উত্তর – ভুল (সঠিক উত্তর – গচ্ছিত সম্পদ)

জিমারম্যান সম্পদ সম্পর্কে কোনো সংজ্ঞা দেননি।

উত্তর – ভুল (সঠিক উত্তর – সংজ্ঞা দেন)

প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি -এই তিনটি উপাদানের ঘাত-প্রতিঘাতেই সম্পদের সৃষ্টি ও বিকাশ ঘটে।

উত্তর – ঠিক

জনসংখ্যা, মনুষ্য বসতি ইত্যাদি হল মানবিক সম্পদ।

উত্তর – ঠিক

কুসংস্কার সম্পদ সৃষ্টিতে সাহায্য করে।

উত্তর – ভুল (সঠিক উত্তর – কুসংস্কার সম্পদ সৃষ্টির সাংস্কৃতিক বাধা)

সম্পদ সৃষ্টির ক্ষেত্রে একটি প্রাকৃতিক বাধা হল জাতিবিদ্বেষ।

উত্তর – ভুল (সঠিক উত্তর – সামাজিক বাধা বর্ণবাদ)

মানুষের ব্যক্তিগত বা সামাজিক অভাব মোচনে কোনো দ্রব্য বা পদার্থ যে কাজ করে, তাই সম্পদ।

উত্তর – ঠিক

কোনো দেশের আকাশপথ সর্বজনীন সম্পদ।

উত্তর – ভুল (সঠিক উত্তর – জাতীয় সম্পদ)

সকল সম্পদই একসময় নিরপেক্ষ সামগ্রী ছিল।

উত্তর – ঠিক

কোনো বস্তুর চাহিদা কোনো ব্যক্তিবিশেষের মধ্যে সীমিত হলেও তাকে সম্পদ বলা যাবে।

উত্তর – ঠিক

বস্তু নয়, বস্তুর কার্যকারিতাই সম্পদ।

উত্তর – ঠিক

যে-কোনো বস্তু বা পদার্থই হল সম্পদ।

উত্তর – ভুল (সঠিক উত্তর – বস্তুর কার্যকারিতাই সম্পদ)

বন্যা সম্পদ সৃষ্টির এক প্রযুক্তিগত বাধা।

উত্তর – ভুল (সঠিক উত্তর – প্রাকৃতিক বাধা)

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিক
1. গচ্ছিত সম্পদ(i) সূর্যালোক
2. প্রবহমান সম্পদ(ii) বাড়ি
3. রুদ্ধ প্রবহমান সম্পদ(iii) অভাব মোচনের ক্ষমতা
4. পুনর্ভব সম্পদ(iv) পাঠাগার
5. আবর্তনীয় গচ্ছিত সম্পদ(v) চাঁদ
6. ব্যক্তিগত সম্পদ(vi) সৌরশক্তি
7. সামাজিক সম্পদ(vii) দূষিত বাতাস
8. আন্তর্জাতিক সম্পদ(viii) ক্রায়োলাইট
9. সম্পদ(ix) কয়লা
10. অদ্বিতীয় সম্পদ(x) ছাঁট লোহা

উত্তর –

বামদিকডানদিক
1. গচ্ছিত সম্পদ(ix) কয়লা
2. প্রবহমান সম্পদ(vi) সৌরশক্তি
3. রুদ্ধ প্রবহমান সম্পদ(vii) দূষিত বাতাস
4. পুনর্ভব সম্পদ(i) সূর্যালোক
5. আবর্তনীয় গচ্ছিত সম্পদ(x) ছাঁট লোহা
6. ব্যক্তিগত সম্পদ(ii) বাড়ি
7. সামাজিক সম্পদ(iv) পাঠাগার
8. আন্তর্জাতিক সম্পদ(v) চাঁদ
9. সম্পদ(iii) অভাব মোচনের ক্ষমতা
10. অদ্বিতীয় সম্পদ(viii) ক্রায়োলাইট

দু-এক কথায় উত্তর দাও

সম্পদের আধুনিক ধারণার প্রবক্তা কে?

জিমারম্যান

সম্পদের কার্যকারিতার কথা প্রথম কে বলেন?

অধ্যাপক জিমারম্যান

সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী?

প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি

সম্পদের গুণগত পরিমাণ বৃদ্ধির উপায় কী?

কার্যকারিতা বৃদ্ধি

সম্পদের কার্যকরী তত্ত্বের মূল বৈশিষ্ট্য কী?

গতিশীলতা

প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে কোন্ সম্পদ পাওয়া যায়?

প্রাকৃতিক সম্পদ

মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, উদ্ভাবনীক্ষমতা প্রভৃতি কোন্ সম্পদের উদাহরণ?

সাংস্কৃতিক সম্পদ

সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি?

প্রকৃতি

কার্যকারিতা ছাড়া অন্য কোন্ বৈশিষ্ট্য বস্তুকে সম্পদে পরিণত করে?

মানুষের চাহিদাপূরণের ক্ষমতা

সাংস্কৃতিক সম্পদ সৃষ্টির উপাদানগুলি লেখো।

মানুষের জ্ঞান, কর্মদক্ষতা, নৈপুণ্যতা ইত্যাদি

যে সম্পদ সৃষ্টির উপাদান মানুষ, তাকে কী সম্পদ বলা হয়?

মানবিক সম্পদ

কয়েকটি মানবিক সম্পদের উদাহরণ দাও।

মানুষের শ্রম নিপুণতা, কর্মদক্ষতা ইত্যাদি

মানবিক সম্পদের ওপর ভিত্তি করে কোন্ ধরনের সম্পদ সৃষ্টি হয়?

সাংস্কৃতিক সম্পদ

সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কীরূপ?

দ্বৈত

সম্পদের উপর মানুষের আচরণ অনুযায়ী মানুষের কী কী ভূমিকা দেখা যায়?

সম্পদ সৃষ্টিকারী, সম্পদ ভোগকারী ও সম্পদ ধ্বংসকারী

কয়েকটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও।

জল, মাটি, সূর্যরশ্মি ইত্যাদি নিরপেক্ষ উপাদান

প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কার্যকারিতাহীন বস্তুকে কী বলে?

নিরপেক্ষ উপাদান

1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সম্মেলনটির নাম কী?

বসুন্ধরা সম্মেলন

বাতাস কী ধরনের সম্পদ?

প্রবহমান সম্পদ

প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষকে জিমারম্যান কী বলেছেন?

man

সম্পদে MAN শব্দের অর্থ কী?

প্রযুক্তিগতভাবে উন্নত সম্পদ সৃষ্টিকারী মানুষ

অজৈব সম্পদের দুটি উদাহরণ দাও।

জল, বায়ু

সম্পদ সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

সংস্কৃতি

কয়েকটি সাংস্কৃতিক সম্পদের উদাহরণ দাও।

শিক্ষা, শিল্প, প্রযুক্তি ইত্যাদি

যেসব সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তাদের কী বলে?

সর্বত্রলভ্য সম্পদ

কয়েকটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও।

তামা, টিন, অভ্র ইত্যাদি

যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি স্থানেই পাওয়া যায়, তাদের কী বলে?

দুষ্প্রাপ্য সম্পদ

যে সম্পদের ক্ষয় প্রাকৃতিক উপায়ে পূরণ হয়ে যায়, তাকে কী বলে?

পুনর্ভব সম্পদ

যে-সকল সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে কখনোই ফুরিয়ে যায় না তাদের কী বলে?

অফুরন্ত বা প্রবহমান সম্পদ

পুনর্ভব সম্পদ যখন নির্বিচারে ব্যবহারের ফলে অপুনর্ভব সম্পদে পরিণত হয়, তখন তাকে কী বলে?

রুদ্ধ প্রবহমান সম্পদ

অবস্তুগত সম্পদের দুটি উদাহরণ দাও।

শিক্ষা ও আইন

গচ্ছিত সম্পদকে যখন পুনরায় ব্যবহার করা সম্ভব হয় তখন তাকে কী বলে?

আবর্তনীয় গচ্ছিত সম্পদ

সম্পদ সংরক্ষণের দুটি উপায় লেখো।

অতি ব্যবহার কমানো, অপচয় রোধ করা


আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ‘ভারতের সম্পদ (সম্পদের ধারণা শ্রেণীবিভাগ ও সংরক্ষণ)’ এর নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন